Class 4 Chapter 5 Solution
বনভোজন
Very Short Question Answer
১. গোলাম মোস্তাফা কোথায় জন্মগ্রহণ করেন?
উ: বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে গোলাম মোস্তাফা জন্মগ্রহণ করেন।
২। তাঁর দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উ: তাঁর লেখা দুটি কবিতার বই হল- হাস্নাহেনা, সাহারা।
৩. কবিতাটিতে কারা খেলতে এসেছিল?
উ: কবিতাটিতে নুরু, পুষি, আয়েষা, শফি এরা খেলতে এসেছিল।
৪. ‘বাগিচা’ শব্দের অর্থ কী?
উ: ‘বাগিচা’ বলতে বাগান বোঝায়।
৫. রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল?
উ: রান্নার জন্য তারা আমের গুটি, নারকেল মালার হাঁড়ি, রঙিন খুরি, ছোটো বঁটি এবং ছুরির মতো জিনিস এনেছিল।
৬. কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজে ছিল?
উ: কবিতায় নূরু নামের মেয়েটি মিছিমিছি গিন্নি সেজেছিল।
৭. মিছিমিছি কী কী খাবার রাঁধা হয়েছিল?
উঃ ধুলোবালির কোর্মা, পোলাও, কাদার পিঠে, ভাত প্রভৃতি জিনিস মিছিমিছি রাঁধা হয়েছিল।
৮. কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল?
উ: কবিতায় ওদের খেলার মাঝে কথক এসে পড়েছিলেন।
৯. ‘এক লাইনে সবাই বসে পড়ল খাওয়া শুরু’ – তারা কী কী খাচ্ছিল?
উ: এক লাইনে বসে তারা ধুলো-বালির’ কোর্মা-পোলাও আর কাদার পিঠে খাচ্ছিল।
১০. ‘পালিয়ে গেল দুষ্টুরা সব’- ‘দুষ্টুরা সব’ পালিয়ে গেল কেন?
উঃ আয়েষা, নূরু, প্রভৃতিদের খেলার মাঠে কথক এসে পড়ায় মেয়েগুলো লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়।
১১. ‘রান্না তাদের শেষ হল যেই’- তাদের রান্না শেষ হতেই কী হল?
উ: রান্না তাদের শেষ হতেই নূরু গিন্নি সেজে সবাইকে এক লাইনে বসিয়ে খাবার দিতে শুরু করল।
১২. কবি গোলাম মোস্তাফার প্রথম উপন্যাসের নাম কী?
উ: কবি গোলাম মোস্তাফার প্রথম উপন্যাস হল ‘রূপের নেশা’।
১৩. কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজে ছিল?
উ: কবিতায় নূরু মিছিমিছি গিন্নি সেজেছিল।
Short Question Answer
১. নূরু, শফিরা দুপুরবেলা ঘুমোয়নি কেন?
উ: নূরু, শফিরা দুপুরবেলা ঘুমোয়নি, কারণ তারা সবাই মিলে আমবাগানে মিছিমিছি বনভোজনের জন্য জড়ো হয়েছিল।
২. কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন?
উঃ মেয়েগুলি বৈশাখ মাসের দুপুরবেলায় মিছিমিছি রান্নাবান্না খেলছিল। কবিকে আসতে দেখে তারা লজ্জা পেয়ে খিলখিল করে হেসে পালিয়ে যায়।
Fill In The Blanks
১. ———–মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম।
উ: বোশেখ
২. নারিকেলের মালার ————-কেউ এনেছে দুটি।
উ: হাঁড়ি
৩. কেউ এনেছে ছোটো, বঁটি, কেউ এনেছে—————।
উ: ছুরি
৪. বসে গেছে সবাই আজি ————- আয়োজনে।
উ: বিপুল
৫. এমন সময় হঠাৎ ————- পড়েছি যেই এসে।
উ: আমি
Grammar
১। নীচের বর্ণগুলো যোগ করে শব্দ তৈরি করো:
উঃ স্+অ+ব+ আ + ই = সবাই।
র্+ঁঁ+আ+ধ+উ+ন্+ ই = রাঁধুনি।
ব্+আ+গ্+ই+চ্ + আ = বাগিচা।
ব্+য+অ+স্+ত্ + অ = ব্যস্ত।
দ+উ+ষ+ট্ + উ = দুষ্টু।
২.গিন্নি, আঁচল, নিমন্ত্রণ, কোর্মা, রঙিন।
উ: গিন্নি = গ্+ই+ন্+ন+ই।
আঁচল = আ+ঁ+ চ্ + অ + ল্।
নিমন্ত্রণ = ন্+ই+ম্+অ+ন্+ত্+অ+।
কোর্মা = ক + ও + র্ + ম্+আ।
রঙিন = র্ + অ + ঙ+ই+ন।
৩. গদ্যরূপ লেখো:
বোশেখ, চৈত, হলদি, মিঠে
উ: বোশেখ-বৈশাখ। চৈত – চৈত্র। মিঠে – মিষ্টি। হলুদ- হলদি
৪। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো।
ইচ্ছা, বাগান, চড়ুইভাতি, নিদ্রা।
উ: ইচ্ছা-শখ। বাগান-বাগিচা। চড়ুইভাতি-বনভোজন। নিদ্রা-ঘুম।
৫। বিপরীতার্থক শব্দ লেখো:
আজি, ছোটো, হেসে, শুরু, তলায়।
৬• বর্ণ বিশ্লেষণ করো:
দুত্তরি, আয়োজন, কোর্মা, রাঁধুনি, দুষ্টু, ব্যস্ত।
উ: দুত্তরি = দ্+উ+++ র্+ই।
কোর্মা = ক্+ও++ ম্+আ।
আয়োজন = আ++ও+জ+অ+ন।
রাঁধুনি = র্+আ+ধ+উ+ন্+ই।
দুষ্টু= দ+উ+স্+ট্ + উ।
ব্যস্ত = ব্+য+অ+স্+ত্+অ।
৭। বেমানান শব্দটি লেখো:
১. ধুম্র, ধূম, ধোঁয়া, কাদা। উ: কাদা।
২. ধূলি, রজ, ধূলা, প্রস্তর। উঃ প্রস্তর।
৩. ঘুম, নিদ্রা, জাগরণ, নিদ। উ: জাগরণ।
৪. পিতা, জনক, ভর্তা, জন্মদাতা। উঃ ভর্তা।