Class 12 Chapter 2 Solution
দ্বিতীয় বশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক
MCQs Question Answer
1. দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়-
(a) ১৯১৯ খ্রিস্টাব্দে
(b) ১৯২০ খ্রিস্টাব্দে
(c) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(d)১৯৪৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (c) ১৯৩৯ খ্রিস্টাব্দে
2. দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে-
(a) ১৯৪০ খ্রিস্টাব্দে
(b) ১৯৪১ খ্রিস্টাব্দে
© ১৯৪৫ খ্রিস্টাব্দে
(d) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তরঃ © ১৯৪৫ খ্রিস্টাব্দে
3. জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটির নাম হল-
(a) ফ্যাট ম্যান
(b) ম্যাড ম্যান
© জেন্টলম্যান
(d) সুপারম্যান
উত্তরঃ(a) ফ্যাট ম্যান
4. মার্কিন রাষ্ট্রপতি ট্রম্যান যে বছর তাঁর নীতি ঘোষণা করেন-
(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৭ খ্রিস্টাব্দে
© ১৯৫০ খ্রিস্টাব্দে
(d)১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ(b) ১৯৪৭ খ্রিস্টাব্দে
5. ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম প্রয়োগ করেন-
(a) ট্রুম্যান
(b)বার্নার্ড বারচ
© চার্চিল
(d)গোর্বাচেভ
উত্তরঃ(b)বার্নার্ড বারচ
6. প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন সাংবাদিক-
(a) ওয়াল্টার লিপম্যান
(b) আব্রাহাম বার্গম্যান
© রিচার্ড রোজক্রান্স
(d)গ্যাডিস
উত্তরঃ(a) ওয়াল্টার লিপম্যান
7. সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে-
(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৯ খ্রিস্টাব্দে
© ১৯৫০ খ্রিস্টাব্দে
(d) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ(b) ১৯৪৯ খ্রিস্টাব্দে
৪. পশ্চিমি সামরিক জোট হল-
(a) ANATO
(b) SEATO
© SAARC
(d) SAPTA
উত্তরঃ(a) ANATO
9. সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির তৈরি করা জোট হল-
(a) Warsaw
(b) NATO
© SAPTA
(d) SEATO [ABTA Inter School Test]
উত্তরঃ(a) Warsaw
10. মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি হয়-
(a) ট্রুম্যান পরিকল্পনা
(b) মার্শাল পরিকল্পনা
© চার্চিল পরিকল্পনা
(d) রেগন পরিকল্পনা
উত্তরঃ(b) মার্শাল পরিকল্পনা
11. NATO গঠিত হয় কার উদ্যোগে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b)সোভিয়েত ইউনিয়ন
© পোল্যান্ড
(d) পোৰ্তুগাল
উত্তরঃ(a) মার্কিন যুক্তরাষ্ট্র
12. Warsaw Pact তৈরি হয় কার উদ্য়োগে ?
(a) সোভিয়েত ইউনিয়ন
(b) হাঙ্গেরি
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) নরওয়ে
উত্তরঃ(a) সোভিয়েত ইউনিয়ন
13. উত্তর ও দক্ষিণ কোরিয়ার সংঘর্ষ
(a) ১৯৫০ খ্রিস্টাব্দে
(b) ১৯৫৫ খ্রিস্টাব্দে
© ১৯৬০ খ্রিস্টাব্দে
(d) ১৯৬৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ(a) ১৯৫০ খ্রিস্টাব্দে
14. কিউবা সংকট দেখা দেয়-
(a) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(b)১৯৬০ খ্রিস্টাব্দে
© ১৯৬২ খ্রিস্টাব্দে
(d)১৯৭৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ© ১৯৬২ খ্রিস্টাব্দে
15. সাম্যবাদ প্রতিরোধের নীতি ঘোষণা করেন-
(a) ট্রুম্যান
(b) মার্শাল
© রেগন
(d) ওবামা
উত্তরঃ (a) ট্রুম্যান
16. কন্টেনমেন্ট অব লিবারেশন লিখেছেন-
(a) বার্টন
(b) বার্নহাম
© হ্যারিম্যান
(d) বোলেন
উত্তরঃ(b) বার্নহাম
17. যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান এবং একমেরুকরণের জন্ম হয়, সেটি হল-
(a) সোভিয়েত ইউনিয়নের পতন
(b) কিউবা সংকটের অবসান
© কোরিয়া সংকট
(d) ইরাকের কুয়েত দখল
উত্তরঃ(a) সোভিয়েত ইউনিয়নের পতন
18. লেখক বার্টন রচিত গ্রন্থের নাম হল-
(a) International Relations
(b) Politics Among Nations
© Witness to History
(d) Strategies of Containment
উত্তরঃ(a) International Relations
19. কবে থেকে আন্তর্জাতিক সম্পর্কের যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও ঘটনাবলিকে ‘ঠান্ডা লড়াই’-এর প্রেক্ষিতে বিচারবিশ্লেষণ করা হত?
(a) প্রথম বিশ্বযুদ্ধের আগে
(b) প্রথম বিশ্বযুদ্ধের পরে
© দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে
(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
উত্তরঃ(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে
20. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন্ শক্তি বা জোট জয়লাভ করেছিল?
(a) অক্ষশক্তি
(b) মিত্রশক্তি
© ন্যাটো জোট
(d) ওয়ারশ জোট
উত্তরঃ(b) মিত্রশক্তি
21. ঠান্ডা লড়াই কথাটি কবে থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে?
(a) ১৯৪৫ সাল থেকে
(b) ১৯৪৬ সাল থেকে
© ১৯৪৭ সাল থেকে
(d) ১৯৪৮ সাল থেকে
উত্তরঃ© ১৯৪৭ সাল থেকে
22. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল?
(a) ১৯১৪ সালের ২৮ জুলাই
(b) ১৯১৪ সালের ২৭ জুলাই
© ১৯১৪ সালের ২৯ জুলাই
(d) ১৯১৪ সালের ৩০ জুলাই
উত্তরঃ(a) ১৯১৪ সালের ২৮ জুলাই
23. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?
(a) ১৯১৯ সালের ২৫ জুন
(b)১৯১৯ সালের ২৬ জুন
© ১৯১৯ সালের ২৭ জুন
(d) ১৯১৯ সালের ২৮ জুন
উত্তরঃ(d) ১৯১৯ সালের ২৮ জুন
24. মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে ‘মনরো নীতি’ গ্রহণ করে?
(a) ১৮২১ সাল
(b)১৮২২ সাল
© ১৮২৩ সাল
(d)১৮২৪ সাল
উত্তরঃ© ১৮২৩ সাল
25. ইটালি ও জাপানের সাথে কমিন্টার্ন-বিরোধী চুক্তি কে স্বাক্ষর করেছিলেন?
(a) হিটলার
(b) মুসোলিনি
© লেনিন
(d) ট্রট্স্কি
উত্তরঃ(a) হিটলার
26. কমিন্টার্ন-বিরোধী চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়?
(a) ১৯৩৩ সাল
(b) ১৯৩৫ সাল
© ১৯৩৬ সাল
(d) ১৯৪০ সাল
উত্তরঃ© ১৯৩৬ সাল
27. মিউনিক চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়?
(a) ১৯৩৫ সাল
(b) ১৯৩৬ সাল
© ১৯৩৭ সাল
(d) ১৯৩৮ সাল
উত্তরঃ(d) ১৯৩৮ সাল
28. সোভিয়েত-ইঙ্গ-ফরাসি সহযোগিতা গড়ে তোলার জন্য কোন্ দেশ পরিকল্পনা পেশ করে?
(a) সোভিয়েত ইউনিয়ন
(b) ব্রিটেন
© ফ্রান্স
(d) আমেরিকা
উত্তরঃ (a) সোভিয়েত ইউনিয়ন
29. সোভিয়েত-ইঙ্গ-ফরাসি সহযোগিতা গড়ে তোলার জন্য পরিকল্পনা কোন্ বছর পেশ করা হয়?
(a) ১৯৩৬ সাল
(b) ১৯৩৭ সাল
© ১৯৩৮ সাল
(d) ১৯৩৯ সাল
উত্তরঃ(d) ১৯৩৯ সাল
30. স্তালিন কার সঙ্গে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন?
(a) মুসোলিনি
(b) হিটলার
© চার্চিল
(d) বুজভেল্ট
উত্তরঃ(b) হিটলার
31. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
(a) ১৯৪২ সাল
(b) ১৯৪৩ সাল
© ১৯৪৪ সাল
(d) ১৯৪৫ সাল
উত্তরঃ (d) ১৯৪৫ সাল
32. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোন্ বছর যোগদান করে?
(a) ১৯৩৯ সাল
(b) ১৯৪০ সাল
© ১৯৪১ সাল
(d) ১৯৪২ সাল
উত্তরঃ(d) ১৯৪২ সাল
33. কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ কোন্ বছর হয়েছিল?
(a) ১৯৪২ সাল
(b) ১৯৪৩ সাল
© ১৯৪৪ সাল
(d) ১৯৪৫ সাল
উত্তরঃ(b) ১৯৪৩ সাল
34. কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ কোন্ দেশ করেছিল?
(a) চেকোশ্লোভাকিয়া
(b) আমেরিকা
© ব্রিটেন
(d) সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ(d) সোভিয়েত ইউনিয়ন
35. মার্শাল পরিকল্পনা কোন্ বছর থেকে কার্যকর হয়?
(a) ১৯৪৫ সাল
(b) ১৯৪৬ সাল
© ১৯৪৭ সাল
(d) ১৯৪৮ সাল
উত্তরঃ(d) ১৯৪৮ সাল
36 . ‘বার্লিন অবরোধ’ কোন্ দেশ করে?
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) সোভিয়েত ইউনিয়ন
© ব্রিটেন
(d)ফ্রান্স
উত্তরঃ (b) সোভিয়েত ইউনিয়ন
37. ‘বার্লিন অবরোধ’ কোন্ বছর হয়?
(a) ১৯৪৭ সাল
(b) ১৯৪৮ সাল
© ১৯৪৯ সাল
(d) ১৯৫০ সাল
উত্তরঃ(b) ১৯৪৮ সাল
38. ‘ন্যাটো’ কবে স্বাক্ষরিত হয়?
(a) ১৯৪৯ সালে ২ এপ্রিল
(d) ১৯৪৯ সালে ৫ এপ্রিল
© ১৯৪৯ সালে ৪ এপ্রিল
(d) ১৯৪৯ সালে ৩ এপ্রিল
উত্তরঃ © ১৯৪৯ সালে ৪ এপ্রিল
39. ‘ওয়ারশ চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়?
(a) ১৯৫৫ সালের ১৪ মে
(b) ১৯৫৫ সালের ১৫ মে
© ১৯৫৫ সালের ১৬ মে
(d) ১৯৫৫ সালের ১৭ মে
উত্তরঃ(a) ১৯৫৫ সালের ১৪ মে
40. রিয়ালিটিজ অব ওয়ার্ল্ড পাওয়ার লিখেছেন-
(a) বার্টন
(b) হ্যারিম্যান
© জন কেইফার
(d) বোলেন
উত্তরঃ © জন কেইফার
41 . পটড্রাম সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
(a) ১৯৪৪ সালে
(b)১৯৪৫ সালে
© ১৯৪৬ সালে
(d) ১৯৪৭ সালে
উত্তরঃ (b)১৯৪৫ সালে
42. পশ্চিম জার্মানিকে কোন্ বছর একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়?
(a) ১৯৪৬ সালে
(b) ১৯৪৭ সালে
© ১৯৪৮ সালে
(d) ১৯৪৯ সালে
উত্তরঃ © ১৯৪৮ সালে
43. ‘বার্লিন অবরোধ’ কোন্ বছর প্রত্যাহৃত হয়?
(a) ১৯৪৯ সালে
(b) ১৯৫০ সালে
© ১৯৪৭ সালে
(d) ১৯৪৮ সালে
উত্তরঃ (a) ১৯৪৯ সালে
44. চিনে কমিউনিস্ট পার্টির শাসন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
(a) ১৯৪৭ সালে
(b) ১৯৪৮ সালে
© ১৯৪৯ সালে
(d) ১৯৫০ সালে
উত্তরঃ © ১৯৪৯ সালে
45. সোভিয়েত ইউনিয়ন কোন্ বছর আণবিক বোমা আবিষ্কার করে?
(a) ১৯৪৬ সালে
(b) ১৯৪৭ সালে
© ১৯৪৮ সালে
(d) ১৯৪৯ সালে
উত্তরঃ(d) ১৯৪৯ সালে
46. কোরিয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
(a) ১৯৪৭ সালে
(b) ১৯৪৮ সালে
© ১৯৪৯ সালে
(d) ১৯৫০ সালে
উত্তরঃ(d) ১৯৫০ সালে
47. ট্রম্যান কত সালে তাঁর পরিকল্পনার কথা বলেন?
(a) ১৯৪৬ সালে
(b) ১৯৪৭ সালে
© ১৯৪৮ সালে
(d) ১৯৪৯ সালে
উত্তরঃ(b) ১৯৪৭ সালে
48. ট্রম্যান গ্রিস ও তুরস্ককে কত মিলিয়ন ডলার আর্থিক সাহায্য প্রদানের কথা বলেন?
(a) ২০০ মিলিয়ন
(b) ৩০০ মিলিয়ন
© ৪০০ মিলিয়ন
(d) ৫০০ মিলিয়ন
উত্তরঃ © ৪০০ মিলিয়ন
49. জর্জ মার্শাল কে ছিলেন?
(a) মার্কিন রাষ্ট্রপতি
(b) ব্রিটিশ প্রধানমন্ত্রী
© মার্কিন পররাষ্ট্র সচিব
(d) ব্রিটিশ প্রধানমন্ত্রী
উত্তরঃ © মার্কিন পররাষ্ট্র সচিব
50. ১৯৪৭ সালের শেষদিকে পশ্চিম ইউরোপের ক-টি দেশ মার্শাল পরিকল্পনার শরিক হয়?
(a) ১৫টি দেশ
(b) ১৬টি দেশ
© ১৭টি দেশ
(d) ১৮টি দেশ
উত্তরঃ (b) ১৬টি দেশ
51. ‘ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতার জন্য কমিটি’-এর নাম কোন্ বছর পরিবর্তিত হয়?
(a)১৯৪৬ সালে
(b) ১৯৪৭ সালে
© ১৯৪৮ সালে
(d) ১৯৪৯ সালে
উত্তরঃ © ১৯৪৮ সালে
52. ক-টি দেশের চুক্তির মাধ্যমে ‘ন্যাটো’ গড়ে ওঠে?
(a) ১০টি
(b) ১২টি
© ১৪টি
(d) ১৬টি
উত্তরঃ (b) ১২টি
53. ‘কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো’ বা ‘কমিনফর্ম’ কোন্ বছর গঠিত হয়।
(a) ১৯৪৫ সাল
(b) ১৯৪৬ সাল
© ১৯৪৭ সাল
(d) ১৯৪৮ সাল
উত্তরঃ© ১৯৪৭ সাল
54. কমিনফর্ম গঠনে কোন্ দেশ অগ্রণী ভূমিকা নেয়?
(a) সোভিয়েত ইউনিয়ন
(b) পোল্যান্ড
(c) রুমানিয়া
(d) বুলগেরিয়া
উত্তরঃ(a) সোভিয়েত ইউনিয়ন
55. পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে ‘কমেকন’ কোন্ বছর গড়ে ওঠে?
(a) ১৯৪৬ সাল
(b) ১৯৪৭ সাল
© ১৯৪৮ সাল
(d) ১৯৪৯ সাল
উত্তরঃ (d) ১৯৪৯ সাল
56. কত সালে স্তালিনের মৃত্যু হয়?
(a) ১৯৫০ সাল
(b) ১৯৫১ সাল
© ১৯৫২ সাল
(d) ১৯৫৩ সাল
উত্তরঃ (d) ১৯৫৩ সাল
57. ‘শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব’ কবে গৃহীত হয়?
(a) ১৯৫০ সালের ২ নেভেম্বর
(b) ১৯৫০ সালের ৩ নেভেম্বর
© ১৯৫০ সালের ৪ নেভেম্বর
(d) ১৯৫০ সালের ৫ নেভেম্বর
উত্তরঃ (b) ১৯৫০ সালের ৩ নেভেম্বর
58. ‘শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব’ সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা গ্রহণ করে?
(a) সাধারণ সভা
(b) নিরাপত্তা পরিষদ
© অছিপরিষদ
(d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরঃ(a) সাধারণ সভা
59. কত সালে কোরিয়ার যুদ্ধের বিরতি ঘোষণা করা হয়?
(a) ১৯৫১ সালে
(b) ১৯৫২ সালে
© ১৯৫৩ সালে
(d) ১৯৫৪ সালে
উত্তরঃ © ১৯৫৩ সালে
60. কোন্ বছর ‘দক্ষিণ-পূর্ব এশীয় চুক্তি সংস্থা’ বা ‘সিয়াটো’ গঠিত হয়?
(a)১৯৫১ সালে
(b) ১৯৫২ সালে
© ১৯৫৩ সালে
(d) ১৯৫৪ সালে
উত্তরঃ(d) ১৯৫৪ সালে
61. ‘মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা’ বা ‘মেডো’ কবে গঠিত হয়?
(a) ১৯৫৪ সালে
(b) ১৯৫৫ সালে
© ১৯৫৬ সালে
(d) ১৯৫৭ সালে
উত্তরঃ (b) ১৯৫৫ সালে
62. আলবেনিয়া কোন্ বছর ‘ওয়ারশ’-এর সদস্যপদ ত্যাগ করে?
(a)১৯৬০ সালে
(b) ১৯৬১ সালে
© ১৯৬২ সালে
(d) ১৯৬৩ সালে
উত্তরঃ(d) ১৯৬৩ সালে
63 . জেনিভা সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
(a) ১৯৫৪ সালে
(b) ১৯৫৫ সালে
© ১৯৫৬ সালে
(d) ১৯৫৭ সালে
উত্তরঃ (a) ১৯৫৪ সালে
64. প্রেসিডেন্ট নাসের কত সালের সুয়েজ চুক্তি বাতিল করে সুয়েজখার জাতীয়করণ করেন?
(a) ১৮৮৬ সালে
(b) ১৮৮৭ সালে
© ১৮৮৮ সালে
(d)১৮৮৯ সালে
উত্তরঃ© ১৮৮৮ সালে
65. সুয়েজখাল জাতীয়করণ কোন্ বছর হয়?
(a) ১৯৫৩ সালে
(b) ১৯৫৪ সালে
© ১৯৫৫ সালে
(d) ১৯৫৬ সালে
উত্তরঃ © ১৯৫৫ সালে
66. সুয়েজখাল জাতীয়করণের প্রতিবাদে কবে ব্রিটেন ও ফ্রান্স মিশরকে আক্রমণ করে?
(a) ১৯৫৬ সালের ২৬ অক্টোবর
(b)১৯৫৬ সালের ২৭ অক্টোবর
© ১৯৫৬ সালের ২৮ অক্টোবর
(d) ১৯৫৬ সালের ২৯ অক্টোবর
উত্তরঃ(d) ১৯৫৬ সালের ২৯ অক্টোবর
67. আমেরিকা লাতিন আমেরিকার দেশগুলিকে নিয়ে ‘আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা’ বা ‘ওএএস’ কোন্ বছর গঠন করেছিল?
(a) ১৯৪৬ সালে
(b) ১৯৪৭ সালে
© ১৯৪৮ সালে
(d) ১৯৪৯ সালে
উত্তরঃ© ১৯৪৮ সালে
68. মার্কিন যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরকিার কতগুলি দেশ মিলে ‘ও এ এস’ গঠন করেছিল?
(a) ২০টি
(b) ২১টি
© ২২টি
(d) ২৩টি
উত্তরঃ(a) ২০টি
69. গুয়েতেমালার আরবেও সরকার কত সালে ‘আমেরিকান ইউনাইটেড ফ্রুট কোম্পানি’ জাতীয়করণ করে?
(a) ১৯৫৩ সালে
(b)১৯৫৪ সালে
© ১৯৫৫ সালে
(d) ১৯৫৬ সালে
উত্তরঃ (b)১৯৫৪ সালে
70. কিউবার আত্মরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন কোন্ বছর ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলার কথা ঘোষণা করে?
(a) ১৯৫২ সালে
(b) ১৯৫৫ সালে
© ১৯৬০ সালে
(d) ১৯৬২ সালে
উত্তরঃ (d) ১৯৬২ সালে
71. ‘ঠান্ডা লড়াই’ শব্দটিকে জনপ্রিয় করে তোলেন-
(a) ক্রুশ্চেভ
(b) লিপম্যান
© চার্চিল
(d)মর্গেনথাউ
উত্তরঃ © চার্চিল
72. ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল কোন্ যুদ্ধের পর?
(a) প্রথম বিশ্বযুদ্ধ
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
© কোরিয়ার যুদ্ধ
(d) কিউবার যুদ্ধ
উত্তরঃ (b) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
73. ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন-
(a) ট্রুম্যান
(b) চার্চিল
© লিপম্যান
(d)স্তালিন
উত্তরঃ(b) চার্চিল
74. ঠান্ডা লড়াইয়ের উৎস সম্পর্কিত ঐতিহ্যবাহী ধারণার জনক ছিলেন-
(a) জর্জ কেন্নান
(b) উইলসন
© চার্চিল
(d) লিপম্যান
উত্তরঃ (a) জর্জ কেন্নান
75. পৃথিবীতে ঠান্ডা লড়াই স্থায়ী হয়-
(a) ৬০ বছর
(b) ৪০ বছর
© ৭০ বছর
(d) ৫০ বছর
উত্তরঃ(d) ৫০ বছর
76. মলোটভ ছিলেন-
(a) সোভিয়েত রাষ্ট্রদূত
(b) সোভিয়েত প্রধানমন্ত্রী
© সোভিয়েত অর্থমন্ত্রী
(d) কোনোটিই নয়
উত্তরঃ(d) কোনোটিই নয়
77. ট্রম্যান ছিলেন-
(a) মার্কিন রাষ্ট্রপতি
(b) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
© ফরাসি রাষ্ট্রপতি
(d) রুশ রাষ্ট্রপতি
উত্তরঃ(a) মার্কিন রাষ্ট্রপতি
78. ফুলটন বক্তৃতায় আনুষ্ঠানিক ঘোষণা হয়-
(a)ঠান্ডা লড়াইয়ের
(b) ন্যাটো জোটে
© মার্শাল পরিকল্পনার
(d) টুম্যান নীতির
উত্তরঃ (a)ঠান্ডা লড়াইয়ের
79. আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয়-
(a) এনজাস চুক্তি
(b) এসিসি চুক্তি
© ন্যাটো চুক্তি
(d) ওয়ারশ চুক্তি
উত্তরঃ (a) এনজাস চুক্তি
৪০. ওয়ারশ চুক্তির কেন্দ্রীয় শক্তি ছিল-
(a) আমেরিকা রাশিয়া
(b) রাশিয়া
© ফ্রান্স
(d) পোল্যান্ড
উত্তরঃ(b) রাশিয়া
81. কেজিবি কোন্ দেশের গোয়েন্দা বিভাগ ছিল?
(a) রাশিয়া
(b) ভিয়েতনাম
© ফ্রান্স
(d) জার্মানি
উত্তরঃ (a) রাশিয়া
82. মূলত যে সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয়-
(a) সুয়েজ সংকট
(b) কোরিয়া সংকট
© বার্লিন সংকট
(d) কিউবা সংকট
উত্তরঃ(a) সুয়েজ সংকট
83. ঠান্ডা যুদ্ধের সময় যে দুটি ক্ষেত্রে জাতিপুঞ্জের শান্তিরক্ষার দৃষ্টান্ত দেখা যায়, সেগুলি হল-
(a) কাশ্মীর সমস্যা ও সুয়েজ সমস্যা
(b) জাতিগত সমস্যা
© বর্ণবিদ্বেষগত সমস্যা
(d) কোনোটিই নয়
উত্তরঃ(a) কাশ্মীর সমস্যা ও সুয়েজ সমস্যা
84. ঠান্ডা যুদ্ধ প্রথম পর্যায়ে কেন্দ্রীভূত ছিল-
(a) ইউরোপে
(b) পূর্ব এশিয়ায়
© পশ্চিম এশিয়ায়
(d) আফ্রিকায়
উত্তরঃ(a) ইউরোপে
85. সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যানের ঘোষিত নীতি হল-
(a) আন্তর্জাতিক নিরাপত্তার নীতি
(b) আন্তর্জাতিক বাণিজ্যের নীতি
© পারস্পরিক সাহায্যের নীতি
(d) সংকোচনের (Containment) নীতি
উত্তরঃ(d) সংকোচনের (Containment) নীতি
86. ‘ঠান্ডা যুদ্ধ’ বলতে বোঝায়-
(a) গরম যুদ্ধকে
(b) আণবিক যুদ্ধকে
© যুদ্ধ-পরবর্তী অবস্থাকে
(d) যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে
উত্তরঃ(d) যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে
৪7. ১৯৯০ খ্রি. কোন্ ঘোষণার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে?
(a) বুশ-গোর্বাচেভ ঘোষণা
(b) আফগানিস্তান ঘোষণা
© ট্রুম্যানের ঘোষণা
(d) ক্রুশ্চেভের ঘোষণা
উত্তরঃ (a) বুশ-গোর্বাচেভ ঘোষণা
৪৪. ঠান্ডা লড়াইকে কে ‘গরম শান্তি’ বলে চিহ্নিত করেছেন?
(a) চার্চিল
(b) বার্নেট
© টুম্যান
(d) ফ্রিডম্যান]
উত্তরঃ(b) বার্নেট
89. ঠান্ডা লড়াইকে কে ‘যুদ্ধের একটি নতুন কৌশল’ বলে চিহ্নিত করেছেন-
(a) রেমন্ড
(b) বার্নেট
© ফ্রিডম্যান
(d) ফ্র্যাঙ্কেল
উত্তরঃ © ফ্রিডম্যান
90. দ্য ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকায় পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রবন্ধ লিখেছিলেন?
(a) ওয়াল্টার লিপম্যান
(b) বার্নাড বারুচ
© চার্চিল
(d)বুলগানিন
উত্তরঃ (a) ওয়াল্টার লিপম্যান
91. ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায়-
(a) মনরো নীতির মধ্যে
(b) প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে
© ভার্সাই চুক্তির মধ্যে
(d) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে
উত্তরঃ(b) প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে
92. ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাব-প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতি ছিল-
(a) প্রতিরোধের নীতি
(b)পারমাণবিক নিবৃত্তিকরণ নীতি
© বন্ধুত্বের নীতি
(d) প্রত্যক্ষভাবে আক্রমণ করার নীতি
উত্তরঃ(a) প্রতিরোধের নীতি
93. ____এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে।
(a) ১৯৩০
(b) ১৯৮০
© ১৯৬০
(d) ১৯৯০
উত্তরঃ (d) ১৯৯০
94. ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল?
(a) ব্রিটেন-মার্কিন যুক্তরাষ্ট্র
(b) মার্কিন যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন
© সোভিয়েত ইউনিয়ন-জার্মানি
(d) সোভিয়েত ইউনিয়ন-চিন
উত্তরঃ (b) মার্কিন যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়ন
95. ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল-
(a) বিশ্ব দারিদ্র্য
(b) জাতিপুঞ্জের ভূমিকা
© মতাদর্শগত বিরোধ
(d) এর কোনোটিই নয় [নমুনা প্রশ্ন]
উত্তরঃ © মতাদর্শগত বিরোধ
96. ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম-
(a) ভারত ও সোভিয়েত ইউনিয়ন
(b) চিন ও পাকিস্তান
© মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
(d) জার্মানি ও ভারত [HS’ 17]
উত্তরঃ © মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
97. ঠান্ডা লড়াইয়ের অবসান হয়-
(a) ১৯৮০ সালে
(b) ১৯৯৫ সালে
(c) ১৯৯১ সালে
(d) ২০০০ সালে [HS’ 17]
উত্তরঃ(c) ১৯৯১ সালে
98. প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল-
(a) প্রথম বিশ্বযুদ্ধে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধে
© ঠান্ডা লড়াইয়ে
(d) ভারত-পাক যুদ্ধে [HS’ 16]
উত্তরঃ © ঠান্ডা লড়াইয়ে
99. সমাজতান্ত্রিক দেশগুলি কোন্ জোট গঠন করে?
(a) ন্যাটো
(b) সাফটা
© ওয়ারশ
(d) সিয়াটো
উত্তরঃ © ওয়ারশ
100. ন্যাটোর বিপরীত জোটটি হল-
(a) সিয়াটো
(b) ওয়ারশ
© সার্ক
(d) আশিয়ান
উত্তরঃ(b) ওয়ারশ
101. ১৯৪৯ সালের জানুয়ারি মাসে ‘কমেকন’ গঠন করেছিল-
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) সোভিয়েত ইউনিয়ন
© চিন
(d) ব্রিটেন
উত্তরঃ(b) সোভিয়েত ইউনিয়ন
1. জোটনিরপেক্ষ আন্দোলনের জনক হলেন-
(a) জওহরলাল নেহরু
(b) শ্রীমতী ইন্দিরা গান্ধি
(c )সুকর্ণ
(d) মার্শাল টিটো
উত্তরঃ (a) জওহরলাল নেহরু
2. জোটনিরপেক্ষতার ধারণার জন্ম হয়-
(a) ভারতে
(b) পাকিস্তানে
(c )বাংলাদেশে
(d) নেপালে
উত্তরঃ (a) ভারতে
3. জোটনিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল সদস্য নিয়ে।
(a) ২০ জন
(b) ২৫ জন
(c ) ৩৫ জন
(d) ৪০ জন [HS ’16]
উত্তরঃ (b) ২৫ জন
4. একমেরু বিশ্বের প্রধান দেশ হল-
(a) আমেরিকা
(b) গ্রেট ব্রিটেন
(c ) চিন
(d) ফ্রান্স
উত্তরঃ (a) আমেরিকা
5. ১৯৮৩ খ্রিস্টাব্দে জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) দিল্লিতে
(b) মুম্বাইয়ে
(c )চেন্নাইতে
(d) কলকাতায়
উত্তরঃ (a) দিল্লিতে
6. যে শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে জোটনিরপেক্ষ আন্দোলনের সূচনা হা সেটি অনুষ্ঠিত হয়-
(a) বেলগ্রেডে
(b) কলম্বোয়
(c) দিল্লিতে
(d) কাঠমান্ডুতে
উত্তরঃ (a) বেলগ্রেডে
7. যুগোশ্লাভিয়ার জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন-
(a) নেহরু
(b) টিটো
(c ) সুকর্ণ
(d) নাসের
উত্তরঃ (b) টিটো
8. বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
(a) ১৯৪৫ সালে
(b) ১৯৫০ সালে
(c ) ১৯৫৫ সালে
(d) ১৯৬০ সালে
উত্তরঃ (c ) ১৯৫৫ সালে
9. জাতিপুঞ্জে মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয়-
(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৮ খ্রিস্টাব্দে
(c ) ১৯৫০ খ্রিস্টাব্দে
(d) ১৯৬০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (b) ১৯৪৮ খ্রিস্টাব্দে
10. আমেরিকায় সন্ত্রাসবাদী আক্রমণ হয়-
(a) ২০০১ খ্রিস্টাব্দে
(b) ২০০৫ খ্রিস্টাব্দে
(c ) ২০০৬ খ্রিস্টাব্দে
(d) ২০০৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (a) ২০০১ খ্রিস্টাব্দে
13. জোটনিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
(a) ১৯৫৯ সাল
(b) ১৯৬০ সাল
(c ) ১৯৬১ সাল
(d) ১৯৬২ সাল
14. ২০১২ সাল পর্যন্ত জোটনিরপেক্ষ দেশগুলির ক-টি সম্মেলন অনুষ্ঠিত হয়?
(a) ১৫টি
(b) ১৬টি
(c )১৭টি
(d) ১৮টি
15. ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল-
(a) ব্যাবসার প্রসার
(b) অন্য রাষ্ট্রকে অধীনে আনা
(c ) পঞ্চশীল নীতির অনুসরণ
(d) এদের কোনোটিই নয়
16. সার্ক প্রতিষ্ঠিত হয়-
(a) ১৯৮৫ সালে
(b) ১৯৪৫ সালে
(c) ১৯৯০ সালে
(d) ২০১৫ সালে
17. সার্ক গঠনের প্রস্তাব গৃহীত হয় যে শহরে তার নাম-
(a) কাঠমান্ডু
(b) ঢাকা
(c ) নয়াদিল্লি
(d) কলম্বো
18. বর্তমানে সার্ক-এর মোট সদস্যরাষ্ট্রের সংখ্যা হল-
(a) ৭
(b) ৮
(c ) ৯
(d) ১০
19. দুই জার্মানির মিলন হয়-
(a) ১৯৯০ খ্রি.
(b) ১৯৯১ খ্রি.
(c ) ১৯৮৭ খ্রি.
(d)১৯৭১ খ্রি.
20. টিটো ছিলেন-
(a) জার্মানির রাষ্ট্রপতি
(b) ফ্রান্সের রাষ্ট্রপতি
(c ) যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপতি
(d) স্পেনের রাষ্ট্রপতি
21. সুকর্ণ ছিলেন-
(a) ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি
(b) মিশরের রাষ্ট্রপতি
(c ) জাপানের রাষ্ট্রপতি
(d) চিনের রাষ্ট্রপতি
22. নকুমা ছিলেন-
(a) ঘানার প্রধানমন্ত্রী
(b) ঘানার রাষ্ট্রপতি
(c ) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী
(d) আমেরিকার রাষ্ট্রপতি
23. International Relations গ্রন্থের লেখক হলেন-
(a) মর্গেনথাউ
(b) রাস্কিন
(c ) বার্টন
(d) সুকর্ণ
24. “আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত তা হল শান্তির পক্ষ”- উক্তিটি কার-
(a) নেহরু
(b) শাস্ত্রী
(c ) প্যাটেল
(d) রাজেন্দ্র প্রসাদ
25. প্যাট্রিস লুলুম্বা যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হল-
(a) ভিয়েতনাম
(b) কিউবা
(c )কঙ্গো
(d) রাশিয়া
26. বিশ্ববাণিজ্য সংস্থা গঠিত হয়-
(a) ১৯৯০ খ্রি.
(b) ১৯৯৫ খ্রি.
(c )১৯৯৭ খ্রি.
(d) ২০০০ খ্রি.
27. জোটনিরপেক্ষতা হল একটি-
(a) আন্দোলন
(b) বিপ্লব
(c ) কনভেনশন
(d) কমিটি
28. জোটনিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন-
(a) নেহরু
(b) নাসের
(c) টিটো
(d) রুজভেল্ট
29. কমিউনিজমের বিস্তার কোন্ দেশের কর্মসূচি ছিল?
(a) সোভিয়েত ইউনিয়নের
(b) মার্কিন যুক্তরাষ্ট্রের
(c ) জাপানের
(d) জার্মানির
30. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা হল-
(a) ৯৯
(b) ১১৮
(c )১১৯
(d) ১২০
31. ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা হয়েছিল, সোভিয়েত ইউনিয়ন সেই অবস্থার সম্মুখীন হয়-
(a)কোরিয়ার যুদ্ধে
(b) আফগানিস্তানের যুদ্ধে
(c ) আরব-ইজরায়েলের যুদ্ধে
(d) ইথিওপিয়ার গৃহযুদ্ধে
32. “জোটনিরপেক্ষতার বিকাশ ও সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা বলেছেন- তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক লাভ করতে পারে না”-এ কথা
(a) বার্টন
(b) মর্গেনথাউ
(c )ফ্র্যাঙ্কেল
(d) কৌলম্বিস ও উল্ল্ফ
33. “ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এবং সোভিয়েতের ঐক্য বিনষ্ট হওয়ার পর জোটনিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছে”-বলেছেন-
(a) শ্রীমতি রাইস
(b) মনমোহন সিং
(c ) টনি ব্লেয়ার
(d)উপরোক্ত কেউই নন
34. The Limits of Foreign Policy গ্রন্থের লেখক হলেন-
(a) হার্টম্যান
(b) ফ্র্যাঙ্কেল
(c )মর্গেনথাউ
(d) বার্টন মার্শাল
35. “জোটনিরপেক্ষ আন্দোলনকে বাদ দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না-মন্তব্যটি করেন-
(a) নেহরু
(b) টিটো
(c )বার্টন
(d)ম্যান্ডেলা
36. একমেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল-
(a) আমেরিকা
(b) গ্রেট ব্রিটেন
(c ) চিন
(d)ফ্রান্স
37. The Making of Foreign Policy গ্রন্থটির লেখক হলেন-
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মর্গেথাউ
(c ) জোশেফ ফ্র্যাঙ্কেল
(d)ইভান লুয়ার্ড
1. ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি কোন্ বছর স্বাক্ষরিত হয়?
(a) ১৯৬৩ সালে
(b) ১৯৬৪ সালে
(c ) ১৯৬৫ সালে
(d) ১৯৬৬ সালে
উত্তরঃ © ১৯৬৫ সালে
2. আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কবে ‘আংশিক পারমাণবিক অস্ত্রপরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি’ স্বাক্ষরিত হয়?
(a) ১৯৬২ সালে
(b) ১৯৬৩ সালে
(c) ১৯৬৪ সালে
(d) ১৯৬৫ সালে
উত্তরঃ(b) ১৯৬৩ সালে
3. আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোন্ বছর ‘পারমাণবিক অস্ত্রপ্রসার রোধ চুক্তি’ স্বাক্ষরিত হয়?
(a) ১৯৬৬ সাল
(b) ১৯৬৭ সাল
(c ) ১৯৬৮ সাল
(d) ১৯৬৯ সাল
উত্তরঃ © ১৯৬৮ সাল
4. ‘সল্ট-1’ স্বাক্ষরিত হয়েছিল?
(a) ১৯৭২ সালে
(b) ১৯৬৩ সালে
(c ) ১৯৬৮ সালে
(d) ১৯৭৩ সালে
উত্তরঃ(a) ১৯৭২ সালে
5. কোন্ বছরের শেষদিক থেকে নতুন করে ঠান্ডা লড়াই শুরু হয়?
(a) ১৯৭৩ সাল
(b) ১৯৭৪ সাল
(c ) ১৯৭৫ সাল
(d) ১৯৭৬ সাল
উত্তরঃ (d) ১৯৭৬ সাল
6. কোন্ বছর সোভিয়েত ইউনিয়নের সাথে চিনের মতাদর্শগত বিরোধ শুরু হয়?
(a) ১৯৫৩ সালে
(b) ১৯৫৪ সালে
(c ) ১৯৫৫ সালে
(d)১৯৫৬ সালে
উত্তরঃ (d)১৯৫৬ সালে
7. কত সালে চিন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে?
(a) ১৯৭০ সালে
(b) ১৯৭১ সালে
(c ) ১৯৭২ সালে
(d) ১৯৭২ সালে
উত্তরঃ (b) ১৯৭১ সালে
8. কবে থেকে চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়?
(a) ১৯৭৯ সালের ১ জানুয়ারি
(b)১৯৭৯ সালের ২ জানুয়ারি
(c ) ১৯৭৯ সালের ৩ জানুয়ারি
(d) ১৯৭৯ সালের ৪ জানুয়ারি
উত্তরঃ (a) ১৯৭৯ সালের ১ জানুয়ারি
9. মিখাইল গোর্বাচেভ কোন্ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হন?
(a) ১৯৮৩ সাল
(b) ১৯৮৪ সাল
(c) ১৯৮৫ সাল
(d) ১৯৮৬ সাল
উত্তরঃ (c) ১৯৮৫ সাল
10. কবে আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষিত হয়?
(a) ১৯৯০ সালের ১ জুন
(b) ১৯৯০ সালের ২ জুন
(c) ১৯৯০ সালের ৩ জুন
(d) ১৯৯০ সালের ৪ জুন
উত্তরঃ (b) ১৯৯০ সালের ২ জুন
11. আউট অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি লিখেছেন-
(a) রবার্ট ম্যাকনামারা
(b) বার্টন
(c)বোলেন
(d) জন কেইফার
উত্তরঃ (a) রবার্ট ম্যাকনামারা
12. জর্জ কেন্নানের ছদ্মনাম ছিল-
(a) মি. এ
(b) মি. জেড
(c )মি. এক্স
(d) মি. ওয়াই
উত্তরঃ (c )মি. এক্স
13. CIA কোন্ দেশের গোয়েন্দা বিভাগ?
(a) ভারতের
(b) মার্কিন যুক্তরাষ্ট্রের
(c)রাশিয়ার
(d) ব্রিটেনের
উত্তরঃ (b) মার্কিন যুক্তরাষ্ট্রের
14 . যে দেশ NATO-র সদস্যভুক্ত হয়নি-
(a) কিউবা
(b) ইটালি
(c ) ফ্রান্স
(d) ব্রিটেন
উত্তরঃ (a) কিউবা
15. কিউবা অবস্থিত-
(a) লাতিন আমেরিকায়
(b) রাশিয়ায়
(c ) দক্ষিণ এশিয়ায়
(d) আফ্রিকায়
উত্তরঃ (a) লাতিন আমেরিকায়
16. ম্যানিলা সম্মেলন অনুষ্ঠিত হয়-
(a) ১৯৫০ খ্রি.
(b) ১৯৫২ খ্রি.
(c ) ১৯৫৪ খ্রি.
(d)১৯৬২ খ্রি.
উত্তরঃ (c ) ১৯৫৪ খ্রি.
17. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংঘাতকে ‘বৃশ্চিক ও মাকড়সার লড়াই’ বলেছিলেন-
(a) লুই হ্যালে
(b) প্যাট্রিস লুলুম্বা
(c ) মলোটভ
(d) লিপম্যান
উত্তরঃ (a) লুই হ্যালে
18. দেঁতাত প্রক্রিয়া স্থায়ী হয়েছিল-
(a) ১৯৫০-৬০ সাল পর্যন্ত
(b) ১৯৬০-৭৯ সাল পর্যন্ত
(c ) ১৯৫৯-৬৯ সাল পর্যন্ত
(d) ১৯৮০-৯০ সাল পর্যন্ত
উত্তরঃ (a) ১৯৫০-৬০ সাল পর্যন্ত
19. দেঁতাত হল একটি-
(a) সম্মেলন
(b) প্রক্রিয়া
(c ) চুক্তি
(d) সংগঠন
20. দেঁতাত প্রক্রিয়ার প্রথম উদ্যোগ নিয়েছিল-
(a) মার্কিন যুক্তরাষ্ট্র
(b) সোভিয়েত ইউনিয়ন
(c ) ব্রিটেন
(d) সুইটজারল্যান্ড
21. দেঁতাত নীতির প্রবক্তা ছিলেন-
(a) হেনরি কিসিংগার
(b) ম্যালেনকভ
(c ) কুশ্চেভ
(d) নেহরু
উত্তরঃ (a) হেনরি কিসিংগার
22. প্রথম পরমাণু বোমা-আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো-
(a) জাপান
(b) দক্ষিণ কোরিয়া
(c ) উত্তর কোরিয়া
(d) কিউবা
উত্তরঃ (a) জাপান
23. দেঁতাত শব্দের অর্থ হল-
(a) উত্তেজনা প্রশমন
(b) উত্তেজনা বৃদ্ধি
(c ) অস্ত্র প্রতিযোগিতা
(d) অস্ত্র সংবরণ
উত্তরঃ (a) উত্তেজনা প্রশমন
24. দুইয়ের অধিক কেন্দ্রে যখন বিশ্বশক্তি বিন্যস্ত হয়, তখন যে অবস্থা উদ্ভব হয় তাকে বলে-
(a) একমেরুকরণ
(b) দ্বিমেরুকরণ
(c ) বহুমেরুকরণ
(d) স্থিতাবস্থা
উত্তরঃ(c ) বহুমেরুকরণ
25. The Relations of Nations গ্রন্থটির রচয়িতা হলেন-
(a) জোশেফ ফ্র্যাঙ্কেল
(b) পামার ও পারকিনস
(c ) হার্টম্যান
(d) ই এইচ কার
উত্তরঃ (c ) হার্টম্যান
26. দেঁতাত একটি শব্দ।
(a) ফরাসি
(b) লাতিন
(c ) গ্রিক
(d) রোমান
উত্তরঃ (a) ফরাসি
27. দ্বিমেরুকরণের ধারণা প্রথম প্রবর্তন করেন-
(a) মর্গেনথাউ
(b) টয়েনবি
(c ) কুইন্সি রাইট
(d) অর্গানস্কি
উত্তরঃ (b) টয়েনবি
28. কিউবা সংকটের প্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়নকে ‘সামাজি সাম্রাজ্যবাদী’, ‘আধিপত্যবাদী’, ‘সংশোধনবাদী’ বলে চিহ্নিত করেছিলেন-
(a) মাও জে দঙ
(b) কাস্ত্রো
(c ) টিটো
(d) নেহরু
উত্তরঃ (a) মাও জে দঙ
29. দেতাঁতের পরবর্তী সময়ে মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম লড়াই শুভ হয়-
(a) মধ্যপ্রাচ্যে
(b ) দূরপ্রাচ্যে
(c ) আফ্রিকায়
(d) ইউরোপে
উত্তরঃ(a) মধ্যপ্রাচ্যে
30. সামরিক দিক থেকে ব্যাখ্যা করলে বর্তমান বিশ্ব হল-
(a) একমেরু বিশ্ব
(b) দ্বিমেরু বিশ্ব
© বহুমেরু বিশ্ব
(d) আধা-দ্বিমেরু বিশ্ব
উত্তরঃ (a) একমেরু বিশ্ব
31. বিশ্বরাজনীতির দ্বিমেরুকেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথি দ্বিমেরুকেন্দ্রিকতা এবং সুবিন্যস্ত বা কঠোর দ্বিমেরুকেন্দ্রিকতা বলে চিহ্নিত করেছেন-
(a) চার্চিল
(b) ম্যাকনামারা
(c ) কৌলম্বিস ও উল্লল্ফ
(d) কিসিংগার
উত্তরঃ (c ) কৌলম্বিস ও উল্লল্ফ
32. মার্শাল পরিকল্পনা কার্যকর হয়-
(a) প্রথম বিশ্বযুদ্ধের পর
(b) উপসাগরীয় যুদ্ধের পর
(c ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
(d) প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে
উত্তরঃ(c ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
33. ‘গ্লাসনোস্ত’ ও ‘পেরেস্ত্রোইকা’ এই দুটি নীতির প্রবক্তা-
(a) গোর্বাচেভ
(b) বুলগানিন
(c ) কুশ্চেভ
(d) ব্রেডানেড
উত্তরঃ(a) গোর্বাচেভ
34. ‘লৌহ যবনিকা’ (Iron Curtain) ধারণাটি হল-
(a) চার্চিলের
(b) ট্রুম্যানের
(c ) আইজেনহোওয়ারের
(d) কেন্নানের
উত্তরঃ(a) চার্চিলের
35. কমিনফর্ম গঠিত হয়-
(a) ১৯৩৫ সালে
(b) ১৯৪১ সালে
(c ) ১৯৪৯ সালে
(d) ১৯৪৭ সার্ট
উত্তরঃ (c ) ১৯৪৯ সালে
36 . NATO চুক্তির প্রধান উদ্যোক্তা ছিল-
(a) চিন
(b) রাশিয়া
(c) আমেরিকা
(d) জার্মানি
উত্তরঃ(c) আমেরিকা
37. তেহেরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
(a) ১৯৯৯ সালে
(b) ১৯৪৩ সালে
(c ) ২০০৯ সালে
(d) ২০০৭ সালে
উত্তরঃ(b) ১৯৪৩ সালে
38. ভারতের পঞ্চশীল নীতি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়-
(a) ১৯৫০ খ্রি.
(b) ১৯৫৪ খ্রি.
(c ) ১৯৫৯ খ্রি.
(d) ১৯৬০ খ্রি
উত্তরঃ(b) ১৯৫৪ খ্রি.
39. ১৯৫৪ সালের এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চিনের মধ্যে চুক্তি হয় তা হল-
(a) পঞ্চশীল চুক্তি
(b) চিন-ভারত চুক্তি
(c ) বান্দুং চুক্তি
(d) উত্তর আতলান্তিক চুক্তি
উত্তরঃ(a) পঞ্চশীল চুক্তি
40. ‘পঞ্চশীল চুক্তি’ স্বাক্ষরিত হয়-
(a) ভারত ও বাংলাদেশের মধ্যে
(b) ভারত ও ভুটানের মধ্যে
(c ) ভারত ও রাশিয়ার মধ্যে
(d) ভারত ও চিনের মধ্যে
উত্তরঃ (d) ভারত ও চিনের মধ্যে
41. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় নেহরু এবং যাঁর মধ্যে-
(a) চৌ এন লাই
(b) লেনিন
(c ) ক্রুশ্চেভ
(d) কেনেডি
উত্তরঃ(a) চৌ এন লাই
42. পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন্ সালে?
(a) ১৯৬৮
(b) ১৯৭২
(c ) ১৯৫৪
(d) ১৯৯০
উত্তরঃ(c ) ১৯৫৪
Very Short Question Answer
1. জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি কবে হয়?
▶ ১৯৪৮ খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয়।
2. ঠান্ডা লড়াইয়ের পর একমাত্র সামরিক শক্তিধর রাষ্ট্রের নাম কী?
▶ ঠান্ডা লড়াইয়ের পর একমাত্র সামরিক শক্তিধর রাষ্ট্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
3. কিউবার সংকট দেখা দেয় কবে?
▶ ১৯৬২ খ্রিস্টাব্দে কিউবা সংকট দেখা দেয়।
4. কোন্ দেশগুলিকে নিয়ে Warsaw জোট তৈরি হয়?
▶ পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে Warsaw জোট তৈরি হয়।
5. দ্বিতীয় মহাযুদ্ধ কবে শুরু হয়?
▶ ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়।
6. ‘মিত্রশক্তি’ কোন্ কোন্ দেশকে নিয়ে গড়ে উঠেছিল?
▶ ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নকে নিয়ে ‘মিত্রশক্তি গড়ে উঠেছিল।
7. ‘অক্ষশক্তি’ কোন্ কোন্ দেশকে নিয়ে গড়ে উঠেছিল?
▶ জার্মানি, ইটালি, জাপান ও স্পেনকে নিয়ে সমাজতান্ত্রিক ‘অক্ষশরি গড়ে উঠেছিল।
8. ‘মিত্রশক্তি’র মধ্যে কোন্ সমাজতান্ত্রিক দেশ ছিল?
▶ ‘মিত্রশক্তি’র অন্তর্ভুক্ত একটি সমাজতান্ত্রিক দেশ ছিল সোভিয়ে ইউনিয়ন।
9. বার্নেট-এর মতে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়?
▶ বার্নেট-এর মতে ঠান্ডা লড়াই হল ‘গরম শান্তি’।
10. বারুচ ‘ঠান্ডা লড়াই’ কথাটি কবে প্রয়োগ করেছিলেন?
▶ বারুচ ‘ঠান্ডা লড়াই’ প্রয়োগ করেছিলেন ১৯৪৮ খ্রিস্টাব্দের ২অক্টোবর।
11. ‘ঠান্ডা লড়াই’ কথাটি কোন্ সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে?
▶ ১৯৪৭ খ্রিস্টাব্দ থেকে ‘ঠান্ডা লড়াই’ কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে।
12. ‘ঠান্ডা লড়াই’ কথাটি কে জনপ্রিয় করেছিলেন?
▶ ‘ঠান্ডা লড়াই’ কথাটি জনপ্রিয় করেছিলেন ওয়াল্টার লিপম্যান।
13. কোন্ কোন্ রাষ্ট্রপ্রধানের মধ্যে ‘অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয়?
▶ স্তালিন ও হিটলারের মধ্যে ‘অনাক্রমণ চুক্তি’ স্বাক্ষরিত হয়।
14. ‘ক্যু-দেতা’ কী?
▶ ‘ক্যু-দেতা’ বলতে বোঝায় বলপূর্বক আকস্মিকভাবে সরকারের পরিবর্তন।
17. ১৯৪৫ খ্রিস্টাব্দে কোন্ মহাযুদ্ধের অবসান ঘটে?
১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধের অবসান ঘটে।
18. ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়?
১৯৪৭ খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়।
19. ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন?
বার্নার্ড বাবুচ প্রথম ‘ঠান্ডা লড়াই’ শব্দটি প্রয়োগ করেন।
20. কাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল?
▶ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল।
21. দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যবহৃত একটি পরমাণু বোমার নাম লেখো।
ফ্যাট ম্যান হল দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্যবহৃত একটি পরমাণু বোমা।
22. রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন?
▶ জর্জ সি মার্শাল ছিলেন ট্রুম্যানের পররাষ্ট্র সচিব।
23. ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমি সামরিক জোটের নাম কী?
▶ ন্যাটো (NATO) হল ঠান্ডা লড়াইয়ের সময় গঠিত পশ্চিমি সামরিক জোট।
24. ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কী?
▶ দেতাঁত হল ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা।
25. NATO কোন্ মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলি নিয়ে গঠিত?
▶ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলিকে নিয়ে NATO গঠিত।
26. কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে?
▶ গোর্বাচেভ এবং জর্জ বুশের ঘোষণার দ্বারা ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে।
27. কে ঠান্ডা লড়াইকে গরম লড়াইয়ের প্রয়োজনীয় স্তর হিসেবে দেখেন না?
▶ অধ্যাপক ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে গরম লড়াইয়ের প্রয়োজনীয় স্তর হিসেবে দেখেন না।
28. কার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল?
▶ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোট গঠিত হয়েছিল।
29. NATO জোটের পালটা জোটের নাম কী?
► Warsaw জোট হল NATO জোটের পালটা জোট।
30. NPT-র পুরো কথাটি কী? [HS’ 17
▶ NPT-র পুরো কথাটি হল-Non-Proliferation Treaty |
31. মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে কোন্ বছর স্বীকৃতি দেয়?
▶ মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৩৩ খ্রিস্টাব্দে কূটনৈতিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
32. কমিন্টার্নের বিলোপ ঘটিয়েছিল কোন্ দেশ?
▶ কমিন্টার্নের বিলোপ ঘটিয়েছিল সোভিয়েত ইউনিয়ন।
37. জাপান কার কাছে নিঃশর্তে আত্মসমর্পণ করে?
▶ মার্কিন সেনানায়ক জেনারেল ম্যাক আর্থারের কাছে জাপান আত্মসমর্পণ করে।
42. গ্রিস ও তুরস্ক কবে ন্যাটো জোটে যোগ দেয়?
▶ গ্রিস ও তুরস্ক ১৯৫২ সালে ন্যাটো জোটে যোগ দেয়।
43. পশ্চিম জার্মানি কবে ন্যাটো জোটে যোগদান করে?
▶ পশ্চিম জার্মানি ১৯৫৬ সালে ন্যাটো জোটে যোগদান করে।
44. ‘কমিনফর্ম’ গঠনের উদ্দেশ্য কী ছিল?
▶ ‘কমিনফর্ম’ গঠনের উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা।
45. ‘কমিনফর্ম’-এর প্রধান কার্যালয় কোথায় স্থাপিত হয়েছিল?
▶ ‘কমিনফর্ম’-এর প্রধান কার্যালয় স্থাপিত হয়েছিল যুগোশ্লাভিয়ার বেলগ্রেড শহরে।
47. উত্তর কোরিয়ায় কোন্ দেশের নিয়ন্ত্রণ ছিল?
▶ উত্তর কোরিয়ায় সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণ ছিল।
48. দক্ষিণ কোরিয়ায় কোন্ দেশের নিয়ন্ত্রণ ছিল?
► দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল।
49. ‘শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব’ কোন্ পরিকল্পনার ওপর ভিত্তি করে গৃহীত হয়?
▶ এচিসন পরিকল্পনার ওপর ভিত্তি করে ‘শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব’ গৃহীত হয়।
50. কোরিয়ার যুদ্ধ কত বছর ধরে চলে?
▶ কোরিয়ার যুদ্ধ তিন বছর ধরে চলে।
52. ওয়ারশ জোটের সচিবালয় কোথায় ছিল?
▶ ওয়ারশ জোটের সচিবালয় ছিল মস্কোতে।
53. ‘ইন্দোচিন কোন্ সময় জাপানের অধীনে আসে?
► ইন্দোচিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের অধীনে আসে।
54. কার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভিয়েতনাম গড়ে ওঠে?
▶ হো চি মিন-এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ভিয়েতনাম গড়ে ওঠে।
55. কোন্ রাষ্ট্রনেতার প্রস্তাবক্রমে সুয়েজ সমস্যা সমাধানে সম্মিলিত জাতিপুঞ্জ এগিয়ে আসে?
▶ কানাডার প্রধানমন্ত্রী পিয়ারসন-এর প্রস্তাবক্রমে সুয়েজ সমস্যা সমাধানে সম্মিলিত জাতিপুঞ্জ এগিয়ে আসে।
56. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্রের নাম কী?
▶ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্রের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন।
57. The Cold War: A Study in US Foreign Policy গ্রন্থটি কার লেখা?
► The Cold War: A Study in US Foreign Policy গ্রন্থটি মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যানের লেখো।
58. ‘ঠান্ডা যুদ্ধ’ বলতে কী বোঝ লেখো।
▶ ‘ঠান্ডা যুদ্ধ’ বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা ‘যুদ্ধও নয়, আবার শান্তিও নয়’।
1. ঠান্ডা লড়াইয়ের সঙ্গে কোন্ প্রতিরোধের বিষয়টি জড়িত?
▶ ঠান্ডা লড়াইয়ের সঙ্গে আণবিক প্রতিরোধের বিষয়টি জড়িত।
62. কোন্ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
▶ ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
63. সোভিয়েত ইউনিয়নে মার্কিন কূটনৈতিক প্রতিনিধি কে ছিলেন?
▶ সোভিয়েত ইউনিয়নে মার্কিন কূটনৈতিক প্রতিনিধি ছিলেন জর্জ কেন্নান।
64. প্রতিযোগিতামূলক সহাবস্থানের নীতির প্রবক্তা কে?
▶ প্রতিযোগিতামূলক সহাবস্থানের নীতির প্রবক্তা হলেন ক্রুশ্চেভ।
65. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঠান্ডা লড়াই কতদিন চলেছিল?
▶ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী ঠান্ডা লড়াই ৫০ বছর চলেছিল।
66. কোন চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে?
▶ পানমুমজম যুদ্ধবিরোধী চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে।
67. ফিদেল কাস্ত্রো কবে কিউবার শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন?
▶ ফিদেল কাস্ত্রো ১৯৫৮ খ্রিস্টাব্দে কিউবার শাসনক্ষমতায় অধিষ্ঠিত হন।
68. ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলার কে হন?
▶ ঐক্যবদ্ধ জার্মানির প্রথম চ্যান্সেলার হেলমুট কোল।
69. সেন্টো কী?
▶ সেন্টো হল একটি মধ্য এশীয় চুক্তি সংস্থা।
70. ‘কমেকন’-এর পুরো নাম কী?
▶ ‘কমেকন’-এর পুরো নাম হল-কমিউনিস্ট ইকনমিক ইউনিয়ন।
71. সিয়াটো কী?
▶ সিয়াটো হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি চুক্তি সংস্থা।
72. পটস্ডাম সম্মেলন কবে হয়েছিল?
▶ ১৯৪৫ খ্রিস্টাব্দে পটড্রাম সম্মেলন হয়েছিল।
73. পটস্ডাম সম্মেলনে যোগদানকারী যে-কোনো দুজন নেতার নাম লেখো। [HS ’17]
▶ পটড্রাম সম্মেলনে যোগাদানকারী দুজন নেতার নাম হল চার্চিল ও বুজভেল্ট।
74. বার্লিন অবরোধ কবে প্রত্যাহত হয়?
▶ ১৯৪৯ খ্রিস্টাব্দে বার্লিন অবরোধ প্রত্যাহৃত হয়।
75. কবে বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়?
▶ ১৯৮৯ খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর ভাঙা শুরু হয়।
76. কবে, কোথায় কমিনফর্ম গঠিত হয়েছিল?
▶ ১৯৪৭ খ্রিস্টাব্দে পোলান্ডের সাইলোসিয়াতে কমিনফর্ম গঠিত হয়
77. কোন্ দেশ বার্লিন অবরোধ করেছিল?
▶ সোভিয়েত রাশিয়া বার্লিন অবরোধ করেছিল।
78. ‘তৃতীয় বিশ্ব’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
▶ ‘তৃতীয় বিশ্ব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আলজিরিয়ার লে ফ্রাঞ্জ ফ্যানন।
79. তৃতীয় বিশ্ব কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত?
▶ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি দি তৃতীয় বিশ্ব গঠিত।
৪০. পূর্ব ও পশ্চিম জার্মানি কবে ঐক্যবদ্ধ জার্মানি রূপে আত্মপ্রকাশ করে
▶ ১৯৯০ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর পূর্ব ও পশ্চিম জার্মানি ঐক্যবদ্ধ জার্ম রূপে আত্মপ্রকাশ করে।
81. নর্থ আটলান্টিক চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
▶ নর্থ আটলান্টিক চুক্তি ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়।
82. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন্ দুটি নীতির মধ্যে ঠান্ডা যুদ্ধের বীজ নি ছিল?
▶ মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার মধ্যে ঠান্ডা যুর বীজ নিহিত ছিল।
83. ঠান্ডা যুদ্ধের সময়কাল উল্লেখ করো।
▶ ঠান্ডা যুদ্ধের সময়কাল ছিল ১৯৪৫-১৯৯১ খ্রিস্টাব্দ।
86. আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা কে করেছিলে
▶ আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেছি উইনস্টন চার্চিল।
87. ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণাটি কার মস্তিষ্কপ্রসূত?
▶ ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণাটি মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ওয়াল লিপম্যানের মস্তিষ্কপ্রসূত।
৪৪. ঠান্ডা লড়াইয়ের শেষ পর্বে কোন্ দেশে সোভিয়েত রাশিয়া সামা হস্তক্ষেপ করে?
▶ ঠান্ডা লড়াইয়ের শেষ পর্বে আফগানিস্তানে সোভিয়েত রাি সামরিক হস্তক্ষেপ করে।
90. বার্নেটের মতে ঠান্ডা লড়াই কী?
▶ বার্নেটের মতে, ঠান্ডা লড়াই হল গরম শান্তি।
99 . মার্শাল পরিকল্পনার মূল প্রবক্তা কে?
▶ মার্শাল পরিকল্পনার মূল প্রবক্তা ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল।
108. ফ্রিডম্যান ‘ঠান্ডা লড়াই’ বলতে কী বুঝিয়েছেন?
▶ ফ্রিডম্যান ঠান্ডা লড়াইকে ‘যুদ্ধের একটি নতুন কৌশল’ বলে চিহ্নিত করেছেন।
111. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম কী? [নমুনা প্রশ্ন]
▶ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে পশ্চিমি দেশগুলির সামরিক জোটের নাম হল NATO ।
1. জোশেফ স্টিগলিৎজের মতে বিশ্বায়ন কাকে বলে?
▶ জোশেফ স্টিগলিৎজের মতে, বিশ্বায়ন হল বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এক নিবিড় সংযোগসাধনের প্রক্রিয়া।
2. ভারত কবে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
▶ ভারত ১৯৯৮ খ্রিস্টাব্দে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
3. চতুষ্কোণ আঞ্চলিক গোষ্ঠী কাদের নিয়ে গঠিত হয়?
▶চতুষ্কোণ আঞ্চলিক গোষ্ঠী ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে গঠিত হয়।
4. আন্তর্জাতিক রাজনীতিতে মেরুকরণ বলতে কী বোঝায়?
▶ দুই বা ততোধিক বৃহৎ শক্তির মধ্যে আন্তর্জাতিক রাজনীতির বিভাজনকে মেরুকরণ বলে।
5. একমের বিশ্বের নেতা কোন্ দেশ?
► একমের বিশ্বের নেতা মার্কিন যুক্তরাষ্ট্র।
6. একমের প্রবণতার জন্ম হয় কোন্ দশকে?
▶একমেবু প্রবণতার জন্ম হয় ৯০-এর দশকে।
7. দ্বিমেরু প্রবণতাকে সর্বপ্রথম চ্যালেঞ্জ করে কোন্ সমাজতান্ত্রিক রাষ্ট্র?
▶ দ্বিমেরু প্রবণতাকে সর্বপ্রথম চ্যালেঞ্জ করে যুগোশ্লাভিয়া।
8. একমেরুকেন্দ্রিক বিশ্ব বলতে কী বোঝ?
▶ মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিশ্বকে একমেরুকেন্দ্রিক বিশ্ব বলা হয়।
9. একমেরুকরণ কাকে বলে?
▶ আন্তর্জাতিক ব্যবস্থায় একটিমাত্র অতিবৃহৎ শক্তির প্রাধান্যকে একমেরুকরণ বলা হয়।
10. একমেরুকরণের জন্ম কখন হয়?
▶ ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ঠান্ডা লড়াইয়ের সম্পূর্ণ পরিসমাপ্তি ঘটলে একমেরুকরণের জন্ম হয়।
11. আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল চিহ্নিত করো। [নমুনা প্রশ্ন]
▶ আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণের উদ্ভবের সময়কাল হল দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব অর্থাৎ ১৯৪৫ সালের পরবর্তী কাল।
13. কোন্ বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়?
▶ তৃতীয় বিশ্বের দেশগুলি জোটনিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেয়।
14. জোটনিরপেক্ষতার ধারণার জন্ম কোথায় হয়?
▶ ভারতীয় দর্শনের শান্তি, মৈত্রী ও পারস্পরিক সম্ভাবের নীতি ও আদর্শের মধ্যে জোটনিরপেক্ষতার জন্ম হয়।
15. জোটনিরপেক্ষতার মূল উৎস কী?
▶ ১৯৫৫ খ্রিস্টাব্দের পঞ্চশীল নীতি হল জোটনিরপেক্ষতার মূল উৎস।
16. কোন্ দশকের শেষে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে?
▶ ১৯৫০-এর দশকের শেষে জেটনিরপেক্ষ বা নির্জোট আন্দোলন গড়ে ওঠে।
17. ভারতের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে?
▶ জওহরলাল নেহরু ছিলেন ভারতের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা।
18. বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৬১ খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়।
19. ভারতে পররাষ্ট্রনীতির মূলভিত্তি কী?
অথবা, ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?
▶ জোটনিরপেক্ষতা হল ভারতের বিদেশনীতি বা পররাষ্ট্রনীতির মূলভিত্তি।
20. যুগোশ্লাভিয়ার জোটনিরপেক্ষ আন্দোলনে নেতা কে ছিলেন?
▶ যুগোশ্লাভিয়ার জোটনিরপেক্ষ আন্দোলনে নেতা ছিলেন মার্শাল টিটো।
21. কতগুলি দেশ নিয়ে জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়?
▶ ২৫টি দেশ নিয়ে জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
22. জোটনিরপেক্ষ মতাদর্শ কোন্ ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কপ্রসূত?
▶ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মস্তিষ্কপ্রসূত মতাদর্শ জোটনিরপেক্ষতা।
23. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী?
▶ জোটনিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল জাতীয় স্বার্থানুযা স্বাধীন নীতির অনুসরণ।
24. জোটনিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
▶ জোটনিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য হল শান্তিপূর্ণ সহাবস্থান।
25. মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা কে ছিলেন?
▶ নাসের ছিলেন মিশরের জোটনিরপেক্ষ আন্দোলনের নেতা।
26. বেলগ্রেড জোটনিরপেক্ষ সম্মেলনে কতগুলি দেশ উপস্থিত ছিল?
▶ বেলগ্রেড জোটনিরপেক্ষ সম্মেলনে ২৫টি দেশ উপস্থিত ছিল।
27. দ্বিতীয় জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
▶ ১৯৬৪ সালে দ্বিতীয় জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
28. দ্বিতীয় জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ শহরে অনুষ্ঠিত হয়?
▶ কায়রো শহরে দ্বিতীয় জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
29. তৃতীয় জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৭০ সালে তৃতীয় জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
30. তৃতীয় জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ শহরে অনুষ্ঠিত হয়?
▶ জাম্বিয়ার লুসাকা শহরে তৃতীয় জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হা
31. চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৭৩ সালে চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
32. চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ শহরে অনুষ্ঠিত হয়?
▶ আলজেরিয়ার আলজিয়ার্স শহরে চতুর্থ জোটনিরপেক্ষ সম্মেল অনুষ্ঠিত হয়।
33. পঞ্চম জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৭৬ সালে পঞ্চম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
34. পঞ্চম জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ শহরে অনুষ্ঠিত হয়?
▶ শ্রীলঙ্কার কলম্বো শহরে পঞ্চম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
35. ষষ্ঠ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৭৯ সালে ষষ্ঠ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
36. ষষ্ঠ জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ শহরে অনুষ্ঠিত হয়?
▶ কিউবার হাভানা শহরে ষষ্ঠ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
37. সপ্তম জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৮৩ সালে সপ্তম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
38. সপ্তম জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ ভারতের নয়াদিল্লি শহরে সপ্তম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
39. অষ্টম জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৮৬ সালে অষ্টম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
40. অষ্টম জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ জিম্বাবোয়ের হারারে শহরে অষ্টম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠি হয়।
41. নবম জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৮৯ সালে নবম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
42. নবম জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ যুগোশ্লাভিয়ার বেলগ্রেড শহরে নবম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠি হয়।
43. দশম জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৯২ সালে দশম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
44. দশম জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে দশম জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
45. একাদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৯৫ সালে একাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
46. একাদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ কলম্বিয়ার কারটাজেনা ডি ইন্ডিয়াজ শহরে একাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
47. দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ১৯৯৮ সালে দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
48. দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
► দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে দ্বাদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
49. ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ২০০৩ সালে ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
50. ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ত্রয়োদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
51. চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ২০০৬ সালে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
52. চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ কিউবার হাভানা শহরে চতুর্দশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
53. পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ২০০৯ সালে পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
54. পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ মিশরের শার্ম এল-শেইখ শহরে পঞ্চদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
55. ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
▶ ২০১২ সালে ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
56. ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ ইরানের তেহেরান শহরে ষোড়শ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
57. সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোন্ বছর অনুষ্ঠিত হয়?
▶ ২০১৫ সালে সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
58 . সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
▶ ভেনেজুয়েলার কারাকাস শহরে সপ্তদশ জোটনিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
59. কোন্ জোটনিরপেক্ষ সম্মেলন থেকে ‘আফ্রিকা তহবিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়?
▶ ১৯৮৬ সালের হারারে সম্মেলন থেকে ‘আফ্রিকা তহবিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
62. বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা কত?
▶ বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের সদস্যসংখ্যা হল ১২০ জন।
63. সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল এমন দুটি দেশের নাম কী?
▶ সামরিক জোটবদ্ধ দেশ হয়েও বান্দুং সম্মেলনে যোগ দিয়েছিল পাকিস্তান ও ইরান।
65. সার্কের প্রথম সভাপতির নাম কী?
▶ সার্কের প্রথম সভাপতি ছিলেন হোসেন মহম্মদ এরশাদ।
69. কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
[নমুনা প্রশ্ন]
▶ ১৯৫৫ সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।
একটি বা দুটি বাক্যে উত্তর দাও
1. NAM-এর পুরো কথাটি কী?
▶ NAM-এর পুরো কথাটি হল-Non-Aligned Movement |
2. একটি ‘পঞ্চশীল’ নীতির উল্লেখ করো।
অথবা, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো।
▶ একটি পঞ্চশীল নীতি হল-শান্তিপূর্ণ সহাবস্থান।
3. ‘পঞ্চশীল’ নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? অথবা, কত সালে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয়?
▶ ১৯৫৪ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন।
4. কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে?
▶ ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
5. হাঙ্গেরিতে কত সালে সোভিয়েত-বিরোধী অভ্যুত্থান ঘটে?
▶ হাঙ্গেরিতে ১৯৫৬ সালে সোভিয়েত-বিরোধী অভ্যুত্থান ঘটে।
6. হাঙ্গেরিতে কার নেতৃত্বে সোভিয়েত-বিরোধী অভ্যুত্থান ঘটে?
▶ হাঙ্গেরিতে ইমরে নেগি-এর নেতৃত্বে সোভিয়েত-বিরোধী অভ্যুথান ঘটে।
7. কোন্ দেশের ইন্ধনে হাঙ্গেরিতে সোভিয়েত-বিরোধী অভ্যুত্থান ঘটে?
▶ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে হাঙ্গেরিতে সোভিয়েত-বিরোধী অভ্যুত্থান ঘটে।
৪. কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রুশ্চেভ ও আইজেনহোওয়ারের মধ্যে প্যারিস বৈঠক স্থগিত হয়ে যায়?
▶ ইউ-২ বিমান ঘটনার পরিপ্রেক্ষিতে ক্রুশ্চেভ ও আইজেনহোওয়ারের মধ্যে প্যারিস বৈঠক স্থগিত হয়ে যায়।
10. সোভিয়েত ইউনিয়ন ইউ-২ বিমানকে কবে ভূপতিত করে ?
▶ সোভিয়েত ইউনিয়ন ১৯৬০ খ্রিস্টাব্দের ১ মে ইউ-২ বিমানকে ভূপতিত করে।
11. সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র কোন্ বছর কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে?
▶ ১৯৬০ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র বছর কঙ্গো সমস্যায় জড়িয়ে পড়ে।
12. কিউবায় কার নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
▶ ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।।
13. সোভিয়েত ইউনিয়ন কোন্ বছর কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলার কথা ঘোষণা করে?
▶ সোভিয়েত ইউনিয়ন ১৯৬২ খ্রিস্টাব্দে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলার কথা ঘোষণা করে।
14. মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে কিউবায় প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করে?
▶ ১৯৬১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করে।
15. ‘দেতাঁত’ বলতে কী বোঝ?
▶ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাঁত বলে।
16. ‘দেতাঁত’ কথার অর্থ কী?
▶ ‘দেতাঁত’ কথার অর্থ হল ‘পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা’।
17. ‘দেতাঁত’ কী শব্দ?
▶ ‘দেতাঁত’ একটি ফরাসি শব্দ।
18. হেনরি কিসিংগার-এর মতে দেতাঁত-এর অর্থ কী?
▶ হেনরি কিসিংগার-এর মতে, দেতাঁত হল ‘একটি প্রক্রিয়া, কোনো স্থায়ী সাফল্য নয়’।
19. ঠান্ডা লড়াইয়ের পরিবর্তে ‘দেতাঁত’-এর ওপর কে প্রথম গুরুত্ব আরোপ করেন?
▶ সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ প্রথম ঠান্ডা লড়াইয়ের পরিবর্তে ‘দেতাঁত’-এর ওপর গুরুত্ব আরোপ করেছিলেন।
20. সোভিয়েত ইউনিয়ন ও চিনের দ্বন্দ্বকে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞগণ কী বলে অভিহিত করেন?
▶ সোভিয়েত ইউনিয়ন ও চিনের দ্বন্দ্বকে আন্তর্জাতিক রাজনীতির বিশেষজ্ঞগণ ‘চিন-সোভিয়েত’ ঠান্ডা লড়াই বলে অভিহিত করেন।
21. ‘ওএএস’-এর উদ্দেশ্য কী ছিল?
▶ সমগ্র লাতিন আমেরিকার ওপর মার্কিন নিয়ন্ত্রণকে অধিকতর কঠোর করাই ছিল ‘ওএএস’-এর উদ্দেশ্য।
22. চিন কোন্ বছর পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
▶ ১৯৬৪ সালে চিন পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
23. চিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ কোন্ বছর লাভ করে?
▶ ১৯৭১ সালে চিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করে।
24. মিশর ও সিরিয়া কোন্ বছর ইজরায়েলকে আক্রমণ করে?
▶ ১৯৭৩ সালে মিশর ও সিরিয়া ইজরায়েলকে আক্রমণ করে।
25. ‘পেরেস্ত্রোইকা’ ও ‘গ্লাসনোস্ত’ নীতি দুটির উদ্দ্গাতা কে ছিলেন?
▶ ‘পেরেস্ত্রোইকা’ ও ‘গ্লাসনোস্ত’ নীতি দুটির উদ্দ্গাতা ছিলেন প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গোর্বাচেভ।
26. ‘পেরেস্ত্রোইকা’ বলতে কী বোঝায়?
▶ ‘পেরেস্ত্রোইকা’ বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কারসাধনকে বোঝায়।
27. ‘গ্লাস্তনোস্ত’ বলতে কী বোঝায়?
▶ ‘গ্লাসনোস্ত’ বলতে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বোঝায়।
28. ‘দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি’ বলতে কী বোঝায়?
▶ দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে বোঝায় বিশ্বরাজনীতিতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে।
29. বান্দুং সম্মেলনে ক-টি দেশ যোগদান করেছিল?
▶ বান্দুং সম্মেলনে ২৯টি দেশ যোগদান করেছিল।
30. বান্দুং সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা কী ছিল?
▶ বান্দুং সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হল চিনের প্রধানমন্ত্রী চৌ এন লাই-এর উপস্থিতি।
31. বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কী নামে পরিচিত?
▶ বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি ‘বান্দুং-এর দশটি নীতি’ নামে পরিচিত।
32. কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় এবং তখন প্রধানমন্ত্রী কে ছিলেন?
▶ ১৯৯১ খ্রিস্টাব্দে ভারতে প্রথম বিশ্বায়ন ও বাজার অর্থনীতি গ্রহণ করা হয় এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও।
33. ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী?
▶ ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য হল ‘No First Strike’- অর্থাৎ আগে নিজে থেকে কোনো দেশের ওপর আঘাত না করা।
34. ‘সাফটা’র একটি উদ্দেশ্য উল্লেখ করো।
▶ ‘সাফটা’-র একটি উদ্দেশ্য হল-সার্কভুক্ত দেশগুলির মধ্যে অবাধ পণ্য চলাচল।
35. নির্জেটি আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব কে করেন?
▶ নির্জোট আন্দোলনের সূচনায় মিশরের প্রতিনিধিত্ব করেন প্রেসিডেন্ট নাসের।
36. ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা কে ছিলেন?
▶ ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হো-চি-মিন।
41. চার্চিল কোন্ সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন?
▶ চার্চিল ১৯৪৬ সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন।
42. ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ বলতে তুমি কী বোঝ?
▶ ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ বলতে মূলত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতাকে বোঝায়।
43. তৃতীয় বিশ্ব বলতে কী বোঝ?
▶ তৃতীয় বিশ্ব বলতে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলিকে বোঝায়।
Short Question Answer
44. দেতাঁত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কী?
▶ দেঁতাত এর অর্থ হল ‘উত্তেজনা প্রশমন’ বা ‘বন্ধুত্বের পুনরুদ্ধার অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যা ‘যুদ্ধ ও নয়, আবার শান্তি ও নয়’।
37. ‘পারমাণবিক নিবৃত্তিকরণ’ বা ‘পারমাণবিক প্রতিরোধ’ বলতে কী বোঝায়?
▶ যখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলি পারমাণবিক অস্ত্র প্রয়োগে সার্বিক ধ্বংসের আশঙ্কায় পরস্পর পরস্পরকে আক্রমণ করা থেকে বিরত থাকে, তখন তাকে ‘পারমাণবিক নিবৃত্তিকরণ’ বা ‘পারমাণবিক প্রতিরোধ’ বলা হয়।
38. জাতীয় ক্ষমতা বলতে কী বোঝায়?
▶ জাতীয় ক্ষমতা বলতে নিজের জাতীয় স্বার্থ ও নীতি অনুসারে অন্য রাষ্ট্রের নীতিনির্ধারণের ওপর প্রভাব খাটানোর ক্ষমতাকে বোঝায়।
39. জাতীয় স্বার্থ বলতে কী বোঝায়?
► একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি এবং বিকাশ নীতি যার ভিত্তিতে গঠিত হয় তাকে জাতীয় স্বার্থ বলে।
40. জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ লেখো।
▶ জোটনিরপেক্ষতা উদ্ভবের একটি কারণ হল ঠান্ডা যুদ্ধের দুনিয়ায় কোনো জোটে যোগ না দিয়ে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদবিরোধী জাতীয় চুক্তি আন্দোলন গড়ে তোলা।
9. ইউ-২ বিমান ঘটনা কী?
▶ সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে গোপন তথ্যসংগ্রহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউ-২ নামক গোয়েন্দা বিমানকে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশের নির্দেশ দেয়।
66. জোটনিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতার সপক্ষে যে-কোনো একটি যুক্তি প্রদর্শন করো।
অথবা, বর্তমানে জোটনিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো।
▶ ঠান্ডা লড়াইমুক্ত দুনিয়ায় বিশ্বায়নের মুক্তবাজার অর্থনীতির যুগে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে ব্যাপক বৈষম্যের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে জোটনিরপেক্ষ আন্দোলন উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে শক্তিশালী মঞ্চ হয়ে উঠতে পারে।
67. ‘জোটনিরপেক্ষতা’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
▶ ১৯৪৬ সালের ৭ সেপ্টেম্বরে এক বেতার ভাষণে নেহরু সর্বপ্রথম ‘জোটনিরপেক্ষতা’ শব্দটি ব্যবহার করেন।
68. বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলির মধ্যে যে-কোনো দুটি উল্লেখ করো।
বান্দুং সম্মেলনে গৃহীত দুটি উল্লেখযোগ্য নীতি হল-① সব জাতির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাপ্রদর্শন। ② কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকা।
64. গতিশীল নিরপেক্ষতা কাকে বলে?
▶ গতিশীল নিরপেক্ষতা বলতে বোঝায় কোনো জোটের মধ্যে না থেকে প্রয়োজনমতো, জোটবদ্ধ যে-কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা ও তার বিরোধিতা করা।
60. জোটনিরপেক্ষ আন্দোলন সংখ্যার দিক থেকে বিশ্বে কত নম্বর আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
▶ সংখ্যার নিরিখে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে জোটনিরপেক্ষ আন্দোলন বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
61. ১৯৯২ সালে জাকার্তায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনের ঘোষণার মূল বক্তব্য কী ছিল?
▶ ১৯৯২ সালে জাকার্তায় অনুষ্ঠিত জোটনিরপেক্ষ সম্মেলনের মূল বক্তব্য ছিল বিশ্বের দ্বিমেরুর অবসান এবং ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তির ক্ষেত্রে জোটনিরপেক্ষ আন্দোলনের যে অবদান রয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
12. The Penguins Dictionary of International Relations গ্রন্থটিতে একমেরুকরণের সংজ্ঞা দিতে গিয়ে কী বলা হয়েছে?
► The Penguin Dictionary of International Relations গ্রন্থ অনুসারে ‘একমেরুকরণ হল এমন এক ধরনের কাঠামোগত ব্যবস্থা যেখানে একটিমাত্র মেরু অথবা একটিমাত্র মেরু নিয়ন্ত্রণকারীর আধিপত্য বিদ্যমান।’
109. ট্রুম্যান নীতি কী?
▶ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত এলাকা প্রতিষ্ঠার জন্য ইউরোপের দেশগুলিকে সামরিক ও অর্থনৈতিক সাহায্য প্রদান করা।
110. ‘ওয়ারশ’ জোট কারা তৈরি করেছিল?
▶ পশ্চিমি জোট ‘ন্যাটো’র পালটা হিসেবে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলিকে নিয়ে ‘ওয়ারশ’ জোট তৈরি করেছিল।
100. জর্জ মার্শালের মতে, মার্শাল পরিকল্পনার মূল কর্মসূচি কী?
▶ জর্জ মার্শালের মতে, মার্শাল পরিকল্পনার মূল কর্মসূচি হল ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা বা ইউরোপের পুনরুজ্জীবন।
101. মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝায়?
▶ ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এককভাবে প্রয়োজনীয় কর্মসূচি রূপায়ণের পরিকল্পনাই হল মার্শাল পরিকল্পনা।
102. ‘কমিনফর্ম’ এর মূল উদ্দেশ্য কী ছিল?
▶ বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয়সাধন করাই ছিল কমিনফর্মের মূল উদ্দেশ্য।
103. ‘কমেকন’-এর মূল উদ্দেশ্য কী ছিল?
▶ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করাই ছিল ‘কমেকন’ এর মূল উদ্দেশ্য।
104. ‘কমিনফর্ম’ এবং ‘কমেকন’ গঠন করেছিল কোন্ দেশ?
▶ ‘কমিনফর্ম’ এবং ‘কমেকন’ গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন।
105. ঠান্ডা লড়াই পর্বে সোভিয়েত নেতৃত্বে ‘কমিনফর্ম’ ও ‘কমেকন’ কাদের পালটা হিসেবে গঠন করা হয়?
▶ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা ও ‘ন্যাটো’ গঠনের পালটা হিসেবে ‘কমিনফর্ম’ এবং ‘কমেকন’ গঠন করে সোভিয়েত ইউনিয়ন।
106. ঠান্ডা লড়াইয়ের চূড়ান্ত পর্বে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট কেন দেখা দিয়েছিল?
▶ ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন কিউবার আত্মরক্ষার জন্য একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলার উদ্দেশ্যে ‘মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র’ বোঝাই কয়েকটি সামরিক জাহাজ কিউবাতে পাঠায়, এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলি রাষ্ট্রপতি কেনেডির নির্দেশে সোভিয়েত জাহাজগুলিকে ঘিরে ফেলে, এর ফলে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয়।
107. চিন-সোভিয়েত ঠান্ডা লড়াইয়ের একটি কারণ উল্লেখ করো।
▶ চিন-সোভিয়েত ঠান্ডা লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ হল পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে সোভিয়েতের কাছ থেকে আশানুরূপ সাহায্য না পাওয়া এবং মতাদর্শগত বিরোধ।
91. ১৯৪৭ সালের ১৩ এপ্রিল কলম্বিয়ায় প্রদত্ত ভাষণে বার্নাড বারুচন লড়াই সম্পর্কে কী বলেছিলেন?
► ১৯৪৭ সালের ১৩ এপ্রিল কলম্বিয়ায় প্রদত্ত ভাষণে বার্নাড বলেছিলেন, “আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা লড়াই এর মধ্যে আছি।”
92. সংশোধনবাদীদের মতে, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির প্রধান কারণ কী?
▶ সংশোধনবাদীদের মতে, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির প্রধান কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সোভিয়েত-বিরোধী মনোভাব ও কার্যকলাপ।
93. কঠোর সংশোধনবাদীরা ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হিসেবে কোন্ ঘটনাকে চিহ্নিত করেছিলেন?
▶ কঠোর সংশোধনবাদীদের মতে, মার্কিন পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণেই ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটেছিল।
94. ঠান্ডা লড়াইয়ের প্রথমদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব সংস্থা গড়েছিল সেগুলির মধ্যে যে-কোনো দুটি উল্লেখ করো।
▶ ঠান্ডা লড়াইয়ের প্রথমদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গড়ে তোলা দুটি উল্লেখযোগ্য সংস্থা ছিল ন্যাটো এবং ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা কমিটি।
95. ঠান্ডা লড়াই সম্পর্কে জেমস বার্নহামের বক্তব্যের মূল কথাটি কী ছিল?
▶ জেমস বার্নহামের বক্তব্যের মূল কথাটি ছিল, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির পেছনে যেসব কারণ রয়েছে, সেগুলির মধ্যে মতাদর্শগত কারণই হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
96. মার্কিন যুক্তরাষ্ট্রের ‘প্রতিরোধের নীতি’টির উদ্দে শ্য কী ছিল?
▶ সোভিয়েত ইউনিয়ন তথা সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরোধের নীতির প্রধান উদ্দেশ্য।
97. মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ঘোষিত নীতিগুলির মধ্যে যে-কোনো একটি উল্লেখ করো।
▶ মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ঘোষিত একটি উল্লেখযোগ্য নীতি ছিল- বিশ্বের যে-কোনো অংশে প্রত্যক্ষ বা পরোক্ষ আগ্রাসনের ফলে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হলে তা প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করবে।
98. মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল?
▶ মার্শাল পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য ছিল সোভিয়েত বিরোধিতা এবং একটি কমিউনিজম-বিরোধী জোট গঠন করা।
89. আফগানিস্তানে সোভিয়েত সামরিক আগ্রাসন প্রতিরোধে পা উপসাগরীয় আন্দোলনে কোন্ দেশ সেনা মোতায়েন করে?
▶ আফগানিস্তানে সোভিয়েত সামরিক আগ্রাসন প্রতিরোধে পা উপসাগরীয় আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা মোতায়েন করে।
84. এচিসন পরিকল্পনার মূল বক্তব্য কী?
▶ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ভিটো ক্ষমতার অবা প্রয়োগের জন্য নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে দায়িত্ব সাধারণ সভা পালন করবে।
85. ছায়া যুদ্ধ কাকে বলে?
▶ সামরিক জোট, পালটা সামরিক জোট, পারস্পরিক নজরদ সামরিক তথ্যসংগ্রহ, প্রচার, পালটা প্রচারের কৌশলকে ছায়া যুদ্ধ বা
59. ঠান্ডা লড়াই বলতে জোশেফ ফ্র্যাঙ্কেল কী বুঝিয়েছেন?
▶ ঠান্ডা লড়াই বলতে জোশেফ ফ্র্যাঙ্কেল সাম্যবাদী মতাদর্শের সোভিয়েত ইউনিয়ন ও গণতান্ত্রিক মতাদর্শের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সঙ্গে জড়িত যাবতীয় ঘটনাকে বুঝিয়েছেন।
60. ঠান্ডা লড়াই সম্পর্কে ফ্রিডম্যানের বক্তব্য কী?
▶ ফ্রিডম্যানের মতে, ঠান্ডা লড়াই হল এমন এক ধরনের পরিস্থিতি যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের জন্য সবরকম প্রস্তুতি জারি থাকতে দেখা যায়।
51.ক্রুশ্চেভ-এর শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির বিশেষত্ব কী?
▶ নিকিতা ক্রুশ্চেভ-এর ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নীতির বিশেষত্ব হল সমাজতান্ত্রিক দেশগুলির পাশাপাশি পুঁজিবাদী দেশগুলির সাথেও সহাবস্থান করা।
46. ‘কমেকন’ কী জন্য গড়ে উঠেছিল?
▶ সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে ‘কমেকন’ গঠিত হয়।
15. ‘প্রতিরোধের নীতি’ কী?
▶ সোভিয়েত ইউনিয়ন তথা সমাজতন্ত্রের অগ্রগতি রোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছিল তা-ই হল প্রতিরোধের নীতি।
16. সদ্যোজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুড়ঘরেই ধ্বংস করার স্লোগান কে দিয়েছিলেন?
▶ সদ্যোজাত সোভিয়েত ইউনিয়নকে আঁতুড়ঘরেই ধ্বংস করার স্লোগান দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিল।
33. কমিন্টার্নের বিলোপ কেন হয়েছিল?
▶ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থায় মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ভুল বোঝাবুঝির অবসানের জন্য কমিন্টার্নের বিলোপ করা হয়।
34. মার্শাল পরিকল্পনায় কোন্ দেশগুলিকে সাহায্য প্রদান করার কথা বলা হয়নি?
▶ মার্শাল পরিকল্পনায় সোভিয়েত ইউনিয়ন ও তার নিয়ন্ত্রণাধীন দেশসমূহকে সাহায্য প্রদান করার কথা বলা হয়নি।
35. ‘বার্লিন অবরোধ’-কে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে অর্থহীন করে তুলেছিল?
▶ মার্কিন যুক্তরাষ্ট্র আকাশপথে বার্লিনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘বার্লিন অবরোধ’-কে অর্থহীন করে তুলেছিল।
36. পটড্রাম সম্মেলনে কী গৃহীত হয়েছিল?
▶ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত অক্ষশক্তির বিভিন্ন দেশের সঙ্গে শান্তিচুক্তি খসড়া রচনার উদ্দেশ্যে একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় পটস্ডাম সম্মেলনে।
38. কোন্ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শক্তির সমতা প্রতিষ্ঠা করেছিল?
▶ ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়নের আণবিক বোমার আবিষ্কার আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শক্তির সমতা প্রতিষ্ঠা করে।
39. মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনের জন্য কোথায় বক্তৃতা দিয়েছিলেন?
▶ মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপের পুনর্গঠনের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন।
40. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
▶ যুদ্ধবিধ্বস্ত ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলাই ছিল মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য।
41. মার্শাল পরিকল্পনা সম্পর্কে হ্যারিম্যান কী বলেছেন?
▶ হ্যারিম্যানের মতে, মার্শাল পরিকল্পনার মাধ্যমে ইউরোপে কমিউনিস্টদের চাপ প্রতিরোধ করা সম্ভব হয়েছিল।