Class 12 Chapter 6 Solution
প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়
MCQs Question Answer
1. বৈকল্পিক বচনের এক-একটি অংশকে বলে-
a) পূর্বগ
b) অনুগ
c) বিকল্প ✔
d) অংশ
2. বৈকল্পিক বচনের প্রথম অংশটি যে নামে পরিচিত, তা হল-
a) পূর্বগ
b) অনুগ
c) প্রথম বিকল্প ✔
c) দ্বিতীয় বিকল্প
3. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশটি যে নামে পরিচিত, তা হল-
a) অনুগ
b) পূর্বগ
c) প্রথম বিকল্প
d) দ্বিতীয় বিকল্প ✔
4. ‘হয় দাম কমবে অথবা দাম বাড়বে।’-এটি যে ধরনের বচন তা হল-
a) প্রাকল্পিক বচন
b) বৈকল্পিক বচন ✔
c) সংযৌগিক বচন
d) নিরপেক্ষ বচন
5. ‘বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির একটি বচন বৈকল্পিক হবে।’- বিবৃতিটি হল-
a) সংশয়াত্মক
b) মিথ্যা
c) সত্য ✔
d) আপতিক
6. বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সংক্ষিপ্ত আকারটির রূপ হল-
a) M. P.
b) D. S. ✔
c) M. T.
d) C. D.
7. D. S.-র পুরো নাম হল-
a) Dogmatica System
b) Derivative Science
c) Demonstrative System
d) Disjunctive Syllogism ✔
৪. অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে যা হতে পারে, তা হল-
a) মিথ্যা
b) সত্য ✔
c) সত্য অথবা মিথ্যা
d) সংশয়পূর্ণ
a) বৈধ
b) অবৈধ ✔
c) সংশয়পূর্ণ
d) বৈধ এবং অবৈধ উভয়ই
12. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যে ধরনের যুক্তি, তা হল-’
a) মৌলিক
b) জটিল
c) মিশ্র ✔
d) অমিশ্র
13. বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির গঠনে
a) একটি বৈকল্পিক বচন থাকে ✔
b) একটি প্রাকল্পিক বচন থাকে
c) একটি প্রশ্নসূচক বচন থাকে
d) একটি বিস্ময়সূচক বচন থাকে
14. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল-
a) বৈকল্পিক বচন
b) প্রাকল্পিক বচন
c) নিরপেক্ষ বচন ✔
d) স্ব-বিরোধী বচন
15. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়-
a) একটি অমাধ্যম ধরনের যুক্তি
b) একটি সমার্থক ধরনের যুক্তি
c) একটি মাধ্যম ধরনের যুক্তি ✔
d) একটি সংক্ষিপ্ত ন্যায় ধরনের যুক্তি
1. যৌগিক যুক্তির অপর নাম হল-
a) মিশ্র যুক্তি ✔
b) নিরপেক্ষ যুক্তি
c) সাপেক্ষ যুক্তি
d) জটিল যুক্তি
2. যৌগিক যুক্তি হল
a) যার সব বচনই সাপেক্ষ
b) যার সব বচনই নিরপেক্ষ
c) যার বচনগুলি সাপেক্ষ ও বৈকল্পিক
d) যার বচনগুলি সাপেক্ষ ও নিরপেক্ষ উভয়ই ✔
3. নিরপেক্ষ যুক্তির বচনগুলি হল-
a) সাপেক্ষ
b) নিরপেক্ষ ✔
c) উভয়ই
d) কোনোটিই নয়
4. যুক্তি যার দ্বারা গঠিত হয়, তা হল-
a) শব্দ
b) বাক্য
c) বচন ✔
d) অনুমান
5. যুক্তির বচনগুলিকে বলা হয়-
a) শব্দ
b) অনুমান
c) প্রতিজ্ঞা
d) অবয়ব ✔
6. যুক্তির স্বরূপ যার ওপর নির্ভর করে, তা হল-
a) অবয়বের স্বরূপ ✔
b) শব্দের স্বরূপ
c) অনুমানের স্বরূপ
d) প্রতিজ্ঞার স্বরূপ
7. ন্যায়যুক্তি বিভক্ত
a) এক ভাগে
b) দু-ভাগে ✔
c) তিন ভাগে
d) চার ভাগে
৪. যৌগিক যুক্তি কয়প্রকার?
a) দুই ✔
b) এক
c) তিন
d) চার
9. প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটি যে ধরনের যুক্তি, তা হল-
a) সরল যুক্তি
b) জটিল যুক্তি
c) যৌগিক যুক্তি ✔
d) মৌলিক যুক্তি
10. বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটি যে ধরনের যুক্তি, তা হল-
a) সরল
b) জটিল
c) মিশ্র ✔
d) মৌলিক
11. ‘সকল মানুষ হয় মরণশীল।’- যে ধরনের বচন, তা হল-
a) প্রাকল্পিক
b) নিরপেক্ষ ✔
c) সাপেক্ষ
d) বৈকল্পিক
12. ‘নিরপেক্ষ যুক্তির সব বচনই নিরপেক্ষ।’- বিবৃতিটি হল-
a) সত্য ✔
b) মিথ্যা
c) সংশয়াত্মক
d) আপতিক
13. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি হল-
a) নিরপেক্ষ ✔
b) সাপেক্ষ
c) সংযৌগিক
d) প্রাকল্পিক
14. যৌগিক যুক্তির অপর নাম হল
a) মিশ্র যুক্তি ✔
b) প্রাকল্পিক যুক্তি
c) বৈকল্পিক যুক্তি
d) নিরপেক্ষ যুক্তি
15. যৌগিক যুক্তির গঠনে
a) কোনো যৌগিক বচন থাকে না
b) একটি যৌগিক বচন থাকে ✔
c) একটি সামান্য বচন থাকে
d) একটি বিশেষ বচন থাকে
16. নিরপেক্ষ যুক্তির সিদ্ধান্তটি
a) একটি প্রশ্নবাচক বচন
b) একটি ঘোষকবাচক বচন ✔
c) একটি বিস্ময়বাচক বচন
d) একটি অস্পষ্ট বচন
17. নিরপেক্ষ যুক্তি-
a) একটি অবরোহাত্মক যুক্তি ✔
b) একটি আরোহাত্মক যুক্তি
c) একটি উপমামূলক যুক্তি
d) একটি উদ্ভট ধরনের যুক্তি
18. যৌগিক যুক্তিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়-এটি হল-
a) সত্য ✔
b) মিথ্যা
c) সংশয়াত্মক
d) আপতিক
19. মিশ্র ন্যায় বলতে বোঝায়-
a) যে ন্যায়ের বচনগুলি সমজাতীয়
b) যে ন্যায়ের বচনগুলি প্রাকল্পিক ও বৈকল্পিক জাতীয়
c) যে ন্যায়ের বচনগুলি ভিন্ন ভিন্ন জাতীয় ✔
d) এদের কোনোটিই নয়
20. অমিশ্র ন্যায় বলতে বোঝায়-
a) যে ন্যায়ের বচনগুলি সমজাতীয় ✔
b) যে ন্যায়ের বচনগুলি ভিন্নজাতীয়
c) যে ন্যায়ের সিদ্ধান্তটি সাপেক্ষ বচন
d) এদের কোনোটিই নয়
21. যৌগিক বা মিশ্র যুক্তিতে বলা যায়-
a) প্রথম বচনটি সাপেক্ষ থাকে
b) প্রথম বচনটি বৈকল্পিক থাকে
c) প্রথম বচনটি সাপেক্ষ অথবা বৈকল্পিক থাকে ✔
d) প্রথম বচনটি নিরপেক্ষ থাকে
22. যে ন্যায়যুক্তিতে সংস্থান দেখা যায়-
a) প্রাকল্পিক ন্যায়ে
b) বৈকল্পিক ন্যায়ে
c) সাপেক্ষ নিরপেক্ষ
d) ন্যায়ে নিরপেক্ষ ন্যায়ে ✔
23. গুণ ও পরিমাণের বিষয়গুলি ঘোষিত হয়েছে-
a) নিরপেক্ষ ন্যায়ে ✔
b) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে
c) প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে
d) প্রাকল্পিক ন্যায়ে
24. যৌগিক বচনের সিদ্ধান্তটি কোন্ ধরনের বচনরূপে গণ্য?
a) সাপেক্ষ
b) নিরপেক্ষ ✔
c) প্রাকল্পিক
d) বৈকল্পিক
25. যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে তার সত্যমূল্যের ওপর।
a) সমগ্রের
b) অংশের ✔
c) সমার্থকের
d) বিরোধের
26. ‘শিশুরা সরল’-এটি কী ধরনের বচন?
a) সাপেক্ষ
b) প্রাকল্পিক
c) বৈকল্পিক
d) নিরপেক্ষ ✔
27. প্রাকল্পিক বচনের প্রথম ভাগটি হল—
a) অংশ
b) অনুগ
c) পূর্বৰ্গ ✔
d) বিকল্প
28. প্রাকল্পিক বচনের দ্বিতীয় ভাগটি হল-
a) পূর্বর্গ
b) অনুগ ✔
b) অংশ
c) বিকল্প
29. ‘যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।’-এটি যে ধরনের বচন, তা হল
a) নিরপেক্ষ
b) প্রাকল্পিক ✔
c) বৈকল্পিক
d) সংযৌগিক
30. ‘প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির একটি বচন প্রাকল্পিক হবে।’- বিবৃতিটি
a) মিথ্যা
b) সত্য ✔
c) সংশয়াত্মক
d) আপতিক
31. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সবসময়ই যে বচন হবে, তা হল-
a) নিরপেক্ষ ✔
b) সাপেক্ষ
c) বৈকল্পিক
d) প্রাকল্পিক
32. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সবসময়ই যে বচন হয়, তা হল-
a) বৈকল্পিক
b) নিরপেক্ষ ✔
c) প্রাকল্পিক
d) সংযৌগিক
33. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের স্বীকৃতিমূলক আকারটির সংক্ষিপ্ত রূপ হল-
a) M. T.
b) M. P. ✔
c) D. S.
d) H.S.
34.ধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অস্বীকৃতিমূলক আকারটির সংক্ষিপ্ত রূপ হল-
a) D. S.
b) M. P.
c) M. T. ✔
d) C. D.
35. M. P.-র পুরো নাম হল-
a) Modus Ponens ✔
b) Meta Pona
c) My Podica
d) Meta Physics
36. M. T.-র পুরো নাম হল-
a) Modus Tollens ✔
b) Meta Tolla
c) My Tolika
d) Mistake Tendency
37. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যে ধরনের যুক্তি, তা হল-
a) যৌগিক যুক্তি ✔
b) জটিল যুক্তি
c) মৌলিক যুক্তি
d) প্রাকল্পিক যুক্তি
Very Short Question Answer
একটি বা দুটি বাক্যে উত্তর দাও।
1. নিরপেক্ষ যুক্তির বচনগুলি কীরূপ?
▶ নিরপেক্ষ যুক্তির বচনগুলি হল নিরপেক্ষ বচন।
2. যৌগিক যুক্তির বচনগুলি কীরূপ?
▶ যৌগিক যুক্তির বচনগুলি হল সাপেক্ষ ও নিরপেক্ষ উভয়ই।
3. নিরপেক্ষ বচন কাকে বলে?
▶ যে বচনে কোনো শর্ত থাকে না, তাকেই বলে নিরপেক্ষ বচন।
4. ‘সকল P হয় Q’-এটি কোন্ ধরনের বচন?
▶ এটি হল একটি নিরপেক্ষ বচন।
5. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি সাপেক্ষ বচন হতে পারে?
▶ না, সাপেক্ষ বচন হতে পারে না।
6. নিরপেক্ষ বচন দিয়ে কোন্ ধরনের যুক্তি গঠিত হয়?
▶ নিরপেক্ষ বচন দিয়ে নিরপেক্ষ যুক্তি গঠিত হয়।
7. সাপেক্ষ বচন দিয়ে কোন্ ধরনের যুক্তি গঠিত হয়?
▶ সাপেক্ষ বচন দিয়ে সাপেক্ষ যুক্তি গঠিত হয়।
৪. কোন্ ধরনের বচন দিয়ে যৌগিক যুক্তি গঠিত হয়?
▶ নিরপেক্ষ এবং সাপেক্ষ-এই দুই ধরনের বচন দিয়ে গঠিত হয় যৌগিক যুক্তি।
9. যৌগিক বচন কাকে বলে?
▶ যে বচনে একাধিক সরল অংশ থাকে, তাকে বলে যৌগিক বচন।
10. সরল বচন কাকে বলে?
▶ যে বচনে একটিই মাত্র সরল অংশ থাকে, তাকে বলে সরল বচন।
11. সরল বচনের অংশগুলিকে কীসে বিভক্ত করা যায়?
▶ সরল বচনের অংশগুলিকে পদে বিভক্ত করা যায়।
12. যৌগিক বচনের অংশগুলিকে কীসে বিভক্ত করা যায়?
▶ যৌগিক বচনের অংশগুলিকে সরল বচনে বিভক্ত করা যায়।
13. ‘বৃষ্টি পড়ে’ (it rains)-এটি কোন্ ধরনের বচন?
▶ এটি একটি সরল বচন।
14. নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি কী বচন হয়?
▶ নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি নিরপেক্ষ বচন হয়।
15. নিরপেক্ষ ন্যায়ে কি কোনো প্রাকল্পিক বচন থাকে?
▶ না, থাকে না।
16. নিরপেক্ষ ন্যায়ে কি কোনো বৈকল্পিক বচন থাকে?
▶ না, থাকে না।
17. ‘সূর্য হয় মধ্য গগনে’- বচনটি কোন্ প্রকারের?
▶ এটি নিরপেক্ষ প্রকারের বচন।
18. ‘এমন নয় যে রাম সাধু’-এর আকার কী?
▶ বচনটির আকার হল এমন নয় যে P।
1. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের লক্ষণ কী?
▶ প্রথম বচনটি প্রাকল্পিক এবং বাকিগুলি নিরপেক্ষ বচন।
2. প্রাকল্পিক বচন কাকে বলে?
▶ ‘যদি… তবে’ দ্বারা গঠিত বাক্যই হল প্রাকল্পিক বচন।
3. ‘যদি P তবে Q’-এটি কোন্ ধরনের বচন?
▶ এটি একটি প্রাকল্পিক বচন।
4. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয়?
▶ প্রাকল্পিক বচনের প্রথম অংশকে পূর্বগ বলা হয়।
5. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয়?
▶ প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে অনুগ বলা হয়।
6. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কী?
▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হল দুটি-M. P. এবং M. T.
7. M. P. বলতে কী বোঝায়?
▶ M. P. হল পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করার নিয়ম।
8. M. T. বলতে কী বোঝায়?
▶ M. T. হল অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করার নিয়ম।
9. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কোন্ বচন হয়?
▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয়।
10. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় একটি কোন্ ধরনের যুক্তি?
▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় হল একটি যৌগিক যুক্তি।
11. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে। বৃষ্টি পড়েছে। অতএব কী সিদ্ধান্ত হবে?
▶ সিদ্ধান্ত হবে “মাটি ভিজেছে”।
12. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। মাটি ভেজেনি। অতএব কী সিদ্ধান্ত হতে পারে?
▶ সিদ্ধান্ত হবে “বৃষ্টি পড়েনি”।
13. প্রাকল্পিক নিরপেক্ষ বচনের আকারটি কী?
▶ এর আকারটি হল- যদি P তবে Q
P Q
14. যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, মেঘ করেনি; অতএব বৃষ্টি হয়নি। -যুক্তিটি কি যথার্থ?
▶ না, যুক্তিটি যথার্থ নয়, যুক্তিটি অযথার্থ।
15. যদি P তবে Q, P নয়; অতএব Q নয়-এখানে কী দোষ ঘটেছে?
▶ পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করার দোষ ঘটেছে।
16. ‘অনুগ স্বীকারজনিত দোষ’ কখন ঘটে?
▶ কোনো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়-এ যখন প্রথমে অনুগকে স্বীকার করে নিয়ে পরে পূর্বগকে স্বীকার করা হয়, তখন অনুগ স্বীকারজনিত দোষ-এর উদ্ভব ঘটে।
17. অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও।
▶ যদি P তবে Q, এমন যে Q; অতএব এখন যে P।
18. পূর্বকল্প নিষেধ দোষের একটি উদাহরণ দাও।
▶ যদি P তবে Q, এমন নয় P; অতএব এমন নয় Q।
19. প্রাকল্পিক বচনের অনুগ কাকে বলে?
▶ প্রাকল্পিক বচনের যে অংশটি পরে ঘটে তাকে বলে অনুগ।
20. ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের M.T. আকারের একটি দৃষ্টান্ত দাও।
► যদি P তবে Q, Q নয়; অতএব P নয়।
21. সাপেক্ষ বচন বলতে কী বোঝায়?
▶ শর্তযুক্ত বচনকেই বলা হয় সাপেক্ষ বচন।
22. শর্তহীন বচনকে কী বলা হয়?
▶ শর্তহীন বচনকে নিরপেক্ষ বচন বলা হয়।
23. সাপেক্ষ বচন কয়প্রকার ও কী কী?
▶ সাপেক্ষ বচন দু-প্রকারের-প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন।
24. প্রাকল্পিক বচনের কয়টি অংশ?
▶ প্রাকল্পিক বচনের দুটি অংশ-পূর্বগ বা পূর্বকল্প আর অনুগ বা অনুকল্প।
25. প্রাকল্পিক বচনের আকারটি কী ধরনের?
▶ ‘যদি… তবে…’ ধরনের আকার হল প্রাকল্পিক বচন।
26. যদি P তবে Q-এটি কোন্ ধরনের বচন?
▶ এটি প্রাকল্পিক বচন।
27. যদি P তবে Q-এই বচনের P অংশটিকে কী বলা হয়?
▶ পূর্বগ বা পূর্বকল্প (antecedent) বলা হয়।
28. যদি P তবে Q-এই বচনের Q অংশটিকে কী বলা হয়?
▶ অনুগ বা অনুকল্প (consequent) বলা হয়।
29. যদি P তবে Q-এটি একটি সরল না যৌগিক বচন?
▶ এটি একটি যৌগিক বচন।
30. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম সূত্রটিকে কী বলা হয়?
▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম সূত্রটিকে M.P. বলা হয়।
31. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় সূত্রটিকে কী বলা হয়?
▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় সূত্রটিকে M.T. বলা হয়।
32. পূর্বকল্পকে স্বীকার করে অনুকল্পকেও স্বীকার করলে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি কী হয়?
▶ পূর্বকল্পকে স্বীকার করে অনুকল্পকেও স্বীকার করলে প্রাকল্পিক নিরপেক্ষ
ন্যায়টি বৈধরূপে গণ্য হয়।
33. অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে অস্বীকার করলে ন্যায়টি কী হবে?
▶ অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে অস্বীকার করলে ন্যায়টি বৈধরূপে গণ্য হবে।
34. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে পূর্বগ বা পূর্বকল্পকে অস্বীকার করে কি অনুগ বা অনুকল্পকে স্বীকার করা যায়?
▶ না, অনুগ বা অনুকল্পকে স্বীকার করা যায় না।
35. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে অনুগ বা অনুকল্পকে স্বীকার করে কি পূর্বকল্পকে স্বীকার করা যায়?
▶ না, পূর্বকল্পকে স্বীকার করা যায় না।
36. পূর্বকল্পকে কি কোনোভাবে অনুকল্পে পরিণত করা যায়?
▶ হ্যাঁ যায়, নঞর্থকভাবে তা করা যায়।
37. ‘যদি বৃষ্টি পড়ে, তবে মাটি ভেজে’-এরূপ ক্ষেত্রে পূর্বকল্পকে কীভাবে অনুকল্পে পরিণত করা যায়?
▶ যদি মাটি না ভেজে তবে বৃষ্টি পড়ে না- এভাবে পরিণত করা যায়।
38. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।
বৃষ্টি পড়েছে।
অতএব,… -এখানে সিদ্ধান্তটি কী হবে?
▶ সিদ্ধান্তটি হবে ‘মাটি ভিজেছে’।
39. যদি পড়াশোনা না করা হয়, তাহলে পরীক্ষায় ফেল করবে।
পরীক্ষায় ফেল করনি।
অতএব, সিদ্ধান্তটি কী হবে?
▶ সিদ্ধান্ত হবে ‘পড়াশোনা করেছো’।
40. প্রাকল্পিক বচনকে কি কোনো নিরপেক্ষ বচনে পরিণত করা যায়?
▶ হ্যাঁ যায়, সার্বিক সদর্থক বচনে পরিণত করা যায়।
41. যদি চুরি করো তাহলে ধরা পড়বেই-এই প্রাকল্পিক বচনটির নিরপেদ্ধ বচনের রূপ কী হবে?
▶ সকল চুরি করার ক্ষেত্র হয় ধরা পড়ার ক্ষেত্র (A)।
42. প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
▶ পূর্বকল্প সত্য আর অনুকল্প মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয়।
43. অনুকল্প সত্য হলে প্রাকল্পিক বচনের সত্যমূল্য কী হয়?
▶ প্রাকল্পিক বচনের সত্যমূল্য সত্য (T) হবে।
44. পূর্বকল্প সত্য আর অনুকল্প সত্য হলে প্রাকল্পিক বচন কী হবে?
▶ পূর্বকল্প সত্য আর অনুকল্প সত্য হলে প্রাকল্পিক বচন সত্য হবে।
45. পূর্বকল্প মিথ্যা (F) কিন্তু অনুকল্প সত্য (T) হলে প্রাকল্পিক বচন কী হয়?
▶ পূর্বকল্প মিথ্যা (F) কিন্তু অনুকল্প সত্য (T) হলে প্রাকল্পিক বচন সত্য (T) হবে।
46. যদি P তবে Q P
.:. সিদ্ধান্তটি কী হবে?
▶ সিদ্ধান্তটি Q হবে (পূর্বকল্প পরিগ্রহ)।
47. যদি P তবে Q, নয় Q সিদ্ধান্তটি কী হয়?
▶ সিদ্ধান্তটি ‘নয় P’ হবে (পূর্বকল্প নিষেধ)।
48. যদি P তবে Q,
নয় P.. নয় Q যুক্তিটি কী হয়?
▶ যুক্তিটি অবৈধ হবে।
49. হয় P তবে Q
P Q
এরূপ যুক্তিটি বৈধ না অবৈধ?
▶ এরূপ যুক্তিটি বৈধ।
50. M.P.-এর নিয়মাবলির নিয়মটি কোন্ ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
▶ প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য।
51. M.T.-এর নিয়মটি কোন্ যুক্তির ক্ষেত্রে প্রযুক্ত?
▶ প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে
52. প্রাকল্লিক-নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি কী বচন হয়?
▶ প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি প্রাকল্পিক বচন হয়।
53. যদি P তবে Q-বচনটি কোন্ প্রকারের?
▶ প্রাকল্পিক প্রকারের বচন।
54. M.P.-এর আকারটি কীরূপ?
▶ যদি P তবে Q
P Q
55. M.T.-এর আকারটি কীরূপ?
▶ যদি P তবে Q
Q ন .: Pনয়
56. যদি P তবে Q
Q . P
-এটি কি M.P.-এর সঠিক রূপ?
▶ না, এটি M.P.-এর বিকৃত রূপ।
57. যদি P তবে Q P নয়
:: Q নয়
এটি কি M.T.-এর সঠিক নিয়ম?
▶ না, এটি M.T.-এর বিকৃত নিয়ম।
58. ‘মাটি ভিজবে যদি বৃষ্টি পড়ে’- এটাকে কি প্রাকল্পিক বচন বলা সংগত?
▶ হ্যাঁ, এটিকে প্রাকল্পিক বচন বলা সংগত।
59. ‘পরীক্ষায় ফেল করবে যদি পড়ায় ফাঁকি দেওয়া হয়’-এর পূর্বকল্প কোন্টি?
▶ পূর্বকল্প হল ‘পড়ায় ফাঁকি দেওয়া হয়’।
60. ‘পরীক্ষায় ফেল করবে কেবল যদি পড়ায় ফাঁকি দেওয়া হয়’-এর পূর্বকল্প কোন্টি?
▶ পূর্বকল্প হল ‘পরীক্ষায় ফেল করবে’।
61. ‘পরীক্ষায় ফেল করবে যদি এবং কেবলমাত্র যদি পড়ায় ফাঁকি দেওয়া হয়’-বচনটির পূর্বকল্প কী?
▶ প্রথম অংশ হল দ্বিতীয় অংশের পূর্বকল্প এবং একই সঙ্গে দ্বিতীয় অংশ হল প্রথম অংশের পূর্বকল্প।
62. একটি পূর্বকল্প নিষেধ দোষের উদাহরণ দাও।
▶ যদি P তবে Q
P নয় : Qনয়
63. ‘তিনি যদি দেশপ্রেমী না হন তাহলে তিনি বরণীয় হতে পারে না’-বচনটির আকার কী হবে?
▶ বচনটির আকার হল “যদি P নয় তবে Q নয়”।
64. একটি অনুকল্প পরিগ্রহণ দোষের উদাহরণ দাও।
▶ যদি P তবে Q
Q P
65. ‘যদি তিনি দেশপ্রেমী হন তাহলে তিনি উগ্রপন্থী হতে পারেন না’-বচনটির আকার কী হবে?
▶ বচনটির আকার হল “যদি P তবে Q নয়”।
66. ‘যদি তিনি দেশপ্রেমী না হন তবে তিনি অবশ্যই উগ্রপন্থী’-বচনটির আকার কীরূপ?
▶ বচনটির আকারটি হল “যদি P নয় তবে Q”।
67. ‘যদি টলেমির তত্ত্ব ভুল হয়, তবে কোপারনিকাসের তত্ত্ব ঠিক’- বচনটির আকার কী?
▶ বচনটির আকার হল ‘যদি P তবে Q’।
68. ‘যদি টলেমির তত্ত্ব ভুল না হয়, তবে কোপারনিকাসের তত্ত্ব সঠিক’-বচনটির আকার কী?
▶ বচনটির আকার হল ‘যদি P নয় তবে Q’।
69. ‘যদি টলেমির তত্ত্ব ভুল হয়, তবে কোপারনিকাসের তত্ত্ব সঠিক নয়’-বচনটির আকার উল্লেখ করো।
▶ বচনটির আকার হল ‘যদি P তবে Q নয়’।
70. ‘যদি টলেমির তত্ত্ব ভুল না হয়, তবে কোপারনিকাসের তত্ত্বও ভুল নয়’-আকারে উপস্থাপিত করো।
▶ বচনটির আকার হল ‘যদি P নয় তবে Q নয়’।
71. M.P.-এর নিয়মটিকে গঠনমূলক ন্যায় বলে না ধ্বংসমূলক ন্যায় বলে?
▶ M.P.-এর নিয়মটিকে গঠনমূলক ন্যায় বলে।
72. M.T.-এর নিয়মটিকে কীরূপ ন্যায় বলা যায়?
► M.T.-এর নিয়মটিকে ধ্বংসমূলক ন্যায় বলা যায়।
73. ‘যদি … তবে’ দ্বারা রচিত বচনের ক্ষেত্রে পূর্বকল্প কার সঙ্গে যুক্ত হয়?
▶ ‘যদি… তবে’ দ্বারা রচিত বচনের ক্ষেত্রে পূর্বকল্প যদি-র সঙ্গে যুক্ত হয়।
74. প্রাকল্পিক বচনের ক্ষেত্রে অনুকল্প কার সঙ্গে যুক্ত হয়?
▶ প্রাকল্পিক বচনের ক্ষেত্রে অনুকল্প তবে-র সঙ্গে যুক্ত হয়।
75. অনুকল্প কি কখনও বচনের প্রথমে থাকতে পারে?
▶ হ্যাঁ, বচনের প্রথমেও থাকতে পারে।
76. অনুকল্প বচনের প্রথমে আছে-এমন একটি উদাহরণ দাও।
▶ মাটি ভিজবে যদি বৃষ্টি পড়ে।
77. মাটি ভিজবে (P) যদি বৃষ্টি পড়ে (Q) -বচনটির আকারটি কী হবে?
▶ বচনটির আকারটি হল ‘যদি Q তবে P’।
78. যদি P তবে Q
P নয Q
-এটি কি বৈধ যুক্তি?
79. মাটি ভিজবে (P) না যদি বৃষ্টিপাত (Q) না হয়-বচনটির তার্কিক আকার কী?
▶ বচনটির তার্কিক আকার হল ‘যদি Q নয় তবে P নয়’।
যদি P তবে Q
P Q
এটি কি বৈধ যুক্তি?
▶ হ্যাঁ, এটি বৈধ যুক্তি।
80. যদি P তবে Q
Q নয় … P নয়
-এটি কি বৈধ যুক্তি?
▶ হ্যাঁ, এটি একটি বৈধ যুক্তি।
81. M.P.-এর পুরো নামটি কী?
► Modus Ponens হল পুরো রূপ।
82. M.T.-এর পুরো নামটি কী?
► Modus Tollens হল পুরো রূপ।
৪৪. প্রাকল্পিক ন্যায়ের Modus Tollens (M.T.) আকারের একটি দইচ্ছ দাও।
▶ প্রাকল্পিক ন্যায়ের Modus Tollens (M.T.) আকারের একটি দৃষ্টান্ত হল-
যদি P তবে Q
এমন নয় যে Q
.. এমন নয় যে P।
84. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি প্রাকল্পিক বচন হয়?
▶ না, সিদ্ধান্ত প্রাকল্পিক বচন হয় না।
85. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে শেষের বচন দুটি কি না-বাচক হয়ে পারে?
▶ হ্যাঁ, দুটিই না-বাচক হতে পারে।
86. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের শেষের বচন দুটি কি কোনো সমা হ্যাঁ-বাচক হতে পারে?
▶ হ্যাঁ, দুটিই হ্যাঁ-বাচক হতে পারে।
87. যদি ছাত্ররা কোনো বই পড়ে আনন্দ পায় তবে লেখকও আনন্দ পান। ছাত্ররা বই পড়ে আনন্দ পেয়েছে। .: লেখক আনন্দ পেয়েছেন।
▶(ক) যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়।
(খ) দোষ: কোনো দোষ নেই।
এটি M.P.-এর বৈধ রূপ।
14. হয় রাম আসবে অথবা শ্যাম যাবে, রাম এসেছে; অতএব শ্যাম যাবে না-যুক্তিটি কি বৈধ?
▶ যুক্তিটি বৈধ নয়, এ হল অবৈধ যুক্তি।
15. হয় P অথবা Q, P; অতএব Q নয়-এখানে কী দোষ ঘটেছে?
▶ এখানে একটি বিকল্পকে স্বীকার করে, অপর বিকল্পকে অস্বীকার করার দোষ ঘটেছে।
16. বিসংবাদী বিকল্প বলতে কী বোঝ?
▶ যে বৈকল্পিক বচনের একটি বিকল্প মিথ্যা হবেই এবং অপরটি সত্য হবে তাকে বলে বিসংবাদী বচন।
17. বিকল্প পরিগ্রহণজনিত দোষের একটি দৃষ্টান্ত দাও।
▶ হয় P অথবা Q, এমন যে P; অতএব, এমন নয় যে Q।
18. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কী?
► একটি বিকল্পকে প্রথমে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়।
19. বৈকল্পিক বচনের অংশ কয়টি ও কী কী?
▶ বৈকল্পিক বচনের অংশ দুটি-প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প।
20. প্রথম বিকল্পটি বৈকল্পিক বচনের কোন্ অংশে থাকে?
▶ প্রথম বিকল্পটি বৈকল্পিক বচনের প্রথম অংশে থাকে।
21. দ্বিতীয় বিকল্পটি বৈকল্পিক বচনের কোন্ অংশে থাকে?
▶ দ্বিতীয় বিকল্পটি বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশে থাকে।
22. বৈকল্পিক বচনের আকারটি কীরূপ?
▶ ‘হয় … অথবা…’ রূপ আকারটি হল বৈকল্পিক বচনের।
23. হয় P অথবা Q-এটি কোন্ ধরনের বচন?
▶ এটি হল বৈকল্পিক বচন।
24. হয় P অথবা Q-এই বচনের P-কে কী বলা হয়?
▶ এই বচনের P-কে প্রথম বিকল্প বলা হয়।
25. হয় P অথবা Q-এই বচনের Q-কে কী বলা হয়?
▶ এই বচনের Q-কে দ্বিতীয় বিকল্প বলা হয়।
26. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সূত্রটিকে কী বলা হয়?
▶ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সূত্রটিকে D.S. বলা হয়।
27. ‘তুমি কলকাতা যাবে অথবা মুম্বাই যাবে’-এটি কোন্ ধরনের বচন?
▶ এটি বৈকল্পিক বচন।
28. দুটি বিকল্পই মিথ্যা হলে বৈকল্পিক বচনের সত্যমূল্য কী হয়?
▶ দুটি বিকল্পই মিথ্যা হলে বৈকল্পিক বচনের সত্যমূল্য মিথ্যা হয়।
29. দুটি বিকল্পের একটি সত্য হলে সামগ্রিকভাবে বৈকল্পিক বচন কী হবে?
► দুটি বিকল্পের একটি সত্য হলে সামগ্রিকভাবে বৈকল্পিক বচন সত্য হবে।
30. হয় বৃদ্ধ অথবা অবসরকারীরা পেনশন পাবে-এখানে ‘হয়…. অথবা’ কোন্ অর্থে প্রযুক্ত?
▶ এখানে ‘হয়….. অথবা’ অবিসংবাদী অর্থে প্রযুক্ত।
31. বিসংবাদী অর্থে ‘হয়….. অথবা’-কে অন্য কী নামে উল্লেখ করা হয়?
▶ বিসংবাদী অর্থে ‘হয়….. অথবা’-কে সবল অর্থে উল্লেখ করা হয়।
32. অবিসংবাদী অর্থে ‘হয়….. অথবা’র অপর নাম কী’
▶ অবিসংবাদী অর্থে ‘হয়…. অথবা’-র অপর নাম হল বৈকল্লিক বচনেব দুর্বল র্য।
33. D.S.-এর নিয়মাবলি কোন্ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
▶ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য।
34. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি কী বচন হয়?
▶ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি বৈকল্পিক বচন হয়।