WBCHSE Class 12 Philosophy Chapter 6 Solution | Bengali Medium

Class 12 Chapter 6 Solution

প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়

MCQs Question Answer

1. বৈকল্পিক বচনের এক-একটি অংশকে বলে- 

a) পূর্বগ 

b) অনুগ 

c) বিকল্প

d) অংশ

2. বৈকল্পিক বচনের প্রথম অংশটি যে নামে পরিচিত, তা হল- 

a) পূর্বগ 

b) অনুগ 

c) প্রথম বিকল্প 

c) দ্বিতীয় বিকল্প

3. বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশটি যে নামে পরিচিত, তা হল- 

a) অনুগ 

b) পূর্বগ 

c) প্রথম বিকল্প 

d) দ্বিতীয় বিকল্প 

4. ‘হয় দাম কমবে অথবা দাম বাড়বে।’-এটি যে ধরনের বচন তা হল- 

a) প্রাকল্পিক বচন 

b) বৈকল্পিক বচন 

c) সংযৌগিক বচন

d)  নিরপেক্ষ বচন

5. ‘বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির একটি বচন বৈকল্পিক হবে।’- বিবৃতিটি হল- 

a) সংশয়াত্মক 

b) মিথ্যা 

c) সত্য 

d) আপতিক

6. বৈধ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সংক্ষিপ্ত আকারটির রূপ হল-

a) M. P.

b) D. S. 

c) M. T.

d) C. D.

7. D. S.-র পুরো নাম হল-

a) Dogmatica System 

b) Derivative Science

c) Demonstrative System 

d) Disjunctive Syllogism

৪. অবিসংবাদী বৈকল্পিক বচনে দুটি বিকল্প একসঙ্গে যা হতে পারে, তা হল-

a) মিথ্যা 

b) সত্য 

c) সত্য অথবা মিথ্যা 

d) সংশয়পূর্ণ

a) বৈধ 

b) অবৈধ 

c) সংশয়পূর্ণ 

d) বৈধ এবং অবৈধ উভয়ই

12. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যে ধরনের যুক্তি, তা হল-’

a)  মৌলিক 

b) জটিল 

c) মিশ্র

d) অমিশ্র

13. বৈকল্পিক নিরপেক্ষ যুক্তির গঠনে 

a) একটি বৈকল্পিক বচন থাকে 

b) একটি প্রাকল্পিক বচন থাকে 

c) একটি প্রশ্নসূচক বচন থাকে 

d) একটি বিস্ময়সূচক  বচন থাকে 

14. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল- 

a) বৈকল্পিক বচন 

b) প্রাকল্পিক বচন 

c) নিরপেক্ষ বচন 

d) স্ব-বিরোধী বচন

15. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়- 

a) একটি অমাধ্যম ধরনের যুক্তি 

b) একটি সমার্থক ধরনের যুক্তি 

c) একটি মাধ্যম ধরনের যুক্তি

d) একটি সংক্ষিপ্ত ন্যায় ধরনের যুক্তি

1. যৌগিক যুক্তির অপর নাম হল- 

a) মিশ্র যুক্তি 

b) নিরপেক্ষ যুক্তি 

c) সাপেক্ষ যুক্তি 

d) জটিল যুক্তি

2. যৌগিক যুক্তি হল 

a) যার সব বচনই সাপেক্ষ 

b) যার সব বচনই নিরপেক্ষ 

c) যার বচনগুলি সাপেক্ষ ও বৈকল্পিক

d)  যার বচনগুলি সাপেক্ষ ও নিরপেক্ষ উভয়ই 

3. নিরপেক্ষ যুক্তির বচনগুলি হল-

a)  সাপেক্ষ 

b) নিরপেক্ষ 

c) উভয়ই 

d) কোনোটিই নয়

4. যুক্তি যার দ্বারা গঠিত হয়, তা হল- 

a) শব্দ 

b) বাক্য 

c) বচন 

d) অনুমান

5. যুক্তির বচনগুলিকে বলা হয়- 

a) শব্দ 

b) অনুমান 

c) প্রতিজ্ঞা 

d) অবয়ব 

6. যুক্তির স্বরূপ যার ওপর নির্ভর করে, তা হল- 

a) অবয়বের স্বরূপ 

b) শব্দের স্বরূপ 

c) অনুমানের স্বরূপ 

d) প্রতিজ্ঞার স্বরূপ

7. ন্যায়যুক্তি বিভক্ত 

a) এক ভাগে 

b) দু-ভাগে 

c)  তিন ভাগে 

d) চার ভাগে

৪. যৌগিক যুক্তি কয়প্রকার? 

a) দুই 

b) এক

c)  তিন 

d) চার

9. প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিটি যে ধরনের যুক্তি, তা হল- 

a) সরল যুক্তি 

b) জটিল যুক্তি 

c) যৌগিক যুক্তি 

d) মৌলিক যুক্তি

10. বৈকল্পিক নিরপেক্ষ যুক্তিটি যে ধরনের যুক্তি, তা হল- 

a) সরল 

b) জটিল 

c) মিশ্র 

d) মৌলিক

11. ‘সকল মানুষ হয় মরণশীল।’- যে ধরনের বচন, তা হল-

a)  প্রাকল্পিক

b)  নিরপেক্ষ 

c)  সাপেক্ষ

d)  বৈকল্পিক

12. ‘নিরপেক্ষ যুক্তির সব বচনই নিরপেক্ষ।’- বিবৃতিটি হল- 

a) সত্য 

b) মিথ্যা 

c) সংশয়াত্মক 

d) আপতিক

13. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি হল- 

a) নিরপেক্ষ 

b) সাপেক্ষ 

c) সংযৌগিক 

d) প্রাকল্পিক

14. যৌগিক যুক্তির অপর নাম হল

a)  মিশ্র যুক্তি 

b) প্রাকল্পিক যুক্তি 

c) বৈকল্পিক যুক্তি 

d) নিরপেক্ষ যুক্তি

15. যৌগিক যুক্তির গঠনে 

a) কোনো যৌগিক বচন থাকে না 

b) একটি যৌগিক বচন থাকে  

c) একটি সামান্য বচন থাকে 

d) একটি বিশেষ বচন থাকে

16. নিরপেক্ষ যুক্তির সিদ্ধান্তটি

a) একটি প্রশ্নবাচক বচন 

b) একটি ঘোষকবাচক বচন 

c) একটি বিস্ময়বাচক বচন 

d) একটি অস্পষ্ট বচন

17. নিরপেক্ষ যুক্তি-

a)  একটি অবরোহাত্মক যুক্তি 

b) একটি আরোহাত্মক যুক্তি 

c) একটি উপমামূলক যুক্তি 

d) একটি উদ্ভট ধরনের যুক্তি

18. যৌগিক যুক্তিকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়-এটি হল- 

a) সত্য 

b) মিথ্যা 

c) সংশয়াত্মক 

d) আপতিক

19. মিশ্র ন্যায় বলতে বোঝায়- 

a) যে ন্যায়ের বচনগুলি সমজাতীয় 

b) যে ন্যায়ের বচনগুলি প্রাকল্পিক ও বৈকল্পিক জাতীয় 

c) যে ন্যায়ের বচনগুলি ভিন্ন ভিন্ন জাতীয় 

d) এদের কোনোটিই নয়

20. অমিশ্র ন্যায় বলতে বোঝায়-

a) যে ন্যায়ের বচনগুলি সমজাতীয় 

b) যে ন্যায়ের বচনগুলি ভিন্নজাতীয় 

c) যে ন্যায়ের সিদ্ধান্তটি সাপেক্ষ বচন 

d) এদের কোনোটিই নয়

21. যৌগিক বা মিশ্র যুক্তিতে বলা যায়- 

a) প্রথম বচনটি সাপেক্ষ থাকে 

b) প্রথম বচনটি বৈকল্পিক থাকে 

c) প্রথম বচনটি সাপেক্ষ অথবা বৈকল্পিক থাকে 

d)  প্রথম বচনটি নিরপেক্ষ থাকে

22. যে ন্যায়যুক্তিতে সংস্থান দেখা যায়-

a) প্রাকল্পিক ন্যায়ে 

b) বৈকল্পিক ন্যায়ে 

c) সাপেক্ষ নিরপেক্ষ 

d) ন্যায়ে নিরপেক্ষ ন্যায়ে

23. গুণ ও পরিমাণের বিষয়গুলি ঘোষিত হয়েছে-

a) নিরপেক্ষ ন্যায়ে 

b) বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ে

c)  প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে 

d) প্রাকল্পিক ন্যায়ে

24. যৌগিক বচনের সিদ্ধান্তটি কোন্ ধরনের বচনরূপে গণ্য? 

a) সাপেক্ষ

b) নিরপেক্ষ 

c) প্রাকল্পিক 

d) বৈকল্পিক

25. যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে তার সত্যমূল্যের ওপর। 

a) সমগ্রের 

b) অংশের 

c) সমার্থকের

d)  বিরোধের

26. ‘শিশুরা সরল’-এটি কী ধরনের বচন? 

a) সাপেক্ষ 

b) প্রাকল্পিক 

c) বৈকল্পিক 

d) নিরপেক্ষ

27. প্রাকল্পিক বচনের প্রথম ভাগটি হল—

a) অংশ 

b) অনুগ

c) পূর্বৰ্গ 

d)  বিকল্প

28. প্রাকল্পিক বচনের দ্বিতীয় ভাগটি হল-

a) পূর্বর্গ 

b) অনুগ 

b) অংশ

c)  বিকল্প

29. ‘যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।’-এটি যে ধরনের বচন, তা হল

a) নিরপেক্ষ 

b) প্রাকল্পিক

c) বৈকল্পিক 

d) সংযৌগিক

30. ‘প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির একটি বচন প্রাকল্পিক হবে।’-  বিবৃতিটি 

a) মিথ্যা 

b) সত্য

c) সংশয়াত্মক 

d) আপতিক

31. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সবসময়ই যে বচন হবে, তা হল-

a) নিরপেক্ষ 

b) সাপেক্ষ 

c) বৈকল্পিক 

d) প্রাকল্পিক

32. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সবসময়ই যে বচন হয়, তা হল- 

a) বৈকল্পিক 

b) নিরপেক্ষ  

c) প্রাকল্পিক 

d) সংযৌগিক

33. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের স্বীকৃতিমূলক আকারটির সংক্ষিপ্ত রূপ হল-

a) M. T. 

b) M. P.

c) D. S.

d)  H.S.

34.ধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অস্বীকৃতিমূলক আকারটির সংক্ষিপ্ত রূপ হল-

a) D. S. 

b) M. P.

c)  M. T.

d) C. D.

35. M. P.-র পুরো নাম হল-

a) Modus Ponens 

b) Meta Pona

c)  My Podica

d)  Meta Physics

36. M. T.-র পুরো নাম হল-

a) Modus Tollens 

b) Meta Tolla 

c) My Tolika 

d) Mistake Tendency

37. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যে ধরনের যুক্তি, তা হল-

a) যৌগিক যুক্তি 

b) জটিল যুক্তি 

c) মৌলিক যুক্তি 

d) প্রাকল্পিক যুক্তি

Very Short Question Answer

 একটি বা দুটি বাক্যে উত্তর দাও।

1. নিরপেক্ষ যুক্তির বচনগুলি কীরূপ?

▶ নিরপেক্ষ যুক্তির বচনগুলি হল নিরপেক্ষ বচন।

2. যৌগিক যুক্তির বচনগুলি কীরূপ?

▶ যৌগিক যুক্তির বচনগুলি হল সাপেক্ষ ও নিরপেক্ষ উভয়ই।

3. নিরপেক্ষ বচন কাকে বলে?

▶ যে বচনে কোনো শর্ত থাকে না, তাকেই বলে নিরপেক্ষ বচন।

4. ‘সকল P হয় Q’-এটি কোন্ ধরনের বচন?

▶ এটি হল একটি নিরপেক্ষ বচন।

5. নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি সাপেক্ষ বচন হতে পারে?

▶ না, সাপেক্ষ বচন হতে পারে না।

6. নিরপেক্ষ বচন দিয়ে কোন্ ধরনের যুক্তি গঠিত হয়?

▶ নিরপেক্ষ বচন দিয়ে নিরপেক্ষ যুক্তি গঠিত হয়।

7. সাপেক্ষ বচন দিয়ে কোন্ ধরনের যুক্তি গঠিত হয়?

▶ সাপেক্ষ বচন দিয়ে সাপেক্ষ যুক্তি গঠিত হয়।

৪. কোন্ ধরনের বচন দিয়ে যৌগিক যুক্তি গঠিত হয়?

▶ নিরপেক্ষ এবং সাপেক্ষ-এই দুই ধরনের বচন দিয়ে গঠিত হয় যৌগিক যুক্তি।

9. যৌগিক বচন কাকে বলে?

▶ যে বচনে একাধিক সরল অংশ থাকে, তাকে বলে যৌগিক বচন।

10. সরল বচন কাকে বলে?

▶ যে বচনে একটিই মাত্র সরল অংশ থাকে, তাকে বলে সরল বচন।

11. সরল বচনের অংশগুলিকে কীসে বিভক্ত করা যায়?

▶ সরল বচনের অংশগুলিকে পদে বিভক্ত করা যায়।

12. যৌগিক বচনের অংশগুলিকে কীসে বিভক্ত করা যায়?

▶ যৌগিক বচনের অংশগুলিকে সরল বচনে বিভক্ত করা যায়।

13. ‘বৃষ্টি পড়ে’ (it rains)-এটি কোন্ ধরনের বচন?

▶ এটি একটি সরল বচন।

14. নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি কী বচন হয়?

▶ নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি নিরপেক্ষ বচন হয়।

15. নিরপেক্ষ ন্যায়ে কি কোনো প্রাকল্পিক বচন থাকে?

▶ না, থাকে না।

16. নিরপেক্ষ ন্যায়ে কি কোনো বৈকল্পিক বচন থাকে?

▶ না, থাকে না।

17. ‘সূর্য হয় মধ্য গগনে’- বচনটি কোন্ প্রকারের?

▶ এটি নিরপেক্ষ প্রকারের বচন।

18. ‘এমন নয় যে রাম সাধু’-এর আকার কী?

▶ বচনটির আকার হল এমন নয় যে P।

1. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের লক্ষণ কী?

▶ প্রথম বচনটি প্রাকল্পিক এবং বাকিগুলি নিরপেক্ষ বচন।

2. প্রাকল্পিক বচন কাকে বলে?

▶ ‘যদি… তবে’ দ্বারা গঠিত বাক্যই হল প্রাকল্পিক বচন।

3. ‘যদি P তবে Q’-এটি কোন্ ধরনের বচন?

▶ এটি একটি প্রাকল্পিক বচন।

4. প্রাকল্পিক বচনের প্রথম অংশকে কী বলা হয়?

▶ প্রাকল্পিক বচনের প্রথম অংশকে পূর্বগ বলা হয়।

5. প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে কী বলা হয়?

▶ প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশকে অনুগ বলা হয়।

6. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কী?

▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হল দুটি-M. P. এবং M. T.

7. M. P. বলতে কী বোঝায়?

▶ M. P. হল পূর্বগকে স্বীকার করে অনুগকে স্বীকার করার নিয়ম।

8. M. T. বলতে কী বোঝায়?

▶ M. T. হল অনুগকে অস্বীকার করে পূর্বগকে অস্বীকার করার নিয়ম।

9. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কোন্ বচন হয়?

▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন হয়।

10. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় একটি কোন্ ধরনের যুক্তি?

▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় হল একটি যৌগিক যুক্তি।

11. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে। বৃষ্টি পড়েছে। অতএব কী সিদ্ধান্ত হবে?

▶ সিদ্ধান্ত হবে “মাটি ভিজেছে”।

12. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে। মাটি ভেজেনি। অতএব কী সিদ্ধান্ত হতে পারে?

▶ সিদ্ধান্ত হবে “বৃষ্টি পড়েনি”।

13. প্রাকল্পিক নিরপেক্ষ বচনের আকারটি কী?

▶ এর আকারটি হল- যদি P তবে Q

                                      P Q

14. যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, মেঘ করেনি; অতএব বৃষ্টি হয়নি। -যুক্তিটি কি যথার্থ?

▶ না, যুক্তিটি যথার্থ নয়, যুক্তিটি অযথার্থ।

15. যদি P তবে Q, P নয়; অতএব Q নয়-এখানে কী দোষ ঘটেছে?

▶ পূর্বগকে অস্বীকার করে অনুগকে অস্বীকার করার দোষ ঘটেছে।

16. ‘অনুগ স্বীকারজনিত দোষ’ কখন ঘটে?

▶ কোনো প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়-এ যখন প্রথমে অনুগকে স্বীকার করে নিয়ে পরে পূর্বগকে স্বীকার করা হয়, তখন অনুগ স্বীকারজনিত দোষ-এর উদ্ভব ঘটে।

17. অনুকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও।

▶ যদি P তবে Q, এমন যে Q; অতএব এখন যে P।

18. পূর্বকল্প নিষেধ দোষের একটি উদাহরণ দাও।

▶ যদি P তবে Q, এমন নয় P; অতএব এমন নয় Q।

19. প্রাকল্পিক বচনের অনুগ কাকে বলে?

▶ প্রাকল্পিক বচনের যে অংশটি পরে ঘটে তাকে বলে অনুগ।

20. ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের M.T. আকারের একটি দৃষ্টান্ত দাও।

► যদি P তবে Q, Q নয়; অতএব P নয়।

21. সাপেক্ষ বচন বলতে কী বোঝায়?

▶ শর্তযুক্ত বচনকেই বলা হয় সাপেক্ষ বচন।

22. শর্তহীন বচনকে কী বলা হয়?

▶ শর্তহীন বচনকে নিরপেক্ষ বচন বলা হয়।

23. সাপেক্ষ বচন কয়প্রকার ও কী কী?

▶ সাপেক্ষ বচন দু-প্রকারের-প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন।

24. প্রাকল্পিক বচনের কয়টি অংশ?

▶ প্রাকল্পিক বচনের দুটি অংশ-পূর্বগ বা পূর্বকল্প আর অনুগ বা অনুকল্প।

25. প্রাকল্পিক বচনের আকারটি কী ধরনের?

▶ ‘যদি… তবে…’ ধরনের আকার হল প্রাকল্পিক বচন।

26. যদি P তবে Q-এটি কোন্ ধরনের বচন?

▶ এটি প্রাকল্পিক বচন।

27. যদি P তবে Q-এই বচনের P অংশটিকে কী বলা হয়?

▶ পূর্বগ বা পূর্বকল্প (antecedent) বলা হয়।

28. যদি P তবে Q-এই বচনের Q অংশটিকে কী বলা হয়?

▶ অনুগ বা অনুকল্প (consequent) বলা হয়।

29. যদি P তবে Q-এটি একটি সরল না যৌগিক বচন?

▶  এটি একটি যৌগিক বচন।

30. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম সূত্রটিকে কী বলা হয়?

▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম সূত্রটিকে M.P. বলা হয়।

31. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় সূত্রটিকে কী বলা হয়?

▶ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় সূত্রটিকে M.T. বলা হয়।

32. পূর্বকল্পকে স্বীকার করে অনুকল্পকেও স্বীকার করলে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়টি কী হয়?

▶ পূর্বকল্পকে স্বীকার করে অনুকল্পকেও স্বীকার করলে প্রাকল্পিক নিরপেক্ষ

ন্যায়টি বৈধরূপে গণ্য হয়।

33. অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে অস্বীকার করলে ন্যায়টি কী হবে?

 ▶ অনুকল্পকে অস্বীকার করে পূর্বকল্পকে অস্বীকার করলে ন্যায়টি বৈধরূপে গণ্য হবে।

34. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে পূর্বগ বা পূর্বকল্পকে অস্বীকার করে কি অনুগ বা অনুকল্পকে স্বীকার করা যায়?

▶ না, অনুগ বা অনুকল্পকে স্বীকার করা যায় না।

35. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে অনুগ বা অনুকল্পকে স্বীকার করে কি পূর্বকল্পকে স্বীকার করা যায়?

▶ না, পূর্বকল্পকে স্বীকার করা যায় না।

36. পূর্বকল্পকে কি কোনোভাবে অনুকল্পে পরিণত করা যায়?

▶  হ্যাঁ যায়, নঞর্থকভাবে তা করা যায়।

37. ‘যদি বৃষ্টি পড়ে, তবে মাটি ভেজে’-এরূপ ক্ষেত্রে পূর্বকল্পকে কীভাবে অনুকল্পে পরিণত করা যায়?

▶ যদি মাটি না ভেজে তবে বৃষ্টি পড়ে না- এভাবে পরিণত করা যায়।

38. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।

বৃষ্টি পড়েছে।

অতএব,… -এখানে সিদ্ধান্তটি কী হবে?

▶ সিদ্ধান্তটি হবে ‘মাটি ভিজেছে’।

39. যদি পড়াশোনা না করা হয়, তাহলে পরীক্ষায় ফেল করবে।

পরীক্ষায় ফেল করনি।

অতএব, সিদ্ধান্তটি কী হবে?

▶ সিদ্ধান্ত হবে ‘পড়াশোনা করেছো’।

40. প্রাকল্পিক বচনকে কি কোনো নিরপেক্ষ বচনে পরিণত করা যায়?

▶ হ্যাঁ যায়, সার্বিক সদর্থক বচনে পরিণত করা যায়।

41. যদি চুরি করো তাহলে ধরা পড়বেই-এই প্রাকল্পিক বচনটির নিরপেদ্ধ বচনের রূপ কী হবে?

▶ সকল চুরি করার ক্ষেত্র হয় ধরা পড়ার ক্ষেত্র (A)।

42. প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?

▶ পূর্বকল্প সত্য আর অনুকল্প মিথ্যা হলে প্রাকল্পিক বচন মিথ্যা হয়।

43. অনুকল্প সত্য হলে প্রাকল্পিক বচনের সত্যমূল্য কী হয়?

▶ প্রাকল্পিক বচনের সত্যমূল্য সত্য (T) হবে।

44. পূর্বকল্প সত্য আর অনুকল্প সত্য হলে প্রাকল্পিক বচন কী হবে?

▶ পূর্বকল্প সত্য আর অনুকল্প সত্য হলে প্রাকল্পিক বচন সত্য হবে।

45. পূর্বকল্প মিথ্যা (F) কিন্তু অনুকল্প সত্য (T) হলে প্রাকল্পিক বচন কী হয়?

▶ পূর্বকল্প মিথ্যা (F) কিন্তু অনুকল্প সত্য (T) হলে প্রাকল্পিক বচন সত্য (T) হবে।

46. যদি P তবে Q P

.:. সিদ্ধান্তটি কী হবে?

▶ সিদ্ধান্তটি Q হবে (পূর্বকল্প পরিগ্রহ)।

47. যদি P তবে Q, নয় Q সিদ্ধান্তটি কী হয়?

▶ সিদ্ধান্তটি ‘নয় P’ হবে (পূর্বকল্প নিষেধ)।

48. যদি P তবে Q,

নয় P.. নয় Q যুক্তিটি কী হয়?

▶ যুক্তিটি অবৈধ হবে।

49. হয় P তবে Q

            P Q

এরূপ যুক্তিটি বৈধ না অবৈধ?

▶  এরূপ যুক্তিটি বৈধ।

50. M.P.-এর নিয়মাবলির নিয়মটি কোন্ ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য?

▶ প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য।

51. M.T.-এর নিয়মটি কোন্ যুক্তির ক্ষেত্রে প্রযুক্ত?

▶ প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে

52. প্রাকল্লিক-নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি কী বচন হয়?

▶ প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি প্রাকল্পিক বচন হয়।

53. যদি P তবে Q-বচনটি কোন্ প্রকারের?

▶ প্রাকল্পিক প্রকারের বচন।

54. M.P.-এর আকারটি কীরূপ?

▶ যদি P তবে Q

          P Q

          

55. M.T.-এর আকারটি কীরূপ?

▶ যদি P তবে Q

Q ন .: Pনয়

56. যদি P তবে Q

           Q . P

-এটি কি M.P.-এর সঠিক রূপ? 

▶ না, এটি M.P.-এর বিকৃত রূপ।

57. যদি P তবে Q P নয়

:: Q নয়

এটি কি M.T.-এর সঠিক নিয়ম? 

▶ না, এটি M.T.-এর বিকৃত নিয়ম।

58. ‘মাটি ভিজবে যদি বৃষ্টি পড়ে’- এটাকে কি প্রাকল্পিক বচন বলা সংগত? 

▶ হ্যাঁ, এটিকে প্রাকল্পিক বচন বলা সংগত।

59. ‘পরীক্ষায় ফেল করবে যদি পড়ায় ফাঁকি দেওয়া হয়’-এর পূর্বকল্প কোন্টি?

▶ পূর্বকল্প হল ‘পড়ায় ফাঁকি দেওয়া হয়’।

60. ‘পরীক্ষায় ফেল করবে কেবল যদি পড়ায় ফাঁকি দেওয়া হয়’-এর পূর্বকল্প কোন্টি?

▶ পূর্বকল্প হল ‘পরীক্ষায় ফেল করবে’।

61. ‘পরীক্ষায় ফেল করবে যদি এবং কেবলমাত্র যদি পড়ায় ফাঁকি দেওয়া হয়’-বচনটির পূর্বকল্প কী?

▶ প্রথম অংশ হল দ্বিতীয় অংশের পূর্বকল্প এবং একই সঙ্গে দ্বিতীয় অংশ হল প্রথম অংশের পূর্বকল্প।

62. একটি পূর্বকল্প নিষেধ দোষের উদাহরণ দাও।

▶ যদি P তবে Q

P নয় : Qনয়

63. ‘তিনি যদি দেশপ্রেমী না হন তাহলে তিনি বরণীয় হতে পারে না’-বচনটির আকার কী হবে?

▶  বচনটির আকার হল “যদি P নয় তবে Q নয়”।

64. একটি অনুকল্প পরিগ্রহণ দোষের উদাহরণ দাও।

▶ যদি P তবে Q

Q P

65. ‘যদি তিনি দেশপ্রেমী হন তাহলে তিনি উগ্রপন্থী হতে পারেন না’-বচনটির আকার কী হবে?

▶ বচনটির আকার হল “যদি P তবে Q নয়”।

66. ‘যদি তিনি দেশপ্রেমী না হন তবে তিনি অবশ্যই উগ্রপন্থী’-বচনটির আকার কীরূপ?

▶ বচনটির আকারটি হল “যদি P নয় তবে Q”।

67. ‘যদি টলেমির তত্ত্ব ভুল হয়, তবে কোপারনিকাসের তত্ত্ব ঠিক’- বচনটির আকার কী?

▶ বচনটির আকার হল ‘যদি P তবে Q’।

68. ‘যদি টলেমির তত্ত্ব ভুল না হয়, তবে কোপারনিকাসের তত্ত্ব সঠিক’-বচনটির আকার কী?

▶ বচনটির আকার হল ‘যদি P নয় তবে Q’।

69. ‘যদি টলেমির তত্ত্ব ভুল হয়, তবে কোপারনিকাসের তত্ত্ব সঠিক নয়’-বচনটির আকার উল্লেখ করো।

▶ বচনটির আকার হল ‘যদি P তবে Q নয়’।

70. ‘যদি টলেমির তত্ত্ব ভুল না হয়, তবে কোপারনিকাসের তত্ত্বও ভুল নয়’-আকারে উপস্থাপিত করো।

▶ বচনটির আকার হল ‘যদি P নয় তবে Q নয়’।

71. M.P.-এর নিয়মটিকে গঠনমূলক ন্যায় বলে না ধ্বংসমূলক ন্যায় বলে?

▶ M.P.-এর নিয়মটিকে গঠনমূলক ন্যায় বলে।

72. M.T.-এর নিয়মটিকে কীরূপ ন্যায় বলা যায়?

► M.T.-এর নিয়মটিকে ধ্বংসমূলক ন্যায় বলা যায়।

73. ‘যদি … তবে’ দ্বারা রচিত বচনের ক্ষেত্রে পূর্বকল্প কার সঙ্গে যুক্ত হয়?

▶ ‘যদি… তবে’ দ্বারা রচিত বচনের ক্ষেত্রে পূর্বকল্প যদি-র সঙ্গে যুক্ত হয়।

74. প্রাকল্পিক বচনের ক্ষেত্রে অনুকল্প কার সঙ্গে যুক্ত হয়?

▶ প্রাকল্পিক বচনের ক্ষেত্রে অনুকল্প তবে-র সঙ্গে যুক্ত হয়।

75. অনুকল্প কি কখনও বচনের প্রথমে থাকতে পারে?

▶ হ্যাঁ, বচনের প্রথমেও থাকতে পারে।

76. অনুকল্প বচনের প্রথমে আছে-এমন একটি উদাহরণ দাও।

▶ মাটি ভিজবে যদি বৃষ্টি পড়ে।

77. মাটি ভিজবে (P) যদি বৃষ্টি পড়ে (Q) -বচনটির আকারটি কী হবে?

▶ বচনটির আকারটি হল ‘যদি Q তবে P’।

78. যদি P তবে Q

            P নয Q

-এটি কি বৈধ যুক্তি?

79. মাটি ভিজবে (P) না যদি বৃষ্টিপাত (Q) না হয়-বচনটির তার্কিক আকার কী?

▶ বচনটির তার্কিক আকার হল ‘যদি Q নয় তবে P নয়’।

যদি P তবে Q

      P Q

এটি কি বৈধ যুক্তি?

▶ হ্যাঁ, এটি বৈধ যুক্তি।

80. যদি P তবে Q

Q নয় … P নয়

-এটি কি বৈধ যুক্তি?

▶ হ্যাঁ, এটি একটি বৈধ যুক্তি।

81. M.P.-এর পুরো নামটি কী?

► Modus Ponens হল পুরো রূপ।

82. M.T.-এর পুরো নামটি কী?

► Modus Tollens হল পুরো রূপ।

৪৪. প্রাকল্পিক ন্যায়ের Modus Tollens (M.T.) আকারের একটি দইচ্ছ দাও।

▶ প্রাকল্পিক ন্যায়ের Modus Tollens (M.T.) আকারের একটি দৃষ্টান্ত হল-

যদি P তবে Q

এমন নয় যে Q

.. এমন নয় যে P।

84. প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি কি প্রাকল্পিক বচন হয়?

▶ না, সিদ্ধান্ত প্রাকল্পিক বচন হয় না।

85. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ে শেষের বচন দুটি কি না-বাচক হয়ে পারে?

▶ হ্যাঁ, দুটিই না-বাচক হতে পারে।

86. বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের শেষের বচন দুটি কি কোনো সমা হ্যাঁ-বাচক হতে পারে?

▶ হ্যাঁ, দুটিই হ্যাঁ-বাচক হতে পারে।

87. যদি ছাত্ররা কোনো বই পড়ে আনন্দ পায় তবে লেখকও আনন্দ পান। ছাত্ররা বই পড়ে আনন্দ পেয়েছে। .: লেখক আনন্দ পেয়েছেন।

▶(ক) যুক্তি: বৈধ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়।

(খ) দোষ: কোনো দোষ নেই।

এটি M.P.-এর বৈধ রূপ।

14. হয় রাম আসবে অথবা শ্যাম যাবে, রাম এসেছে; অতএব শ্যাম যাবে না-যুক্তিটি কি বৈধ?

▶ যুক্তিটি বৈধ নয়, এ হল অবৈধ যুক্তি।

15. হয় P অথবা Q, P; অতএব Q নয়-এখানে কী দোষ ঘটেছে?

▶ এখানে একটি বিকল্পকে স্বীকার করে, অপর বিকল্পকে অস্বীকার করার দোষ ঘটেছে।

16. বিসংবাদী বিকল্প বলতে কী বোঝ?

▶ যে বৈকল্পিক বচনের একটি বিকল্প মিথ্যা হবেই এবং অপরটি সত্য হবে তাকে বলে বিসংবাদী বচন।

17. বিকল্প পরিগ্রহণজনিত দোষের একটি দৃষ্টান্ত দাও।

▶ হয় P অথবা Q, এমন যে P; অতএব, এমন নয় যে Q।

18. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার নিয়ম কী?

► একটি বিকল্পকে প্রথমে অস্বীকার করে পরে অপর বিকল্পকে স্বীকার করে নিতে হয়।

19. বৈকল্পিক বচনের অংশ কয়টি ও কী কী?

▶ বৈকল্পিক বচনের অংশ দুটি-প্রথম বিকল্প ও দ্বিতীয় বিকল্প।

20. প্রথম বিকল্পটি বৈকল্পিক বচনের কোন্ অংশে থাকে?

▶ প্রথম বিকল্পটি বৈকল্পিক বচনের প্রথম অংশে থাকে।

21. দ্বিতীয় বিকল্পটি বৈকল্পিক বচনের কোন্ অংশে থাকে?

▶ দ্বিতীয় বিকল্পটি বৈকল্পিক বচনের দ্বিতীয় অংশে থাকে।

22. বৈকল্পিক বচনের আকারটি কীরূপ?

▶ ‘হয় … অথবা…’ রূপ আকারটি হল বৈকল্পিক বচনের।

23. হয় P অথবা Q-এটি কোন্ ধরনের বচন?

▶ এটি হল বৈকল্পিক বচন।

24. হয় P অথবা Q-এই বচনের P-কে কী বলা হয়?

▶ এই বচনের P-কে প্রথম বিকল্প বলা হয়।

25. হয় P অথবা Q-এই বচনের Q-কে কী বলা হয়?

▶ এই বচনের Q-কে দ্বিতীয় বিকল্প বলা হয়।

26. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সূত্রটিকে কী বলা হয়?

▶ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সূত্রটিকে D.S. বলা হয়।

27. ‘তুমি কলকাতা যাবে অথবা মুম্বাই যাবে’-এটি কোন্ ধরনের বচন?

▶ এটি বৈকল্পিক বচন।

28. দুটি বিকল্পই মিথ্যা হলে বৈকল্পিক বচনের সত্যমূল্য কী হয়?

▶ দুটি বিকল্পই মিথ্যা হলে বৈকল্পিক বচনের সত্যমূল্য মিথ্যা হয়।

29. দুটি বিকল্পের একটি সত্য হলে সামগ্রিকভাবে বৈকল্পিক বচন কী হবে?

► দুটি বিকল্পের একটি সত্য হলে সামগ্রিকভাবে বৈকল্পিক বচন সত্য হবে।

30. হয় বৃদ্ধ অথবা অবসরকারীরা পেনশন পাবে-এখানে ‘হয়…. অথবা’ কোন্ অর্থে প্রযুক্ত?

▶ এখানে ‘হয়….. অথবা’ অবিসংবাদী অর্থে প্রযুক্ত।

31. বিসংবাদী অর্থে ‘হয়….. অথবা’-কে অন্য কী নামে উল্লেখ করা হয়?

▶ বিসংবাদী অর্থে ‘হয়….. অথবা’-কে সবল অর্থে উল্লেখ করা হয়।

32. অবিসংবাদী অর্থে ‘হয়….. অথবা’র অপর নাম কী’

▶ অবিসংবাদী অর্থে ‘হয়…. অথবা’-র অপর নাম হল বৈকল্লিক বচনেব দুর্বল র্য।

33. D.S.-এর নিয়মাবলি কোন্ যুক্তি বা ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য?

▶ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য।

34. বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি কী বচন হয়?

▶ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রথম বচনটি বৈকল্পিক বচন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *