Class 5 Chapter 8 Solution
পরিবেশ ও পরিবহণ
1. MCQs Question Answer
1. আগেকার দিনে লোকে দূরে যেত-
(A) গোরুর গাড়ি চেপে
(B) হাতির পিঠে চেপে
(C) হেঁটে
(D) দৌড়ে
2. কলকাতায় রিকশা চলতে শুরু করে-
(A) 1700 সাল থেকে
(B) 1800 সাল থেকে
(C) 1900 সাল থেকে
(D) 1950 সাল থেকে
3. মাঠ থেকে ধান তুলে আনতে কাজে লাগে-
(A) গোরুর
(B) হাতির
(C) বাঘের
(D) গাধার গাড়ি
4. আগে বয়স্ক মানুষরা দূরে যেতে হলে সাধারণত চড়তেন-
(A) হাতিতে টানা গাড়ি
(B) ঘোড়ার গাড়ি
(C) গোরুর গাড়ি
(D) উটপাখির গাড়ি
5. আগে রিকশা ছিল-
(A) দুচাকার
(B) তিনচাকার
(C) চার চাকার
(D) ছ-চাকার
উত্তর: (1)-(A) গোরুর গাড়ি চেপে, (2)- (C) 1900 সাল থেকে, (3)-(A) গোরুর, (4)-(C) গোরুর গাড়ি, (5)-(A) দুচাকার।
2. Very Short Question Answer
1. রিকশা কত সালে কলকাতায় আসে?
‘উত্তর: রিকশা 1900 সালে কলকাতায় আসে।
2. কাঠ দিয়ে তৈরি একটি যানবাহনের নাম করো।
উত্তর: কাঠ দিয়ে তৈরি একটি যানবাহন হল পালকি।
3. কোন্ গাড়ি আগে মানুষ ও পণ্য পরিবহণে বেশি ব্যবহৃত হত?
উত্তর:গোরুর গাড়ি আগে মানুষ ও পণ্য পরিবহণে বেশি ব্যবহৃত হত।
4. কত সাল থেকে কলকাতায় রিকশা করে মানুষ বওয়া শুরু হয়?
উত্তর: 1914 সাল থেকে কলকাতায় রিকশা করে মানুষ কওয়া শুরু হয়।
5. গোরুর গাড়িতে করে গ্রামে কী আনা হয়।
উত্তর:গোরুর গাড়িতে করে গ্রামে মাঠ থেকে ধান তুলে আনা হয়।
6. বাংলায় আগে কোথায় ঘোড়ায় টানা গাড়ি চলত?
উত্তর: বাংলায় কলকাতায় আগে ঘোড়ায় টানা গাড়ি চলত।
7. আগে রিকশাকে কী কাজে ব্যবহার করা হত?
উত্তর: মালপত্র বহনের কাজে আগে রিকশাকে ব্যবহার করা হত।
৪. কতজন লোক পালকি বইত।
উত্তর: চারজন লোক পালকি বইত।
9. পাল কী?
উত্তর: কাপড় দিয়ে তৈরি নৌকার যে অংশে বাতাস লাগলে নৌকা জোরে চলে, তাকে পাল বলে।
10. দুটি জলযানের নাম লেখো। [জেনকিন্স স্কুল, কোচবিহারা
উত্তর: দুটি জলযান হল- নৌকা ও জাহাজ।
11. নৌকার হালের কাজ কী?
উত্তর: নৌকা কোন দিকে যাবে তা ঠিক করা নৌকার হালের কাজ।
12. জলে ডুবে থেকে কোন্ যান চলতে পারে?
‘উত্তর: ডুবোজাহাজ জলে ডুবে থেকে চলতে পারে।
13. পানসি কী?
উত্তর: পানসি হল লম্বাটে, হালকা, পাল খাটানো ডিঙি নৌকার মতো জলযান।
3. Short Question Answer
1. সাইকেলকে ‘পরিবেশ বান্ধব যান’ বলা হয় কেন? অথবা, অনুরূপ প্রশ্ন: পরিবেশ বান্ধব পরিবহন রূপে সাইকেলের গুরুত্ব লেখো।
উত্তর: সাইকেল চালালে ধোঁয়া বেরিয়ে বায়ু দূষিত হয় না। পরিবেশের কোনো ক্ষতি হয় না। তাই সাইকেলকে ‘পরিবেশ বান্ধব যান’ বলা হয়।
2.গাড়ির ধুলো-ধোঁয়ায় কী কী ক্ষতি হয়?
উত্তর: গাড়ির ধুলো গাছের পাতায় জমে গেলে গাছ খাবার তৈরি করতে পারে না। গাড়ির ধোঁয়া চোখ জ্বালা, সর্দি, কাশি, ফুসফুসের ক্ষতি ইত্যাদির কারণ হয়।
3.গাড়ির তেল কীভাবে চাষের ক্ষতি করে?
উত্তর: বৃষ্টি হলে রাস্তায় পড়ে থাকা তেল-মোবিল ধুয়ে চাষের খেতে চলে যায়। ফলে মাটি দূষিত হয়। ফসল কম উৎপন্ন হয়।
4. পেট্রোল-ডিজেলের দাম কেন বাড়তে থাকবে?
উত্তর: খনিতে জমা পেট্রোলিয়ামের পরিমাণ ক্রমশ কমছে। কিন্তু গাড়ির সংখ্যা ক্রমশ বাড়ছে বলে তেলের চাহিদাও বাড়ছে আর এখনও পর্যন্ত পেট্রোল-ডিজেলেই পৃথিবীর বেশিরভাগ গাড়ি চলে। তাই এগুলির দাম বাড়তে থাকবে।
5. কয়েকটি দূষণমুক্ত স্থল যানবাহনের নাম করো।
উত্তর: ব্যাটারি চালিত বাইক, টোটো, রিক্সা এবং মানুষ চালিত সাইকেল, রিক্সা প্রভৃতি দূষণমুক্ত স্থলযান।
6. সাইকেল চালানোর অসুবিধা কী কী?
উত্তর: সাইকেল এর প্যাডেল করায় কষ্ট হয়। সাইকেলে সময় বেশি লাগে। পাশ দিয়ে যে সকল গাড়ি যায় তাদের ধুলো-ধোঁয়া যে সাইকেল চালায় তাকে কষ্ট দেয়। রাস্তায় এত গাড়ি চলেযে দুর্ঘটনা ঘটতে পারে।
7. সাইকেল চালানোর দুটি সুবিধা উল্লেখ করো।
উত্তর: সাইকেল চালালে- (i) পরিবেশ দূষণ হয় না। (ii) শরীরের ব্যায়াম হয়।
8. পানসির সম্বন্ধে দু-চার কথা লেখো।
উত্তর: পানসি লম্বাটে, হালকা ডিঙি নৌকার মতো দেখতে এক প্রকার জলযান। এটি হাওয়া লাগলে খুব জোরে যায় বলে সাবধানে হাল ধরতে হয়।
9. হাল কী?
উত্তর: হাল কাঠ দিয়ে তৈরি বেশ লম্বা ও নৌকার ব্যবহৃত এক প্রকার বস্তু অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মত কাজ করে। নৌকা কোনদিকে যাবে হাল তা ঠিক করে দেবে। হাল ঠিক না ধরলে
নৌকা উলটে যাবে। হাল নৌকার পিছনদিকে থাকে। নৌকা, জাহাজ, লঞ্চ, ভুটভুটি প্রভৃতি সব জলযানেই হাল থাকে।
10. লঞ্চ ভুটভুটি প্রভৃতি জোরে যায় কীভাবে?
উত্তর: জোরে চালানোর জন্য লঞ্চ বা স্টিমার, ভুটভুটি, জাহাজ প্রভৃতিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। এগুলোতে পাল ও দাঁড় থাকে না। কিন্তু হাল থাকে।
11. দাঁড় কী?
উত্তর: কাঠ দিয়ে তৈরি দাঁড়কে নৌকোর দুপাশে বেঁধে রাখা হয়। মাঝি দাঁড় টেনে জলকে পিছিয়ে দিলেই নৌকো এগোতে পারে।
12. রিকশা কীভাবে পরিবহণের কাজে লাগে?
উত্তর: 1990 সাল থেকে কলকাতায় দুচাকা ওয়ালা রিকশা ছিল। রিকশা মানুষই টানত। তখন জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে লাগত। 1914 সাল থেকে মানুষ নিয়ে যেতে ব্যবহার শুরু হয়।।
13. মোটর সাইকেল হেলমেট ছাড়া চালালে কী হয়?
উত্তর: হেলমেট না থাকলে পেট্রোল পাম্প থেকে মোটর সাইকেলের জন্য জ্বালানি পাওয়া যায় না। এছাড়া দুর্ঘটনা হলে মাথায় চোট লাগার সম্ভাবনা বেশি হয়। এমনকি মৃত্যু হওয়াও অসম্ভব নয়।
14. সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত কিনা লেখো।
উত্তর: সিগন্যাল মেনে গাড়ি চালালে মানুষ ও যানবাহন উভয়েই সুষ্ঠুভাবে রাস্তায় চলতে পারবে। যেমন- লাল আলো জ্বললে গাড়ি দাঁড়াবে, সবুজ আলো জ্বললে গাড়ি চলবে। ফলে রাস্তার সুরক্ষা বজায় থাকবে। নয়তো জ্যাম ও দুর্ঘটনা-দুই-ই রাস্তাঘাটে খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়াবে।
15. একটানা গাড়ি চালালে কী অসুবিধে হয়?
উত্তর: একটানা গাড়ি চালালে ঘুম পায়, হাত-পা ঠিকঠাক কাজ করে না। ফলে সিগন্যাল নজর করা মুশকিল হয়। এর ফলে দুর্ঘটনা ‘ ঘটতে পারে।
16.’SAFE DRIVE, SAVE LIFE’-এ কথা মানা উচিত বেন?
উত্তর: সাবধানে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কমে যায়। ফলে প্রাণহানির সম্ভাবনা কমে যায়। তাই একথা মানা উচিত।
4. Long Question Answer
1. আগে কীভাবে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত?
‘উত্তর: সাধারণত মানুষ হেঁটেই যাতায়াত করতেন। গ্রামের দিকে পালকি ও গোরুর গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। অনেক জায়গায় মানুষ বিভিন্ন পশুর, যেমন- হাতি, ঘোড়া, উটের পিঠে চড়ে যাতায়াত করত। কলকাতায় চালু ছিল ঘোড়ার গাড়ি। তবে পশুর মাধ্যমে যাতায়াত খুবই খরচের ছিল।
2. পানসি নৌকা ও জাহাজের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: পানসি নৌকা হালকা হয়। জাহাজ ভারী হয় পানসিতে বেশি লোক বসতে পারে না বা তাতে বেশি মালপত্র ধরে না। কিন্তু বড়ো জাহাজে অনেক লোক ও অনেক মালপত্র ধরতে পারে। আর পানসি নদীতে চলার পক্ষে উপযুক্ত। কিন্তু সমুদ্রপথে চলার জন্য জাহাজ বেশি উপযুক্ত
3. বাস চলাচল কীভাবে রাস্তায় সমস্যার সৃষ্টি করে?
উত্তর: অনেক সময়ই বাস অযথা আস্তে চলে রাস্তায় যান চলাচলের গতি কমিয়ে দেয়। যাত্রী তোলার জন্য প্রতিযোগিতা করতে গিয়ে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পড়ে। একই কারণে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা ঘটায়। খুব জোরে বাস চালাতে গিয়ে সিগন্যাল, বাঁক ইত্যাদি না দেখে অন্য গাড়ির সঙ্গে ধাক্কা
লাগা, বাস উলটে যাওয়ার মতো ঘটনাও ঘটে। আর বাসের ইঞ্জিন পুরোনো হলে সেই গাড়ির ধোঁয়া বায়ুদূষণ মাত্রয়। হর্ন বাজিয়ে শব্দ দুধণ ঘটায়।
4. মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার করলে কী হতে পারে?
উত্তর: মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় আমাদের মন অন্যমনস্ক থাকে। ফলে অনেক সময় রাস্তায় কী হচ্ছে, সেদিকে খেয়াল থাকে না। ফলে পড়ে গিয়ে চোট পেতে হতে পারে। গাড়ির ধাক্কায় জখম হয়ে যাওয়া আশ্চর্য নয়। মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হতে গিয়ে প্রতিবছরই অনেক মানুষ গাড়ি চাপা পড়ে মারা যায়।
5. ব্যাখ্যা করো: ট্রেন চলাচলের আদি কথা।
উত্তর: প্রথমে স্টিম ইঞ্জিনের দ্বারা ট্রেন চালানো হয়। কয়লা দিয়ে জল ফুটিয়ে বাষ্প করা হত। বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে এলে তার ঠেলায় চাকা ঘুরত। পরে ডিজেল ইঞ্জিনেও ট্রেন চলছে। তবে এখন বেশিরভাগ ট্রেনই বিদ্যুতে চলে। আগেকার ট্রেনের তুলনায় এখানকার ট্রেেেনর গতিবেগও বেড়েছে।
5. Fill in The Blanks
1. আগে ——————জল থাকত বেশি।
2. পানসি দেখতে————— -এর মতো।
3. নৌকায়—————–অনেকটা সাইকেলের হ্যান্ডেলের মতো হয়।
4. নৌকার ————–এ হাওয়া লাগে।
5. জোরে চালানোর জন্য——————এ ডিজেল ইঞ্জিন লাগানো থাকে।
6. খেয়া পারাপারের নৌকা——————-টেনে চলে।
উত্তর: 1.- নদীতে। 2. ডিঙি নৌকা। 3. হাল। 4.- পাল। 5.- লঞ্চ। 6.- দাঁড়।