WBBSE Class 4 Bangla Chapter 26 Solution | Bengali Medium

Class 4 Chapter 26 Solution

আদর্শ ছেলে

Very Short Quetion Answer

১. কুসুমকুমারী দাশের কবিতা কোন্ কোন্ পত্রিকায় প্রকাশিত হত?

উ: কুসুমকুমারী দাশের কবিতা ‘প্রবাসী’, ‘ব্রহ্মবাদী’, ‘মুকুল’, প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হত।

২. তাঁর রচিত একটি গদ্যগ্রন্থের নাম লেখো।

উ: কুসুমকুমারী দাশের লেখা একটি গদ্যগ্রন্থ হল ‘পৌরাণিক আখ্যায়িকা’।

Short Quetion Answer

১. ‘কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে’- বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

উ: এখানে কবি বলতে চেয়েছেন আমাদের দেশের জন্য সেইরকম ছেলের দরকার যে শুধু কথায় বড়ো না হয়ে কাজে বড়ো হবে। অর্থাৎ ফালতু কথার ফুলঝুরি না ছুটিয়ে গঠনমূলক কাজের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

২.’চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়?’- চেতনাসম্পন্ন মানুষ কী ধরনের কাজে এগিয়ে যায়?

উঃ চেতনাসম্পন্ন মানুষদের চিন্তাভাবনা সবসময় আলাদা হয়। তাঁরা নিজেদের বুদ্ধি অক্ষমতার সাহায্যে যে-কোনো পরিস্থিতির মোকাবিলা করতে চান। শুধু তাই নয় অন্যেরও কথাও তারা চিন্তা করেন। তাই এদের জন্যই দেশের উন্নতি হয়।

৩. ‘আদর্শ ছেলে’ কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কী প্রত্যাশা করেন?

উ: ‘আদর্শ ছেলে’ কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন যে, তারা হবেননির্ভীক, সং, কর্মঠ এবং পরোপকারী। তারা নিজেদের সব শক্তি দিয়ে সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়বে। যে-কোনো পরিস্থিতিতে তাদের মুখের হাসি অমলিন থাকবে।

৪. প্রত্যেক দেশবাসীর কী প্রতিজ্ঞা করা উচিত?

উ: প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে, তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে। তাদের হয়ে উঠতে হবে চেতনাসম্পন্ন মানুষ। তারা নিজেদের আদর্শের প্রতি সৎ থাকতে হবে।

True And False

১. কথায় বড়ো হওয়া ভালো।

২. ছেলের মুখে সর্বদা হাসি থাকবে।

৩. বিপদ এলে এগিয়ে যেতে হবে।

৪. কথায় কথায় চোখে জল আসা ভালো।

৫. এ পৃথিবীতে সকলেরই কাজ আছে।

উঃ ১. ‘x’ , ২. ‘✓’, ৩.’✓’, ৪. ‘x’, ৫.’✓’।

Fill In The Blanks

১. নাই কি————-তব রক্ত, মাংস, প্রাণ?

উ: নাই কি শরীর তব রক্ত, মাংস, প্রাণ?

.————– রয়েছে, যার, সে কি পড়ে রয়?

উ: চেতনা রয়েছে, যার, সে কি পড়ে রয়?

৩. আসে যার চোখে জল————,ঘুরে যায়।

 উ: আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। 

৪. কৃষকের শিশু কিংবা——————।

উ: কৃষকের শিশু কিংবা রাজার কুমার

৫. মুখে হাসি, বুকে————— তেজে ভরা মন।

উ: মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন।

Grammar

১.বিপরীত অর্থ লেখো:

আদর্শ, হাসি, চেতনা, ভয়, তেজ, শক্তি, কল্যাণ।

উঃ আদর্শ--আদর্শহীনতা।

 হাসি–কান্না।

চেতনা–চেতনাহীন।

ভয়--অভয়।

তেজ--নিস্তেজ।
শক্তি–শক্তিহীন।

কল্যাণ–অকল্যাণ।

২.প্রতিশব্দ শব্দ লেখো:

মানুষ, মুখ, শরীর, রক্ত, রাজা।

উ: মানুষ-নর, মানব, প্রতিশব্দ।

রক্ত-শোণিত, বুধির, খুন।

মুখ-আনন, বদন, মুখমণ্ডল।

রাজা-নৃপতি, রাজন, নরপতি।

শরীর-তনু, দেহ, কায়া।