WBCHSE Class 12 History Chapter 2 Solution | Bengali Medium

Class 12 Chapter 2 Solution

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার

1. MCQs Question Answer

1. “প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ অন্যদেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা জোগায়, যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়।”-এই উক্তিটি করেছেন-

a)  ভি. আই. লেনিন

b)  জন. এ. হবসন

c)  মরগ্যানথাউ

d)  পামার ও পারকিনস

উত্তর :

2. “নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণই হল সাম্রাজ্যবাদ।”-এই উক্তিটি করেছেন-

a) ভি. আই. লেনিন

b)  জন. এ. হবসন

c)  মরগ্যানথাউ

d)  পামার ও পারকিনস

উত্তর :

3. “সাম্রাজ্যবাদ বলতে অন্য দেশের স্বাধীনতার ওপর প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণকে বোঝায়।”-এই উক্তিটি করেছেন-

a)  কার্ল কাউৎস্কির

b) চার্লস হজ

c)  এইচ. জি. ওয়েলস

d)  চার্লস বেয়ার্ড

উত্তর :

4. “পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম”-এই উক্তিটি করেন-

a)  স্ট্যালিন

b)  লেনিন

c)  হবসন

d) ডেভিড টমসন

উত্তর : B 

5. সাম্রাজ্যবাদ সম্পর্কিত আলোচনায় ফিনান্স ক্যাপিটালিজম ধারণার প্রবর্তন করেন-

a)  অ্যাডাম স্মিথ

b)  আলেকজান্ডার রোডস

c)  মার্কস

d)  রুডলফ হিলফারডিং

উত্তর :

6.  “পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতার আলোকবর্তিকা পৌঁছে 6 দেওয়া শ্বেতকায় জাতির দায়িত্ব।”-এই উক্তিটি করেছেন-

a) ব্রিটিশ কবি মিলটন

b)  ব্রিটিশ কবি কিপলিং

c)  ব্রিটিশ কবি ওয়ার্ডসওয়ার্থ

d) ব্রিটিশ কবি জন কিটস

উত্তর :

7. “বর্বর মানুষদের মধ্যে সরকার গঠনের দায়িত্ব ঈশ্বর মার্কিনিদের ওপর ন্যস্ত করেছেন।” এই উক্তিটি করেছেন মার্কিন সিনেটর-

a)  অ্যালবার্ট রিভারিস

b) জন কেরি

c) হিলারি ক্লিনটন

d) জর্জ এফ কেন্নান

উত্তর :

৪. ফরাসি সাম্রাজ্যবাদ নতুন উদ্যমে প্রসার লাভ করতে শুরু করে-

a)  চতুর্দশ লুইয়ের আমলে

b) ষোড়শ লুইয়ের আমলে

c)  নেপোলিয়ানের আমলে

d) তৃতীয় নেপোলিয়ানের আমলে

উত্তর : D

9. ‘Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থের লেখক-

a) হবসন

b)  হিলফারডিং

c) লেনিন

d) স্টালিন

উত্তর :

10. জে এ হবসনের মতে উপনিবেশবাদ হল-

a)  জাতীয়তাবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ

b)  উদারনীতিবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ

c)  সাম্যবাদের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ

d)  গণতন্ত্রের এক স্বাভাবিক বহিঃসম্প্রসারণ

উত্তর : A

11. ভি আই লেনিনের ধারণায়-

a)  পুঁজিবাদ হল সাম্রাজ্যবাদের একচেটিয়া পর্যায়

b) সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়

c)  সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের চরম পর্যায়

d)  পুঁজিবাদ হল সাম্রাজ্যবাদের চরম পর্যায়

উত্তর :

12. ‘Finance Capital’ গ্রন্থটির লেখক কে?

a) হিলফারডিং

b) কিপলিং

c) হবসন

d) লেনিন

উত্তর : A

13. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়-

a)  রাষ্ট্রসংঘ গড়ে উঠলে

b)  জাতিসংঘ গড়ে উঠলে

c)  জনসংঘ গড়ে উঠলে

d) আটলান্টিক সনদ উঠলে

 উত্তর : A

14 . বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয়-

a)  বণিক শ্রেণির হাত ধরে

b)  কৃষক ও শ্রমিক শ্রেণির হাত ধরে

c)  বুদ্ধিজীবী শ্রেণির হাত ধরে

d)  অভিজাত শ্রেণির হাত ধরে

উত্তর : C 

15. সোনা ও রুপো সংগ্রহকে গুরুত্ব দেওয়া হত-

a)  অবাধ বাণিজ্য নীতিতে

b)  মার্কেন্টাইলবাদে

c)  অবাধ বাণিজ্য নীতি ও মার্কেন্টাইলবাদে

d)  কোনোটিই নয়

উত্তর :

16. ‘মার্কেন্টাইলবাদ’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন-

a)  লর্ড এ্যাক্টন

b)  ডেভিড টমসন

c)  অ্যাডাম স্মিথ

d)  লর্ড মার্কেন্টাইল

উত্তর : C  

17. পুঁজিবাদী দেশগুলির মূলধনের স্ফীতি পরোক্ষভাবে-

a)  পুঁজিবাদের উত্থানের পথ তৈরি করে

b)  উপনিবেশবাদের উত্থানের প্রেক্ষাপট রচনা করে

c)  সমাজবাদ প্রতিষ্ঠায় সাহায্য করে

d)  গণতান্ত্রিক মতবাদ প্রবর্তনে বিশেষ ভূমিকা নেয়

উত্তর : B 

18. ইংল্যান্ডে শিল্পবিপ্লব ঘটার পিছনে-

a)  কয়লার প্রাচুর্য দায়ী ছিল

b)  পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল

c)  পুঁজির অভাব দায়ী ছিল

d)  জমির প্রাচুর্য দায়ী ছিল

উত্তর :

19. অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন-

a) কোলবাট

b)  অ্যাডাম স্মিথ

c)  চতুদর্শ লুই

d) নেপোলিয়ন

উত্তর :

20. “সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না”-দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এই প্রবচনটি বলা হত যাদের উদ্দেশ্যে তারা হল — 

a) ফরাসি

b) আমেরিকান

c) ব্রিটিশ

d) ডাচ

উত্তর : C

21. দক্ষিণ আফ্রিকায় ইউনিয়ন অব সাউথ আফ্রিকা গঠন করে — 

a) ফরাসিরা

b) ব্রিটিশরা

c) ডাচরা

d)  পোর্তুগিজরা

উত্তর : B

22. যে সন্ধির ফলে সিংহল ইংল্যান্ডের অধীনস্থ হয় তা হল- 

a) অ্যামিয়েন্সের সন্ধি

b) শিমোনোসেকির সন্ধি

c) তিয়েনসিন সন্ধি

d)  বার্লিনের সন্ধি

উত্তর :  A

23. চিনে প্রবেশের জলপথ প্রথম আবিষ্কার করেন-

a) জন হে

b) রাফায়েল পেরস্ট্রেলো

c) পিজারো

d) কমোডোর পেরি

উত্তর :

24. কোন্ দেশের বর্তমান নাম মায়ানমার?

a) সিংহল

b) ব্রহ্মদেশ

c) জাভা

d) সুমাত্রা

উত্তর :

25. বাংলায় ওলন্দাজদের অন্যতম প্রধান ঘাঁটি ছিল-

a) চন্দননগরে

b) চুঁচড়ায়

c)  হলদিয়ায়

d) আরামবাগে

উত্তর :

26. বাংলায় ফরাসিদের একটি ঘাঁটি হল-

a ) শ্রীরামপুর

b) কলকাতা

c)  চন্দননগর

d) ফলতা

উত্তর  :  C 

27. কুইবেক শহরের প্রতিষ্ঠাতা স্যামুয়েল চ্যাম্পলেইন ছিলেন-

a) ব্রিটিশ নাগরিক

b)  ফরাসি নাগরিক

c)  ডাচ নাগরিক

d)  স্পেনীয় নাগরিক

উত্তর :

28. ব্রাজিল স্বাধীনতা পায়-

a) ১৮২২ খ্রি.

b) ১৮২৪ খ্রি.

c) ১৮৩০ খ্রি.

d) ১৮৪২ খ্রি.

উত্তর :

29. দক্ষিণ আমেরিকায় প্রথম যে দ্বীপে ইউরোপীয়রা সোনা পায়-

a)  ফিলিপিনস

b)  সেন্ট হেলেনা

c) গ্রিনল্যান্ড

d)  হিস্পানিওলা

উত্তর :  D

30. আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের বলা হত- 

a) রেড ইন্ডিয়ান

b) রেড আমেরিকান

c)  আমেরিকা

d) ইন্ডিয়ান

উত্তর :  B 

31. এশিয়ায় বা পূর্বাঞ্চলে ইংরেজদের প্রথম বাণিজ্যিক ঘাঁটি, একিন অবস্থিত-

a)  ইন্দোনেশিয়ায়

b) সুমাত্রায়

c)  শ্রীলঙ্কায়

d) ভারতে

উত্তর :  B

32. প্রায় ৩০০ বছর ধরে স্পেনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল-

a) ফিলিপিনসে

b) ইন্দোচিনে

c)  ইন্দোনেশিয়াতে

d) আফগানিস্তানে

উত্তর : A 

33 . ‘নিকট প্রাচ্য’ বলতে বোঝায়-

a) রোমকে

b) তুরস্ককে

c)  আমেরিকাকে

d) মিশরকে 

উত্তর :

34. দূর প্রাচ্য বলতে বোঝায়-

a) চিন-জাপানকে

b) মালয়েশিয়া-ইন্দোনেশিয়াকে

c) ইংল্যান্ড-স্পেনকে

d) ইটালি-পোর্তুগালকে

উত্তর :

35. লিওপোল্ড ছিলেন-

a) ইংরেজ রাজা

b) বেলজিয়ামের রাজা

c) ফরাসি রাজা

d)  পোর্তুগালের রাজা

উত্তর :

36. পোর্তুগিজদের প্রচেষ্টায় মোজাম্বিকের নতুন নাম হয়-

a)  পোর্তুগিজ উত্তর আফ্রিকা

 b) পর্তুগিজ পূর্ব আফ্রিকা

c)  পোর্তুগিজ পশ্চিম আফ্রিকা

d) পোর্তুগিজ দক্ষিণ আফ্রিকা

উত্তর :  B 

37. পোর্তুগিজরা ‘ব্ল‍্যাক গোল্ড’ বলত-

a) কয়লাকে

b) গোল মরিচকে

c)  লবঙ্গকে

d) দারুচিনিকে

উত্তর :  B 

38. মার্কিন সেনাপতি পেরি আগমন করেন-

a) চিনে

b) ভারতে

c) সিংহলে

d) জাপানে

উত্তর :

39 . যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে-

a) সাম্রাজ্যবাদ

b)  মানবতাবাদ

c)  সামরিকবাদ

d)  জাতীয়তাবাদ

উত্তর : 

40. ‘নতুন বিশ্ব’ শব্দটি প্রথম ব্যবহার করেন-

a)  কলম্বাস

b) আমেরিগো ভেসপুচি

c)  অ্যাডাম স্মিথ

d)  স্যার ওয়ালটার র‍্যালে

উত্তর :  B 

41. হার্মাদ নামে পরিচিত ছিল-

a) ইংরেজ বণিকরা

b) মুঘলরা

c)  পোর্তুগিজ জলদস্যুরা

d) ফরাসি বণিকরা

উত্তর :

2. Very Short Question Answer

1. হাওয়াই দ্বীপপুঞ্জটি কত খ্রিস্টাব্দে মার্কিন সাম্রাজ্যভুক্ত হয়?

উত্তর :  হাওয়াই দ্বীপপুঞ্জটি মার্কিন সাম্রাজ্যভুক্ত হয় ১৮৯৮ খ্রিস্টাব্দে।

 2. কোন্ ইংরেজ সাহিত্যিক ভারতীয়দের ‘Half-devil and half-child’ বলেছেন?

উত্তর : ইংরেজ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং ভারতীয়দের ‘Half-devil and half-child’ বলেছেন।

 3. বর্ণবৈষম্য নীতি কোন্ দেশে বলবৎ হয়?

উত্তর : বর্ণবৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়।

4. সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে? 

উত্তর : সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হলেন হার্বার্ট স্পেনসার।

5. ‘বাঁচার মতো স্থান’ বা ‘লেবেনশ্রউম’ তত্ত্বের সার্থক রূপকার কে ছিলেন?

উত্তর : ‘বাঁচার মতো স্থান’ বা ‘লেবেনশ্রউম’ তত্ত্বের সার্থক রূপকার ছিলেন হিটলার।

6. ‘A System of Phrenology’ গ্রন্থটি কার লেখা?

উত্তর : ‘A System of Phrenology’ গ্রন্থটি জর্জ কম্বের লেখা।

 7. On the Origin of Species’ গ্রন্থটির লেখক কে?

উত্তর : ‘On the Origin of Species’ গ্রন্থটির লেখক চালর্স ডারউইন।

8. মার্টিন লুথার কিং-এর আন্দোলনের ভিত্তি কী ছিল? [Model Question]

উত্তর : মার্টিন লুথার কিং-এর আন্দোলনের ভিত্তি ছিল কৃয়াঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ।

9. ম্যান্ডেলা কীসের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন?

উত্তর : নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন।

10. নির্জেটি আন্দোলনের সফলতা কোথায়?

উত্তর : নির্জেটি আন্দোলন এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা থেকে উপনিবেশবাদকে মুছে ফেলায় বিশেষ সাহায্য করে।

11. ‘ওয়েলথ অব নেশন্স’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর : অ্যাডাম স্মিথ ‘ওয়েলথ অব নেশন্স’ গ্রন্থটি রচনা করেন।

12. উনিশ শতকের বিশ্বরাজনীতির প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর : উনিশ শতকের বিশ্বরাজনীতির প্রধান বৈশিষ্ট্য হল ইউরোপের বাইরে ইউরোপীয় শক্তিগুলির বিস্তারলাভ।

 13. লেনিনের মতে পুঁজিবাদের সম্প্রসারিত রূপ কী?

উত্তর :  লেনিনের মতে পুঁজিবাদের সম্প্রসারিত রূপ হল সাম্রাজ্যবাদ।

14. ‘নয়া সাম্রাজ্যবাদ’ কোন্ সময়কালকে বলা হয়?

উত্তর : ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ‘নয়া সাম্রাজ্যবাদের যুগ’ বলা হয়।

 15. কোন্ সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বা সশস্ত্র সাম্রাজ্যবাদের যুগ বলা হয়?

উত্তর : ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়।

16. জার্মানির সাম্রাজ্যবাদের চরিত্র কী ছিল?

উত্তর : জার্মানির সাম্রাজ্যবাদের প্রথম ও শেষ কথা ছিল রাজনৈতিক আধিপত্য স্থাপন।

17. কার আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্যের উত্থান ঘটে?

উত্তর : ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ানের আমলে নতুনভাবে ফরাসি সাম্রাজ্যের উত্থান ঘটে।

18. কত খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়?

উত্তর : ১৬৬৪ খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়।

19. . আফ্রিকার কোন্ কোন্ অঞ্চল ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়?

উত্তর : আফ্রিকার আলজিয়ার্স ও টিউনিস অঞ্চল, পশ্চিম উপকূল এবং সেনেগল ফরাসি সাম্রাজ্যভুক্ত হয়।

20. সিংহল কাদের উপনিবেশ ছিল? 

উত্তর : সিংহল ব্রিটিশদের উপনিবেশ ছিল।

21. কোন্ অঞ্চল ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত?

উত্তর : ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত।

22. ইন্দোনেশিয়াতে কোন্ ঔপনিবেশিক শক্তি আধিপত্য প্রতিষ্ঠা করে?

উত্তর : জাভা, সুমাত্রা, বোর্নিয়ো এবং বালি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া (ইস্ট ইন্ডিজ)-তে ওলন্দাজরা আধিপত্য প্রতিষ্ঠা করে।

23. আফ্রিকায় ওলন্দাজ শক্তির কয়েকটি ঔপনিবেশিক অঞ্চলের নাম লেখো।

উত্তর : আফ্রিকায় ওলন্দাজ শক্তির উপনিবেশগুলি ছিল নাটাল, অরেঞ্জ উপত্যকা অঞ্চল এবং ট্রান্সভাল ইত্যাদি।

24.. কোন্ মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?

উত্তর : জাপানে সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডোর ম্যাথু পেরি পদার্পণ করেন (১৮৫৪ খ্রি.)।

25. উনিশ শতকে মধ্যপ্রাচ্যের কোন্ অঞ্চলের দখলকে কেন্দ্র করে ইঙ্গ-বুশ দ্বন্দ্ব বাধে?

উত্তর : উনিশ শতকে মধ্যপ্রাচ্যের পারস্য দখলকে কেন্দ্র করে ইঙ্গ-বুশ দ্বন্দ্ব বাধে।

26.. ইঙ্গ-রুশ কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯০৭ খ্রিস্টাব্দে ইঙ্গ-বুরুশ কনভেনশন স্বাক্ষরিত হয়।

27. প্রথম আফিম যুদ্ধ কবে ঘটেছিল?

উত্তর : প্রথম অহিফেন বা আফিম যুদ্ধ ১৮৩৯ খ্রিস্টাব্দে ঘটেছিল।

28. কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ ঘটেছিল?

উত্তর : চিন সরকারের সঙ্গে ইংরেজদের প্রথম অহিফেন বা আফিম যুদ্ধ বাধে।

29. কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ বাধে?
উত্তর : ব্রিটিশ ও ফরাসি জোটের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ বাধে (১৮৫৬ খ্রি.)।

30. পোর্টসমাউথের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯০৫ খ্রিস্টাব্দে রাশিয়া ও জাপানের মধ্যে পোর্টসমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়।

31. জাপান কোরিয়াকে কখন আক্রমণ করে?

উত্তর : ১৯১১ খ্রিস্টাব্দে জাপান কোরিয়াকে আক্রমণ করে।

32. . কোন যুদ্ধজয়ের মাধ্যমে ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

উত্তর : তৃতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধজয়ের মাধ্যমে (১৮৮৫ খ্রি.) ব্রহ্মদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।

33. কোন্ কোন্ অঞ্চল নিয়ে ইস্ট ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজ গঠিত হয়?

উত্তর : ইন্দোনেশিয়া বা ইস্ট ইন্ডিজ জাভা, সুমাত্রা, বোর্নিয়ো এবং বালি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়।

34. ফিলিপিনস দ্বীপপুঞ্জের ওপর কোন্ দেশ নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল?

উত্তর : ফিলিপিনস দ্বীপপুঞ্জের ওপর স্পেন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল।

3. Short Question Answer

1. আটলান্টিক ক্রীতদাস ব্যাবসা কী?

উত্তর :  আফ্রিকার কৃস্নাঙ্গ ক্রীতদাসদের আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমেরিকায় রপ্তানি করার লাভজনক ব্যাবসাকে আটলান্টিক ক্রীতদাস ব্যাবসা বলে।

2. আফ্রিকার কোন্ কোন্ অঞ্চলে ঔপনিবেশিক শক্তি জাতিগত বৈষম্য কায়েম করেছিল?

উত্তর :  আফ্রিকার বুরুন্ডি, লিবেরিয়া, ইথিওপিয়া, নামিবিয়া, মাদাগাসকার, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি অঞ্চলে ঔপনিবেশিক শক্তি জাতিগত বৈষম্য কায়েম করেছিল। 

3. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে কোন্ দুই শক্তিশালী রাষ্ট্রের আবির্ভাব ঘটে?

উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে দুই শক্তিশালী রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব ঘটে।

4. কীভাবে উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়?

উত্তর :দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠলে উপনিবেশবাদের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

 5. উনিশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে (১৮৭৩ খ্রিস্টাব্দের পর থেকে) কারা আফ্রিকায় আসতে শুরু করেন?

উত্তর : উনিশ শতকের মাঝামাঝি সময়কাল থেকে (১৮৭৩ খ্রিস্টাব্দের পর থেকে) স্কট, স্পেক, লিভিংস্টোন, স্ট্যানলি, পিটার্স, দিব্রাজা প্রমুখ ধর্মপ্রচারক ও অভিযাত্রীরা আফ্রিকায় আসতে শুরু করেন।

6. কোন্ দেশগুলিকে ঔপনিবেশিকতাবাদের প্রতিকৃতি বলা হয়?

উত্তর : পঞ্চদশ শতক নাগাদ পোর্তুগাল ও স্পেন এই দুই দেশ সমুদ্রপথ ধরে বাণিজ্য প্রসারের লক্ষ্যে উপনিবেশ গড়ে তোলায় সচেষ্ট হয়, তাই এই দুই দেশকে ঔপনিবেশিকতাবাদের প্রতিকৃতি বলা হয়।

7. আফ্রিকার উপনিবেশ দখলকে কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলিতে কীরূপ অন্তর্দ্বন্দ্ব শুরু হয়?

উত্তর : আফ্রিকার মিশর এবং সুদান দখলকে কেন্দ্র করে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, মরক্কোকে কেন্দ্র করে ফ্রান্স ও জার্মানির মধ্যে, টিউনিস অঞ্চলের দখল নিয়ে ফ্রান্স ও ইটালির মধ্যে বিবাদ বাধে।

8. উপনিবেশবাদের প্রকৃতি লেখো।

উত্তর :প্রকৃতি বিচারে উপনিবেশবাদের তিনটি রূপ প্রত্যক্ষ করা যায়, যথা-রাজনৈতিক রূপ, অর্থনৈতিক রূপ এবং সাংস্কৃতিক রূপ।

9. ভারতীয়দের সম্পর্কে ব্রিটিশ মনোভাব কী ছিল?

উত্তর : ভারত শাসনকালে শাসিত ভারতীয়রা ছিল শাসক ব্রিটিশদের কাছে কালো চামড়ার অশিক্ষিত মানুষ এবং শাসক ইংরেজ জাতিগত দিক থেকে নিজেদেরকে ভারতীয়দের অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করত।

10. ব্রিটিশ উপনিবেশগুলির স্বরূপ উল্লেখ করো।

উত্তর : ব্রিটিশ উপনিবেশগুলির দু-ধরনের রূপ ছিল। একদিকে ছিল কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো সাদা চামড়ার মানুষদের ওপর কায়েম হওয়া ব্রিটিশ উপনিবেশ, অপরদিকে ছিল ভারত-সহ এশিয়ার বিভিন্ন দেশ ও আফ্রিকায় কালো চামড়ার মানুষদের ওপর প্রতিষ্ঠিত ব্রিটিশ সাম্রাজ্যবাদ।

11. ইটালির ঔপনিবেশিক নীতিতে কী বলা হয়?

উত্তর : ইটালির ঔপনিবেশিক নীতিতে বলা হয়-আধুনিক জীবনে আবশ্যিক প্রয়োজন হল জাতীয় মর্যাদার রক্ষা ও তার প্রসার।

12. নেলসন ম্যান্ডেলা কে ছিলেন?

উত্তর : দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য-বিরোধী আন্দোলনের প্রধান নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা (১৮ জুলাই, ১৯১৮ খ্রি.-৫ ডিসেম্বর, ২০১৩ খ্রি.)। পরবর্তীকালে তিনি স্বাধীন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান হন (১৯৯৪-৯৯ খ্রি.)।

13. বর্ণবৈষম্য নীতি কী? অথবা, বর্ণবৈষম্য কী?

উত্তর : সাম্রাজ্যবাদী সাদা চামড়া শাসকজাতি কালো চামড়ার শাসিত জাতির প্রতি বা পক্ষপাতমূলক শাসননীতি কায়েম করে তাকে বর্ণবৈষম্য বলে। দক্ষিণ আফ্রিকার স চামড়ার বিদেশজাতি কালো চামড়ার আফ্রিকাবাসীদের ওপর বর্ণবৈষম্য নীতি কাজে বৈষম্যমূলন করেছিল।

14. শ্বেতাঙ্গদের বোঝা’ বলতে কী বোঝানো হয়? অথবা, শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝ?

উত্তর : ইউরোপের ঔপনিবেশিক শ্বেতাঙ্গ বাসিন্দাদের অনেকে নিজ জাতির শ্রেষ্ঠত্ব তুলে ধরছে এবং দাবি করতেন যে, এশিয়া বা আফ্রিকার মতো পিছিয়ে পড়া কুল্লাঙ্গ জাতিগুলি ‘উন্নতির’ দায়িত্ব তাদের পালন করতে হবে। শ্বেতাঙ্গদের এই মানসিকতাকে কা রুডইয়ার্ড কিপলিং ‘শ্বেতাঙ্গদের বোঝা’ বলে অভিহিত করেছেন।

15. ‘জাতি ও জাতি বৈষম্য’ ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল?

উত্তর : ‘জাতি ও জাতি বৈষম্য’ ধারণাটি পশ্চিমি উন্নত শ্বেতাঙ্গ জাতিগুলির দ্বারা এশিয়া। আফ্রিকার পশ্চাদপদ জাতি-অধ্যুষিত দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল।

16. পুতুল সরকার কাকে বলে?

উত্তর : যখন কোনো আর্থিক বা সামরিক দিক থেকে শক্তিশালী দেশ অপেক্ষাকৃত দুর্বল দেশে ওপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বা সেই দেশের সরকারকে নিজের ইচ্ছামতে পরিচালনা করে, সেই নিয়ন্ত্রিত সরকারকে পুতুল সরকার বলে।

17. ইউজেনিক্স (eugenics) তত্ত্ব বলতে কী বোঝ?

উত্তর : ফ্রান্সিস গালটন তাঁর ‘হেরিডিটারি জিনিয়াস’ (Hereditary Genius) গ্রন্থে বলেন মানুষ তার গুণগত বৈশিষ্ট্যগুলি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছে। যে-কোনো দুই জাতি সকল বৈশিষ্ট্য ও লক্ষণগত দিক থেকে সমজাতীয় হলে তাদের মধ্যে বেশি বুদ্ধিবৃদ্ধি অধিকারীরা জীবনযুদ্ধে সাফল্য পান। এই তত্ত্বের নাম ইউজেনিক্স তত্ত্ব।

 18. উপনিবেশবাদের প্রভাব লেখো।

উত্তর : উপনিবেশবাদের প্রভাবে একদিকে যেমন বাণিজ্যিক শক্তিগুলি শাসক শক্তিতে রূপান্তরিত হয়, অপরদিকে তেমন স্বাধীন দেশগুলির অর্থনীতি ও রাজনীতি ঔপনিবেশিক শক্তির নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে।

19. উপনিবেশবাদের অবসানের কয়েকটি কারণ লেখো।

উত্তর : উপনিবেশবাদের অবসানের কয়েকটি কারণ হল জাতীয় মুক্তি আন্দোলন, জাতীয়তাবাদী চেতনা, বিশ্বযুদ্ধের ক্ষতিকর প্রভাব, মার্কিন ও সোভিয়েত ভূমিকা, রাষ্ট্রসংঘের গঠন, নির্জেটি আন্দোলন ইত্যাদি।

20. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝ? 

উত্তর :  কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হল সাম্রাজ্যবাদ।

21. সাম্রাজ্যবাদী দেশগুলির আসল লক্ষ্য কী ছিল?

উত্তর : উপনিবেশগুলি থেকে অর্থ শোষণ ও সম্পদ লুণ্ঠন ছাড়াও কাঁচামালের আমদানি ও পণ্যের রপ্তানিই ছিল সাম্রাজ্যবাদী দেশগুলির আসল লক্ষ্য।

22. সামরিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী?

উত্তর : সামরিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হল সামরিক অভিযান চালিয়ে বা যুদ্ধজয়ের মাধ্যমে অন্য দেশকে নিজের অধীনে আনা।

23. অর্থনৈতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী?

উত্তর : অর্থনৈতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য হল উপনিবেশগুলি থেকে কাঁচামাল সংগ্রহ করা, উপনিবেশগুলিতে শিল্পপণ্য বিক্রয় করা এবং সেখানে বিনিয়োগ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখা।

24. সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের উদ্দেশ্য কী?

উত্তর : সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের মূল উদ্দেশ্য হল সাংস্কৃতিক ভাববিনিময়ের মধ্য দিয়ে নিজ নিজ দেশের সাংস্কৃতিক প্রসার ঘটানো।

25. বাণিজ্যিক পুঁজি কী? অথবা, বাণিজ্যিক মূলধন বলতে কী বোঝায়? অথবা, বাণিজ্যিক পুঁজি কাকে বলে?

উত্তর :  যে পুঁজি উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যাবসাবাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয়, তাকে বাণিজ্যিক পুঁজি বলে। ব্যবসায় অতিরিক্ত মুনাফা লাভ করেই এই ধরনের পুজি বৃদ্ধি করা সম্ভব।

26. পুঁজিবাদ কী?

উত্তর : ব্যক্তিগত উদ্যোগে সম্পদের উৎপাদন, বণ্টন ও বিনিময়ের মাধ্যমে অধিক। প্রক্রিয়া পুঁজিবাদ নামে পরিচিত। পুঁজিবাদের মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত উদ্যোগে আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক বাজারে নিজ নিজ পণ্যসামগ্রী বিক্রয়ের মাধ্যমে অধিকর আরও অধিক মুনাফা অর্জন। 

27. লগ্নি পুঁজি কাকে বলে? 

উত্তর : শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আন্ধ মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়।

4. Long Question Answer

1. ঊনবিংশ শতকে ইংল্যান্ড কীভাবে মিশরের ওপর সাম্রাজ্যবাদী আধিপত্য স্থাপন করে?

উত্তর : ১৮৭৬ খ্রিস্টাব্দে মিশরের সুয়েজ খাল এলাকায় ইঙ্গ-ফরাসি যৌথ নিয়ন্ত্রণ স্থাপিত হলেও ১৮৮২ খ্রিস্টাব্দে এককভাবে ইংল্যান্ড মিশর দখল করে এবং খেদিভের নেতৃত্বে একটি পুতুল সরকার গঠন করে মিশর ও সুয়েজ খালের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ১৯৫৪ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজরা মিশরের ওপর তাদের এই কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম হয়।

2. হবসনের তত্ত্ব ও লেনিনের তত্ত্ব-এর মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর : [i] হবসনের ধারণায় পুঁজিবাদের সংকট দেখা দিলে তা সংস্কারের মাধ্যমে কাটিয়ে ওঠ সম্ভব, কিন্তু লেনিনের ধারণায় পুঁজিবাদের সংকট মেটানো সম্ভব নয় তাই পুঁজিক অনিবার্যভাবে বিপ্লব ঘটাবে। [ii] হবসন সাম্রাজ্য বিস্তার এবং বলপ্রয়োগের মধ্যে দিয়ে দখলদারি প্রতিষ্ঠাকে সমান বলে মনে করেছেন। কিন্তু লেনিন শুধু দখলদারি নয় কোনে অঞ্চলের ওপর অপ্রত্যক্ষ নিয়ন্ত্রণকেও সাম্রাজ্যবাদের আওতাভুক্ত করেছেন।

3. নয়া উপনিবেশবাদ কী?

উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিতে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তিগুলি অর্থ ও সামরিক সাহায্যদানের মাধ্যমে সে দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলিতে নিয়ন্ত্রণের লক্ষ্যে যে অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তা হল নয়া উপনিবেশবাদ। 

4. শাশাল বুল বা বুল-এর নির্দেশনামাটি কী? অথবা, বুল-এর নির্দেশনামা কী? 

উত্তর : ষোড়শ শতক থেকে শুরু হওয়া সামুদ্রিক অভিযানের প্রথমদিকে স্পেন ও পোর্তুগঞ্জ এগিয়ে যায়। এই দুই দেশই বিশ্বের বেশির ভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে। উপনিবেশ দখলকে কেন্দ্র করেই উভয় দেশের মধ্যে বিরোধ শুরু হয় যা মেটানোর লক্ষ্যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জাগ করেন। বিভিন্ন দিক নির্দেশ করা এই নির্দেশনামার একটি দিক ছিল স্পেনের সামুদ্রিয় অভিযানের এলাকা স্থির করা। এই নির্দেশনামার নাম ‘পাপাল বুল’ বা বুল-এর নির্দেশনামা।

5. অতিরাষ্ট্রিক অধিকার বলতে কী বোঝ?

উত্তর : সামুদ্রিক অভিযানের সূত্রে ইংল্যান্ড চিনের ওপর হস্তক্ষেপ করে। চিনের সঙ্গে ইংল্যান্ডে প্রথম আফিম যুদ্ধের সমাপ্তি ঘটে নানকিং চুক্তির মাধ্যমে। এই চুক্তিবলে ব্রিটেন বেশকিছু বিশেষ সুযোগসুবিধা পায়, যেমন-চিনে থাকা ব্রিটিশ কনসালের ইংরেজদের বিচারে অধিকার লাভ, চিনের পাঁচটি বন্দরে ব্রিটিশ যুদ্ধ জাহাজে বাণিজ্যিক পাহারাদার নিয়োগ করার অধিকার লাভ, চিনে বসবাসকারী হলেও ইংরেজ নাগরিকরা চিন সম্রাটের নিয়ন্ত্রণাধীন না থাকা ইত্যাদি। চিনে আগত বিদেশি দেশগুলির মধ্যে সর্বাধিক অনুগৃহীত দেশের মর্যাদালাভ (most favoured nation status) চিনে ইংল্যান্ডের অতিরাষ্ট্রিক অধিকার (Extraterritorial right) নামে পরিচিত।

6. লাতিন আমেরিকার দেশগুলিকে এই নামে ডাকা হয় কেন?

উত্তর : ষোড়শ শতকে ভৌগোলিক অভিযান ও তার পরবর্তী সময়ে উপনিবেশ স্থাপনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেয় স্পেন ও পোর্তুগাল। ইউরোপীয় ভাষাগুলির মধ্যে অন্যতম প্রধান ভাষা এবং ইউরোপীয় ভাষার জনক হল লাতিন ভাষার মধ্যে স্প্যানিশ, পোর্তুগিজ ভাষা ও তাদের সংস্কৃতি মেক্সিকো এবং এই ভাষার থেকে উদ্‌গত ভাষাগুলির-সহ দক্ষিণ আমেরিকার দেশগুলিতে কয়েকশো বছর ধরে প্রচলিত রয়েছে। এই বিচারে এই সমস্ত বিভিন্ন দেশগুলিক লাতিন আমেরিকার দেশ বলা হয়।

5. Fill in The Blanks

1. ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি প্রথম ব্যবহার করেন————————। 

a) ভিনসেন্ট স্মিথ

b)  অ্যাডাম স্মিথ

c)  লেনিন

d)  ডেভিড টমসন

 উত্তর : D

2. যুদ্ধের ভিত্তি থেকে সাম্রাজ্যবাদের উদ্ভব বলে মনে করেন———————–। 

a)  জেমস জোল

b)  আর্নল্ড টয়েনবি

c)  ফিলিস ডিন

d) ডেভিড টমসন

উত্তর :

3. ‘Imperialism: A Study’ গ্রন্থের রচয়িতা হলেন———————-। 

a)  জন এ হবসন

b)  এইচ জি ওয়েলস

c)  ভি আই লেনিন

d) চার্লস হজ

উত্তর : A 

4. সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের মূলে কারণ হিসেবে ‘বাড়তি মূলধনের চাপ’-কে দায়ী করেন————————। 

a) বসবম

b) লেনিন

c)  মার্কস

d)  এঙ্গেলস

উত্তর :

5. ‘বুয়োর’ নামে কৃষকরা ছিল———————। 

a)  এশিয়ার

b)  আফ্রিকার

c)  আমেরিকার

d)  অস্ট্রেলিয়ার

উত্তর :   B 

6. সাম্রাজ্যবাদকে ‘পুঁজিবাদের একচেটিয়া পর্যায়’ বলেছেন———————–। 

a) র্ল মার্কস

b)  লেনিন

c)  এঙ্গেলস

d) ডিজরেলি

উত্তর :

7. ‘Industry and Empire’ গ্রন্থটির লেখক হলেন———————-। 

a) লেনিন

b)  এঙ্গেল্স

c)  হবসবম

d)  ক্লিফোর্ড ডিরেজ

উত্তর :

8. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের স্থায়ী শান্তিপ্রতিষ্ঠা ও বিশ্ববাসীর নিরাপত্তারক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।

a) জাতিসংঘ

b)  ইউরোপীয় ইউনিয়ন

c)  জাতিপুঞ্জ

d)  কমিকন

উত্তর :

9. সমাজতন্ত্রী অর্থনীতির আদর্শ বিশ্বে কে জনপ্রিয় করে তোলে?

[i] মার্ক ব্লখ

[ii] কার্ল মার্কস

[iii] ফ্রেডরিখ এঙ্গেলস

[iv] অ্যাডাম স্মিথ

উত্তর :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *