WBBSDE Class 5 Bangla Chapter 7 বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য Solution | Bengali Medium

Class 5 Bangla Chapter 7

বিমলার অভিমান নবকৃষ্ণ ভট্টাচার্য

1. Vary Short Question Answer

1. পরিমাণে দাদার কম বিমলার থেকে ক্ষীর

উত্তর: দাদার থেকে বিমলার ক্ষীর কম পরিমাণে।

2. হয় বিমলাকে ফুল পূজার আনতে

উত্তর: বিমলাকে পূজার ফুল আনতে হয়।

3. করে সবার পালন ফরমাস সব

উত্তর: সবার সব ফরমাস পালন করে।

4. মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা

উত্তর: মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়।

5. নয় করা ছেলেমেয়ের বৈষম্য মধ্যে উচিত

উত্তর: ছেলেমেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়।

6. কোল্টি কী ধরনের বাক্য লেখো:

7. খাব না তো আমি।

উত্তর: বিবৃতিমূলক বাক্য।

8. যা বিমলা যা।

উত্তর: নির্দেশক বাক্য।

9. ছাগলেতে নটেগাছ খেলে যে মুড়িয়ে।

উত্তর: যৌগিক বাক্য।

10. আমার বেলাই বুঝি, ক্ষীর মাত্র নাম-ই?

উত্তর: প্রশ্নবোধক বাক্য।

2. Short Question Answer

1. বিমলাকে সারাদিন কোন্ কোন্ কাজ করতে হয়?

উত্তর: বিমলাকে সারাদিন ফুল আনতে হয়, দুরন্ত খোকাকে সামলাতে হয়, নটেগাছ খেতে গেলে ছাগলকে তাড়াতে হয়, দাদা খেতে বসলে পাতে নুন দিতে হয়, মার পানে চুন দিতে হয।

2. তাঁর লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম লেখো।

উত্তর: তাঁর লেখা উল্লেখযোগ্য দুটি বইয়ের নাম হল-‘বালক পাঠ’, ‘শিশুপাঠ’।

3. কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন্ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন?

উত্তর: কবি নবকৃষ্ণ ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন।

 4. তিনি কোন্ কোন্ পত্র-পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন?

উত্তর: তিনি ‘সখা’ ও ‘মাসিক’ বসুমতী ইত্যাদি পত্র-পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন।

3. Long Question Answer

1. তোমার বাড়িতে বাবা/মা/ভাই/দিদি/ বোন কে বেশি কাজ করে? তারা কী কী কাজ করে?

উত্তর: আমার বাড়িতে মা বেশি কাজ করে। মা সকালে আমাকে ঘুম থেকে তুলে, তৈরি করে স্কুলে নিয়ে যায়। বাস থেকে আমাকে নিয়ে আসে। এসে রান্না চাপিয়ে আমায় স্নান করায়। বাসন মাজে, ঘর মোছে। আমাকে ও দাদাকে খেতে দেয়। দুপুরে ঠাকুমাকে দেখাশোনা করে, দাদুকে দেখভাল করে। বিকালে বাজারে যায়। ফিরে আমায় পড়তে বসায়। সন্ধ্যায় রান্না চাপায়। রাতে স্কুল-এর হোমটাস্ক করায়।

2. বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এবিষয়ে তোমার কী মনে হয় তা লেখো।

উত্তর: বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এটা কিছুটা হলেও, সত্যি। কারণ বাড়ির মেয়েদের ঘরের বাইরের দুইদিকই সামলাতে হয়। তাই তাদের

পরিশ্রমটা বেশিই হয়। সংসারকে টিকিয়ে রাখতে মেয়েদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। আবার অনেক সংসারে ছেলেদেরও ঘরে বাইরে ভীষণ শ্রম দিতে হয়।

3. ছেলে এবং মেয়ের মধ্যে তফাত করা উচিত নয়- এই নিয়ে যুক্তি দিয়ে পাঁচটি বাক্য লেখো।

উত্তর: বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে সমান তালে এগিয়ে চলেছে। কেউ কারুর থেকে পিছিয়ে নেই। মেয়েরা বহুদিন ধরে অনেক অসাধ্যসাধন করে চলেছে। তাই তারা আর আজ ঘরের কোণে বসে নেই। স্বাভাবিকভাবেই, ছেলে এবং মেয়ের মধ্যে তাই তফাত করা উচিত নয়। ছেলে ও মেয়ের মধ্যে তফাৎ করা একটি অসুস্থ অভ্যাস।

4. “তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই”- বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কী? (বাঁকুড়া কলেজিয়েট স্কুল)

উত্তর: ‘তাই বুঝি বিমলার কমে গেছে দাম-ই’-বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ বিমলাকে ফরমাস খাটতে হয় সারাদিন। তাতে বিমলা বাঁচুক ছাই মরুক, কারুর কিছু এসে যায় না। বিমলার দাদা বড়ো, বেশি বেশি খাবার সে তাই খায়। ছোটো ভাই অবু সেও বেশি খাবে। ছাইয়ের নুড়ো বলেছে বিমলা নিজেকে। তাকে বাড়িতে অবহেলা করা হয়। তাই তার মনে হয়েছে তার দাম কমে গেছে।

 5. বিমলার প্রতি তোমার অনুভূতির কথা পাঁচটি বাক্যে লেখো। (পর্ষদ নমুনা প্রশ্ন)

উত্তর: কবিতায় বিমলার অভিমান হয়েছে। সারাদিন বিমলা ফাই ফরমাস খাটে। সকালে উঠে ফুল আনা থেকে শুরু করে, দুরন্ত খোকাকে সামলানো, ছাগলকে তাড়ানো, দাদার পাতে নুন দেওয়া, মার ঝাল পানে চুন দেওয়া সব কাজ করেও বিমলা-র কপালে ভালো পরিমাণ খাবার জোটে না। কিন্তু তার দাদা – ভাই-এর কপালে জোটা খাবারের পরিমাণ বেশি। তাই তার অভিমান করার যথেষ্ট কারণ আছে।

6. খেতে না পেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছ বা জানানোর চেষ্টা করেছ- যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো ।

উত্তরঃ একবার আমরা বন্ধুরা সরস্বতী পূজায় স্কুলে যাই। কিন্তু সেখানে আমাদের প্রাপ্য খাবার অন্যদের অতিরিক্ত খাবার হিসাবে বাড়িতে দেওয়া হয়। আমরা চার বন্ধু তখন খুব রেগে যাই। তারপর আমাদের অনেকবার খাবার নেওয়ার জন্য অনুরোধ করা হলেও আমরা আর ওই খাবার নিইনি।

7. বিমলার অভিমান করার কারণ কী তা নিজের ভাষায় আট / দশটি বাক্যে লেখো।

উত্তর: বিমলার অভিমান করার যথেষ্ট কারণ আছে বলেই আমার মনে হয়। তার কারণ তার কপালে যে ক্ষীরের অংশ জোটে তার পরিমাণ যৎসামান্য। সকালে পূজার ফুল আনার সময়, দুরন্ত খোকাকে সামলানোর সময় তার ডাক পড়ে। ছাগল নটেগাছ খেয়ে মুড়োলে তাকে দৌঁড়ে গিয়ে ছাগল তাড়াতে হয়। দাদা খেতে বসলে পাতে নুন দেওয়ার ডাক পড়ে। সব ফরমাস পালন করে বিমলা। কিন্তু খাবার সময় বিমলার দাদা আর ভাই অবু খাবারের বেশির ভাগটাই পায়। বিমলার ভাগে কম খাবার আসে। ছাইয়ের নুড়োর মতো অবস্থা হয় তার। তাই বিমলার মনে হয় কাজের সময় বিমলার ডাক পড়ে শুধু।

4. Fill In The Blanks

 1. ——————– করি, দাও এনে, সোনামণি মা।

উত্তর: পূজা করি, দাও এনে, সোনামণি মা।

2. ——————–  কাঁদিলে খোকা রাখা তারে ভার।

উত্তর: কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার।

3. ছাগলেতে,————————-  গাছ খেলে যে মুড়িয়ে।

উত্তর: ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে।

4. পানটা যে বড়ো ———————- দে মা এনে চুন।

উত্তর: পানটা যে বড়ো ঝাল, দে মা এনে চুন।।

5. যেটা বেমানান তার নীচে দাগ দাও:

6. ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা

উত্তর: ক্ষীর, ছাগল, বিমলা, অবনী, দাদা

7. ফুল, রাধু, বিমলা, সোনামণি মা, পূজা

উত্তর: ফুল, রাধু, বিমলা, সোনামণি মা, পূজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *