WBBSE Class 10 Bangla Chapter 11 সিন্ধুতীরে Solution | Bengali Medium

Class 10 Bangla Chapter 11 Solution

সিন্ধুতীরে

MCQs Question Answer

১. ‘সিন্ধুতীরে’ পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে- 

(ক) পদ্মাবতী 

(খ) তোহফা 

(গ) সেকেন্দারনামা

(ঘ) সতীময়না ও লোরচন্দ্রাণী [পর্ষদ নমুনা]

উওব়: (ক) পদ্মাবতী

২. ‘সিন্ধুতীরে’ কাব্যাংশটির লেখক-

(ক) সৈয়দ আলাওল 

(খ) মালিক মহম্মদ জায়সী 

(গ) সিকন্দর শাহ 

(ঘ) মাগন ঠাকুর

উওব়: (ক) সৈয়দ আলাওল

৩. পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থটির রচয়িতা-

(ক) মালিক মহম্মদ জায়সী 

(খ) মজলিশ কুতুব 

(গ) সৈয়দ আলাওল 

(ঘ) থদো-মিন্তার

উওব়: (ক) মালিক মহম্মদ জায়সী

৪. পদ্মাবতী কাব্যটি যে কাব্যের অনুবাদ, সেটি হল-

(ক) পদুমাবৎ

(খ) সয়ফুলমুলক বদিউজ্জমাল 

(গ) সেকেন্দারনামা 

(ঘ) লোরচন্দ্রাণী

উওব়: (ক) পদুমাবৎ

৫. আলাওল বর্তমান ছিলেন-

(ক) সপ্তদশ শতকে 

(খ) চতুর্দশ শতকে 

(গ) পঞ্চদশ শতকে 

(ঘ) অষ্টাদশ শতকে

উওব়: (ক) সপ্তদশ শতক