WBBSE Class 10 Bangla Chapter 12 অদল বদল Solution | Bengali Medium

Class 10 Bangla Chapter 12 Solution

অদল বদল

1. MCQs Question Answer

১. ‘অদল বদল’ গল্পের লেখক পান্নালাল প্যাটেল যে ভাষার প্রসিদ্ধ লেখক- 

(ক) গুজরাতি 

(খ) কন্নড় 

(গ) মারাঠি 

(ঘ) হিন্দি

[লক্ষ্মীনারায়ণপুর বিএইচএস হাই স্কুল]

উওব়: (ক) গুজরাতি

২. অমৃত ও ইসাব দুজনের বাবা পেশায় ছিলেন-

(ক) চাষি 

(খ) শিক্ষক 

(গ) জেলে 

(ঘ) উকিল

[চাকদহ পূর্বাচল বিদ্যাপীঠ]

উওব়: (ক) চাষি

৩. কোন্ গাছের নীচে ছেলেরা জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি খেলছিল? 

(ক) আম 

(খ) নিম

(গ) পেয়ারা

(ঘ) বট

উওব়: (খ) নিম

৪. হোলির দিন দুই বন্ধু বেরিয়ে বসেছিল-

(ক) খাটিয়ায়

(খ) মাচার ওপর 

(গ) বারান্দায় 

(ঘ) শান-বাঁধানো ফুটপাথে

উওব়: (ঘ) শান-বাঁধানো ফুটপাথে

৫. হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল?

(ক) ছবি আঁকতে

(খ) হোলি খেলতে

(গ) কুস্তি লড়তে

(ঘ) ফুটবল খেল

উওব়: (গ) কুস্তি লড়তে 

৬. ইসাব আর অমৃতদের বাড়ি-

(ক) মুখোমুখি 

(খ) পাশাপাশি 

(গ) রাস্তার এপার-ওপার 

(ঘ) এপাড়া-ওপাড়া

উওব়: (ক) মুখোমুখি

৭. হোলির দিন অমৃত ও ইসাবের কাছে নতুন কী জিনিস ছিল?

(ক) নতুন জামা 

(খ) নতুন জুতো 

(গ)নতুন ব্যাগ 

(ঘ) নতুন পেন

উওব়: (ক)নতুন জামা

৮. ইসাব কার সঙ্গে থাকত? 

(ক) দাদা 

(খ) মা

(গ) বাবা

(ঘ) মা-বাবা

উওব়: (গ) বাবা

৯. অমৃত তার মা-বাবাকে কী কিনে দেওয়ার কথা বলেছিল? 

(ক) ব্যাগ 

(খ) রংগ জুতো

(ঘ) জামা

উওব়: (ঘ) জামা

১০. অমৃতের বাবাকে জামা কিনে দেওয়ার জন্য কে রাজি করিয়েছিল? 

(ক) অমৃতের মা

(খ) অমৃতের দাদা 

(গ) ইসাবের বাবা 

(ঘ) অমৃতের ভাই

উওব়: (ক) অমৃতের মা

১১. ইসাবের বাবা জামা সেলাইয়ের জন্য টাকা ধার নিয়েছিলেন- 

(ক) তাঁর দাদার থেকে 

(খ) এক বন্ধুর থেকে 

(গ) অমৃতের বাবার থেকে 

(ঘ) এক সুদখোরের থেকে

উওব়: (ঘ) এক সুদখোরের থেকে

১২. অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল-

(ক) নতুন বল কিনে দেওয়ার জন্য 

(খ) নতুন বই কিনে দেওয়ার জন্য 

(গ) মেলা দেখতে নিয়ে যাওয়ার জন্য

ঘ) ইসাবের ময়ে জামা কিনে দেওয়ার জন্য

উওব়: (ঘ) ইসাবের মতো জামা কিনে দেওয়ার জন্য

১৩. জামা কিনে দেওয়ার জন্য অমৃত কাকে বা কাদের খুব জ্বালিয়েছিল? ঘইসাবের বাবাকে

(ক) তার মা-বাবাকে 

(খ) তার দিদিকে 

(গ) ইসাবকেক

(ঘ) ইসাবকেক বাবাকে

উওব়: (ঘ) তার মা-বাবাকে

১৪. গাঁয়ের একদল ছেলে ধুলো ছোড়াছুড়ি করছিল- 

(ক) হোলির দিন বিকেলে

(খ) হোলির দিন সকালে

(ঘ) হোলির দিন বিকেলে 

(গ) হোলির দিন ন্ধেবেলা 

উওব়: (গ) হোলির দিন বিকেলে

১৫. “এসো আমরা কুস্তি লড়ি” ‘আমরা’-ছিল- 

(ক) অমৃত ও ইসাব 

(খ) ইসাব ও কালিয়া

(গ) কালিয়া ও অমৃত 

(ঘ) পাঠান ও কালিয়া

[টাকি উত্তরপল্লী হাই স্কুল]

উওব়: (গ) কালিয়া ও অমৃত

১৬. দলের একটি ছেলে অমৃত ও ইসাবকে একসঙ্গে দেখে কী করতে বলেছিল? 

(ক) হোলি খেলতে 

(খ) কুস্তি লড়তে 

(গ) ফুটবল খেলতে

(ঘ) ম্যাজিক দেখাতে

উওব়: (খ) কুস্তি লড়তে

১৭. অমৃতকে কুস্তি লড়ার কথা কে বা কারা বলেছিল? 

(ক) ইসাব 

(খ) ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে

(গ) অমৃতেব স্কুলের এক বন্ধু 

(ঘ) এদের কেউই নয়

উওব়: (খ) ছেলেদের দঙ্গল থেকে একটি ছেলে

১৮. ইসাব কালিয়াকে বলেছিল-

(ক) অমৃতের সঙ্গে কুস্তি লড়তে 

(খ) অমৃতকে বাড়ি পৌঁছে দিতে 

(গ) তার সঙ্গে কুস্তি লড়তে

(ঘ) কোনোটাই নয়

উওব়: (গ) তার সঙ্গে কুস্তি লড়তে

১৯. ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল? 

(ক) কালিয়ার সঙ্গে 

(খ) অমৃতের সঙ্গে

(গ) স্কুলের বন্ধুদের সঙ্গে 

(ঘ) তার পাড়ার একটি ছেলের সঙ্গে

উওব়: (ক) কালিয়ার সঙ্গে

২০. কুস্তি লড়ার জন্য অমৃতকে নিয়ে যাওয়া হয়েছিল-

(ক) অমৃতের বাড়িতে 

(খ) স্কুলে 

(গ) খোলা মাঠে 

(ঘ) ইসাবের বাড়িতে

উওব়: (খ) খোলা মাঠে

২১. ইসাবের জামা কীভাবে ছিঁড়েছিল? 

(ক) কুস্তি লড়তে গিয়ে

(খ) স্কুলে মারপিট করে 

(গ) খেতে কাজ করতে গিয়ে 

(ঘ) এর মধ্যে কোনোটাই নয়

উওব়: (ক) কুস্তি লড়তে গিয়ে

২২. “ইসাবের মেজাজ চড়ে গেল।” কারণ-

(ক) কালিয়া অমৃতকে ধাক্কা দিয়েছে 

(খ) কালিয়া অমৃতকে কুস্তিতে হারিয়ে দিয়েছে 

(গ) অমৃতের জামা ছিঁড়ে গেছে 

(ঘ) কালিয়া অমৃতের গায়ে কাদা মাখিয়ে দিয়েছে

উওব়: (খ) কালিয়া অমৃতলে কুস্তিতে হারিয়ে দিয়েছে

২৩. ইসাবের জামা ছিঁড়ে যাওয়া দেখেছিল- 

(ক) অমৃতের মা 

(খ) ইসাবের বাবা 

(গ) অমৃত 

(ঘ) স্কুলের এক বন্ধু

উওব়: (গ) অমৃত

২৪. অমৃত তার মাকে নতুন জামা কিনতে বাধ্য করার জন্য কোথায় লুকিয়েছিল? 

(ক) এক বন্ধুর বাড়িতে 

(খ) ইসাবদের বাড়িতে 

(গ) ইসাবদের গোয়ালঘরে 

(ঘ) ইমনদের গোয়ালঘরে 

[যোধপুর পার্ক গার্লস স্কুল]

উওব়: (গ) ইসাবদের গোয়ালঘরে

2. Very Short Question Answer

১. ‘অদল বদল’ গল্পটি কার রচিত?

উওব়: ‘অদল বদল’ গল্পটি প্রখ্যাত গুজরাতি লেখক পান্নালাল প্যাটেল রি

২. ‘অদল বদল’ গল্পটি কে বাংলায় তরজমা করেছেন?

উওব়: ‘অদল বদল’ গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত

৩. “বলতে গেলে ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে, তফাতটা কী?

উওব়: অমৃত আর ইসাবের মধ্যে অনেক মিল থাকলেও তফাত এই যে, অমৃতের বাবা-মা আর তিন ভাই ছিল, ইসাবের ছিল তার বাবা।

৪. হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে কী করছিল?

উওব়: হোলির দিন পড়ন্ত বিকেলে একদল ছেলে নিম গাছের নীচে ধুলো ছোড়াছুড়ি করে খেলা করছিল।

৫. কুস্তি লড়ার কথা শুনে অমৃত কী বলেছিল?

উওব়: কুস্তি লড়ার কথা শুনে অমৃত বলেছিল, যদি তার মা এ কথা জানতে পারে তাহলে তাকে ঠ্যাঙাবে।

 ৬. অমৃত কীভাবে নিজের জামাটা ছিঁড়েছিল?

উওব়: অমৃত নিজের জামার একটা ছোটো ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে জামাটা আরও ছিঁড়ে দিয়েছিল।

৭. “অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।”-‘এতেও’ বলতে কোন্  ঘটনাকে নির্দেশ করা হয়েছে?

উওব়: ‘এতেও’ বলতে নতুন জামা পাওয়ার জন্য বাবার কাছে মার খাওয়ার কথা বলা হয়েছে।

 ৮. বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল?

উওব়: বাড়ি থেকে জামা কিনে না দেওয়ায় বাড়ি না ফিরে অমৃত ইসাবের বাবার গোয়াল ঘরে লুকিয়েছিল।

৯. অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন? 

উওব়: অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না, কারণ তার জামাকাপড় নোংরা হোক সেটা সে চায়নি।

১০. অমৃতকে কে, কেন খোলা মাঠে নিয়ে এসেছিল? 

উওব়: অমৃতকে কালিয়া কুস্তি লড়ার জন্য খোলা মাঠে নিয়ে এসেছিল।

১১. ইসাবের মেজাজ চড়ে গেল।” কখন ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল?

উওব়: অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়, আর তাতেই ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল।

১২. “কুস্তি শুরু হয়ে গেল।” কার সঙ্গে কার কুস্তি শুরু হল?

উওব়:  ইসাবের সঙ্গে কালিয়ার কুস্তি শুরু হয়ে গিয়েছিল।

১৩. কালিয়াকে কুস্তিতে কে হারিয়ে দিয়েছিল?

উওব়: কালিয়াকে কুস্তিতে ইসাব হারিয়ে দিয়েছিল।

3. Short Question Answer

 ১. অমৃত ও ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কী বলেছিল?

উওব়: অমৃত ও ইসাবের একরকম পোশাক দেখে, দলের একটি ছেলে বলেছিল তাদের দুজনকে কুস্তি লড়তে হবে এবং তাহলেই বোঝা যাবে কে বড়ো পালোয়ান।

২. বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে কী বলেছিলেন?

উওব়: বাড়ি থেকে বেরোনোর সময় অমৃতের মা অমৃতকে সাবধান করে ময়লা না হয় বা ছিঁড়ে না যায়। কোনোভাবেই যোন তাব় নতুন জামা ময়লা না হয় বা ছিঁড়ে না যায়।

৩. “শোনামাত্র অমৃত ফতোয়া জারি করেছিল…”-অমৃতের মা-বাবা জামা কিনে দিতে না চাইলে, সে কী ফতোয়ো জাব়ি কব়েছিল?

[দক্ষিণ খেজুরি বাণীমঞ্চ হাই স্কুল]

উওব়: অমৃতের মা-বাবা অমৃতকে জামা কিনে দিতে না চাইলে যে ফতোয়া জারি করেছিল যে ইসাবের মতো একই জামা না পেলে সে স্কুলে যাবে না।

৪. অমৃত নতুন জামা কেনার জন্য জেদ করলে তার মা তাকে কী বুঝিয়েছিলেন?

উওব়: অমৃতের মা অমৃতকে বুঝিয়েছিলেন খেতে কাজ করতে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় তার নতুন জামা দরকার। কিন্তু অমৃতের জামা নতুনই থাকায় এখন তার নতুন জামার প্রয়োজন নেই।

৫. অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য কী বলেছিলেন?

উওব়: অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন, নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিলেন। তাই অমৃতও যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে।

 ৬. জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতের মা কী বলেছিলেন?

উওব়: জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতের মা অমৃতকে তার বাবার কাছে গিয়ে জামা কেনার কথা বলতে বলেছিলেন।

৭. . “অমৃত নতুন জামা পাওয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করেছিল?

উওব়: অমৃত নতুন জামা পাওয়ার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হল না।

 ৮. কখন ইসাবের জামার ছেঁড়া অংশটা অমৃতের নজরে এল?

উওব়: কালিয়াকে কুস্তিতে হারিয়ে ইসাব ও অমৃত দুজনে যখন বাড়ি ফিরছিল তখন, অমৃতের নজরে এল ইসাবের জামার পকেটের ছয় ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে।

৯. “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।”-ভয় পাবার কারণ কী?

উওব়: কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেটের ছ-ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়ায় অমৃত ও ইসাব ভয়ে কাঠ হয়ে যায়।

১০. ইসাবের বাবা কীভাবে কাপড় কিনে ইসাবের জন্য জামা সেলাই করিয়েছিলেন?

উওব়: ইসাবের বাবা সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বেছে কাপড় কিনে ইসাবের জন্য জামা সেলাই করিয়েছিলেন।

3. Long Question Answer

১ “বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাত শুধু এই যে….”- ‘ছেলে দুটো’ কে কে? তাদের মিল ও অমিল উল্লেখ করো।

অথবা, “ছেলে দুটোর সবই একরকম, তফাত শুধু এই যে”-ছেলে দুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়?

উত্তর: উল্লিখিত অংশে ‘ছেলে দুটো’ বলতে অমৃত আর ইসাবের কথা বলা হয়েছে।

▶ প্রখ্যাত গুজরাতি লেখক পান্নালাল প্যাটেল রচিত ‘অদল বদল’ গল্পের দুই বন্ধু অমৃত ও ইসাব একই ক্লাসে এবং একই স্কুলে পড়ত। তাদের বাড়ি ছিল মুখোমুখি, দুজনেরই বাবা পেশায় ছিল চাষি। জমির পরিমাণও তাদের প্রায় এক। দুজনের বাবাকেই বিপদে-আপদে ধার নিতে হত। এইগুলোই ছিল তাদের মধ্যে মিল। কেবল একটি জায়গাতেই তাদের অমিল ছিল-অমৃত তার মা, বাবা আর তিন ভাইয়ের সঙ্গে থাকত, কিন্তু ইসাবের শুধু বাবাই ছিল।

২ “নতুন জামা পাবার জন্য তুমি কী কাণ্ডটাই না করেছিলে…”-কার কথা বলা হয়েছে? নতুন জামা পাওয়ার জন্য সে কী কান্ড করেছিল?  ১+২

উত্তর: উল্লিখিত অংশে অমৃতর কথা বলা হয়েছে। 

▶ ইসাবের নতুন জামা হওয়ায়, অমৃতও চেয়েছিল তার নতুন জামা হোক। কিন্তু বাড়ি থেকে নতুন জামা দিতে রাজি না হওয়ায়, সে স্কুল যাওয়া বন্ধ করেছিল, খাওয়া ছেড়ে দিয়েছিল। নতুন জামা পাওয়ার জন্য মার খেতেও সে রাজি ছিল। এমনকি জামা না পাওয়ায় অমৃত রাতে বাড়ি ফিরতেও চায়নি। জামা না দিলে সে বাড়ি আসবে না বলে স্থির করে ইসাবের বাবার গোয়ালঘরে লুকিয়েছিল।

৩ “অমৃত এতেও পিছপা হতে রাজি নয়।”-অমৃত কেন পিছপা হতে রাজি নয়?

উত্তর: অমৃত তার বাবা-মায়ের কাছে ঠিক ইসাবের জামার মতোই একটা জামার জন্য বায়না ধরে। অমৃতের মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলেন, “নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস?” এই কথা শুনেও অমৃত পিছপা হতে রাজি হয়নি। বন্ধুর মতো জামা পেতে সে বাবার কাছে মার খেতেও রাজি ছিল।

৪ নতুন জামা পরে রাস্তায় বেরোনোর পর অমৃতের সঙ্গে কী ঘটনা ঘটেছিল?

উত্তর: অনেক জেদের পর অমৃত তার মা-বাবার থেকে নতুন জামা পায়। তাই সে এমন কিছু করতে চায়নি যাতে তার নতুন জামাটি নোংরা হয়। কিন্তু অমৃতকে নতুন জামা পরে বেরোতে দেখে ছেলেদের দলের মধ্য থেকে একটি ছেলে তাকে কুস্তি লড়তে বলে এবং জোর করে ধরে খোলা মাঠে নিয়ে যায়। অমৃত রাজি না হলেও, কালিয়া বলে ছেলেটি অমৃতকে ছাড়ে না, কুস্তি লড়ার নামে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়।

৫ “এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এল”-অমৃতকে কেন খোলা মাঠে আনা হয়েছিল? খোলা মাঠে আনার পর কী ঘটনা ঘটেছিল?

উত্তর: কালিয়া নামের একটি ছেলে চেয়েছিল অমৃতের সঙ্গে কুস্তি লড়তে। অমৃত রাজি না হলেও সে তাকে কুস্তি লড়ার জন্য খোলা মাঠে নিয়ে এসেছিল।

▶ মাঠে নিয়ে এসে কালিয়া অমৃতকে কুস্তি লড়তে বাধ্য করে এবং অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। বন্ধু অমৃতর এই অপমানে ইসাব রেগে যায়। বন্ধুর হারের শোধ নিতে ইসাব নিজে কালিয়াকে তার সঙ্গে লড়তে বলে আর তাকে সে কুস্তিতে হারিয়ে দেয়।

৬ “অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল”-অমৃত জোর দিয়ে কী বলেছিল? জোর দিয়ে বলার কারণ কী ছিল? ১+২

উত্তর: অমৃত জোর দিয়ে কুস্তি না লড়ার কথা বলেছিল।

▶ হোলির দিন বাড়ি থেকে বেরোবার সময় অমৃতের মা তাকে এই বলে এই সাবধান করে দিয়েছিলেন যে, অমৃত যেন তার গায়ের নতুন জামাটি ময়লা না-করে বা ছিঁড়ে না-আনে। কারণ নতুন জামা পাওয়ার জন্য অমৃত তার বাবা পাবার মাকে খুব জ্বালিয়েছিল। তাই জামায় ময়লা লাগলে বা সেটা ছিঁড়লে মায়ের হাতে মার খাওয়া নিশ্চিত ছিল বলে অমৃত কুস্তি লড়তে রাজি হয়নি।

৭ “ইসাবের মেজাজ চড়ে গেল?।”-ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন? 

উত্তর: পান্নালাল নেওয়া হয়েছে। গল্পের কেন্দ্রীয় দুই চরিত্র ইসাব ও অমৃত খুব ভালো বন্ধ নেওয়া হকে অন্যের বিপদে সবসময় এগিয়ে যেতো তাদের কেমো কাপর বাড়ির অবস্থা সব কিছুতেই ছিল মিল। হোলির পড়ন্ত এক বিকেলে এই দুই বন্ধু নতুন জামা পড়ে বাড়ি থেকে বেরিয়েছিল। তখনই কালিয়া নামের একটি ছেলে অমৃতকে তার ইচ্ছের বিরুদ্ধে কুস্তি লড়তে বাধ্য করে আর তাকে ছুঁড়ে ফেলে দেয়। বন্ধুর এই লাঞ্ছনায় ইসাব রেগে গিয়েছিল।

৮ ইসাব কী কারণে রেগে গিয়েছিল? রেগে গিয়ে সে কী করেছিল? ২+১

উত্তর: অনুচ্ছেদ: ১-২০-এর ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক ৭ নং প্রশ্নের উত্তর সংক্ষেপে লেখো।

▶ ইসাব রেগে গিয়ে কালিয়াকে অর্থাৎ যে ছেলেটি অমৃতকে কুস্তি লড়তে বাধ্য করেছিল, তাকে আবার কুস্তি লড়তে আহ্বান জানায় আর তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়। এই ভাবেই ইসাব কালিয়াকে কুস্তিতে হারিয়ে দেয়।

৯ “অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করল।” কাকে রণভূমি বলা হয়েছে? তারা কেন সেই রণভূমি ত্যাগ করেছিল? ১+২

উত্তর: কালিয়া নামের ছেলেটি অমৃতকে কুস্তি লড়ার জন্য যে খোলা মাঠে নিয়ে গিয়েছিল সেই মাঠটাকেই ‘রণভূমি’ বলা হয়েছে।

▶ কালিয়া অমৃতকে কুস্তি লড়তে গিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার পরে ইসাব আর স্থির থাকতে পারে না। সে নিজেই নেমে পড়ে কুস্তি লড়তে। কালিয়াকে সে হারিয়েও দেয়। কিন্তু কালিয়ার বাবা-মা এসে সেখানে উপস্থিত ছেলেদের মারতে পারে এই ভয়ে তারা সবাই পালিয়ে যায়। সবাই চলে যাবার পর অমৃত আর ইসাবও মাঠ ত্যাগ করে চলে যায়।

১০ “ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়…।” কখন, কী কারণে ওদের বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় হয়েছিল?

উত্তর: বন্ধু অমৃতের সঙ্গে হওয়া অপমানের বদলা নিতে ইসাব কালিয়ার সঙ্গে কুস্তি লড়েছিল। সেই কুস্তিতে কালিয়া হেরে গেলেও ইসাবের নতুন জামাটা ছিঁড়ে যায়। জামাটা কতটা ছিঁড়েছে তা পরীক্ষা করার সময় ওরা শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন। তখনই তাদের এই অবস্থা হয়। জামা ছেঁড়ার জন্য ইসাবের বাবা ওর চামড়া তুলে নেবেন, এই চিন্তা করে ওদের দুজনের বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় হয়েছিল।