Class 10 Chapter 6 Solution
চলতড়িৎ
1. Short Question Answer
1. তড়িদাধান কাকে বলে? তড়িদাধান কয় প্রকার ও কী কী?
উত্তর [ তড়িদাধান হল বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িদ্গ্রস্ত বা অনাহিত বস্তুকে বল প্রয়োগ করে।
2. কোনো তড়িদ্গ্রস্ত বস্তু অন্য কোনো বস্তুকে কখন আকর্ষণ ও কখন বিকর্ষণ করে?
উত্তর কোনো তড়িদ্গ্রস্ত বস্তু অন্য কোনো নিস্তড়িৎ বস্তুকে ও বিপরীতধর্মী আধানে আহিত বস্তুকে আকর্ষণ করে। কিন্তু সমজাতীয় আধানে আহিত বস্তুকে বিকর্ষণ করে।
3. বিন্দু-আধান কাকে বলে?
উত্তর [বিন্দু-আধান: দুটি আহিত বস্তুর ব্যবধানের তুলনায় আকার অত্যন্ত ক্ষুদ্র হলে আহিত বস্তু দুটিকে বিন্দু-আধান বলা হয়।
4. তড়িৎক্ষেত্র কাকে বলে?
উত্তর [ তড়িৎক্ষেত্র হল এমন একটি অঞ্চল যার কোনো বিন্দুতে একটি পরীক্ষাধীন আধান রাখলে আধানটি তাড়িতিক বল অনুভব করে।
5. কোনো বিন্দুর তড়িৎবিভব কাকে বলে? তড়িৎবিভব কী রাশি? 2+1
উত্তর [ অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের
কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে তড়িৎক্ষেত্রে ওই বিন্দুর তড়িৎবিভব বলা হয়। [তড়িৎবিভব স্কেলার রাশি।
6. CGS পদ্ধতিতে তড়িৎবিভবের এককের সংজ্ঞা লেখো।
উত্তর [ CGS পদ্ধতিতে তড়িৎবিভবের একক esu বিভব বা স্ট্যাটভোল্ট (statvolt)।
esu বিভব বা স্ট্যাটিভোল্ট: অসীম দূরত্ব থেকে 1 esu ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 erg কার্য সম্পাদন করতে হয় তবে ওই বিন্দুর তড়িৎবিভবকে 1 esu বিভব বা 1 স্ট্যাটভোল্ট বলে।
7. SI-তে তড়িৎবিভবের এককের সংজ্ঞা লেখো।
উত্তর [ SI-তে তড়িৎবিভবের একক ভোল্ট (volt সংক্ষেপে V)।
ভোল্ট: অসীম দূরত্ব থেকে 1C ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1J কার্য সম্পাদন করতে হয় তবে ওই বিন্দুর তড়িৎবিভবকে 1V (ভোল্ট) বলে।
8. esu বিভব ও ভোল্ট (V) -এর মধ্যে সম্পর্ক স্থাপন করো।
উত্তর [তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎবিভব থেকে ৭ আধানকে ওই বিন্দুতে আনতে কৃত কার্য, W = qV বা, V = W 1V = 1J 1C 107erg 3 × 10°esu আধান বা, lesu বিভব = 300V 1 300 হলে অসীম দূরত্ব = = esu বিভব
9. বিভবপ্রভেদের CGS এককের সংজ্ঞা দাও।
উত্তর [ CGS পদ্ধতিতে বিভবপ্রভেদের একক esu বিভব। 1 esu ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে যদি lerg কার্য করতে হয় তবে ওই দুই বিন্দুর বিভবপ্রভেদকে 1 esu বিভব বা 1 স্ট্যাটভোল্ট বলা হয়।
10. বিভবপ্রভেদের SI এককের সংজ্ঞা দাও।
উত্তর [ SI-তে বিভবপ্রভেদের একক হল ভোল্ট (V)। 1 volt বিভবপ্রভেদ: IC ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে যদি 11 কার্য করতে হয় তাহলে ওই দুই বিন্দুর বিভবপ্রভেদকে 1V (ভোল্ট) বলা হয়।
11. তড়িৎচালক বল (EMF) বাস্তবে কোনো বল (force) নয়-এ সম্বন্ধে তোমার ধারণা লেখো।
উত্তর তড়িৎচালক বল (EMF) বাস্তবে কোনো বল নয়। এটি হল প্রতি একক আধানকে নিম্নবিভব থেকে উচ্চবিভবে চালনা করার জন্য প্রয়োজনীয় শক্তি। তড়িৎকোশ থেকে প্রাপ্ত শক্তিই হল তড়িৎচালক বল।
12. SI-তে EMF-এর এককের সংজ্ঞা লেখো।
উত্তর[ SI-তে EMF -এর একক J/C বা V (ভোল্ট)।
1 volt তড়িৎচালক বল: 1C ধনাত্মক আধানকে কোনো তড়িৎকোশের মধ্যে নিম্নবিভব বিন্দু (বা ঋণাত্মক মেরু) থেকে উচ্চবিভব বিন্দু (বা ধনাত্মক মেরু)-তে সরাতে যদি 1J কার্য করতে হয় তবে ওই তড়িৎকোশটির তড়িৎচালক বলের মান হয় 1J/C বা IV।
13. ‘একটি কোশের EMF 6V’- বলতে কী বোঝ?
উত্তর একটি তড়িৎকোশের EMF 6V বলতে বোঝায়, 1C তড়িদাধানকে তড়িৎকোশটির মধ্যে নিম্নবিভব বিন্দু (বা ঋণাত্মক মেরু) থেকে উচ্চবিভব বিন্দু (বা ধনাত্মক মেরু)-তে সরাতে 6J কার্য সম্পাদন করতে হয়।
14. মুক্ত বর্তনীতে কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও।
উত্তর [ মুক্ত বর্তনীতে কোনো কোশের অভ্যন্তরে একক ধনাত্মক তড়িদাধানকে কোশের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে বাহ্যিক সংস্থা দ্বারা কৃত কার্য-ই হল কোশের তড়িৎচালক বল।
15. তড়িৎবর্তনীতে তড়িৎ উৎস বা তড়িৎকোশের কাজ কী? তড়িৎকোণে কোন্ শক্তি কার্য করে?
উত্তর কোনো তড়িৎবর্তনীতে পরিবাহীর দুই প্রান্তবিন্দুর মধ্যে স্থায়ী বিভবপ্রভেদ তৈরি করাই হল তড়িৎকোশের কাজ। যতক্ষণ ধরে দুই প্রান্তবিন্দুর মধ্যে বিভবপ্রভেদ বজায় থাকে অর্থাৎ তড়িৎকোশটি কার্যকরী থাকে, ততক্ষণই পরিবাহীটির মধ্যে দিয়ে আধান গতিশীল থাকে। 2+1
[ স্থির তাড়িতিক শক্তি ছাড়া অন্য কোনো শক্তি (যেমন- রাসায়নিক শক্তি) তড়িৎকোশের অভ্যন্তরে ধনাত্মক আধানকে এর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে কার্য করে থাকে।
16. SI-তে তড়িৎপ্রবাহের এককের সংজ্ঞা দাও।
উত্তর [ তড়িৎপ্রবাহের SI একক হল অ্যাম্পিয়ার (A)।
অ্যাম্পিয়ার: পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s সময়ে 1C আধান প্রবাহিত হলে ওই তড়িৎপ্রবাহকে 1A বলা হয়।
2. Long Question Answer
1. কোনো বস্তুকে অন্য কোনো বস্তুর দ্বারা ঘর্ষণ করে তড়িদাহিত করা হলে কোন্ বস্তুর আধান কেমন হয়?
উত্তর[ একটি বস্তুকে যখন অন্য বস্তু দ্বারা ঘর্ষণ করা হয়, তখন একটি বস্তু থেকে কিছু ইলেকট্রন অন্য বস্তুটিতে স্থানান্তরিত হয়। যে বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় সেই বস্তুটি ধনাত্মক তড়িদ্গ্রস্ত ও যে বস্তুতে ইলেকট্রন যুক্ত হয় সেই বস্তুটি ঋণাত্মক তড়িদ্গ্রস্ত হয়।
ও জেনে রাখো
স্যার উইলিয়াম গিলবার্ট কোনোভাবেই ধাতব দণ্ডকে আহিত করতে পারেননি। তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, ধাতুকে আহিত করা যায় না। এর প্রায় 100 বছর পর ডুফে (Du Fay) দেখান এই ধারণা ভুল। ধাতব দণ্ডকে অন্তরক হাতলে ধরে ঘষলে তড়িদাহিত করা যায়।
2. তড়িদাধানের কোয়ান্টায়ন ও সংরক্ষণ বলতে কী বোঝ?
উত্তর [ তড়িদাধানের কোয়ান্টায়ন: ইলেকট্রনের আধানের মান e হলে যে-কোনো বস্তুর আধান (q) e-এর পূর্ণসংখ্যার গুণিতক হয় অর্থাৎ q = ne, যেখানে n একটি পূর্ণসংখ্যা, এটিই হল আধানের কোয়ান্টায়ন। আধানের সংরক্ষণ: কোনো বিচ্ছিন্ন সংস্থার মোট তড়িদাধান সর্বদা ধ্রুবক থাকে। এটিই হল আধানের সংরক্ষণ সূত্র।
3. কুলম্বের সূত্রের সাহায্যে CGS পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা দাও।
উত্তর [ 91 ও ৭২ দুটি বিন্দু-আধান ব্যবধানে থাকলে যদি আধান দুটির মধ্যে পারস্পরিক বল F হয় তবে কুলম্বের সূত্র থেকে পাওয়া যায়, F=k 4142 যেখানে ৮ একটি ধ্রুবক। আধান দুটি শূন্যস্থানে 2 থাকলে CGS পদ্ধতিতে k = 1 হয়। F = 9192 2 …(1) = 1cm, F = 1 dyn হলে (1) নং এখন 91 = 92 = q, r = 10 সমীকরণ থেকে পাওয়া যায়, q² = 1 বা, q = ±1
অর্থাৎ শূন্যস্থানে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু-আধান 1 cm ব্যবধানে থেকে যদি পরস্পরের ওপর 1 dyn বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রত্যেকটি আধানকে CGS পদ্ধতিতে একক আধান বা 1 esu আধান বা 1 স্ট্যাটকুলম্ব বলা হয়।
4. কুলম্বের সূত্রের সাহায্যে SI-তে একক আধানের সংজ্ঞা দাও।
(Simlapal Madan Mohan High School]
উত্তর [+41 ও ৭২ দুটি বিন্দু-আধান। ব্যবধানে থাকলে যদি আধান দুটির মধ্যে পারস্পরিক বল F হয় তবে কুলম্বের সূত্র থেকে পাওয়া যায়, F=k 9192 যেখানে k একটি ধ্রুবক। আধান দুটি শূন্যস্থানে থাকলে SI-তে k = 9 × 109 N-m². C-2 হয়। F = 9 x 109 9192 2 …(1) এখন 91 = 92 = 9, r = 1m, F= 9 × 109 N হলে (1) নং সমীকরণ থেকে পাই, 9 × 109 = 9 × 109.92 বা, q² = 1 বা, q = ±1 অর্থাৎ শূন্যস্থানে সমপ্রকৃতির ও সমমানের দুটি বিন্দু-আধান 1 m ব্যবধানে থেকে যদি পরস্পরের ওপর 9 × 10° N বিকর্ষণ বল প্রয়োগ করে তবে প্রত্যেক আধানকে SI-তে একক আধান বা 1C (কুলম্ব) বলা হয়।
5. কুলম্ব ও esu আধানের মধ্যে সম্পর্ক স্থাপন করো।
উত্তর [ মনে করি, 1C = x esu আধান এখন, 91 = 92 = 1C = x esu মানের দুটি বিন্দু-আধানকে r = 1m = 102cm ব্যবধানে রাখলে পারস্পরিক বিকর্ষণ বল, F = 9 × 109 N = 9 × 1014 dyn
F = 4192 সমীকরণ থেকে পাওয়া যায়, 2 1014 9 x x2 104 = বা, x2 = 9 × 1018 : IC = 3 x 10°esu আধান। বা, x = 3 x 109
6. দুটি বিন্দু-আধানের পারস্পরিক বল-সংক্রান্ত কুলম্বের ধ্রুবককে সর্বজনীন বলা যায় কি?
উত্তর [ কোনো মাধ্যমে দুটি বিন্দু-আধান ৭₁ ও ৭₂-কে ব্যবধানে রাখলে পারস্পরিক তাড়িতিক বল-সংক্রান্ত কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হল, F = k 9192 2 যেখানে * হল কুলম্বের ধ্রুবক। ৮ ধ্রুবকটি মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভরশীল। সুতরাং দুটি বিন্দু-আধানের মধ্যে পারস্পরিক তাড়িতিক বল মাধ্যমের প্রকৃতির ওপর নির্ভরশীল এবং বিভিন্ন মাধ্যমে এই বলের মান বিভিন্ন। তাই কুলম্বের ধ্রুবককে সর্বজনীন বলা যায় না।
7. একক ধনাত্মক আধানের সরণে কৃত কার্য রূপে বিভবপ্রভেদের ধারণা দাও।
অনুরূপ প্রশ্ন, দুটি বিন্দুর মধ্যে বিভবপ্রভেদের সংজ্ঞা দাও।
উত্তর [একক ধনাত্মক তড়িদাধানকে তড়িৎক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু দুটির বিভবপ্রভেদ বলা হয়। S Vs R + VR চিত্র ৪
মনে করি, R ও S বিন্দুতে তড়িৎবিভব যথাক্রমে VR ও VS। এখন, VS > VR হলে একটি একক ধনাত্মক আধানকে R থেকে ৪ বিন্দুতে আনতে কৃত কার্য= VS-VR। এটিই S ও R বিন্দু দুটির মধ্যে বিভবপ্রভেদ।
8. কোশের তড়িৎচালক বল কী?
উত্তর একক ধনাত্মক তড়িদাধানকে কোশের ভিতর এর ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে স্থানান্তরিত করতে যে কার্য সম্পাদন করতে হয় তাকে ওই কোশের তড়িৎচালক বল বা EMF বলে।
জেনে রাখো
তড়িৎ-রাসায়নিক কোশ: তড়িৎ-রাসায়নিক কোশ হল এমন একটি ব্যবস্থা যেখানে তড়িৎশক্তিকে রাসায়নিক শক্তিতে ও রাসায়নিক শক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা যায়। তড়িৎ-রাসায়নিক কোশ দু-প্রকার- ① গ্যালভানীয় বা ভোল্টীয় কোশ ও ② তড়িবিশ্লেষ্য কোশ।
গ্যালভানীয় বা ভোল্টীয় কোশ: গ্যালভানীয় বা ভোল্টীয় কোশ হল এমন একটি ব্যবস্থা যেখানে রাসায়নিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়। যেমন-নির্জল কোশ (dry cell)।
তড়িদ্বিশ্লেষ্য কোশ: তড়িদ্বিশ্লেষ্য কোশ হল এমন একটি ব্যবস্থা যেখানে তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন-সোডিয়াম ধাতু উৎপাদনে ব্যবহৃত ডাউনস কোশ।