WBBSE Class 3 Patabahar Chapter 10 Solution| Bengali Medium

Class 3 Chapter 10 Solution

 নদীর তীরে একা

Very Short Question Answer

৬.১ নৌকোয় বসে দেখি মাঠে গোরু আর ছেলেরা গাছে। (চরছে/চড়ছে)

 উত্তর: নৌকোয় বসে দেখি মাঠে গোরু চরছে আর ছেলেরা গাছে চড়ছে।

৬.২ প্রতিদিন জল করে নদীর ধারে যাই জোয়ারের দেখব বলে। (আসা/আশা)

 উত্তর: প্রতিদিন আশা করে নদীর ধারে যাই জোয়ারের জল আসা দেখব।

৬.৩ আমি দমবার পাত্র , মনুও । (নয়/নই)

 উত্তর: আমিও দমবার পাত্র নই, মনুও নয়।

৬.৪ বহুদিন পরে য় ফিরে (গাঁ/গা) – জুড়িয়ে গেল।

উত্তর: বহুদিন পরে গাঁয় ফিরে গা জুড়িয়ে গেল।

৬.৫ কোনো না মেনে দিয়েছি। (বাঁধা/বাধা) পাখিটিকে উড়িয়ে

উত্তর: কোনো বাধা না মেনে বাঁধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি।

৬.৬ -র চুড়ি আওয়াজ. গেল। (শোনা/সোনা)

 উত্তর: সোনার চুড়ির আওয়াজ শোনা গেল।

৭। একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো:

সেতু, ছোটো নৌকো, বদলে, তীর, নির্মোক।

 উত্তর: সেতু বদলে খোলস। বাঁধ, পুল। ছোটো নৌকো – ডিঙি। পালটে। তীর কিনার। নির্মোক

৮। নীচের বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি, বস্তু, গুণ আলাদা করে লেখো:

৮.১ যেখানে যেমন মাটি তেমন তার দশা।

 উত্তর: মাটি-বস্তু। দশ-গুণ।

৮.২ আমি ফুরসত পেলে, একটা না একটা নদীর তীরে যাই।

 উত্তর: আমি-ব্যক্তি। যাই-কাজ।

৮.৩ সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে।

 উত্তর: হাজির হবে-কাজ।

৮.৪ তার চড়ায় চখা দেখেছি, কাদাখোঁচা দেখেছি।

 উত্তর: তার, কাদাখোঁচা-ব্যক্তি। দেখেছি, দেখেছি-কাজ। |

৮.৫ দামোদরে এখন জোয়ার-ভাটা খেলে না।

 উত্তর: দামোদর-নদী বিশেষ। খেলে না-কাজ। জোয়ার-ভাটা-গুণ।

১০। এলেমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি:

 উত্তর: দা খোঁকা চা- কাদাখোঁচা। সাকাদালো সাদাকালো। যথামবানহি – মহিষবাথান। ঠানাও মা কেরামতি। ওঠানামা। রাতি কেম

১১.১ সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। (কীসের খোঁজ?)

উত্তর: ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা।

১১.২ দুজনে নদীর কথা বলি। (কোন কোন নদী?)

উত্তর: দুজনে দামোদর আর ইছামতী নদীর কথা বলি।

১১.৩ খঞ্জন আসবে। (কখন?)

 উত্তর: শীতের সময় খঞ্জন আসবে।

১১.৪ চরে না গেলে দেখা যাবে না। (কী?)

উত্তর: চখা কিংবা বড়ো জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না।

১১.৫ চলাচল দেখতে পাব।

 উত্তর: এবার ওপারের পাখির, প্রজাপতির চলাচল দেখতে পাব।

১২.১ সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো।

 উত্তর: আমি সেই মাঝির ডিঙি খুব ভালো চিনি।

১২.২ সাদাকালো নজরে আমার একটা মাছরাঙা পড়ল।

 উত্তর: আমার নজরে একটা সাদাকালো মাছরাঙা পড়ল।

১২.৩ আমার সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া।

 উত্তর: আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়।

১২.৪ প্রজাপতির পাব দেখতে চলাচল।

 উত্তর: প্রজাপতির চলাচল দেখতে পাব।

১২.৫ জল নেই তবে, খুব চওড়া নদীতে বটে।

 উত্তর: নদীতে জল নেই বটে, তবে খুব চওড়া।

১৩.১ লেখকের প্রিয় তিনটি নদী কী কী?

উত্তর: লেখক জীবন সর্দার প্রকৃতিপ্রেমিক। বিশেষ করে নদী, পাখি, গাছপালা তাঁর অতি প্রিয়। তাঁর তিনটি প্রিয় নদী হল- দামোদর, ইছামতী, আর রূপনারায়ণ।

১৩.২ এখানে তাঁর প্রিয় ঘাটের কথাও রয়েছে। ঘাটটির নাম কী?

উত্তর: লেখকের প্রিয় ঘাটের নাম ‘খাদিনান’।

১৩.৩ লেখক কার নৌকোয় উঠলেন?

 উত্তর: লেখক মনুর নৌকায় উঠলেন।

Short Question Answer

১.১ প্রকৃতি বলতে কী বোঝো?

উত্তর: প্রকৃতি বলতে আমাদের চারপাশে যে গাছপালা, নদীনালা, মাটি, পাহাড়, পশুপাখি আছে, তার সমষ্টিকে বলা হয় প্রকৃতি। আর আমাদের চারপাশের এই প্রকৃতিকে বলি পরিবেশ।

৪। তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং | পাখির নাম পেয়েছ। সেগুলি খুঁজে বের করে নীচের। তালিকায় লেখো:

 উত্তর: নদী – ইছামতী, দামোদর, রূপনারায়ণ, গঙ্গা। পাখি – মাছরাঙা, খঞ্জন, কাদাখোঁচা, বালিহাস, মরাল, চখা, মেছো বক।

১৩.৪ জোয়ার-ভাটা বলতে কী বোঝো? (জগবন্ধুই ইন্সটিটিউশন)

 উত্তর: চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জল ওঠে ও নামে হয়। সমুদ্রের জলের উত্থান হলে বাড়তি জল নদীর মধ্যে প্রবলবেগে চলে আসে। তখন নদীতে আসে জোয়ার। যখন জল কমে যায় সমুদ্রের, তখন নদীর জল নামতে থাকে। তখন নদীতে হয় ভাটা।

৩.১ ‘নদীর রং পাল্টে নিল’- কখন নদীর রং পাল্টে নিল?

 উত্তর: শরতের শুরুতে বেশ কয়েকদিন ঝমঝম করে বৃষ্টি হতেই নদী রং পালটে নিল।

৩.২ ‘এই ঘাটে যাবার দুটি পথ’। – কোন্ ঘাটের কথা বলা হয়েছে? পথ দুটি কী কী?

উত্তর: এখানে দামোদর নদের খাদিনান ঘাটের কথা বলা হয়েছে। খাদিনান ঘাটে যাবার দুটি পথ আছে- (১) নদীর পাড় ধরে হেঁটে। (২) নদীর উপর নৌকায় চড়ে।

৩.৩ ‘আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়।’- কোন স্থানের কথা বলা হয়েছে?

 উত্তর: দামোদর নদের ওপর বম্বে রোডের পুলের কাছে মহিষবাথানের কথা বলা হয়েছে।

৩.৪ ‘দুই নদীতে জল বাড়ে কমে’- কোন্ দুই নদীর কথা বলা হয়েছে?

 উত্তর: এখানে লেখকের অন্যতম প্রিয় দুই নদী-ইছামতী ও রূপনারায়ণের কথা বলা হয়েছে।

৩.৫ ‘মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি’-কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?

উত্তর: এখানে লেখক মনু অর্থাৎ ডিঙির মালিক নদী ও নদীতে বিভিন্ন সময়ে আসা পাখিদের বিষয়ে জ্ঞানের কথা বলেছেন।

৪. অর্থ লেখো: কিনারে, ভরা, গাড়ি, ফুরসত, ডিঙি গেট, হাজির, চড়া, চলাচল, গেট।

উত্তর: কিনারে-ধারে, ভরা-ভর্তি, পাড়ি-রওনা, ফুরসত-অবসর, ডিঙি-ছোটো নৌকা, গেট-দরজা, হাজির-উপস্থিত, চড়া-নদীর মাঝে জেগে ওঠা ভূভাগ, চলাচল-যাতায়াত।

৫. সমার্থক শব্দ লেখো: মাছ, পাখি, মাটি, তীরে

উত্তর: মাছ-মৎস্য, মীন। পাখি-খেচর, বিহঙ্গ, বিহগ। মাটি-মৃত্তিকা, মেদিনী, ভূমি। তীরে-কূল, তট, বেলাভূমি।

Long Question Answer

৫। তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন্ জায়গাটি বেছে নেবে? তোমার পছন্দের জায়গার পাশে () চিহ্ন দাও। 

গভীর জঙ্গল

নদীর ধার

ফুল-ফলের বাগান

পাহাড়ের কোলে

সেখানে সারাদিন কীভাবে কাটাবে ছয়টি বাক্যে লেখো।

 উত্তর: নদীর ধারেই আমি সারাদিন কাটাবার সুযোগ নেব। নদীর।

ধারে সারাদিন কীভাবে কাটাব নদীর ধারে একটা গাছের ছায়ায় বসে আমি নদীর কুলুকুলু ধ্বনি যা আমার কাছে গানের মতো মনে হয় তা শুনব। নদীর জলের স্রোত বা প্রবাহ তারিয়ে তারিয়ে দেখতে খুব ভালো লাগবে। কীভাবে জোয়ারের সময় জল বাড়ে, কতটা বাড়ে, আবার ভাটার সময় উলটো স্রোতে কীভাবে জল কমতে থাকে তা দেখব। নদীর জলে পানকৌড়ির ডুবসাঁতার দেখব। নদীর পারে কাদাখোঁচা, চখাচখি, পাতিহাঁসসহ অনেক রকমের পাখির কলকাকলি শুনতে। শুনতে দিনটা কাটিয়ে দেব।

নদীর বুকে জেলে নৌকোয় জেলেদের মাছ ধরা দেখতে খুবই ভালো লাগবে।