WBBSE Class 3 Patabahar Chapter 11 Solution| Bengali Medium

Class 3 Chapter 11 Solution

নৌকা যাত্রা

Very Short Question Answer

১. ‘নৌকাযাত্রা’ কবিতাটি কার লেখা?

উত্তর: নৌকাযাত্রা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

২. কবিতাটি তাঁর কোন বই থেকে নেওয়া হয়েছে? (নববাহাদুর ইন্সটিটিউশন)

উত্তর: নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথের রচিত ‘শিশু’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৩. নৌকাটি কোথায় বাঁধা আছে? (দমদম মতিঝিল গার্লস হাইস্কুল)

উত্তর: নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে।

৪. নৌকাটিতে কী রয়েছে?

উত্তরঃ নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে।

৫. কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে?
উত্তরঃ নৌকাটি পেলে কবিতার শিশুটি তাতে একশোটা দাঁড় জুড়বে এবং চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে।

৬. ‘নৌকাযাত্রা’ কবিতাটি কার লেখা?

উত্তর: নৌকাযাত্রা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

৭. কবিতাটি তাঁর কোন বই থেকে নেওয়া হয়েছে? (নববাহাদুর ইন্সটিটিউশন)

উত্তরঃ নৌকাযাত্রা কবিতাটি রবীন্দ্রনাথের রচিত ‘শিশু’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৮. নৌকাটি কোথায় বাঁধা আছে? (দমদম মতিঝিল গার্লস হাইস্কুল)

উত্তর: নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে।

৯. নৌকাটিতে কী রয়েছে?

উত্তর: নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে।

১০. কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে?

উত্তর: নৌকাটি পেলে কবিতার শিশুটি তাতে একশোটা দাঁড় জুড়বে এবং চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে।

১২. পাল ও দাঁড় নৌকায় কী কী কাজে লাগে?

উত্তর:  পালে হাওয়া লেগে নৌকা এগিয়ে চলবে, আর দাঁড়। দিয়ে জল কেটে কেটে নৌকোকে চালিয়ে নিয়ে যাওয়া যাবে।

১৩. হাট বলতে কী বোঝো?

উত্তর: হাট বলতে বোঝায় যেখানে গ্রামের মানুষ সপ্তাহের নির্দিষ্ট দিনে জড়ো হয়ে জিনিসপত্র কেনাবেচা করে।

১৪. শিশুটি কার নৌকা পেতে চায়?

 উত্তর: শিশু মধু মাঝির নৌকাখানা পেতে চায়।

১৫. সে নৌকা করে কোথায় যাবে?

উত্তর: শিশুটি নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে চলে যেতে চায়।

১৬. সে সঙ্গে কাকে কাকে নেবে?

উত্তর: শিশু তার এই নৌকাযাত্রার সঙ্গে নেবে আশু আর শ্যামকে।

১৭. সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন?

উত্তরঃ শিশু মাকে কাঁদতে বারণ করছে কারণ সে তো রামের মতো দীর্ঘদিনের জন্য বনবাসে যাচ্ছে না। সন্ধে হলেই তো সে মার কাছে ফিরে আসবে। তাহলে কান্নার তো কোনো কারণ নেই।

১৮. রামকে বনবাসে যেতে হয়েছিল কেন?

উত্তরঃ পিতৃসত্য পালনের জন্য রামকে বসবাসে যেতে হয়েছিল।

১৯. রামচন্দ্রের কাহিনি কোন বই পড়লে জানা যায়?

উত্তরঃ রামায়ণ পড়লে রামচন্দ্রের কাহিনি জানা যায়।

২০. রাজপুত্র, সোনা মানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে?

উত্তর: রূপকথার বইতে রাজপুত্র, সোনা মানিকের কথা থাকে।

২১. শিশুটি কী কী নিয়ে যাবে?

উত্তর: শিশুটি তার নৌকাযাত্রায় সঙ্গে নিয়ে যাবে নৌকা ভরা সোনামানিক, আর সঙ্গে নেবে আশু আর শ্যামকে।

২২. সে কখন নৌকা ছেড়ে দেবে?

 উত্তর: শিশুটি ভোরেরবেলা নৌকা ছেড়ে দেবে।

২৩. দুপুরবেলা তার মা কোথায় থাকবেন?

 উত্তর: দুপুরবেলা শিশুর মা থাকবে পুকুরঘাটে।

 ২৪. তখন সে কোথায় থাকবে?

 উত্তর: শিশুর মা যখন থাকবে পুকুরঘাটে, তখন শিশুটি নতুন রাজার দেশে থাকবে।

২৫. কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে?

উত্তরঃ শিশুটি রাজার দেশে যাবার জন্য তিরপূর্ণির ঘাট, তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে।

২৬. সে কখন ফিরে আসবে?’

উত্তর: সন্ধ্যে হয়ে গেলে শিশুটি মার কাছে ফিরে আসবে।

২৭. নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কীভাবে শোনাবে সে?
উত্তরঃ শিশুটি মার কাছে ফিরে এসে মার কোলের কাছে বসে নতুন জায়গা ঘুরে আসার গল্প করবে।

২৮. ‘কারো কোনো কাজে লাগছে না তো।’- কী কারো কোনো কেন কাজে লাগছে না?

উত্তরঃ মধু মাঝির নৌকাখানা কারোর কোনো কাজে লাগছে না। পাট বোঝাই নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। তাই কারো কোনো কাজে লাগছে না।

২৯. ‘আমি কেবল যাবো একটি বার।’- কথক কোথায় যেতে চায়?

উত্তরঃ কথক নৌকা বেয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে যেতে চায়।

৩০.’আমরা শুধু যাবো মা, তিনজনে।’- তিনজন কে কে?

 উত্তর: এখানে তিনজন বলতে কথক, আশু ও শ্যামের কথা বলা হয়েছে।

৩১. ‘দুপুরবেলা তুমি পুকুর ঘাটে’- তখন কথক কোথায় থাকবে?

উত্তরঃ দুপুরবেলা কথকের মা যখন পুকুর ঘাটে থাকবেন, সে তখন নতুন রাজার দেশে থাকবে।

৩২. কথক কোথায় কোথায় পেরিয়ে যাবার কথা বলেছেন?
 উত্তর: কথক তেপান্তরের মাঠ, তিরপূর্ণির ঘাট পেরিয়ে যাবার কথা বলেছেন।

৩৩. লেখক কোথায় মিথ্যে ঘুরে বেড়াবেন না?

 উত্তর: লেখক হাটে মিথ্যে ঘুরে বেড়াবেন না।

৩৪. লেখক কাকে কাঁদতে বারণ করেছেন?

 উত্তর: লেখক তাঁর মাকে কাঁদতে বারণ করেছেন।

৩৫.লেখক কার মতো বনে যাচ্ছেন না?

 উত্তর: লেখক রামচন্দ্রের মতো বনে যাচ্ছেন না।

৩৬. রামচন্দ্রকে কত বছরের জন্য বনে যেতে হয়েছিল?

 উত্তর: রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনে যেতে হয়েছিল।

৩৭. তাঁরা নৌকায় ক-জন মিলে যাবে?

 উত্তর: তাঁরা নৌকায় তিনজন মিলে যাবে।

৩৮. সে নৌকায় করে কী নিয়ে যাবে?

 উত্তর: সে নৌকায় করে সোনা-মানিক নিয়ে যাবে।

৩৯. সে নৌকায় করে কার মতো যাবে?

 উত্তর: সে নৌকায় করে রাজপুত্রের মতো যাবে।

৪০. দুপুরবেলা পুকুর-ঘাটে কে থাকবে?

 উত্তর: দুপুরবেলা পুকুর-ঘাটে তার মা থাকবে।

১. ঘাটে রাজগঞ্জের আছে বাঁধা।

 উত্তর: বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে।

২. পাটে করা কেবল বোঝাই আছে।

 উত্তর: বোঝাই-করা আছে কেবল পাটে।

৩. তবে দাঁড় আঁটি আমি একশোটা।

 উত্তর: আমি তবে একশোটা দাঁড় আঁটি।

৪. ঘুরে বেড়াই মিথ্যে নাকো হাটে।

 উত্তর: মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে।

৪৪. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

১. মধু মাঝির নৌকা বাঁধা আছে যে ঘাটে- (মাধবগঞ্জে/ রাজগঞ্জে/ রঘুনাথগঞ্জে/সাহেবগঞ্জে)।

উত্তরঃ মধু মাঝির নৌকা বাঁধা আছে রাজগঞ্জে।

২. শিশুটি নৌকায় দাঁড় আটকাতে চায়- (৫০/১০০/ ১৫০/২০০) টি।

উত্তর: শিশুটি নৌকায় দাঁড় আটকাতে চায় ১০০ টি।

৩. রাম বনে গিয়েছিলেন কত বছরের জন্য-(১২/১৫/ ১৪/১৬)।

উত্তর: রাম বনে গিয়েছিলেন ১৪ বছরের জন্য।

৪. শিশুটির সঙ্গে যাবে- (আশু ও রাম/শ্যাম ও রাম/ আশু ও শ্যাম/ রাম ও লক্ষ্মণ)।

 উত্তর: শিশুটির সঙ্গে যাবে আশু ও শ্যাম।

৫. শিশুটির ফিরে আসতে হয়ে যাবে- (রাত/ ভোর/ সকাল/সন্ধে)।
উত্তরঃ শিশুটির ফিরে আসতে হয়ে যাবে সন্ধে।

৬. নৌকার মালিকের নাম (আশু/মধু/শ্যাম (নবাব বাহাদুর ইন্সটিটিউশন)

উত্তরঃ নৌকার মালিকের নাম মধু।

৭. কবিতার শিশুটি যাবে (নৌকায়/বজরায়/জাহাজে) চড়ে।

 উত্তর:  কবিতার শিশুটি যাবে নৌকায় চড়ে।

৮. তার সঙ্গে যাবে (মাঝি/বন্ধু/মা)।

উত্তর: তার সঙ্গে যাবে বন্ধু।

৯. সে যাবে (একদিনের/তিনমাসের/চোদ্দো বছরের) জন্য।

উত্তরঃ সে যাবে একদিনের জন্য।

১০. সাতসমুদ্র তেরো নদীর পারে (তেপান্তরের মাঠ/তিরপূর্ণির ঘাট/নতুন রাজার দেশ) আছে।
উত্তর: সাত সমুদ্র তেরো নদীর পারে নতুন রাজার দেশ আছে।

৪৮. সমার্থকশব্দ লেখো: সোনা, নৌকা, নদী, সমুদ্র, মাঠ।

উত্তরঃ সোনা – স্বর্ণ। নৌকা- তরণী। নদী – তটিনী। সমুদ্র – জলধর। মাঠ প্রান্তর।

Short Question Answer

৪৩.বাক্য রচনা করো: পাট, একশো, নৌকা-ভরা, পুকুর-ঘাটে, তেপান্তরের মাঠ, সন্ধে। 

 উত্তর: পাট- আমাদের গ্রামে প্রচুর পাট চাষ হয়।

একশো- মহাভারতে কৌরবরা একশো ভাই ছিল। 

নৌকাভরা- আমাদের গঙ্গা দিয়ে নৌকাভরা জিনিসের যাতায়াত দেখা যায়।

পুকুর-ঘাটে-আমাদের পুকুর-ঘাটে স্নান করা নিষেধ।

 তেপান্তরের মাঠ- তেপান্তরের মাঠ পেরিয়ে আসবে রাজপুত্র।

সন্ধে- সন্ধেবেলায় নদীর তীরে বসতে ভালো।

৪৪. বাক্যরচনা করো: বাঁধা, নৌকা, সমুদ্র, গল্প, মাঝি।

উত্তরঃ বাঁধা – রায়গঞ্জের হাটে মধু মাঝির পাট বোঝাই নৌকা বাঁধা আছে।

নৌকা – নদীর দেশে চলাচলের জন্য নৌকা খুব দরকারি।

সমুদ্র – খোকা তো সাতসমুদ্র তেরো নদী পার হয়ে নতুন দেশে যাবেই।

গল্প নতুন দেশে থেকে ফিরে এসে খোকা মার কাছে বসে সে দেশের গল্প শোনাবে।

মাঝি – কবির সঙ্গে অনেক মাঝির খুব ভাব ছিল।

৪৫.বর্ণ বিশ্লেষণ করো: রাজপুত্র, তেপান্তর, রাজগঞ্জ, দুপুরবেলা, পুকুর-ঘাট।

 উত্তর: রাজপুত্র = র্ +আ+জ্+অ+ প্+উ+ত্+র্+অ। তেপান্তর = ত্+এ+ প্+আ+ন্+ত্+অ+র্। রাজগঞ্জ = র্ + আ+জ+অ+গ্‌+অ+ ঞ+ অ+জ+অ।

দুপুরবেলা = দ্‌ + উ++উ+র্+অ++ এ + ল্ + আ।

পুকুর-ঘাট = প্ + উ ক্+উ+র্+অ++ আ+ট্।

৪৭. অর্থ লেখো: দাঁড়, পাল, কোণে, মানিক, পার।

উত্তর: দাঁড়- নৌকা চালাবার দণ্ড বিশেষ।

পাল – কাপড়ের তৈরি এমন জিনিস যা নৌকায় টাঙান হয়।

কোণে – ঘরের নির্দিষ্ট স্থান, দুই দেয়ালের | সংযোগস্থল।

মানিক – মূল্যবান ধাতু বিশেষ।

পার – অতিক্রম, কিনারা।