WBBSE Class 3 Patabahar Chapter 14 Solution | Bengali Medium

Class 3 Chapter 14 Solution

গাছেরা কেন চলাফেরা করে না

Very Short Question Answer

১. ‘এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত।’-কীভাবে?

উত্তরঃ এক সময় গাছেরা মাটির নীচে শেকড়বাকড় চালাচালি করে দিব্যি ঘুরে বেড়াতে পারত।

২. ‘গাছেরাই সে দায়িত্ব পালন করত।’- গাছেরা কোন্ দায়িত্ব পালন করত?

উত্তর: মানুষ যখন হেঁটে যাতায়াত করত গাছেরা মানুষের বাক্সো বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত।

৩. ‘গাছেদের দুঃখ একটাই’। – দুঃখটা কী?
উত্তরঃ গাছেদের দুঃখ হল তারা আর চলাফেরা করে না।

4. কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে?

উত্তর: অনেক অনেক বছর আগের দিনে যখন গাছেরা চলাফেরা করত সেই সময়কার কথা গল্পটিতে বলা হয়েছে।

5. একসময়ে গাছেরা কীভাবে চলাফেরা করত?

উত্তরঃ একসময়ে গাছেরা শেকড়বাকড় মাটির নীচে চালাচালি করে দিব্যি চলাফেরা করত।

6. তখন পৃথিবী কেমন ছিল?

উত্তর: তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর।

7. মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল?

উত্তর: তখন মানুষ ও গাছের সম্পর্ক ছিল বন্ধুর মতো।

8. মানুষ কীভাবে তখন যাতায়াত করত?

উত্তরঃ তখন মানুষকে হেঁটে হেঁটেই যাতায়াত করতে হত।

9. গাছেরা তখন কোন দায়িত্ব পালন করত?

 উত্তর: গাছেরা তখন মানুষের বাক্সো-প্যাঁটরা বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত।

10. মানুষ গাছের শাখাপ্রশাখায় কী কী ঝুলিয়ে রাখত?

উত্তরঃ মানুষ গাছের শাখা প্রশাখায় তাদের পোশাক-আশাক, বাক্সো-প্যাঁট্রা, থলি ঝুলিয়ে রাখত।

১১. গাছেরা কীভাবে বুড়ো লোকেদের উপকারে আসত?

উত্তরঃ বুড়ো লোকেদের গাছেরা বহন করে নিয়ে গিয়ে নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দিত।

১২. জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক কী করল?

উত্তরঃ জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী বোঝাগুলো গাছের ডালে ঝুলিয়ে দিল।

১৩. ডালগুলো কাত হয়ে নীচে ঝুঁকে পড়ল কেন?

 উত্তর: একদল লোক তাদের ভারী ভারী বোঝাগুলো গাছেদের ডালপালায় ঝুলিয়ে দিয়েছিল। সেগুলো এত ভারী ছিল যে গাছের ডালগুলো ঝুঁকে পড়েছিল।

১৪. ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষেরা কী করল?

উত্তর: গাছেদের ডালগুলোকে ঝুঁকে পড়তে দেখে মানুষগুলোর একটুও সহানুভূতি বা করুণা হল না। তারা হো হো করে হাসতে লাগল।

১৫. গাছেরা অপমানিত বোধ করল কেন?

উত্তরঃ লোকগুলো গাছেদের কষ্ট দেখে আনন্দে হাততালি দিতে লাগল। এমন উপহাসে গাছগুলো অপমানিত বোধ করল।

১৬. তখন তারা কী ঠিক করল?

উত্তরঃ তখন তারা ঠিক করল, মানুষের বোঝা আর তারা বইবে না। তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর চলাফেরা করবে না।

১৭. তারপর থেকে কী হয়?

 উত্তর: তারপর থেকে মানুষ ভ্রমণের সময় নিজেদের বোঝা নিজেরাই বয়।

১৮. গাছেরা আজও মানুষের কী কী উপকার করে?
 উত্তর: গাছেরা মানুষদের নানাভাবে উপকার করে। তারা মানুষকে ফল, ফুল দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়, নদীর ভাঙন রোধ করে। সব মানুষকে ওষুধও জোগায়।

১৯. বাক্য রচনা করো: যানবাহন, শাখা, পৃথিবী, উপকার, উপহাস [OEQ]

উত্তরঃ যানবাহন: বর্তমানে রাস্তায় চলাচল করা যানবাহনের সংখ্যা বেড়ে গেছে।

শাখা: বটগাছের শাখায় অনেক পাখির বাসা আছে।
পৃথিবী: আমাদের পৃথিবী অনেক সুন্দর সুন্দর জিনিসে ভরা।

True and False

৩.১ অনেক যানবাহন ছিল।

উত্তরঃ ভুল।

৩.২ সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু।

 উত্তর: ঠিক।

৩.৩ এমন উপহাস গাছেরা সহ্য করে নিল।

উত্তরঃ ভুল।

৩.৪ গাছ আর চলাফেরা করে না।
উত্তরঃ ঠিক।