Class 3 Chapter 15 Solution
গাছ বসাব
Very Short Question Answer
১.১ প্রথমে পৃথিবীতে কী ছিল?
উত্তরঃ প্রথমে পৃথিবী ছিল জলে পূর্ণ।
১.২ মাথার ওপর কী ছিল?
উত্তরঃ মাথার ওপর সূর্য ছিল।
১.৩ সূর্য কেমন ছিল?
উত্তরঃ সূর্য ছিল আগুন রাঙা ও প্রচণ্ড তেজী।
১.৪ প্রাণের সাড়া প্রথম কোথায় পড়ল?
উত্তরঃ প্রাণের সাড়া পড়ল ওই জলের ধারার মধ্যেই।
১.৫ প্রথমে কিসের মধ্যে প্রাণসঞ্চার হল?
উত্তরঃ প্রথমে শ্যাওলার মধ্যে প্রাণের সঞ্চার হল।
১.৬ রূপকথা কী?
উত্তর: রূপকথা একপ্রকার কাল্পনিক কাহিনি।
১.৭ গাছের কথা পড়তে পড়তে কী হবে?
উত্তর: গাছের কথা পড়তে পড়তে গর্ব হবে।
১.৮ কেউ কী বলবে?
উত্তর: কেউ একশোটা নয়, অনেক অনেক গাছ বসাবার কথা বলবে।
Short Question Answer
২। স্বরচিত বাক্যে প্রকাশ করো:
ডাঙা, নিত্য, সাড়া, রূপকথা, গর্ব, বসাব।
উত্তর: ডাঙা – পৃথিবীতে জল তিনভাগ ডাঙা একভাগ।
নিত্য – নিত্য পড়া করতে ভালো লাগে না, মাঝে মাঝে ছুটিও চাই।
সাড়া – ভোর হলেই পক্ষীকুলের প্রাণের সাড়া পাওয়া যায়।
রূপকথা – রূপকথার কাহিনি শুনতে কে না ভালোবাসে।
গর্ব – পুত্রের গর্বে বাপমায়ের মাটিতে যেন পা পড়ে না।
বসাব – সকলে শপথ নিল তারা অনেক অনেক গাছ বসাবে।
৩। বর্ণবিশ্লেষণ করো:
ডাঙা, আগুন, জলের, প্রাণের, রূপকথা, একশোটা, বসাব।
উত্তরঃ ডাঙা = ড্ + আ + + আ।
আগুন = আ + গ্ + উ+ন।
জলের = জ্ + অ + ল্+এ+র্+অ।
প্রাণের = প্ + র্ + আ++এ+র্+অ।
রূপকথা = র্ + উ + প্+অ+ক্+অ++ আ।
একশোটা = এ+ ক্+অ++ও+ট্+আ।
বসাব = ব্ + অ + স্+আ+ ব্+অ।