WBBSE Class 3 Patabahar Chapter 17 Solution| Bengali Medium

Class 3 Chapter 17 Solution

সাথি

Very Short Question Answer

১.১ তালগাছ কোথায় একলা বাড়ল?

উত্তরঃ তালগাছ তেপান্তরের মাঠে একলা বাড়ল।

১.২ ঘন নীল ছায়ার মতো কাদের দেখা যায়?

উত্তরঃ মাঠ ঘেরা বন, লতাপাতার গলাগলি অবস্থান দূর থেকে ঘন নীল ছায়ার মতো দেখা যায়।

১.৩ মাঠের চেয়ে বড়ো কে?

(বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়)

উত্তরঃ মাঠের চেয়ে বড়ো আকাশ।

১.৪ হাওয়ার সঙ্গে কে আসে?

উত্তরঃ হাওয়ার সঙ্গে শরতের মেঘের সাথি হয়ে আসে বলাকার দল।

১.৫ ঝড়ের সঙ্গে কে কে আসে?

উত্তর: ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি।

১.৬ শরতের মেঘের সাথি কে?

উত্তর: শরতের মেঘের সাথি হয়ে চলে বলাকার দল।

১.৭ তালগাছ কেন বৃথা আঁকুপাঁকু করে?

উত্তর: সঙ্গীহীন তাল গাছ বৃথা আঁকুপাঁকু করে। কারণ তার কোনো সাথি জোটে না। সবার সঙ্গে সে চলতে চায়, কিন্তু কেউ তার কাছে আসে না।

১.৮ তালগাছের কাছে কারা যাওয়া আসা করতে লাগল?

উত্তরঃ তালগাছের কাছে দুটো বাবুই পাখি যাওয়া আসা করতে লাগল।

১.৯ বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল?

উত্তরঃ তালগাছের প্রাণ যেখানে ঝিলমিল করে সেইখানে বাবুইপাখিরা সুন্দর বাসা বাঁধল।

১.১০ তালগাছ চুপ করে ভাবে কেন?

(পুরুলিয়া জেলা স্কুল)

উত্তর: শূন্য বাসা নিয়ে তালগাছ চুপ করে বসে বসে ভাবে আবার কবে সে সাথি পাবে।

২। উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও :

২.১ চারদিকে. (ধুধু/হুহু) করছে।

উত্তরঃ চারদিকে ধু ধু করছে।

২.২ সেখানে লতাপাতা সব গলাগলি) করে আছে। (দলাদলি/

উত্তরঃ সেখানে লতাপাতা সব গলাগলি করে আছে।

২.৩ সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি কিলবিল) করছে। (ঝিলমিল/

উত্তর: সেখানে তার সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে।

২.৪ তারা দুটিতে মিছিমিছি কত কীবকাবকি) করে (হাঁকাহাঁকি/ (গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়)

উত্তর: তারা দুটিতে মিছিমিছি কত কী বকাবকি করে।

২.৫ মাঠের থেকে. বাসা বাঁধে। -(এঁটোকাঁটা/কুটোকাটা) নিয়ে (দমদম মতিঝিল গার্লস স্কুল)
উত্তর: মাঠের থেকে কুটোকাটা নিয়ে বাসা বাঁধে

Short Question Answer

১. নীচের শব্দগুলির দিয়ে বাক্য তৈরি করো: তেপান্তর, বলাকা, আঁকুপাঁকু, মিছিমিছি, ঝিলমিল। [OEQ]

উত্তর: তেপান্তর – খোকা শুয়ে ভাবে পক্ষীরাজ ঘোড়া চেপে।

তেপান্তরের মাঠ পেরিয়ে দূর দেশে চলে যাবে।

বলাকা – সূর্যাস্তের পর বলাকার দল ঝাঁক বেঁধে বাসায় ফেরে।

আঁকুপাঁকু – ছেলের জন্য মার মনটা আঁকুপাঁকু করে। মিছিমিছি – মিছিমিছি তোমরা খুকুর ওপর রাগ করছ।

ঝিলমিল – সূর্যের আলো পড়ে হ্রদের জল কেমন ঝিলমিল করছে।

২. একই অর্থের শব্দ পাঠ করে খুঁজে নিয়ে লেখো: নীড়, ভর্ৎসনা, গগন, প্রান্তর, বিজলি।

উত্তরঃ নীড় – বাসা। ভর্ৎসনা- বকাবকি। গগন আকাশ। প্রান্তর – মাঠ। বিজলি – বিদ্যুৎ।

৩. বিপরীতার্থকশব্দ লেখো: ঘন, দূরে, আছে, ছোটো।
উত্তরঃ ঘন – পাতলা। দূরে- কাছে। আছে – নেই। ছোটো – বড়ো।

১.২ বাক্য রচনা করো: সবুজ, বাবুইপাখি, সুন্দর, নিশ্বাস, সাথি, মাঠ, নীল। [OEQ]

উত্তর: সবুজ: সবুজ ঘাসে মাঠটি ঢেকে গেছে।

বাবুইপাখি: তালগাছে বাবুইপাখি বাসা বোনে।

সুন্দর: অভীকের হাতের লেখা খুব সুন্দর।

নিশ্বাস: ফাঁকা ঘরে চুপ করে থাকলে নিশ্বাসের শব্দ শোনা যায়।

সাথি: খেলার সাথি না থাকলে খেলতে ভালো লাগে না।

৪. প্রতিশব্দ লেখো:

আকাশ, সাথি, বাতাস, বিদ্যুৎ, মাঠ

উত্তরঃ আকাশ: গগন, নভঃ, ব্যোম, খ

সাথি: সঙ্গী, সখা, বন্ধু

বাতাস: বায়ু, অনিল, সমীর, সমীরণ

বিদ্যুৎ: চিকুর, বিজলী, দামিনী

মাঠ: প্রান্তর, ক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *