WBBSE Class 3 Patabahar Chapter 18 Solution| Bengali Medium

Class 3 Chapter 18 Bengali Medium

একা একা থাকতে নেই

Very Short Question Answer

৬.১ পরিরা গাছের ডালে, (থাকে/থাকি)

উত্তর: পরিরা গাছের ডালে থাকে।

৬.২ তারা বাড়ি তৈরি. (করব/করবে)

উত্তরঃ তারা বাড়ি তৈরি করবে।

৬.৩ একসঙ্গে থাকলে শক্তি. (বাড়ে/বাড়ায়)

উত্তরঃ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে।

১.৪ বৃষ্টিতে পরিদের মাঠের গাছ-বাড়িগুলোর কী অবস্থা হলো?

উত্তর: বৃষ্টিতে ঝোড়ো হাওয়া মাঠের গাছ-বাড়িগুলো সব ওলট পালট হয়ে গেল।

১.৫ ঘন বনে ঝড়-ঝাপটা তেমন সুবিধা করতে পারল না কেন?

(পান্নালাল ইন্সটিটিউশন (প্রাত:) প্রাথমিক বিদ্যালয়)

উত্তর: সেখানে একসঙ্গে অনেক গাছ, আর ফাঁকা জায়গা না থাকায় ঝড় পরিদের বাড়ির কোনো ক্ষতি করতে পারল না।

১.৬ বনের পরিদের বাড়ি কীভাবে বেঁচে গেল?

(পুরুলিয়া জেলা স্কুল)।

উত্তর: বনে অনেক গাছ থাকায় ঝড়ে দাপট দেখাতে পারল। না এবং পরিদের বাড়িগুলো বেঁচে গেল।

১.৭ একা একা থাকার বিপদ কোথায়? (গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়)

উত্তরঃ একা একা থাকলে বাইরের আঘাতে সকলে সহজে। বিপর্যস্ত হয়ে পড়ে বলে তাই একা থাকার বিপদ আছে।

.২ গাছের গুঁড়ি থেকে (অল্প/অনেক) উঁচুতে কয়েকজন পরি বাড়ি তৈরি করল।

উত্তর: গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকজন পরি বাড়ি করল।

২.৩ যেদিন ঝড় উঠল, সেদিন ছিল (বর্ষার রাত/শীতের রাত)। (নবাব বাহাদুর ইন্সটিটিউশন)

উত্তরঃ যেদিন ঝড় উঠল, সেদিন ছিল বর্ষার রাত।

২.৪ ঘন বনে গাছগুলো (কাছাকাছি/ছাড়াছাড়ি হয়ে) থাকে।

উত্তরঃ ঘন বনে গাছগুলো কাছাকাছি থাকে।

২.৫ (একসঙ্গে/আলাদা ভাবে) থাকলে শক্তি বাড়ে। (গিরিবালা সরকার বালিকা বিদ্যালয়)

উত্তরঃ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে।

৯। অর্থ লেখো: দেহ, গভীর, দমকা, আচমকা, দুর্ভাবনা।

উত্তর: দেহ- শরীর। গভীর- ঘন। দমকা হঠাৎ। আচমকা – আকস্মিক। দুর্ভাবনা- খারাপ ভাবনা বা চিন্তা।

১০। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো:

১০.১ নেই একা থাকতে একা।

উত্তর: একা একা থাকতে নেই।

১০.২ একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে।

উত্তর: বনের মধ্যে একসঙ্গে অনেক ঘন গাছ।

১০.৩ হাওয়া খুশির মনে তাদের সবসময়।

উত্তর: তাদের সব সময় মনে খুশির হাওয়া।

১০.৪ চলে বনে গেল গভীর কয়েকজন।

উত্তর: কয়েকজন গভীর বনে চলে গেল।

১০.৫ একসঙ্গে বাড়ে থাকলে শক্তি।

উত্তরঃ একসঙ্গে থাকলে শক্তি বাড়ে।

১২। লক্ষ করো, একশব্দের দুবার প্রয়োগ কীভাবে অনেক। বোঝাচ্ছে। এইরকম জোড়া শব্দের অর্থ তুমি লেখো:

উত্তর: বড়ো বড়ো – বৃহৎ আকারের। ফাঁকা ফাঁকা -বেশ কিছু অন্তর।

১৩। সংক্ষেপে উত্তর দাও:

১৩.১ পরিরা কোথায় থাকত? (টাকী রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়)।

উত্তর: পরিরা খোলা আকাশের নীচে গাছের ডালে ডালে থাকত।

১৩.২ তাদের কী কারণে কষ্ট হত?

উত্তা: রোদে বৃষ্টিতে শীতে পরিদের খুব কষ্ট হত।

১৩.৩ কষ্ট থেকে রেহাই পেতে তারা কী ভাবল?

উত্তর: পরিরা ভাবল এত কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য তারা এবার বাড়ি তৈরি করে থাকবে।

১৩.৪ পরিরা কোথায় যেতে চাইল?

উত্তর: পরিরা ঘন বনের মধ্যে যেতে চাইল।

১৩.৫ দুজন পরি কী বলল?

উত্তর: দুজন পরি বলল, বনের চেয়ে ফাঁকা মাঠেই তারা ভালো থাকবে।

১৩.৬ পরিরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল?

উত্তরঃ পরিরা বেশির ভাগ বাড়ি তৈরি করল ঘন বনের মধ্যে, শুধু দুজন তৈরি করল ফাঁকা মাঠের দুটো গাছে।

১৩.৭ সেখানে তাদের কীভাবে দিন কাটছিল?

উত্তর: সেখানে তাদের বেশ আনন্দেই দিন কাটছিল।

Short Question Answer

১.১ পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন?

উত্তর: বাড়িতে পরিরা ভালোভাবে থাকতে পারবে, রোদে দেহ পুড়বে না, বৃষ্টিতে ভিজে যাবে না, শীতকালের হিমেল বাতাসে কাঁপতেও হবে না।

১.২ বাড়ির তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন?

উত্তর: বাড়ি তৈরির জায়গা নিয়ে পরিদের মধ্যে ঝগড়া হলো বেশিরভাগ বলল, ঘন বনের মধ্যে যেসব গাছ সেখানে বাড়ি করলে ভালো হবে, আর দুজন বলল, ফাঁকা মাঠে যে দুটো গাছ আছে সেখানেই তো বাড়ি করলে হয়।

১.৩ তারপর তারা কী কী করল?
উত্তর: তারপর বেশির ভাগ পরি গভীর বনে গিয়ে গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করল। আর দুজন ফাঁকা মাঠের পাশাপাশি গাছে বাড়ি তৈরি করে ফেলল।

২.১ পরির দল খোলা আকাশের নীচে (গাছের ডালে ডালে/গাছের কোটরে কোটরে) থাকে।

৩। পরি, পাহাড়ি ঝড় এবং গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো: [OEQ]

উত্তর: পরি – রূপকথার গল্পের পরির কাহিনি থাকবেই। পাহাড়ি ঝড় – ভয়ংকর পাহাড়ি ঝড়ে ফাঁকা মাঠের পরিদের বাড়ি ভেঙে গেল।

গাছবাড়ি – গাছবাড়িতে পরিরা পরিবার পরিজন |

নিয়ে বেশ সুখেই দিন কাটাত।

উত্তাঃ পরির দল খোলা আকাশের নীচে গাছের ডালে ডালে থাকে।

একদল, নীচে, ভিজে, দিন, সুখ, শান্তি, গভীর, অল্প, সুন্দর, খুশি, অনেক, আলাদা আলাদা।

উত্তর: একদল – বহুদল। নীচে – উপরে। ভিজে। শুকিয়ে। দিন- রাত। সুখ – দুঃখ। শান্তি অশান্তি। গভীর- ফাঁকা। অল্প – অনেক। সুন্দর কুৎসিত। খুশি – অখুশি। অনেক আলাদা আলাদা – একসঙ্গে। – স্বল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *