Class 3 Chapter 2 Solution
আমরা চাষ করি আনন্দে
Very Short Question Answer
১.১ চাষ করার জমিকে কী বলা হয়?
উত্তর: চাষের জমিকে কৃষিজমি বলা হয়।
১.২ চাষের কাজে কী কী জিনিস না হলে চলে না? [OEQ]
উত্তরঃ চাষের কাজে বীজ, সার, মাটি খোঁড়ার যন্ত্র না হলে চলে না।
১.৩ ধান গাছ থেকে কী কী জিনিস আমরা পাই?
উত্তর: ধানগাছ থেকে আমরা ধান, ধান থেকে চাল, তুষ, খড়, পাই।
১.৪ ‘সকল ধরা হেসে ওঠে’- এখানে ‘ধরা’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘ধরা’ শব্দটির অর্থ পৃথিবী।
১.৫ ‘ধরা’ শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটা বাক্য লেখো।
উত্তর: ‘ধরা’ শব্দটির অন্য একটি অর্থ গ্রেপ্তার করা পুলিশ চোরটাকে একেবারে হাতেনাতে ধরেছে।
১.৬ ‘পুলক’ শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো।
উত্তর: সুন্দর প্রাকৃতিক শোভা দেখে সকলের মন পুলকে ভরে উঠেছে।
১.৭ ‘অঘ্রান’ মাসটির পুরো নামটি কী?
উত্তর: অঘ্রান মাসটির পুরো নাম হল অগ্রহায়ণ।
১.৮ ‘মাঠে মাঠে বেলা কাটে’।- বেলা কীভাবে কাটে?
উত্তর: মাঠে মাঠে বেলা কাটে সকাল থেকে সন্ধে।
১.৯ ‘বাতাস ওঠে ভরে ভরে’। – কীভাবে ওঠে?
উত্তর: বাতাস ভরে ওঠে চষা মাটির গন্ধে।
১.১০ ‘রেখায় রেখায় দেয় রে দেখা’- কী দেখা দেয়?
উত্তর: সবুজ প্রাণের গানের লেখা দেখা দেয় রেখায় রেখায়।
১.১১ ‘মাতে রে কোন তরুণ কবি’ – তরুণ কবি কীসে মেতে ওঠে?
উত্তর: তরুণ কবি মেতে ওঠে নৃত্য দোদুল ছন্দে।
১.১২ ‘সকল ধরা হেসে ওঠে’- ধরা কখন হেসে ওঠে?
উত্তর: ধরা হেসে ওঠে অঘ্রানের সোনার রোদে ও পূর্ণিমার চাঁদে।
Fil in the blanks
৫.১ সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো———————- ।
উত্তর: সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হল ছবি।
৫.২ অঘ্রান মাসের আগের মাসের নাম হলো————————।
উত্তর: অঘ্রান মাসের আগের মাসের নাম হলো কার্তিক মাস।
৫.৩ অঘ্রান মাসের পরের মাসের নাম হলো ——————-।
উত্তর: অঘ্রান মাসের পরের মাসের নাম হলো পৌষ মাস।
৫.৪ অঘ্রান মাস———————- ঋতুর মধ্যে পড়ে।
উত্তর: অঘ্রান মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে।
৫.৫ স———–
উত্তর: সন্ধে———— সকাল সন্ধে আমরা কাজ করি আনন্দে।
৫.৬ গ———–
উত্তর: গন্ধে – ফুলের গন্ধে ঘুম আসে না, তাই ত জেগে রই।
৫.৭ বৃ———–
উত্তর: বৃষ্টি – বর্ষাকালে বৃষ্টি না হলে চাষের ক্ষতি হয়।
৫.৮ শি———–
উত্তর: শিষে – ধানের শিষে পুলক নাচে।
৫.৯ অ————– ন
উত্তর: অঘ্রান মাসে পাকা ধান কাটা হয়।
১০. রৌ————-
উত্তর: রৌদ্র- শীতের রৌদ্র বেশ আরামদায়ক।
যাঁরা চাষ করেন তাঁদের চাষি বলে।
৬.১ তাহলে, যাঁরা কবিতা লেখেন তাঁদের বলে———– (কোনা হাই সংযুক্ত বিদ্যালয়) ।
উত্তর: তাহলে, যাঁরা কবিতা লেখেন তাঁদের বলে কবি।
৬.২ যাঁরা কাঠ দিয়ে খাট, চেয়ার-টেবিল, আলনা, দরজা-জানালা বানান তাঁদের বলে ————– ।
উত্তর: যাঁরা কাঠ দিয়ে খাট, চেয়ার-টেবিল, আলনা, দরজা-জানালা বানান তাঁদের বলে ছুতোরমিস্ত্রি।
৬.৩ যাঁরা ইটের বাড়ি বানান তাঁদের বলে ———————।
উত্তর: যাঁরা ইটের বাড়ি বানান তাঁদের বলে রাজমিস্ত্রি।
৬.৪ যাঁরা মাটির বাড়ি বানান তাঁদের বলে,—————–(কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল)
উত্তর: যাঁরা মাটির বাড়ি বানান তাঁদের বলে ঘরামি।
৬.৫ যাঁরা মাছ ধরেন তাঁদের বলে—————।
উত্তর: যাঁরা মাছ ধরেন তাঁদের বলে জেলে।
সঠিক উত্তরটি নির্বাচন করো:
১.১ আমরা চাষ করি- আনন্দে/দুঃখে/করুণায়/ বাধ্য হয়ে।
উত্তর: আনন্দে
১.২ বেলা কাটে-পাতায় পাতায়/ গাছে গাছে/মাঠে মাঠে/ প্রান্তরে প্রান্তরে।
উত্তর: মাঠে মাঠে।
১.৩ পুলক ছোটে- গমের শিষে/যবের শিষে/ধানের শিষে/সরষে গাছে।
উত্তর: ধানের শিষে।
১.৪ নৃত্য-দোদুল ছন্দে মেতে ওঠে- তরুণ কবি/তরুণ নর্তক/তরুণ গায়ক/তরুণ লেখক।
উত্তর : তরুণ কবি।
শূন্যস্থান পূরণ করো:
২.১ মাঠে মাঠে কাটে।
উত্তর: মাঠে মাঠে বেলা কাটে।
২.২ বনে পাতা নড়ে।
উত্তর: বাঁশের বনে পাতা পড়ে।
২.৩ সবুজ গানের
উত্তর: সবুজ প্রাণের গানের লেখা।
২.৪ ধানের -পুলক ছোটে।
উত্তর: ধানের শিষে পুলক ছোটে।
বিপরীত শব্দ লেখো:
আনন্দ, সকাল, তরুণ, হেসে, পূর্ণিমা।
উত্তর: আনন্দ-নিরানন্দ।
সকাল-সন্ধ্যা।
তরুণ-বৃদ্ধ।
হেসে-কেঁদে।
পূর্ণিমা-অমাবস্যা।
বর্ণবিশ্লেষণ করো:
উত্তর: আনন্দ = আ+ন্+অ+ন+দ+অ।
সন্ধে = স্+অ+ন্+ধ+ এ।
বাঁশের = ব++আ++এ+র।
ছন্দে = ছ+অ+ন্+দ+ এ।
অঘ্রান = অ + ঘ + র্ + আ + ন।
পূর্ণিমা = প্+উ+র্+ণ+ই+ম্+ আ।
বাক্য রচনা করো: আনন্দ, নৃত্য, সবুজ, গন্ধ, শিষ
উত্তর: আনন্দ: ছুটির দিনে আমি আর ভাই মিলে খুব আনন্দ করি।
নৃত্য: বর্ষাকালে ময়ূর পেখম তুলে নৃত্য করে।
সবুজ: সকালবেলা সবুজ ঘাসে শিশির দেখা যায়।
গন্ধ: গ্রীষ্মকালে পাকা আমের গন্ধ ভালো লাগে।
শিষ: হাওয়ায় ধানের শিষ দোলে।