Class 3 Chapter 20 Solution
হিংসুটি
very Short Question Answer
উত্তরঃ হিংসুটির বয়স সাত বছর।
১.৪ হিংসুটির দিদির বয়স কত?
উত্তরঃ হিংসুটির দিদির বয়স আট বছর।
১.১৫ মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন?
উত্তরঃ বিকেলবেলা মামা এসে হিংসুটিকে ডাকতে লাগলেন।
৪.২ বোধোদয়, ছেলেদের রামায়ণ, রসমুন্ডি, ইংরেজি ফার্স্টবুক।
উত্তর: রসমুন্ডি।
৪.৩ নাচতে নাচতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে, গাল ফুলিয়ে, ঠোঁট বাঁকিয়ে।
উত্তর: নাচতে নাচতে।
৪.৪ মা, মামা, দিদি, হিংসুটি।
উত্তরঃ হিংসুটি।
৪.৫ বাক্স, আলমারি, মলাট, পুতুল।
উত্তর: মলাট।
১.১ হিংসুটির বয়স- (৫/৭/৯/১১) বছর।
উত্তরঃ হিংসুটির বয়স ৭ বছর।
১.২ হিংসুটির দিদি তার চেয়ে বড়ো কত বছরের- (১/২/৩/৪)
উত্তরঃ হিংসুটির দিদি তার চেয়ে বড়ো ১ বছরের।
১.৩ হিংসুটির মামা এনেছিল- (রসগোল্লা/ ক্ষীরকদম/ রাবড়ি/মিঠাই।
উঃ হিংসুটির মামা এনেছিল মিঠাই।
১.৪ পুতুলের গায়ে ছিল যে জামা- (কালো/ সবুজ/ নীল/লাল)
উত্তরঃ পুতুলের গায়ে ছিল যে জামা লাল।
১.৫ পুতুল এনেছিল- (মামা/দাদা/কাকা/বাবা)
উত্তরঃ পুতুল এনেছিল মামা।
১.৬ মামা পুতুলটি এনেছিল- হিংসুটির/হিংসা করে/দিদির দুই বোনের/হিংসুটি মায়ের জন্য
উত্তর: মামা পুতুলটি এনেছিল হিংসুটির জন্য।
২। শূন্যস্থান পূরণ করো:
২.১ হিংসুটির বড়ো মেয়ে।
উত্তরঃ হিংসুটির দিদি বড়ো লক্ষ্মী মেয়ে।
২.২. একলা সবাইকে হিংসে করে।
উত্তরঃ হিংসুটি একলা সবাইকে হিংসে করে।
২.৩ দিদির অমন সুন্দর- কালি ঢেলে
উত্তরঃ দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল।
২.৪ এক সেখান থেকে গেল।
উত্তরঃ এক দৌড়ে, সেখান থেকে পালিয়ে গেল।
২.৫ মাথায় কালো কালো -চুল ছিল।
উত্তরঃ মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল।
৩.৪ ‘কী সুন্দর পুতুল’। – পুতুলটি কোথায় রাখা ছিল?
উত্তরঃ পুতুলটি মায়ের আলমারিতে রাখা ছিল।
Short Question Answer
১.১৬ মামা হিংসুটিকে ডেকে কী বললেন?
উত্তরঃ মামা হিংসুটিকে ডেকে বললেন যে তার জন্য একটা
সুন্দর জিনিস তিনি এনেছেন, সেটা হিংসুটি তখনও দেখেইনি।
১.১৭ হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল কেন?
উত্তর: কারণ খানিক আগেই আলমারিতে পুতুলটা দিদির জন্য আনা হয়েছে ভেবে, তাকে ভেঙে সে খান খান করে ফেলেছে। তার মামা তার জন্য ওই পুতুল এনেছেন শুনে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠল।
১.১৮ সে কাঁদো কাঁদো গলায় কী বলল?
উত্তরঃ হিংসুটি কাঁদো কাঁদো গলায় বলল যে পুতুলটার গায়ে কি লাল জামা আর লাল জুতো পরানো মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল।
১.১৯ হিংসুটির কথা শুনে মা কী বললেন?
উত্তরঃ হিংসুটির কথা শুনে মা প্রশ্ন করলেন হিংসুটি সেই পুতুলটা দেখেছে কিনা।
১.২০ হিংসুটি ভ্যাঁ করে কেঁদে একদৌড়ে পালিয়ে গেল কেন?
উত্তর: নিজের সুন্দর জিনিসটা হিংসার বশবর্তী হয়ে সে নিজের হাতে সেটাকে ভেঙে ফেলেছে এটা জানার পর গভীর আক্ষেপে আর বেদনায় হিংসুটি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে সেখান থেকে পালিয়ে গেল।
১.১ হিংসুটির নাম বলা মুশকিল কেন?
উত্তরঃ হিংসুটির নাম বলা মুশকিল। কারণ ওই নাম যদি অন্য কোনো ভালো মেয়ের হয় তা হলে সে লেখকের উপর চটে যাবে।
১.২ হিংসুটির দিদি কেমন মেয়ে?
উত্তরঃ হিংসুটির দিদি বড়ো লক্ষ্মী মেয়ে-যেমন কাজে কর্মে তেমনি লেখা পড়ায়।
১.৫ হিংসুটির দিদি কী কী পড়ে ফেলেছে?
উত্তরঃ হিংসুটির দিদি ইতিমধ্যে ‘বোধোদয়’, ‘ছেলেদের রামায়ণ,’ ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে।
১.৬ স্কুলে কে কেমন ফল করত?
উত্তরঃ স্কুলে হিংসুটির দিদি ভালো করত, প্রাইজ পেত; আর হিংসুটি খারাপ ফল করত আর বকুনি খেত।
১.৭ দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করল?
উত্তরঃ দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটে সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে গাল ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বসে রইল কারও সঙ্গে কথাই বলল না।
১.৮ হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কেন?
উত্তরঃ হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে, দিদির রসমুন্ডি তার চেয়ে বড়ো মনে করে ভ্যাঁ করে কেঁদে ফেলল।
১.৯ দিদির জন্মদিনে হিংসুটি কী করে?
উত্তরঃ দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামাকাপড় এলে হিংসুটি চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে।
১.১০ একদিন হঠাৎ হিংসুটি কী করে?
উত্তরঃ হিংসুটে একদিন হঠাৎ মায়ের আলমারি খুলে দেখল, আলমারির মধ্যে একটা সুন্দর টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে।
১.১১ হিংসুটির ভয়ানক রাগ হলো কেন?
উত্তরঃ হিংসুটি ভয়ানক রেগে গেল এই ভেবে যে তার দিদিকে মামা সুন্দর পুতুল কিনে দিয়েছে ও পুতুলটা দিদি তাকে না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রেখেছে।
১.১২ কেন হিংসুটির চোখ ফেটে জল এল?
উত্তরঃ সে ছোটো, অথচ সে ভালোভালো জিনিস পাবে না আর দিদি সব পাবে।-এই কথা মনে করে হিংসুটির চোখ ফেটে জল এসে গেল।
১.১৩ কে, কাকে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লাগল?
উত্তরঃ হিংসুটি একটা ডান্ডা দিয়ে ধাঁইধাঁই করে সুন্দর পুতুলটিকে মারতে লাগল।
১.১৪ মারার পর সে কী করল?
উত্তরঃ পুতুলটাকে ডান্ডা দিয়ে মারার পর তার হাত পা মুখ নাক ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সর মধ্যে ঠেলে রেখে দিয়ে হিংসুটি রাগে গরগর করতে করতে চলে গেল।
৫। হিংসুটির দিদিকে ‘লক্ষ্মী মেয়ে’ বলা হয়েছে কেন?
উত্তরঃ হিংসুটির দিদি কাজে কর্মে লেখাপড়ায় বেশ ভালো। সে কাউকে হিংসা করে না। অনেক পড়াশুনো করে,
তাই প্রাইজও পায়। তাই সবাই তাকে লক্ষ্মী মেয়ে বলে।।
৬। মামার দেওয়া পুতুলটা কেমন ছিল? সেটা কোথায় রাখা ছিল?
উত্তর: মামার দেওয়া পুতুলটা খুব সুন্দর ছিল। তার গায়ে ছিল লাল জামা, পায়ে লাল জুতো, রাঙা টুকটুকে পুতুল বাক্সের মধ্যে ছিল। পুতুলটির মিটমিটে চোখ, ফুটফুটে মুখ, কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়-সব মিলিয়ে পুতুলটা খুব আকর্ষণীয় ছিল।
৭। তুমি কি হিংসুটির মতো হতে চাও? কেন চাও বা চাও না, তা লেখো।
উত্তরঃ আমি কখনই হিংসুটির মতো হতে চাই না। কারণ হিংসুটি হলে কেউ ভালোবাসবে না। কোন কাজে সাফল্য আসবে না। সবচেয়ে বড়ো কথা শেষ পর্যন্ত হিংসুটি হলে নিজেরই ক্ষতি হবে বেশি।
৮। ‘হিংসে করা ভালো নয়’-এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো।
উত্তরঃ হিংসা মানুষের সবচেয়ে বড়ো শত্রু। যে হিংসা করে সে নিজে কোনোদিন সুখী হতে পারে না, বা কাউকে সুখী করতেও পারে না। তার মনে সব সময়ে অন্যের প্রতি বিদ্বেষ জন্মেই থাকে। সেইজন্য সকলে তাকে এড়িয়ে চলে। হিংসুটে মানুষ শেষ পর্যন্ত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই হিংসা করা কারোর উচিত নয়।
৩.১ ‘হিংসুটি খালি বকুনি খায়।’ – কেন?
উত্তরঃ হিংসুটির দিদি স্কুলে যায়। পড়াশুনা করে। প্রাইজ পায়। হিংসুটি অন্যকে হিংসা করে তাই বকুনি খায়।
৩.২ ‘তখন যদি তার অভিমান দেখতে।’ – কখন কার কথা বলা হয়েছে?
উত্তরঃ হিংসুটির দিদি যেবার ছবির বই প্রাইজ পেয়েছিল সেবারের কথা বলা হয়েছে।
৩.৩ তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল।’ কী বলেছিল?
উত্তর: হিংসুটি কাঁদতে কাঁদতে বলেছিল দিদির রসমুন্ডি তার চাইতেও বড়ো।
৩.৫ এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল।’- কী ভেবে, সে পুতুলটা উঠিয়ে নিয়েছিল?
উত্তরঃ হিংসুটি পুতুলটা উঠিয়ে নিয়েছিল। হিংসুটি ভেবেছিল
সে ছোটো, পুতুল তারই পাওয়া উচিত। দিদি কেন মিছিমিছি পুতুল পাবে। এটা ভেবেই সে পুতুলটা উঠিয়ে নিয়েছিল।
৩.৬ ‘কী সুন্দর পুতুল’। পুতুলটির পরিচয় দাও।
উত্তরঃ পুতুলটির ফুটফুটে মুখ। মিটমিটে চোখ। কচি কচি হাত-পা। গায়ে লাল জামা। পায়ে লাল জুতো আর মাথায় কোঁকড়ানো চুল।
৪। এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। রিলআমা; ক অর্ধে; ড়াধস; ড়ি য়ে ছি য়ে; মিদুষ্টু; নখাক্ষক খনির মাআ।
উত্তরঃ রিল আমা-আলমারি; ক অর্ধে- অর্ধেক। ড়া ধ স-ধড়াস। ড়িয়ে ছআ-আ ছড়িয়ে। মিদুষ্টু-দুষ্টুমি। নখাক্ষ কনি-খানিকক্ষণ। র মা আ-আমার।
৫। বিপরীতশব্দ লেখো: দুষ্টু, শান্ত; শেষে, শাস্তি, আদর, অর্ধেক, আদায়; উৎসাহ, খানিকক্ষণ।
উত্তরঃ দুষ্টু —শান্ত। শান্ত-দুরন্ত। শেষ-শুরু। শাস্তি-পুরস্কার। আদর-অনাদর। অর্ধেক-পূর্ণ। আদায়—অনাদায়। খানিকক্ষণ-দীর্ঘক্ষণ। উৎসাহ—নিরুৎসাহ।
৬। বর্ণ বিশ্লেষণ করো: হিংসুটে, রসমুন্ডি, আছড়িয়ে, পাঠিকা।
উত্তরঃ হিংসুটে = হ +ই+ং+স্+উ++ এ। রসমুন্ডি = র + অ + স্+অ+ম+উ+ন্+ড্+ই। আছড়িয়ে = আ + ছ +ড়+ই++এ। পাঠিকা = প্ + আ + +ই+ক্+আ।
Long Question Answer
৯। নীচের সূত্রগুলি কাজে লাগিয়ে খেলাটি খেলো: (পাঠ্যবই পৃ. ৯৪-এর শব্দ ছক ও সূত্রগুলি দ্যাখো)
উত্তর: ১. পুতুলের গায়ে ছিল টুকটুকে জামা।
২. বোধোদয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বই।
৩. বাক্সের মধ্যে শুয়েছিল রাঙাপুতুল।
৪. শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করতে লাগল।
৫. হিংসুটির বয়স ছিল সাত বছর।
৬. বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন।
৭. জিভে কামড় লাগল নাকি?
৮. ছেলেদের রামায়ণ।
৯. মলাট ছিঁড়ে, কাদায় ফেলে নষ্ট করে দিল।
১০. ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে।