WBBSE Class 3 Patabahar Chapter 26 Solution | Bengali Medium

Class 3 Chapter 26 Solution

 মা ও ছেলে

Very Short Question Answer

১.১ কুলুঙ্গিতে মা কী রেখেছিলেন?

উত্তরঃ কুলুঙ্গিতে মা সন্দেশ রেখেছিলেন।

১.২ মা কতগুলো সন্দেশ রেখেছিলেন।

উত্তরঃ মা তিনজোড়া অর্থাৎ ৬টি সন্দেশ রেখেছিলেন।

১.৩ ছেলে ক জোড়া সন্দেশ পেয়েছিল?

উত্তরঃ ছেলে একজোড়া সন্দেশ পেয়েছিল।

১.৪ ছেলে দু জোড়া সন্দেশ পেল না কেন?

উত্তরঃ কুলঙ্গিতে অন্ধকার ছিল। ছেলে তাই সবগুলো দেখতে পায়নি।

১.৫ কার বুদ্ধি বেশি? মা না ছেলের?

উত্তরঃ দুজনেরই বুদ্ধি প্রখর। কেউ কারোর চেয়ে কম যায় না। ছেলের কাছ থেকে মা সন্দেশ লুকোতে চেয়েছেন। সবটা পারেননি ছেলে সন্দেশ পেতে চেয়েছিল, আংশিক পেয়েছিল।

১.৬ কার জয় হল?

উত্তরঃ দু-জনেরই আংশিক জয় হয়েছে, আবার দুজনেরই আংশিক পরাজয় হয়েছে।

১.৭ এটি কী জাতীয় কবিতা?

উত্তরঃ এটি কৌতুক রসাশ্রিত কবিতা।