Class 3 Chapter 4 Solution
দেয়ালের ছবি
Very Short Question Answer
১.১ দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ?
উত্তরঃ দেয়ালে আঁকা ছবি আমি অজন্তা গুহায় দেখেছি।
১.২ অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত?
উত্তরঃ অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গ্রামে বাস করত।
১.৩ তখন তাদের কীভাবে দিন কাটত?
উত্তর: তখন তারা কেউ শিকার করত, কেউ বা মাঠে চাষ আবাদ করে দিন কাটাত।
৩.১ ‘তার ছিল না কোনো ভয়ডর’? কার কথা বলা। হয়েছে?
উত্তর: এখানে বনের ধারে গ্রামে বসবাসকারী শিকারির কথা বলা হয়েছে।
৩.২ ‘দুজনেই খুব খুশি’- দুজন কে, কে?
উত্তর: এখানে দু’জন বলতে শিকারি ও তার বন্ধু বাঘের কথা বলা হয়েছে।
৩.৩ ‘তার পাশেই শিকারির বাড়ি’। কীসের পাশে শিকারির বাড়ি?
উত্তর: বন পেরিয়ে ফসলের মাঠ। মাঠের পাশে ফসলের জমি। তার পাশেই শিকারির বাড়ি।
৩.৪ ‘তাতে আর আপত্তি কী’। কীসে আপত্তি না থাকার কথা বলা হয়েছে?
উত্তর: শিকারি বন্ধু বাঘকে তার বাড়িতে নিমন্ত্রণ জানালে সেখানে বাঘের যাবার আপত্তি না থাকার কথা বলা হয়েছে।
৩.৫ ‘উঠে ছবির কাছে গেল’। ছবিতে কী ছিল?
উত্তর: ছবিতে ছিল একজন শিকারি তির ধনুক হাতে দাঁড়িয়ে আছে আর মাটিতে শুয়ে আছে একটা বাঘ।
৩.৬ ‘বাঘ গোঁফের ফাঁকে মুচকি হেসে বলল’। কী বলেছিল?
উত্তর: বাঘ গোঁফের ফাঁকে মুচকি হেসে বলেছিল ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হত।
Short Question Answer
১৫.১ গল্পের শিকারিটি কীভাবে তার দিন কাটাত?
উত্তরঃ গল্পের শিকারিটি সারাদিন বনে বনে ঘুরে বেড়াত। পাখি | শিকার করে রান্না করে বনেই খেয়ে নেয়। বনের ফলমূলও সে খেত। বড়ো আনন্দে তার দিন কাটত।
১৫.২ বনে শিকারির প্রিয় বন্ধুটি কে? তাকে সে একদিন কী প্রস্তাব দিল?
উত্তর: বনে শিকারির প্রিয় বন্ধু হয়ে গেল একটা বাঘ। শিকারি একদিন তার বন্ধুকে প্রস্তাব দিল তাদের বাড়ি যাওয়ার।
১৫.৩ উত্তরে তার বন্ধু তাকে কী বলল?
উত্তর: শিকারির প্রস্তাবের উত্তরে বাঘটি সানন্দে বলল সে আর এমন কী কথা। বন্ধুর বাড়িতে তো যাওয়াই যায়। সে সঙ্গে সঙ্গে যাওয়ার কথা বলল।
১৫.৪ গল্পে শিকারির বাড়িটি কোথায়? (সদর গভ: হাইস্কুল (কোচবিহার))
উত্তর: গল্পের শিকারিটির বাড়ি বনের ধারে একটা গ্রামে। ১৫.৫ তার ঘরবাড়ির চেহারা কেমন?
১৫.৬ শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কীভাবে করেছিল?
উত্তর: শিকারি তার বাড়িতে তার বন্ধুকে লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে যত্ন করে খাওয়াল।
১৫.৭ বাঘ হঠাৎ দেয়ালে কীসের ছবি দেখল?
উত্তর: বাঘ হঠাৎ শিকারির ঘরের দেয়ালে হাতে আঁকা একটা ছবি দেখতে পেল। ছবিটায় দেখল, একজন শিকারি দাঁড়িয়ে আছে। তার হাতে তির-ধনুক। আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ।
১৫.৮ শিকারির মজা পাওয়ার কারণ কী?
উত্তর: বাঘটি যেভাবে ছবিটার দিকে তাকিয়ে আছে তা দেখে শিকারির খুব মজা হল। তার মনে হল যেন বিরাট কোন কাজ করে ফেলেছে। বাঘকেই বাঘ শিকারের ছবি দেখানো হচ্ছে। এই ব্যাপারটা খুব মজার।
১৫.৯ নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারি কোন কথা বাঘকে বলল?
উত্তর: শিকারি নিজের ঠাকুরদা সম্পর্কে বাঘকে বলল যে তার ঠাকুরদা ছিলেন মস্ত শিকারি। তিনি বাঘ, নেকড়ে কাউকে ভয় পেতেন না। বাঘকে মেরে ছবিতে দেখা যাচ্ছে কেমন পায়ের তলায় রেখে দিয়েছেন।
১৫.১০ সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখাল না কেন?
উত্তরঃ বাঘকে মেরে পায়ের তলায় শিকারির ঠাকুরদা রেখে দিয়েছেন-আঁকা এই ছবি দেখে বাঘটি কোনো আগ্রহ দেখাল না। সে মনে মনে ভাবল ও রকম হত্যা করা বাঘকে নিয়ে ছবি একমাত্র মানুষই আঁকে। এর মধ্যে কোনো বীরত্ব নেই।
১৫.১১ বাঘের কোন কথা শুনে শিকারি অবাক হয়েছিল? (দমদম মতিঝিল গার্লস হাইস্কুল)
উত্তর: বাঘটি আঁকা ছবিটি দেখে শিকারিকে প্রশ্ন করেছিল, ছবিটা কোনো মানুষের আঁকা কিনা। বাঘের এই প্রশ্ন শুনে শিকারি অবাক হয়েছিল।
১৫.১২ দেয়ালের ছবিটির বিষয় কী ছিল? ছবিটি কোনো বাঘ আঁকলে, সেটির বিষয় কী হতো?
উত্তর: দেয়ালে আঁকা ছবিটি ছিল, একজন শিকারি দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তির-ধনুক আর মাটিতে শুয়ে রয়েছ ফার্স্ট চয়েস অভিনব হাত্রবন্ধু একটা মৃত বাঘ। কোনো বাঘ এই ছবি আঁকলে চিত্র আলাদা হত। বাঘ শুয়ে থাকবে আর শিকারি তির ধনুক নিয়ে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকবে-বাঘের দৃষ্টিতে এ রকম দৃশ্য হতেই পারে না। বাঘ অবশ্যই তির-ধনুকধারী শিকারির ঘাড়ে লাফিয়ে পড়ত।
এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো:
উত্তরঃ মবসয়স- সবসময়।
নকনেদিঅ- অনেকদিন।
লদেয়া- দেয়াল।
রঅমকন্য一 অন্য রকম।
মমছাছি- ছিমছাম।
শূন্যস্থান পূরণ করো:
৩.১ সে ছিল বড়ো দিন।
উত্তরঃ সে ছিল বড়ো সুখের দিন।
৩.২ এমনি করে একদিন এক, সঙ্গে তার দেখা হল।
উত্তর: এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হল।
৩.৩ বাঘ বলল, এ আর. কী।
উত্তর: বাঘ বলল, এ আর এমন কী।
৩.৪ বলল, আমার. -, মস্ত শিকারি ছিলেন।
উত্তর: বলল, আমার ঠাকুরদা, মস্ত শিকারি ছিলেন।
৩.৫ আমার. -তিনি, মানুষ ছাড়া আর কী হবেন?
উত্তরঃ আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কী হবেন?
ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো:
৪.১ দেয়ালের ছবিটা এঁকেছিল (শিকারি/শিকারির বাবা/শিকারির ঠাকুরদা/বাঘ)।
উত্তরঃ দেয়ালের ছবিটা এঁকেছিল শিকারির বাবা।
৪.২ অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল (ঘন বন/মরুভূমি/বড়ো বড়ো পাহাড়/বিশাল সমুদ্দুর)।
উত্তর: অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন।
৪.৩ বনের পশুপাখিরা শিকারিকে (ভালোবাসত/ঘৃণা করত/ভয় পেত/উপহাস করত)।
উত্তরঃ বনের পশুপাখিরা শিকারিকে ভয় পেত।
৪.৪ গল্পের বাঘটি ভালো (গান গাইত/গল্প বলত/ছবি আঁকত/কথা বলত)।
উত্তর: গল্পের বাঘটি ভালো কথা বলত।
৪.৫ শিকারি বাঘকে খেতে দিয়েছিল (গরম দুধ/মাংস/ঠান্ডা জল/চা)।
উত্তর: শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল।
বাক্য রচনা করো: চাষ, মেঝে, আঁকা, বিরাট, দেওয়াল।
উত্তর: চাষ-বর্ষা শুরুহলেই চাষিরা মাঠে চাষ করতে নেমে পড়ে।
মেঝে – ঘরে ঢুকে বাঘটি ঘরের মেঝেতে বসে পড়ল।
আঁকা – বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি অনেক বাড়ির • দেয়ালের শোভা বর্ধন করে।
বিরাট – সুন্দর বনের বিরাট জঙ্গলে মস্ত বাঘেরা বাস করে।
দেয়াল – আমার বাড়ির দেয়ালের রংটা বেশ সুন্দর হয়েছে।
বাক্য বাড়াও:
১৩.১ শিকারি জল এনে দিল। (কোথা থেকে, কেমন জল?)
উত্তর: শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল।
১৩.২ দুজনে রওনা দিল। (কোথায়?)
উত্তর: দুজনে বনের পথে শিকারির কুটিরের পানে রওনা দিল।
১৩.৩ সকালে বেরিয়ে যায়। (কোথা থেকে?)
উত্তর: সকালে শিকারি গাঁয়ের ঘর থেকে বেরিয়ে যায়।
১৩.৪ বাঘ হাসল। (কেমন করে?)
উত্তরঃ বাঘ মুচকি হাসল।
১৩.৫ দুজনেই বন্ধু হয়ে গেল। (কেমন বন্ধু?)
উত্তর: দুজনেই খুব বন্ধু হয়ে গেল।
সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১.১ সেইকালে বনের ধারে গাঁয়ে থাকত এক- (চোর/ ডাকাত/শিকারি/ব্যাধ)
উত্তর: সেইকালে বনের ধারে গাঁয়ে থাকত এক শিকারি।
১.২ শিকারির জল ছিল যেটাতে (লোটা/বালতি/ গামলা/গ্লাসে)।
উত্তর: শিকারির জল ছিল লোটাতে।
১.৩ শিকারি জল আনতে গিয়েছিল- নদীতে/ঝরনাতে/ পুকুরে/কুয়োতে
উত্তর: শিকারি জল আনতে গিয়েছিল পুকুরে।
৪. ‘ব্যস্ত’ শব্দে ‘স্ত’ একটি যুক্ত ব্যঞ্জন। এরকম ‘স্ত’ যুক্ত ব্যঞ্জনওয়ালা কয়েকটি শব্দ লেখো।
উত্তর: মস্ত, হস্ত, সস্তা, বস্তা।৩.৭ ‘তিনি খুব মস্ত শিকারি ছিলেন।’ কার কথা বলা হয়েছে? তিনি কী ছিলেন?
উত্তর:এখানে শিকারির বাবার কথা বলা হয়েছে। তিনি বড়ো শিকারি ছিলেন এবং ছিলেন খুব ভালো আঁকিয়ে।
বর্ণ বিশ্লেষণ করো: অনেকক্ষণ, পরিষ্কার, কথাবার্তা, অন্যরকম, নেকড়ে।
উত্তরঃ অনেকক্ষণ = অ+ন্+++++অ++অ। পরিষ্কার = প্+অ+র্+ই++ক্+আ+র্। কথাবার্তা = ক্+অ++আ+ব্+আ+র্+ত্+আ। অন্যরকম = অ+ন্+য+অর্+অ+ক্+ম্। নেকড়ে = ন্+এ+ ক +ড়+এ।
অর্থ লেখো: আঁধার, আপত্তি, দাওয়া, লোটা, ডাগর।
উত্তর: আঁধার – অন্ধকার। আপত্তি – ভিন্নমত। দাওয়া – দালান। লোটা- ঘটি। ডাগর বড়ো চোখ।
সমার্থক শব্দ লেখো: বিশাল, বাঘ, মজা, ছবি, বাবা, জল, বন্ধু।
উত্তর: বিশাল – মস্ত বড়ো। বাঘ কৌতুক। ছবি – চিত্র। বাবা সলিল। বন্ধু – সখা। শার্দুল। মজা পিতা। জল
বিপরীতার্থক শব্দ লেখো: অনেক, দিন, ঘন, সুখ, ঠান্ডা, মস্ত।
উত্তর: অনেক – অল্প। দিন- রাত। ঘন পাতলা। সুখ – দুঃখ। ঠান্ডা – গরম। মস্ত – ক্ষুদ্র।
সমার্থক শব্দ লেখো: চোখ, ঘর, বন্ধু, জল, দেয়াল, মাটি
উত্তর: চোখ চক্ষু, লোচন, আঁখি, অপাঙ্গ।
ঘর গৃহ, আলয়, আবাস, ভবন।
বন্ধু – সখা, মিত্র।
জল বারি, পানি, সলিল, নীর।
দেয়াল – প্রাচীর, প্রাকার।
মাটি – মৃত্তিকা, মেদিনী, ভূমি, ডু।
শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও :
উত্তরঃ গাঁ – গ্রাম।
তির বাণ।
গা- দেহ।
তীর – নদীর পার।
বাড়ি ঘর।
হতো- ঘটত।
বারি – জল।
হত নিহত।
জিভ – মুখের অঙ্গ।
জীব – প্রাণী।
Fil in the blanks
২.১ কোথায় হারিয়ে গেল সে সব———— দিন।
উত্তর: কোথায় হারিয়ে গেল সে সব সুখের দিন।
২.২ মাঠের পাশে———— জমি।
উত্তর: মাঠের পাশে ফসলের জমি।
২.৩ ————দিকে চোখে চেয়ে রইল।
উত্তর: বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল।
২.৪ খুব ভালো.————- পারতেন।
উত্তর: খুব ভালো আঁকতে পারতেন।
২.৫ বাঘ————– ফাঁকে হেসে বলল ।
উত্তর: বাঘ গোঁফের ফাঁকে মুচকি হেসে বলল।