Class 3 Chapter 5 Solution
সারাদিন
Very Short Question Answer
১. খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছ তুমি? [OEQ]
উত্তর: খাতা ছাড়া দেয়ালে, পাথরে, কলাপাতায়, তালপাতায় মানুষকে লিখতে দেখা যায়।
২. লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কী কী করেছ? [OEQ]
উত্তর: লেখালেখি ছাড়া খাতায় ছবি আঁকা, কাটাকুটি খেলা, খাতার পাতা দিয়ে নৌকো তৈরি করে জলে ভাসান-এই সব করতে আমার বেশি ভালো লাগে।
৩. খাতার পৃষ্ঠা দিয়ে কী কী খেলা ছোটোরা খেলতে পারে? [OEQ]
উত্তর: খাতার পৃষ্ঠা দিয়ে ছোটোরা পাখি তৈরি, নৌকা তৈরি, নানারকমের কাগজের খেলনা তৈরি প্রভৃতি করতে খুব ভালোবাসে।
৪. ছবি আঁকার খাতা আর লেখার খাতার তফাত কোথায়? [OEQ]
উত্তর: ছবি আঁকার খাতা একটু বড়ো আকারের হয়। আর লেখার খাতা হয় অপেক্ষাকৃত ছোটো। ছবি আঁকার খাতা পুরোপুরি সাদা অথবা লাইন টানা হয়ে থাকে। ছবি আঁকার খাতার পাতা একটু মোটা হয়, আর লেখার খাতার পাতা হয় একটু পাতলা।
৫. ছবি আঁকতে সাধারণত কোন্ কোন্ জিনিস কাজে লাগে?
উত্তর: ছবি আঁকার জন্য রং, তুলি এবং বিশেষ পেনসিল লাগে।
৬. তুমি সে সব ছবি আঁকো, সেগুলো মূলত কী নিয়ে আঁকা? [OEQ]
উত্তর: আমার আকাঁর ছবি মূলত জীবজন্তু, পশুপাখি, গ্রাম্যচিত্র, নদী, মাঠ, গাছপালা এবং মানুষ, বাড়িঘর ইত্যাদি।
৭. এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর। কীভাবে প্রকাশ করা যায়? [OEQ]
উত্তর: এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া ছড়া, কবিতায় প্রকাশ করা যায়।
৮. ‘সারাদিন ভালোলাগে’- সারাদিন কী ভালো লাগে?
উত্তর: সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে।
৯.মন যেতে চায় না’ – মন কোথা থেকে যেতে চায় না?
উত্তর: মন খাতা ছেড়ে যেতে চায় না।
১০. ‘হিজিবিজি ভাবনারা/মনে আসে যখনই’- তখন কী হয়?
উত্তর: হিজিবিজি ভাবনারা যখন মনে আসে তখন তারা ছবি হয়ে খাতাটায় বয়ে যায়।
১১. ‘কেন আঁকি এইসব’- ‘এইসব’ গুলি কী কী?
উত্তর: এই সব বলতে হাতি, ঘোড়া, গাছ পাখির কথা বোঝানো হয়েছে।
Short Question Answer
১. ‘সারাদিন’ কবিতার অনুসরণে লেখো কবির সারাটি দিন কীভাবে কাটে।
উত্তর: ‘সারাদিন’ কবিতায় কবির সারাদিন ধরে ছবি আঁকতে ভালো লাগে। কবি খাতার পাতায় তাঁর মনের ভাবনাগুলো ছবির মাধ্যমে ধরে রাখতে চান। হিজিবিজি যা সব ভাবনা মনে জেগে ওঠে সেগুলো সব কবি সারাদিন বসে বসে খাতার পাতায় ছবি আঁকেন। হাতি ঘোড়া গাছ পাখি – আরও কত কি কবি এঁকেই চলেন। কিন্তু সারাদিন অজস্র ছবি এঁকে খাতার পাতা ভরিয়ে তুললেও কবির মন ভরে না। এই ছবির খাতা থেকে তাঁর মনও অন্য জায়গায় যেতে চায় না। কবির সারাটা দিন তাই ভাবনায় আর ছবি আঁকায় কেটে যায়।
ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
৩.১ সারাদিন ছবি আঁকতে কবির (ভালো লাগে/ভালো লাগে না/বিরক্ত লাগে)।
উত্তর: সারা দিন ছবি আঁকতে কবির ভালো লাগে।
৩.২ কবির আঁকার বিষয় (নানা রকম/একরকম/কয়েক রকম)।
উত্তর: কবির আঁকার বিষয় নানা রকম।
৩.৩ কবির সব ভাবনাই (হিসেবে/ বেহিসেবি/নজরকাড়া)।
উত্তর: কবির সব ভাবনাই বেহিসেবি।
৩.৪ কবির চিন্তা ভাবনা বুঝতে গেলে তাঁর (কথা শুনতে হবে/কবিতা পড়তে হবে/খাতা দেখতে হবে)।
উত্তর: কবির চিন্তা ভাবনা বুঝতে গেলে তাঁর খাতা দেখতে হবে।
৩.৫ কবি তাঁর খাতাটিকে ছেড়ে (থাকতে চান/থাকতে চান না/দূরে কোথাও চলে যেতে চান)।
উত্তর: কবি তাঁর খাতাটিকে ছেড়ে থাকতে চান না।
বর্ণবিশ্লেষণ করো: খাতা, আঁকি, আঁকতে ভাবনারা।
উত্তর: খাতা = খ+আ+ত্+আ। আঁকি = আ + + ক্+ই। আঁকতে = আ + + ক্+অ++এ। ভাবনারা = ভ্ + আ +ব্+অ+ন্+আ+র্+আ।
শব্দযুগলের অর্থপার্থক্য দেখাও :
মন আসা
মণ আশা
উত্তর: মন অন্তর।
মণ – চল্লিশ সের।
আসা- পৌঁছোনো।
আশা – আকাঙ্ক্ষা, বাসনা।
‘রয়ে’ ও ‘ভরে’ শব্দ দুটির অন্য রূপ লেখো।
উত্তর: রয়ে- রহিয়া। ভরে ভরিয়া।
১৪.১ ‘চায়’ শব্দটিকে ‘তাকানো’ ও ‘চাওয়া’ এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। [OEQ]
উত্তর: চায় তাকানো – মাছরাঙা পাখি পুকুরের জলের পানে একদৃষ্টে চেয়ে থাকে। তখন থেকে লোকটি গৃহস্থের চায় চাওয়া কাছে একগ্লাস জল চায়।
‘পাতা’ শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। [OEQ]
উত্তর: পাতা – গাছের পাতায় বাতাস লেগে মর্মরধ্বনি ওঠে। (পত্র)
পাতা – ঘরের মেঝেতে মাদুর পাতা হয়েছে। (বিছানো)
বাক্য রচনা করো: সারাদিন, খাতা, হিজিবিজি, ছবি, মন। [OEQ]
উত্তর: সারাদিন – সারাদিন কারোর বই পড়তে ভালো লাগে না।
খাতা – অনুষ্কার ছবি আঁকার খাতাটা হারিয়ে গেছে বলে সে খুব কাঁদছে।
হিজিবিজি – সাদা পাতায় হিজিবিজি কাটলেই ছবি আঁকা হয় না।
ছবি দেয়ালের গায়ে একটা মস্ত বাঘের ছবি আঁকা আছে।
মন- মা বকেছেন বলে খুকুর মনটা আজ খুব খারাপ।
বাক্য বাড়াও:
১৬.১ আমি আঁকি। (কী আঁকো?)
উত্তর: আমি খাতার পাতায় ছবি আঁকি।
১৬.২ খাতাটায় রয়ে যায়। (কী, কীভাবে?)
(মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়)
উত্তর: ছবি হয়ে হিজিবিজি ভাবনাগুলো খাতাটায় রয়ে যায়।
১৬.৩ ভালো লাগে নানা ছবি আঁকতে। (কখন?)
উত্তর: সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে।
১৬.৪ আমি জানি অত কি? (কী জানো না?)
উত্তর: কেন আমি এইসব ছবি আঁকি আমি জানি অত কি?
১৬.৫ মন যেতে চায় না। (কী ছেড়ে?)
উত্তর: আসলে এই খাতা ছেড়ে মন যেতে চায় না।
বিপরীত শব্দ লেখো:
হিজিবিজি, নানা, যেতে, ভরে
উত্তর: হিজিবিজি-ঠিকঠাক; নানা-একক; যেতে- আসতে; ভরে-খালি হয়।
প্রতিশব্দ লেখো:
দিন, হাতি, ঘোড়া, গাছ, পাখি, মন [OEQ]
উত্তর: দিন- অহ, দিবস, দিবা।
হাতি – করি, হস্তি, মাতঙ্গ।
ঘোড়া – হয়, অশ্ব, তুরঙ্গ।
গাছ – বৃক্ষ, পাদপ, তরু।
পাখি – বিহঙ্গ, পক্ষী, খেচর।
মন – চিত্ত, অন্তর।
Fil in the blanks
৪.১ ভালো লাগে———– । না না————— আঁকতে ।
উত্তর: সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে।
৪.২ —————-ভাবনারা যখনই। মনে————- যখনই
উত্তর: হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই।
৪.৩ ————— ,————– গাছ পাখি কত কী।আঁকি—————- কত কী
উত্তর: হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কী,
৪.৪ এতসব———– তবু মন ————-যায় না।
উত্তর: এতসব আঁকি তবু মন ভরে যায় না।
৪.৫ আসলে এ———— ছেড়ে————– যেতে চায় না।
উত্তর: আসলে এ খাতা ছেড়ে মন যেতে চায় না।