WBBSE Class 3 Patabahar Chapter 8 Solution| Bengali Medium

Class 3 Chapter 8 Solution

সোনা

Short Question Answer

১. সোনা কে? তার বাবা-মা কেন বাড়িতে বেড়া দিয়েছেন?

 উত্তর: সোনা এক গাঁয়ের এক চাষির মেয়ে। তার বাবা মা বেড়া দিয়েছেন, যাতে সোনা হামাগুড়ি দিয়ে উঠোনের বাইরে চলে না যায়।

২. নদীমা কীভাবে সোনার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন?

 উত্তর: নদীমা সোনার সারা গায়ে স্নানের সময় সোনার গুঁড়ো লাগিয়ে দিয়ে তার সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন।

৩. চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল?

 উত্তর: একদিন যখন চাষি গেছে খেতে, মা রান্নাঘরে ব্যস্ত, সোনা উঠোনে একা- এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল।

৪. কেন গ্রামটির নাম হল ‘সোনারগাঁ’?

 উত্তর: নদীর ভেতর সোনা খোঁজার জন্য যন্ত্রপাতি নিয়ে সরকারি লোকজন এসে গেল। সেই থেকে সোনার গাঁয়ের নাম হয়ে গেল সোনারগাঁ।

৫. সরকারের লোকেরা কী কাজ করবে বলে সোনাদের গ্রামে এসেছিল?

 উত্তর: সরকারের লোকেরা বড়ো বড়ো গাড়ি যন্ত্রপাতি নিয়ে সোনাদের গাঁয়ে এসেছিল নদী থেকে সোনা খোঁজার কাজে। 

৬. কে সোনার নাম রেখেছিল নদীমাতৃকা? এই নামের অর্থ কী?

 উত্তর: সোনার স্কুলের সংস্কৃতের দিদিমণি সোনার নাম। রেখেছিল নদীমাতৃকা। নদীমাতৃকা নামের অর্থ হল নদীই মাযার।

৭. কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত?

 উত্তর: কেউ নদীর জল নোংরা করলে সোনা রেগে যেত এবং। বাঘিনির মতো ছুটে এসে তাকে প্রহার করত।

৮.নদী আমাদের কী কী উপকার করে?

 উত্তর: নদী আমাদের নানাভাবে উপকার করে। নদী যেন সত্যিকারের মা। এছাড়া কলকারখানার কাজ, পরিবহণেও নদীর ব্যবহার হয়। নদী জল দিয়ে তার পাড়কে সুজলা সুফলা করে তোলে।

৯. এই গল্পে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো: যেখানে ‘সোনা’ শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। [OEQ]

উত্তর: (১) সোনা একটু বড়ো হয়েছে- এখানে ‘সোনা’ একটি মেয়ের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে।

(২) সোনার যা দাম এখানে ‘সোনা’ একপ্রকার দামি ধাতুর নাম।

(৩) সোনায় রোদ লেগে ঠিকরোয় এখানে ‘সোনা অলংকার অর্থে ব্যবহৃত।

১০. ভারতবর্ষ ‘নদীমাতৃক’ দেশ। এখানে অনেক নদী আছে। নদীকে মায়ের মতো কেন বলা হয়?

 উত্তর: ভারতবর্ষ নদীমাতৃক দেশ। গঙ্গা যমুনা সিন্ধু ব্রহ্মপুত্র প্রভৃতি বিশাল বিশাল নদী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রবাহিত হয়ে চলেছে। সমস্ত দেশটাকে অজস্র নদনদী

সুজলা সুফলা করে রেখেছে। নদী আমাদের মায়ের মতো। মা যেমন তার সন্তানকে অতি যত্ন সহকারে পালন করেন, নদীও সেই রকম তার জল দিয়ে তার দুপাড়ের মানুষজনকে লালন করেন, ভূমিকে সুফলা করে তোলে। সেইজন্য নদীকে আমাদের মা বলা যায়।

১১. ‘মায়ে বাপে বেড়া দিয়েছে’-মা-বাবা কেন বেড়া দিয়েছিল?

 উত্তর: ছোট্ট সোনা হামাগুড়ি দেয়। তাই বাড়ির বাইরে যেন বেরিয়ে না যায় সেজন্য তার বাবা মা বেড়া দিয়েছিল।

১২. ‘ভালো করে নিরীক্ষণ করে চাষি বলল-‘ চাষি কী বলেছিল?

 উত্তর: ভালো করে নিরীক্ষণ করে চাষি বলেছিল তার মেয়ের

গায়ে লেগে থাকা চকচকে পদার্থ হল সোনা।

১৩. ‘গাঁয়ের লোকহাঁপ ছেড়ে বাঁচল’- কখন গ্রামের লোক হাঁপ ছেড়ে বেঁচেছিল?

উত্তর: সরকারের লোক নদীতে সোনা খুব কম খুঁজে পেয়েছিল। তাই তারা সেখান থেকে চলে যায়। আর তাতেই গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচে।

১৪. ‘বাঘিনির মতো ছুটে আসে’-কে, কেন ছুটে আসে?

উত্তর: নদীকে নোংরা করতে দেখলে সোনা বাঘিনির মতো ছুটে আসে।

১৫. ‘তুই যেন জলের মাছ।’- কাকে বলা হয়েছে?

উত্তর: এখানে সোনার কথা বলা হয়েছে।

১৬. ‘সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগল।’-মা, কোনটি ধরে পাগলের মতো বাজাতে লাগল?

 উত্তর: চাষি কখন কী হয় ভেবে ঘরে একটা ঘণ্টা বেঁধেছিলেন। চোর যখন সোনাকে চুরি করে নিয়ে চলে যায় তখন সোনার মা সবাইকে জানানোর জন্য সেই ঘণ্টাটি ধরে পাগলের মতো বাজাতে থাকে।

১৭. ‘মিথ্যে কথা’-বক্তা কে? কখন একথা বলা হয়েছিল? সত্যি কথাটি কী?

উত্তর: এখানে বক্তা হল গ্রামের লোক।

চোর সোনাকে বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে যায়। সরকারের লোক তাকে পথে দেখে আটক করে। চোর সোনাকে নিজের মেয়ে বলে পরিচয় দিলে গ্রামের লোক তখন আলোচ্য মন্তব্যটি করে।

সত্য কথাটি হল সোনা গ্রামের একজন চাষির মেয়ে।

Fil in the blanks

১. চাষির ঘর আলো করে উঠোনে————- দেয়।

উত্তর: চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়।

২. গায়ের ————–রোদ লেগে ঠিকরোয়।

 উত্তর: গায়ের সোনায় রোদ লেগে ঠিকরোয়।

৩. তুই মেয়ের হাতে —————– দিতে চাইছিলি।

 উত্তর: তুই মেয়ের হাতে কাঁকন দিতে চাইছিলি।

৪. সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন——————-। (হিন্দুস্কুল) ।

 উত্তর: সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা।

৫. আপনার মেয়ের কথা শুনে—————— এসেছি।
উত্তর: আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি।।

৬. ———– মেয়ে সোনা।

উত্তর: চাষির মেয়ে সোনা।

৭.মা———– দেখে। খাবার জন্যে—————- এসে দেখে ।

 উত্তর: মা দুধ খাবার জন্যে ডাকতে এসে দেখে।

৮. লোকেরা নদীর জলে পেল বটে।

উত্তর: সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে।

৯. মন ভুলে————–. করে বইতে লাগলেন। আঁচল ছাপিয়ে————-

উত্তর: মন ভুলে স্রোতের আঁচল ছাপিয়ে কুলুকুলু করে বইতে লাগলেন।

১০. নদী মা.———— ঢেউ দুলিয়ে হাসেন।

উত্তর: নদী মা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন।

১২.আমাদের ওখানে এই নদীই যেন,————-
 উত্তর: আমাদের ওখানে এই নদীই যেন নদীমা।