Class 4 Chapter 12 Solution
সত্য়ি চাওয়া
Very Short Quetion Answer
১. সত্যি চাইলে ঘাসের রং কেমন হবে?
উত্তর: সত্যি চাইলে ঘাসের রং হবে সবুজ।
২. জল কখন আরও মিষ্টি হবে?
উত্তর: মানুষ আন্তরিকভাবে চাইলে জল মিষ্টি হবে।
৩. সত্যি করে চাইলে ফল কেমন হবে?
উত্তর: সত্যি করে চাইলে ফল আরও মিষ্টি হবে।
৪. সত্যি করে চাইলে কী হবে?
উত্তর: মানুষ সত্যি করে চাইলে অর্থাৎ আন্তরিকভাবে চাইলে প্রকৃতি সুস্থ ও স্বাভাবিক হবে।
Grammar
১. বিপরীত অর্থ লেখো:
সত্যি, মিষ্টি, স্বাদ, ভরে।
উত্তর: সত্যি – মিথ্যা। মিষ্টি – তেতো। স্বাদ – বিস্বাদ। ভরে – খালি হয়।
২. বাক্য রচনা করো :
সত্যি, সবুজ, স্বাদ, গান, উত্তর: সত্যি: জীবনে সবসময় সত্যি কথা বলা উচিত।
সবুজ : আমাদের গ্রাম সবুজ গাছপালায় ঘেরা।
স্বাদ: আমরা জিভের সাহায্যে স্বাদগ্রহণ করি।
গান: মেয়েটি খুব সুন্দর গান গাইল।