Class 4 Chapter 14 Solution
দক্ষিণ মেরু অভিযান
Very Short Quetion Answer
১. দক্ষিণমেরু অভিযান রচনাংশটি লেখকের কোন্ বই থেকে নেওয়া?
উ: ‘দক্ষিণ মেরু অভিযান’ রচনাংশটি ‘নতুন যুগের মানুষ’ বই থেকে নেওয়া।
২. তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম লেখো।
উ: তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম-‘দুর্গম পথে’, ‘বন্ধুর চিঠি’।
৩. এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের হয়েছিল।
উ: এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার ইভানস ও লাসলি স্কটের সঙ্গী হয়েছিল।
৪. স্কট আর কত মাইল দূরত্ব অতিক ম করতে পারলেই দক্ষিণমেরুতে প্রথম পৌঁছাতে পারতেন?
উ: স্কট আর ৪৬৩ মাইল অতিক্রম করতে পারলেই দক্ষিণমেরুতে প্রথম পৌঁছাতে পারতেন।
৫. ১৯০৮ সালে কে দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন?
উ: ১৯০৮ সালে স্যার আর্নেস্ট স্যাকলটন দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন।
৬. স্যাকলটন আর কত দূর যেতে পারলেই দক্ষিণমেরু পৌঁছাতে পারতেন?
উ: স্যাকলটন আর ৯৭ মাইল পৌঁছাতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছাতে পারতেন।
৭. স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন?
উ: স্কট অভিযান ১৯৮০ সালের জুন মাসে শুরু করেন।
Short Quetion Answer
১. ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন?
উ: স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। সে কারণেই ছেলেবেলা থেকেই সমুদ্রের প্রতি স্কটের আগ্রহ তৈরি হয়েছিল।
২. স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণমেরু আবিষ্কারের অভিযান প্রচেষ্টার কথা লেখো।
উ: স্কট ছাড়া স্যার আর্নেস্ট স্যাকলটন ১৯০৮ সালে দক্ষিণমেরু যাত্রা করেন। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থেকে মাত্র ৯৭ মাইল ফিরে আসেন।
৩. অভিযান-আবিষ্কারের কাহিনি আমাদের ভালো লাগে কেন?
উ: আমাদের সবার মনের আকাঙ্ক্ষাই হল অজানাকে জানা ও অচেনাকে চেনা। আর অভিযান আবিষ্কারের কাহিনি এসব নিয়ে হয় বলেই আমাদের ভালো লাগে।
৪. দক্ষিণমেরু পৌঁছোনোর পরও ক্যাপটেন স্কট কেন খুশি হতে পারেননি? সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো।
উ: দক্ষিণ মেরু পৌঁছে স্কট দেখতে পান তাঁর আগেই নরওয়ের আমুন্ডসেন সেখানে পৌঁছে তাদের দেশের পতাকা পুঁতে দিয়ে গেছে। প্রথম আবিষ্কারক হিসেবে কৃতিত্ব তার ভাগ্যে জোটেনি জেনে সে হতাশ হয়ে পড়ে। ফেরার পথে স্কট ও তাঁর সঙ্গীরা ভয়াবহ বিপদের সম্মুখীন হন। পথের দিশা তুষার ঝড়ে হারিয়ে যায়। ক্যাপটেন ও তাঁর সঙ্গীরা ক্রমশ অবসন্ন হয়ে পড়েন। একে একে সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
Fill In The Blanks
১. স্কট ——– সালে জন্মগ্রহণ করেন।
উ: স্কট ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
২. ছেলেবেলা থেকে স্কট——- থাকেন।
উ: ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন।
৩. প্রত্যেক তাঁবুর উপর একটা করে ——- হল।
উ: প্রত্যেক তাঁবুর উপর একটা করেপতাকা গুঁজে রাখা হল।
৪. ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট —– যাত্রা করলেন।
উ: ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণমেরুর পথে আবার যাত্রা করলেন।
৫. ক্যাপটেন স্কট এর মৃতদেহের সঙ্গে তার ——– পাওয়া যায়।
উ: ক্যাপটেন স্কট এর মৃতদেহের সঙ্গে তার ডায়ারি পাওয়া যায়।
Grammar
১. বাক্যরচনা করো:
স্লেজ, আবিষ্কার, গৌরব, ব্যর্থ, সমুদ্রযাত্রা।
উ: স্লেজ: মেরু অঞ্চলে স্লেজ গাড়ি দেখা যায়।
আবিষ্কার: প্রয়োজনের তাগিদেই মানুষও নানা জিনিস আবিষ্কার করেছে।
গৌরব: রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির গৌরব।
ব্যর্থ: জীবন ব্যর্থ হলে ভেঙে পড়া চলবে না।
সমুদ্রযাত্রা: প্রাচীনকালে বণিকেরা প্রায়ই সমুদ্রযাত্রা করত।
২. বর্ণ বিশ্লেষণ করো:
পৃথিবী, সামুদ্রিক, আবিষ্কার, তীব্রতর, অব্যবহিত, পূর্বক্ষণ।
উঃ পৃথিবী = প্ + ঋ + থ্ +ই+ব্+ই।
সামুদ্রিক = স্ + আ + ম্+উ++ র্ +ই+ক্।
আবিষ্কার = আ + + ই + + ক্+আ+র।
তীব্রতর = ত্ + ঈ + + র্ + অ + ত্ + অ + র্ + অ।
অব্যবহিত = অ + ব্ + য + অ + ব্+অ+হ + ই + ত্ + অ।
পূর্বক্ষণ = প্+উ+ র + ব্ + অ + ক + ষ + অ + ণ।
৩.বিপরীত অর্থ লেখো:
এগিয়ে, অসাধ্য, উপস্থিত, নির্দিষ্ট, শুরু, অন্তরে, সহ্য, বিখ্যাত।
উ:এগিয়ে- পিছিয়ে। অসাধ্য-সাধ্য। উপস্থিত- অনুপস্থিত। নির্দিষ্ট —অনির্দিষ্ট। শুরু-শেষ।
অন্তরে-বাহিরে। সহ্য-অসহ্য। বিখ্যাত-অখ্যাত।