Class 4 Chapter 16 Solution
বহুদিন ধরে
Very Short Question Answer
১. কথক বহু ব্যয় করে কী করেছেন?
উত্তর: কথক বহু ব্যয় করে বহু দেশে ঘুরেছেন।
২. কথক কোথায় ঘুরে বেড়িয়েছেন?
উত্তর: কথক অনেক অর্থ ব্যয় করে পৃথিবীর নানা পর্বতমালায়, সাগরে ঘুরে বেড়িয়েছেন।
৩. কথকের কোন্ দৃশ্যটি অদেখা থেকে গেছে?
উত্তর: একটি ধানের শিষের ডগায় টলমলে শিশির বিন্দুটি কথকের অদেখা থেকে গেছে।
Grammar
১. বিপরীত অর্থ লেখো :
দূরে, ব্যয়, মেলিয়া, উপরে।
উত্তর: দূরে – নিকটে। ব্যয় গুটাইয়া। উপরে – নীচে। সঞ্চয়। মেলিয়া
২.প্রতিশব্দ লেখো:
চক্ষু, পর্বত, সিন্ধু।
উত্তর: চক্ষু – আঁখি, লোচন, চোখ।
পর্বত – নগ, অচল, গিরি।
সিন্ধু – রত্নাকর, জলধি, সমুদ্র।