WBBSE Class 4 Bangla Chapter 17 Solution | Bengali Medium

Class 4 Chapter 17 Solution

আলো

Very Short Question Answer

১. লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী?

উ: লীলা মজুমদার সম্পাদিত পত্রিকাটির নাম ‘সন্দেশ’।

২. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।

উ: তাঁর লেখা দুটি বই হল- ‘চিনে লণ্ঠন’, ‘পাকদণ্ডী’।

৩. নিতাই কে?

উ: নিতাই হল শম্ভুর পাঠশালার সহপাঠী।

৪. সারারাত বনের মধ্যে কেমন শব্দ হয়?

উ: সারারাত বনের মধ্যে খসখস, ফসফস, মটমট, ফোঁসফোঁস এর মতো বিচিত্র শব্দ হয়।

৫. শম্ভুর দাদু বন থেকে কী কী খুঁজে আনে?

উ: শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনেন।

৬. কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল?

উ: বেড়াল, প্যাঁচা, গাছ বনবিড়াল, মনসাঝোপ ও

৭. শম্ভুর দাদুর জন্য কী আনতে গিয়েছিল?

উ: শম্ভু তার দাদুর জন্য হাড়ভাঙা গাছের পাতা ও মধু আনতে গিয়েছিল।

৮. দাদুর পায়ের ব্যথা কোন্ ওষুধে সারবে?

উ: হাড়ভাঙা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে দাদুর পায়ে লাগিয়ে দিলেই তার ব্যথা সেরে যাবে।

৯. শম্ভু শেষপর্যন্ত মন থেকে কী দূর করতে পেয়েছিল?

উ: শম্ভু শেষ পর্যন্ত মন থেকে ভয় দূর করতে পেরেছিল।

১০. এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মেলে?

উ: এই নাটকে মোট তেরোটি চরিত্রের দেখা মেলে।

Fill In The Blanks

১. পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ——-। 

উ: পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শোঁ শোঁ

২. বুড়ো দাদু ——— অচেতন হয়ে পড়ে থাকে।

উ: বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে।

৩. হাতের তলায় ——- শিশি খুঁজে পায়।

উ: হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়।

৪. দূরে দূরে খানকতক——–।

উ: দূরে দূরে খানকতক মনসাঝোপ

৫. করাল কঠিন ——– ভারী।

উ: করাল কঠিন ধারালো ভারী।

৬. পিসি তুমি যাও না কেন ———  নিয়ে।

উ: পিসি তুমি যাও না কেন লণ্ঠন নিয়ে।

৭. শম্ভু ——— মাথায় দিয়ে বেরোলো।

উ: শম্ভু টোকা মাথায় দিয়ে বেরোলো।

৮. প্রথমে শম্ভুকে ভয় দেখাল——–।

উ: প্রথমে শম্ভুকে ভয় দেখাল প্যাঁচারা

৯. ——— মেলা কালো ভয়/তারই হোক জয়।

উ: ডানা মেলা কালো ভয়/তারই হোক জয়।

True And False

১. শম্ভু পাঠশালায় শান্ত থাকত। x

২. শম্ভুর দাদু বন থেকে ওষুধ, পাতা খুঁজে আনে।

৩. প্যাঁচারা আলোকে ভয় পায়।

৪. মনসাঝোপে কাঁটা নেই।

৫. বাদুড়েরা গুহায় থাকে। x

Grammar

১। বিপরীত অর্থ লেখো:

অদৃশ্য, বন্ধ, পিছনে, প্রস্থান, উঁচু, আলো, শেষ, ভিতরে, বাধা

উঃ অদৃশ্য- দৃশ্য। বন্ধ- খোলা। পিছনে- সামনে। প্রস্থান- প্রবেশ। উঁচু- নীচু। আলো- অন্ধকার।

শেষ- শুরু। ভিতরে- বাইরে। বাধা- বাধাহীন।

২.। প্রতিশব্দ লেখো: [OEQ]

হাত, গুহা, পা, বাবা, ঘর, দোর।

উঃ হাত-হস্ত, পানি, কর, ভুজ। গুহা-গহ্বর, কন্দর, গুম্ফা। পা-পদ, চরণ, অধমাঙ্গ। বাবা-পিতা, জনক, জন্মদাতা। ঘর– আলয়, নিলয়, ভবন। দোর দরজা, দ্বার।