Class 4 Chapter 18 Solution
বর্ষার প্রার্থনা
Very Short Question Answer
১. বালুচর কখন ধূ ধূ করে?
উত্তর: দুপুরবেলায় বালুচর ধূ ধূ করে।
২. বৃষ্টি না হওয়ার কারণ কী?
উত্তর: কবির বিশ্বাস মেঘরাজা ঘুমিয়ে রয়েছেন তাই বৃষ্টি হচ্ছে না।
৩. কে ‘পানি পানি’ করে মরে?
উত্তর: পানকৌড়ি পানি পানি করে মরে।
৪. কপোত কপোতী কোথায় বসে কাঁদে?
উত্তর: ঝোপে বসে কপোত কপোতী কাঁদে।
৫. কে ডাল খিচুড়ি রেঁধে কাঁদে?
উত্তর: ঘরের রমণী ডাল-খিচুড়ি রেঁধে কাঁদে।
Grammar
১. পাঠ থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো।
আসমান, জোড়ে, স্থির, বাঁচে, জাগিয়া, উঠিয়া।
উত্তর: আসমান – জমিন। জোড়ে- ফাটে। স্থির – নড়ে। বাঁচে – মরে। জাগিয়া – ঘুমাইয়া। উঠিয়া – বসিয়া।
২.প্রতিশব্দ লেখো:
মেঘ, জমিন, পাখি, জলধি।
উত্তর: মেঘ – অম্বর, নীরদ, জলদ।
জমিন – জমি, ভূমি, ভূ।
পাখি – বিহঙ্গ, খেচর, পক্ষী।
জলধি – রত্নাকর, সমুদ্র, পারাবার।