Class 4 Chapter 21 Solution
খব় বায়ু বয় বেগে
Very Short Question Answer
১. কীভাবে বাতাস বয়?
উত্তর: ঘোব় তথা প্রবল বেগে বায়ু বয়।
২. কী আর সহ্য হয় না?
উত্তব়: দুর্বার বন্ধন আর সহ্য হয় না।
৩. ‘ঝড়ে হয় লুণ্ঠিত’-ঝড়ে কী লুণ্ঠিত হয়?
উত্তর: ঝড়ে মহাদেবের জটাজাল লুণ্ঠিত হয়।
৪. ‘পারাবার’ শব্দের অর্থ কী?
উত্তর: পারাবার শব্দের অর্থ হল সমুদ্র।
৫. তরণী মানে কী?
উত্তর: তরণী মানে নৌকো।
Grammar
১. বিপরীত অর্থ লেখো:
বাঁধি, ঘরে, সহ্য, চঞ্চল।
উত্তর: বাঁধি— খুলি। ঘরে—বাইরে। সহ্য—-অসহ্য।
চঞ্চল —- অচঞ্চল।
২. নীচের শব্দগুলির সম অর্থযুক্তশব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।
শিকল, বাঁধন, কান্না, মুহূর্ত, অস্থির, চিত্ত।
উত্তর: শিকল —– শৃঙ্খল। বাঁধন —-বন্ধন। কান্না —–ক্রন্দন। অস্থির —- চঞ্চল। মুহূর্ত— ক্ষণ। চিত্ত – মন।