WBBSE Class 4 Bangla Chapter 25 Solution | Bengali Medium

Class 4 Chapter 25 Solution

বাঘাযতীন

Very Short Question Answer

১. পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় কার পৌত্র?

উ: পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন ওরফে যতীন্দ্রনাথমুখোপাধ্যায়ের পৌত্র।

২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।

উ: পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা একটি বইয়ের নাম হল ‘আলোর চকোর।

৩. জ্য়োতিব় মায়েব় নাম কী ?

উ:জ্য়োতিব় মায়েব় নাম শব়ৎশশী ।

৪. মা জ্যোতিকে কোন্ নদীতে স্নান করাতে নিয়ে যেতেন?

উ: জ্যোতির মা জ্যোতিকে গড়ুই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন।

৫. রবি ঠাকুরের ভাইপো কে?

উ: রবি ঠাকুরের ভাইপোর নাম সুরেন ওরফে সুরেন্দ্রনাথ।

 ৬. জ্যোতির ন’ মামার নাম কী?

উ: জ্যোতির ন’ মামার নাম ছিল অনাথ।

৭. ফেরাজ খাঁ-এর বাড়ি কোথায় ছিল?

উ: ফেরাজ খাঁ-এর বাড়ি ছিল উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ।

৮. জ্যোতির বড়ো মামার পেশা কী ছিল?

উ: জ্যোতির বড়ো মামার পেশা ছিল ওকালতি করা।

৯. জ্যোতি কোন্ স্কুলে ভরতি হয়েছিল?

উ: জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলে ভরতি হয়েছিল।

১০. ১৮৯৩ সালে জ্যোতির বয়স ছিল ১৪। কত সালে জ্যোতির ৭ বছর বয়স ছিল?

উঃ ১৮৯৩ সালে জ্যোতির বয়স ১৪ বছর হলে ১৮৮৬ সালে জ্যোতির বয়স ছিল ৭ বছর।

১১. ‘পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল’ এখানে কোন্ স্কুলের হেডমাস্টারের কথা বলা হয়েছে?

উত্তর: এখানে অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলের হেডমাস্টারের কথা বলা হয়েছে।

১২. বাঘাযতীনের পুরো নাম কী?

উত্তর: বাঘাযতীনের পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।

১৩. ফেরাজ খাঁ কে ছিলেন?

উত্তর: ফেরাজ খাঁ ছিলেন চাটুজ্যে বাড়ির পাহারাদার।

১৪. জ্যোতির দিদির নাম কী ছিল?

উত্তর: জ্যোতির দিদির নাম ছিল বিনোদবালা।

১৫. কোন গান শুনতে জ্যোতি ভালোবাসত।

উত্তর: জ্যোতি বাউল গান শুনতে ভালোবাসত।

১৬. বঙ্গভঙ্গ কত সালে হয়?

উত্তর: ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়।

Fill In The Blanks

১. গ্রামের পাঠ এবার শেষ হলে—————।

উত্তর: গ্রামের পাঠ এবার শেষ হল জ্যোতির

২. জ্যোতির ন’মামার নাম ছিল——————।

উত্তর: জ্যোতির ন’মামার নাম ছিল অনাথ

৩. জ্যোতি বন্ধুদের সঙ্গে—————– পেড়ে খেল

উত্তর: জ্যোতি বন্ধুদের সঙ্গে কাঁঠাল পেড়ে খেল।

৪. পাঁচু ফকির—————- ফকিরের শিষ্য ছিল।

উত্তর: পাঁচু ফকির লালন ফকিরের শিষ্য ছিল।

৫. আট-দশটা ————–প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারত না।

উত্তর: আট-দশটা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারত না।

Grammar

১.বিপরীত অর্থ লেখো:

কষ্ট, ভালোবাসে, শেষ, সাফ, সাহস, ফুর্তি, নারাজ, শান্তি, নির্দোষ, প্রিয়, উৎসাহ।

উ: কষ্ট-আনন্দ। ভালোবাসে-ঘৃণা করে। শেষ– শুরু। সাফ-নোংরা। সাহস-দুঃসাহস। ফুর্তি-দুঃখ। নারাজ-রাজি। শান্ত-দূরন্ত। নির্দোষ-দোষ।প্রিয়-অপ্রিয়। উৎসাহ-নীরুৎসাহ।

২.বর্ণ বিশ্লেষণ করো:

ততক্ষণে, বসন্তকুমার, মহাতৃপ্তি, অপেক্ষা, বজ্রমুষ্টি।

উঃ ততক্ষণে = ত্ + অ + ত্+অ+ক+স্+অ +ন্+ এ।

বসন্তকুমার = ব + অ +স্+অ+ন্‌+ত্+অ+ক+উ+ম্+অ+ব়

মহাতৃপ্তি = ম্ + অ + হ+আ+ত্+ঋ+প্ + ত্ +ই ।

অপেক্ষা=অ+ প্ + এ + ক্ + ষ্ + আ ।

বজ্রমুষ্টি = ব্+ অ + জ্ + ব় + অ + ম্ + উ + ষ্ + ট্ + ই