WBBSE Class 4 Bangla Chapter 27 Solution | Bengali Medium

Class 4 Chapter 27 Solution

উঠো গো ভারতলক্ষ্নী

Very Short Question Answer

১. কবি কাকে আহ্বান করেছেন?

উত্তর: কবি ভারতলক্ষ্মীকে আহ্বান করেছেন।

২. ভারতমাতার চরণতলে কারা কাঁদছে?

উত্তর: ভারতমাতার চরণতলে ত্রিশ কোটি নরনারী কাঁদছে।

৩. যাত্রীরা শঙ্কিত কেন?

উত্তর: সাগরের কম্পন দেখে যাত্রীরা শঙ্কিত।

৪. কবি দ্বেষ-হিংসাকে কীভাবে চূর্ণ করার কথা বলেছেন?

উত্তর: কবি গান গেয়ে দ্বেষ-হিংসাকে চূর্ণ করার কথা বলেছেন।

৫. ভারত শ্মশানকে কবি কীভাবে পূর্ণ করার কথা বলেছেন?

উত্তর: কোকিলের কুহু ডাকে কবি ভারত শ্মশানকে পূর্ণ করার কথা বলেছেন।

Grammar

১.বিপরীত অর্থ লেখো:

দুঃখ, অভয়, কাঁদিছে, হিংসা, বিমল।

 উত্তর: দুঃখ –সুখ, অভয়—- ভয়, কাঁদিছে— হাসিছে, হিংসা— ভালোবাসা, বিমল—কলুষিত।