WBBSE Class 4 Bangla Chapter 28 Solution | Bengali Medium

Class 4 Chapter 28 Solution

যতীনের জুতো

Very Short Question Answer

১.আবোল তাবোল বইটি কার লেখা?

উত্তর: আবোল তাবোল বইটির রচয়িতা হলেন সুকুমার রায়।।

২. তাঁর লেখা দুটি নাটকের নাম লেখো।

উত্তর: সুকুমার রায়ের লেখা দুটি নাটক হল-‘অবাক জলপান’, ‘লক্ষ্মণের শক্তিশেল’।

৩. নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কী বলেছিলেন?

উত্তর: নতুন জুতো কিনে যতীনের বাবা বলেছিলেন এরপর যতীন যদি জুতো নষ্ট করে তবে তাকে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে।

৪. যতীনের স্লেট পেনসিলগুলো টুকরো টুকরো কেন?

উত্তর: স্লেট পেনসিলগুলো যতীনের হাত থেকে সবসময়ই পড়ে যেত বলে সেগুলো টুকরো টুকরো থাকত।

৫. যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত?

উত্তর: যতীন ঘুড়িটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত।

৬. যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত?

উত্তর: ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন আঠা চাইতে রান্নাঘরে গিয়ে উৎপাত করত।

৭. খেলার সময়টা সে কীভাবে কাটাতে ভালোবাসত?

উত্তর: খেলার সময়টা যতীন ঘুড়ি উড়িয়ে কাটিয়ে দিতে ভালোবাসত।

৮. যতীন কোথায় দরজিদের দেখা পেয়েছিল?

উত্তর: কোনো এক অচেনা দেশে পৌঁছে যতীন দরজিদের দেখা পেয়েছিল।

৯. দরজিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল?

উত্তর: দরজিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেনসিল খেতে পরামর্শ দিয়েছিল।

১০. অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কেএগিয়ে এসেছিল?

উত্তর: অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষপর্যন্ত তার সাধের ঘুড়িটা এগিয়ে এসেছিল।

১১. যতীন শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কী হয়েছিল?

উত্তর: স্কুল থেকে ঘোরার পথে যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ার পরেই তার পায়ের তলা থেকে মাটিটা সরে যায়। ছেঁড়া চটি তখন তাকে শূন্যের উপর দিয়ে নিয়ে চলে অচেনা দেশে।

True And False

১. যতীনের চটি লাগে প্রতিমাসে একজোড়া। (কৃষ্ণনগর গভ. গার্লস হাইস্কুল)

২.। যতীন কাঁদতে কাঁদতে চটি সেলাই করল।

৩. যতীনকে পেনসিল খেতে দেওয়া হল।

৪. ধুতি যতীনের কাছে যত্ন পায়।

৫. পড়ে গিয়ে যতীনের মাথায় ব্যথা হল।

উঃ ১. ‘✓’, ২.’, ‘✓’ ৩. ‘✓’, ৪. ‘x’, ৫.’✓’।

Fill In The Blanks

.—————জোরে কখনই এ বিদ্রোহ দমন করা যাবে না।

উত্তর: গায়ের জোরে কখনই এ বিদ্রোহ দমন করা যাবে না।

২. আমরা গত ছুটিতে সবুজ————— পিকনিক করতে গিয়েছিলাম। 

উত্তর: আমরা গত ছুটিতে সবুজ মাঠে পিকনিক করতে গিয়েছিলাম।

.———-না করলে অন্যায় করা বেড়ে যায়।

উত্তর: ভয় না করলে অন্যায় করা বেড়ে যায়।

৪. গ্রীষ্মের দুপুরে রঙিন—————-চোখে দিলে আরাম বোধ হয়।

উত্তর:গ্রীষ্মের দুপুরে রঙিন চশমা চোখে দিলে আরাম বোধ হয়।

.————– দিঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে।

উত্তর : বর্ষায় দিঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে।

Grammar

.১.নীচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো:

সাহস, দুষ্টু, যত্ন, নামা, আরম্ভ, সম্ভব, কষ্ট, মন্দ,দুর্বল।

উত্তর: সাহস-ভয়: ভয়কে জয় করতে পারলে অনেক কাজ করা সম্ভব।

উত্তর: শ্রীষ্মের দুপুরে রঙিন চশমা চোখে দিলে আরাম বোধ হয়।

দুষ্টু শান্ত: সৌমালী খুব শান্ত মেয়ে।

যত্ন-অযত্ন: অযত্নে বাড়িটা নষ্ট হতে বসেছে।

নামা-ওঠা: পাহাড়ে ওঠা খুব সহজ নয়।

আরম্ভ-শেষ: যে-কোনো কাজ আরম্ভ হলে শেষ হবেই।

সম্ভব-অসম্ভব: অধ্যবসায়ে সব অসম্ভবকে সম্ভব করে।

কষ্ট-আরাম: শীতের রোদে বসে থাকতে খুব আরাম লাগে।

মন্দ-ভালো: ভালো কাজের ভালো ফল হয়।

দুর্বল-সবল: সবলেরা দুর্বলের উপর অত্যাচার করছে।

২.বর্ণ বিশ্লেষণ করো:

সেলাই, চৌকাঠ, সমস্ত, মাতব্বর,মুশকিল।

উত্তর: সেলাই= স্+এ+স্+আ+ই

চৌকাঠ = চ +ঔ +ক + আ + ই

সমস্ত = স +অ+ম+অ+স্ত্+অ

মাতব্বর = ম+আ+ত+অ+ব্ +ব্ + অ+ র্

মুশকিল = ম + উ+শ+ক্+ই+ল্

৩. বিপরীত শব্দ লেখো:

নীচে, ছোটো, যত্ন, সাহস, জোরে।

উত্তর: নীচে-ওপরে। ছোটো-বড়ো। যত্ন-অযত্ন, সাহস-ভয়, জোরে-আস্তে।