Class 4 Chapter 30 Solution
নইলে
Very Short Question Answer
১. কবি অজিত দত্ত কোন্ বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: কবি অজিত দত্ত ‘প্রগতি’ পত্রিকার সম্পাদনার সন্ধ্যে যুক্ত ছিলেন।
২. তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর: অজিত দত্তের লেখা দুটি কবিতার বই হল-‘কুসুমের মাস’, ‘নষ্টচাঁদ’।
Short Question Answer
১. ভাত খাওয়ার প্রসঙ্গে কবি পাথর চিবানোর অভ্যেস আছে কিনা তা জানতে চেয়েছেন কেন?
উত্তর: কবি বলতে চেয়েছেন জিনিসপত্রের ভেজাল দেওয়ার কারণে চালের সঙ্গে অনেক সময় কাঁকর মেশানো থাকে। তাই পাথর চিবানোর অভ্যাস থাকলে তবেই কাঁকর ভাত খাওয়া যাবে।
২. রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে?
উত্তর: রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে শারীরিকভাবে দক্ষ করতে হবে। দ্রুতগতিতে হাঁটাচলা করার অভ্যাস রাখতে হবে। অভ্যাস করতে হবে কুস্তির প্যাঁচ কিম্বা স্থিরভাবে ঝুলে থাকা।
৩. বাড়ির বাইরের পৃথিবীতে মানিয়ে চলবার জন্য তুমি নিজেকে কীভাবে প্রস্তুত করবে?
উত্তর: বাড়ির বাইরের পৃথিবীতে মানিয়ে চলার জন্য আমি শারীরিক সুস্থতা বজায় রাখব। প্রয়োজনে শিখে রাখব আত্মরক্ষার কৌশল। সেই সঙ্গে প্রয়োজন আত্মবিশ্বাস আর কর্মদক্ষতা।
Fill In The Blanks
১. যেখানে কুস্তিগিরেরা অভ্যাস/শরীরচর্চা করেন, সেই জায়গাটিকে বলা হয়————।
উত্তর: যেখানে কুস্তিগিরেরা অভ্যাস/শরীরচর্চা করেন, সেই জায়গাটিকে বলা হয় আমড়া।
২. বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন—————-।
উত্তর: বাংলার একজন বিখ্যাত কুস্তিগির হলেন গোবর গৃহ।
৩. ট্রাম ছাড়া একটি পরিবেশে-বান্ধব যান হল-————–।
উত্তর: ট্রাম ছাড়া একটি পরিবেশে-বান্ধব যান হলো সাইকেল।
৪. ‘প্র্যাকটিস’ শব্দটির অর্থ হল————–।
উত্তর: ‘প্র্যাকটিস’ শব্দটির অর্থ হলো অনুশীলন।
৫. মন বলতে বোঝানো হয়ে থাকে——————-কে।
উত্তর: মন বলতে বোঝানো হয়ে থাকে হ্রদয়কে।
৬. ট্রামে চড়তে অসুবিধা হবে, যদি—————–।
উত্তর: ট্রামে চড়তে অসুবিধা হবে, যদি কুস্তির প্যাঁচ জানা না থাকে।
৭. বাড়ি থেকে বেরোনোই মুশকিল, যদি—————–।
উত্তর: বাড়ি থেকে বেরোনোই মুশকিল, যদি দৌড়ানোর অভ্যাস না-থাকে।
৮. ভাত খাওয়া দুস্কর হবে, যদি
উত্তর: ভাত খাওয়া দুস্কর হবে, যদি দাঁত মজবুত না হয়।
৯. দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে, যদি——————-।
উত্তর: দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে, যদি ধুতি কিনতে হয়।
১০. সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না, যদি———————-।
উত্তর: সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না, যদি না মন স্থির থাকে।
১১. ‘প্র্যাকটিস’ শব্দটির অর্থ ———————।
উত্তর: ‘প্র্যাকটিস’ শব্দটির অর্থ অভ্যাস।
১২. দাঁত আছে —————-অবশেষ?
উত্তর: দাঁত আছে মজবুত অবশেষ।
১৩. ঝুলে কি থাকতে পারো——————- ?
উত্তর: ঝুলে কি থাকতে পারো সুস্থির?
১৪. ধুতি কিনতে সময় লাগত——————- দোকান থেকে।
উত্তর: যুতি কিনতে সময় লাগত সরকারি/কন্ট্রোলের দোকান থেকে।
১৫ ভাতের চাল—————- মেশানো থাকে।
উত্তর: ভাতের চাল কাঁকর মেশানো থাকে।
Grammar
১.প্রতিশব্দ লেখো:
মজবুত, ভাত, চাল, পা।
উত্তর: মজবুত—শক্তপোক্ত। ভাত—অন্ন। চাল—চাউল। পা—চরণ।
২.বর্ণবিশ্লেষণ করো:
রাস্তা, কুস্তি, মজবুত, কাকুতি।
উত্তর: রাস্তা=র+ আ+স+ত্+আ।
কুস্তি = ক+উ+স + ত্+ই।
মজবুত = ম + অ + জ+ব্+উ+ত্।
কাকুতি = ক্ + আ + ক+উ+ত্+ই।
৩.অর্থ লেখো:
প্যাঁচ, কুস্তি, প্র্যাকটিস, ভ্যাবাচ্যাকা, সুস্থির।
উত্তর: প্যাঁচ—কৌশল। কুস্তি—এক বিশেষ ধরনের শারীরিক কসরত। প্র্যাকটিস–অভ্যাস। ভ্যাবাচ্যাকা—হতবুদ্ধি। সুস্থির–স্থিরভাবে।
৪.বিপরীতার্থক শব্দ লেখো:
কিছু, সুস্থির, অভ্যেস, আধাআধি, মজবুত।
উত্তর: কিছু–অনেক। সুস্থির–অস্থির। অভ্যাস— অনভ্যাস। আধাআধি–পরিপূর্ণ। মজবুত–পলকা।