Class 4 Chapter 31 Solution
ঘুমপাড়ানি ছড়া
Very Short Question Answer
১. অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত?
উত্তর: অখিল নিয়োগী শিশুদের কাছে ‘স্বপনবুড়ো’ নামে পরিচিত।
২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।
উত্তর: অখিল নিয়োগীর লেখা একটি বই হল- ‘বাস্তুহারা’।
Fill In The Blanks
১.————– যদি ঢুলেই আসে নয়নদুটি।
উত্তর: ঘুমে যদি ঢুলেই আসে নয়নদুটি।
২. ওই দিয়ে————- মিশি।
উত্তর: ওই দিয়ে দাঁত মিশি।
৩. ঘুমিয়ে পড়ে————— পুতুল যত।
উত্তর: ঘুমিয়ে পড়ে খেলাঘরের পুতুল যত।
৪. ————–স্বপন বোনে।
উত্তর: সন্ধ্যাতারা স্বপন বোনে।
Grammar
১.প্রতিশব্দ লেখো:
নয়ন, ঘুম, আকাশ, ঘর
উত্তর:নয়ন-চোখ, আঁখি, লোচন।
ঘুম-নিদ্রা, তন্দ্রা।
আকাশ-গগন, খ, অম্বর।
ঘর-গৃহ, আলয়, ভবন।
২. বর্ণবিশ্লেষণ করো:
ঘুমপাড়ানি, সন্ধ্যাতারা, স্বপন, সাঁঝের।
উত্তর: ঘুমপাড়ানি–ঘ+ স্+ম্+প+আ+ ড়+আ+ন্+ই।
সন্ধ্যাতারা— স্+অ+ন্+ধ+য্+আ+ত্+ আ + র্ + আ।
স্বপন- স্+ব+অ+ প্+অ+ন।
সাঁঝের – স্+ঁ+ আ +ঝ্ +এ+ র্।