Class 4 Chapter 33 Solution
ঘুমভাঙানি
Very Short Question Answer
১. মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: মোহিতলালের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হল- ‘স্মরগরল’, ‘বিস্মরণী’।
২. তাঁর সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।
উত্তর: মোহিতলাল সম্পাদিত দুটি পত্রিকা হল-‘নবপর্যায়’, ‘বঙ্গদর্শন’, ও ‘বঙ্গভারতী’।
৩. কবিতায় কোন্ ঋতুর কথা রয়েছে?
উত্তর: কবিতায় বসন্ত ঋতুর কথা আছে।
৪. গান গেয়ে কারা ডাকে?
উত্তর: গান গেয়ে পাখিরা ডাকে।
৫. জানালায় মুখ বাড়িয়ে বাইরে কী দেখা গেল?
উত্তর: জানালায় মুখ বাড়িয়ে বাইরে তাকাতেই দেখা গেল চারিদিকে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে।
৬. পাতাগুলোকে রূপোলি লাগছে কেন?
উত্তর: জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়েছে বলে পাতাগুলোকে রুপোলি লাগছে।
৭. ‘ওগো শোনো কান পেতে’- কান পাতলে কী শোনা যাবে?
উত্তর: কান পাতলে পরিদের গান, ছোটো ছোটো লণ্ঠনের ঠনঠন শব্দ শোনা যাবে।
৮. চুপিচুপি ভয়ে ভয়ে’ কবিতার কথক কোন্ কাজ করতে চায়?
উত্তর: ‘চুপিচুপি ভয়ে ভয়ে’ কবিতায় কথক জ্যোৎস্নার আবছায়ে জুতো মোজা পায়ে দিয়ে পরিদের খোঁজে বেরোতে চায়।
৯. তার উদ্দেশ্য সফল হলো কি?
উত্তর: না, তার উদ্দেশ্য সফল হয়নি। সে জুতো, মোজা পায়ে দিয়ে হেঁটে বাইরে যেতেই পরিরা কোথায় অদৃশ্য হয়ে যায়।
Fill In The Blanks
১. ফুটফুটে—————জেগে শুনি বিছানায়।
উত্তর: ফুটফুটে জোছনায় জেগে শুনি বিছানায়।
২. উঠে পড়ো—————।
উত্তর: উঠে পড়ো লক্ষ্মীটি।
৩.-————- রোজ নায়।
উত্তর: রুপোলিতে রোজ নায়।
৪. ঝকমকে————— আমাদের
উত্তর: ঝকমকে পল্টন আমোদের রোশনাই।
৫. পূর্ণিমায় ফুটফুটে জোছনা যেমন, তেমনই—————– অন্ধকার, অমাবস্যায়।
উত্তর: পুর্ণিমায় ফুটফুটে জোছনা যেমন, তেমনই ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যায়।
৬. ‘পিটিপিটি’ ও ‘মিটিমিটি’ তাকানোর অর্থ হল———— ও—————।
উত্তর: ‘পিটিপিটি’ ও ‘মিটিমিটি’ তাকানোর অর্থ হল অস্পষ্টভাবে চেয়ে থাকা ও হাসিমুখে তাকানো।
Grammar
১.বিপরীত অর্থ লেখো:
জেগে, ছোটো, আবছায়া, নিবে, ফ্যাকাশে।
উত্তর: জেগে—ঘুমিয়ে। ছোটো— বড়ো। আবছায়া—স্পষ্ট। নিবে—জ্বলে। ফ্যাকাশে—উজ্জ্বল।