WBBSE Class 4 Bangla Chapter 7 Solution | Bengali Medium

Class 4 Chapter 7 Solution

মালগাড়ি

Very Short Question Answer

১। প্রেমেন্দ্র মিত্র কোন্ পত্রিকার সম্পাদক ছিলেন?

উ: প্রেমেন্দ্র মিত্র ‘কালি-কলম’ পত্রিকার সম্পাদক ছিলেন।

২। তাঁর সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখো।

উ: প্রেমেন্দ্র মিত্রের সৃষ্ট একটি বিখ্যাত চরিত্র হল-ঘনাদা।

৩। একটি বাক্যে উত্তর দাও:

৪. ‘মালগাড়ি’-র চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে?

উ: কবিতায় মালগাড়ির চলাকে নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে।

৫. কথকের জীবনে কোন্ বিশেষ দিনটিতে পরির সঙ্গে তার দেখা হতে পারে?

উ: জন্মদিনে কথকের সঙ্গে পরির দেখা হতে পারে।

৬. প্যাসেঞ্জার ট্রেন কোন্ কাজের ধান্দা নিয়ে থাকে?

উ: প্যাসেঞ্জার ট্রেন যাত্রী ওঠা নামানোর ধান্দা নিয়ে থাকে।

৭. ‘মালগাড়ি’ কোন্ কাজে ব্যবহৃত হয়?

উ: মালগাড়ি মাল পরিবহণের কাজে ব্যবহৃত হয়।

৮. সত্যিই কি মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই?

উ: না সত্যিই মালগাড়ির টাইমটেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই।

৯. তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রীপরিবহণ করে না।

উ: আমার জানা যাত্রী পরিবহণ করে না এমন কয়েকটি যানবাহন হল- লরি, তেলের ট্যাঙ্কার, জলের গাড়ি, ঠেলাগাড়ি ইত্যাদি।

১০. মালগাড়ি হয়ে কবিতার কথক কোন্ সুখ অনুভব করতে চায়?

উ: মালগাড়ি হয়ে কথক চায় চিন্তাহীনভাবে পথ চলতে। যাত্রী ওঠা নামানোর ঝক্কি এড়িয়ে সে নির্দিষ্ট পথে সীমাহীনভাবে চলতে চায়।

Short Question Answer

১. প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?

উ: প্যাসেঞ্জার বা মেল ট্রেনকে একটি নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হয়। অন্যদিকে মালগাড়ির সে দায় নেই। তাই তার গতিবেগ অন্য দুই ধরনের ট্রেনের চেয়ে কম হয়।

২. আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায়?

উ: সমুদ্রতল থেকে নীচে অবস্থিত স্টেশন থেকে কোনো ট্রেন যখন সমুদ্রতলের চেয়ে উঁচুতে অবস্থিত স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় তখন তাকে ‘আপ’ ট্রেন বলে। আর এর ঠিক উলটো পথে যাওয়া ট্রেনকে ‘ডাউন’ ট্রেন বলে।

৩. তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রীপরিবহণ করে না।

উ: আমার জানা যাত্রী পরিবহণ করে না এমন কয়েকটি যানবাহন হল- লরি, তেলের ট্যাঙ্কার, জলের গাড়ি, ঠেলাগাড়ি ইত্যাদি।

৪. জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়?

উ: জোয়ারের সময় নদীর জল বেড়ে যায়। নদীর স্রোত দ্রুত হয়। অন্যদিকে ভাটার সময় নদীর রূপ হয় ঠিক উলটো। তখন সেখানে একটা শান্তভাব বিরাজ করে।

৫. এই কবিতায় পরিদের প্রসঙ্গ কীভাবে এসেছে? পরির প্রসঙ্গ তুমি এর আগে কোন্ কোন্ গদ্য, কবিতায় পড়েছ?

উ: কবিতায় কথক নিজের জন্মদিনের প্রসঙ্গে পরিদের কথা এনেছেন। আমি পরির প্রসঙ্গ- বীরু চট্টোপাধ্যায়ের ‘ফণীমনসা বনের পরি’ গল্পে পড়েছি। এছাড়া সত্যেন্দ্রনাথ দত্তের ‘নীলপরি ও সবুজপরি’ কবিতায় পড়েছি।

৬. মালগাড়ি হয়ে কবিতার কথক কোন্ সুখ অনুভব করতে চায়?

উ: মালগাড়ি হয়ে কথক চায় চিন্তাহীনভাবে পথ চলতে। যাত্রী ওঠা নামানোর ঝক্কি এড়িয়ে সে নির্দিষ্ট পথে সীমাহীনভাবে চলতে চায়।

Grammar

১. প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো:

বাড়ি, নদী, ভাবনা, খুশি, ধান্দা, তুফান, রাস্তা।

উ: বাড়ি-ঘর: আমাদের গ্রামে অনেক মাটির ঘর আছে।

নদী- তটিনী : তটিনীর তট চাঁদের আলোয় চিক্চিক্ করছে।

ভাবনা- চিন্তা : অকারণ চিন্তা শরীরের ক্ষতি করে।

খুশি- আনন্দ: এবারের পুজোয় খুব আনন্দ করেছিলাম।

ধান্দা- মতলব : রামুর মতলব ভালো নয়।

তুফান- ঝড়: ঝড়ে বটগাছের মগডালটা ভেঙে গেছে।

রাস্তা- পথ : গ্রামের ধুলোভরা পথে গোরুর গাড়ি করে যেতে মজা লাগে।