WBBSE Class 4 Bangla Chapter 8 Solution | Bengali Medium

Class 4 Chapter 8 Solution

বনের খবর

Very Short Quetion Answer

১। প্রদারঞ্জ রায় চাকরি সূত্রে কোন কোন দেশে ঘুরেছেন?

উ: প্রমদারঞ্জন চাকরি সূত্রে ভারত, বর্মা, শ্যামদেশে ঘুরেছেন

২। লীলা মজুমদার তাঁর কে ছিলেন?

উ: লীলা মজুমদার তাঁর কন্যা ছিলেন।

৩. গন্ডার দেখে শ্যামলাল কী করেছিল?

উ: গন্ডার দেখে ভীত শ্যামলাল নিজের প্রাণ বাঁচাতে ছুটে পালাল।

৪. দ্বিতীয় দিন বন্দুক এবং বনের পশুপাখি থাকা সত্ত্বেও শিকার করতে পারা যায় নি কেন?

উ: দ্বিতীয় দিন ঘন অরণ্যে কুয়াশা থাকার কারণে বন্দুক থাকা বনের পশুপাখি করা যায়নি।

৫. পাকোয়া নদীর বর্ণনা দাও।

উ: পাকোয়া নদী সত্তর আশি হাত চওড়া। এতে এক কোমর জল ছিল।

৬. লেখকের হুঁ-উ-উ চিৎকার শুনে হাতিরা কী করেছিল?

উ: লেখকের হুঁ-উ-উ চিৎকার শুনে হাতিরা নিজেদের মতো আওয়াজ করে প্রত্যুত্তর দিতে থাকে।

৭. রাতে কোথায় তাঁবু খাটানো হল?

উ: রাতে পাকোয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হল।

৮. মাহুতরা রাতে কোথায় হাতিদের বেঁধে রাখল?

উ: মাহুতরা রাতে হাতিদের তাঁবুর কাছে বেঁধে রাখল।

Short Quetion Answer

১. কীভাবে রাতে বুনো হাতি তাড়ানো হল?

উ: হাতির দল আসা মাত্র লেখকের দলের লোকেরা মশাল জ্বেলে ঘুরিয়ে ঘুরিয়ে চিৎকার করতে থাকে। এতে ভয় পেয়ে হাতির দল বনে প্রবেশ করে।

২. লেখকের শুকনো নালায় নামার অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো।

উ: লুশাই বুড়োর পিছনে পিছনে লেখক বনের একটি শুকনো নালায় নামেন। নামামাত্র সেখানে একটি ভয়ানক তোলপাড় শোনা যায়। লেখক প্রথমে ভাবেন নিশ্চয় গন্ডার বা বুনো মোষ শুয়ে ছিল। গা ঝাড়া দিয়ে উঠেছে বলে এমন আওয়াজ। কিন্তু নালার যে পার ধরে তারা নেমেছিলেন সে দিকে চেয়ে দেখেন যমদূতের মতো বিশালদেহী এক গন্ডার দাঁড়িয়ে আছে।

Fill In The Blanks

১. বনে ছিল ——–এর কিলিবিলি।

উ: বনে ছিল জানোয়ারের-এর কিলিবিলি।

২. গন্ডারটা——— ভাঙল।

উ: গন্ডারটা বাঁশ ভাঙল।

৩. নদীর ধারে ———পায়ের দাগ ছিল।

উ: নদীর ধারে হাতির পায়ের দাগ ছিল।

৪. ——–আর লুশাই বুড়ো হল্লা জুড়ল।

উ: শ্যামলাল আর লুশাই বুড়ো হল্লা জুড়ল।

৫. ——–নদীতে এক কোমর জল ছিল।

উ: পাকোয়া নদীতে এক কোমর জল ছিল।

Grammar

১. বর্ণ বিশ্লেষণ করো:

ক্রমাগত, পাঞ্জা, পশ্চিম, কিলিবিলি, প্রাণপণ।

উ: ক্রমাগত = ক + র্ + অ + ম্+আ+গ্‌ + অ + ত্ + অ।

পাঞ্জা = প্ + আ + ঞ + জ্ + আ।

পশ্চিম = প্ + অ + শ্+চ্ +ই+ম্।

কিলিবিলি = ক্ +ই+ল্ +ই+ব্‌+ই+ল্ + ই।

প্রাণপণ = প্ + র+আ++ প্+অ+ ণ।

২। বিপরীত অর্থ লেখো:

পিছনে, প্রকাণ্ড, আরম্ভ, বেগতিক, ভাঙতে, কিনারায়, তাজা, ঘোলাটে

উ: পিছনে –সামনে। প্রকাণ্ড- ক্ষুদ্র। আরম্ভ— শেষ। বেগতিক-গতিক। ভাঙতে-জুড়তে। কিনারায়-মাঝে। তাজা-বাসি। ঘোলাটে-স্বচ্ছ।

৩.সন্ধিবিচ্ছেদ করো: ব্যস্ত, ভয়ংকর, হুংকার

উ: ব্যস্ত = বি + অস্ত। 

ভয়ংকর = ভয়ম্ + কর। 

হুংকার = হুম্ + কার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *