WBBSE Class 4 Bangla Chapter 9 Solution | Bengali Medium

Class 4 Chapter 9 Solution

দু- চাকার দুনিয়া 

Very Short Quetion Answer

১. লেখক কবে যাত্রা করেন?

উত্তর: লেখক ১৯২৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর যাত্রা শুরু করেন।

২. ‘দু চাকায় দুনিয়া’ গল্পে লেখকের সঙ্গীদের নাম লেখো। (কেটিপিপি প্রাথমিক বিদ্যালয়) ১

উত্তর: লেখকের তিনসঙ্গীর নাম হল-অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মণীন্দ্র ঘোষ।

৩. লেখকদের সঙ্গে কীসের আলো ছিল?

উত্তর: লেখকদের সঙ্গে অ্যাসিটিলিনের আলো ছিল।

৪. কে গুলি ছুঁড়েছিল?

উত্তর: লেখকদের দলের নেতা অশোক ০.৪৫ পিস্তল থেকে গুলি ছুঁড়েছিল।

৫. লেখক কোথায় নীলগাই ও ময়ূর দেখেছিলেন?

উত্তর: লেখক আখের খেতের পাশে নীলগাই ও ময়ূর দেখেছিলেন।

৬. পালামৌর জঙ্গলের কী কী পশু আছে?

উত্তর: পালামৌর জঙ্গলে বাঘ, হরিণ, নীল-গাই আছে।

৭. বিহারে কী কী হরিণ দেখা গেল?

উত্তর: বিহারে ব্ল্যাক বাক ও স্পটেড ডিয়ার নামক হরিণ দেখা গেল।

Fill In The Blanks

১. সাইকেল ছিল——– টি।

উ: সাইকেল ছিল চারটি।

২. কলকাতার ——–  হল। হল থেকে সাইকেল যাত্রা শুরু

উ: কলকাতার টাউন হল থেকে সাইকেল যাত্রা শুরু হল।

৩. গ্রান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেন ———– ।

উ: গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন শেরশাহ

৪. গুলির শব্দে চলে গেল———।

উ: গুলির শব্দে চলে গেল বাঘ

Grammar

১. বিপরীত অর্থ লেখো:

উত্তর: আত্মীয় – অনাত্মীয়, আড়ম্বর– অনাড়ম্বর, আদর অনাদর, আনন্দ – দুঃখ, সৌভাগ্য- দুর্ভাগ্য, অগণিত – গণিত, গভীর – অগভীর, চওড়া সংকীর্ণ।

২. বর্ণ বিশ্লেষণ করো:

অনিশ্চিত, প্রদক্ষীণ, উদ্দীপনা, অফুরন্ত, সৌভাগ্য

উত্তর: অনিশ্চিত : অ +ন্‌+ই+শ্+চ্ +ই+ত্।

প্রদক্ষীণ : প + র্+অ+ দ্‌ + অ + ক্+ ষ + ঈ+ ণ।

উদ্দীপণা : উ+ দ্+দ্‌+ই+প্ + অ + প্ + আ।

অফুরন্ত : অ + ফ্ + উ+ র + অ + + ত + অ।

সৌভাগ্য: স্ + উ + ভ্ + আ + গ্‌+য়+ অ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *