WBBSE Class 5 Amader Paribesh Chapter 1 মানবদেহ | Bengali medium

মানবদেহ

Chapter 1

1. MCQs Question Answer

1. এর মধ্যে সবচেয়ে পুরু হল-

(A) গলার চামড়া

(B) ঠোঁটের চামড়া

(C) চোখের পাতার চামড়া

(D) হাতের চেটোর চামড়া

উত্তর:  – (D) হাতের চেটোর চামড়া,

2. যেখানকার চামড়ায় ঘষাঘষি সবচেয়ে বেশি হয়-

(A) কপাল

(B) পেট

(C) কাঁধ

(D) হাতের চেটো

উত্তর: (D) হাতের চেটো,

3. চামড়া যেখানে পাতলা সেখানে-

(A) শিরা

(B) হার্ট

(C) কিডনি

(D) ফুসফুস দেখা যায়

উত্তর: (A)শিরা,

4. গোটা শরীরের ভার পড়ে-

(A) আঙুলের

(B) মাথার

(C) গোড়ালির

(D) পেটের ওপর

উত্তর: (C) গোড়ালির।

5. চামড়া থেকে তৈরি হয়-

(A) ব্যাগ

(C) বেল্ট

(B) জুতো

(D) সবগুলিই

উত্তর: (D) সবগুলিই

6. নীচের যে প্রাণীর চামড়া সবচেয়ে পুরু-

(A) বাঘ

(B) গন্ডার

(C) মোষ

(D) গোরু

উত্তর: (B) গন্ডার

7. শিরাও ধমনিকে বাঁচায়-

(A) ত্বক

(B) মাংসপেশি

(C) নলের

(D) হাড় (ডায়মন্ড হারবার হাইস্কুল)

উত্তর: (C) নলের

8. ছড়ে যাওয়া জায়গায় যেটি চেপে ধরলে কাজ হয়-

(A) বরফ

(B) ক্রিম

(C) ছাই

(D) মাটি

উত্তর: (D) মাটি,

9. চামড়ার কারখানা থেকে ছড়ায়-

(A) বায়ুদূষণ

(B) জলদূষণ

(C) দুটিই

(D) কোনোটিই নয়

উত্তর: (A) বায়ুদূষণ

10. যোদ্ধাদের পোশাক তৈরি করতে আগেকার দিনে বেশি ব্যবহার করা হতো-

(A) গন্ডারের চামড়া

(B) হরিণের চামড়া

(C) ঘোড়ার চামড়া

(D) কুমিরের চামড়া

উত্তর: (A) গন্ডারের চামড়া

2. vary Short Question Answer

(a) ফোঁড়ার ভিতরে কী থাকে?

উত্তর: জীবাণু থাকে

(b) কশেরুকা বলতে আমরা কোন্ জায়গার হাড়কে বুঝিয়ে থাকি?

উত্তর: মেরুদণ্ড।

(c) তৃণভোজী পশুদের নখ কীরকম হয়?

উত্তর: তৃণভোজী পশুদের নখ ভোঁতা হয়।

(d) কনুই -এর অস্থিসন্ধি কী নামে পরিচিত?

উত্তর: এলবো জয়েন্ট।

(e) গোড়ালির অস্থিসন্ধি কী নামে পরিচিত?

উত্তর: অ্যাঙ্কল জয়েন্ট।

(f) নখের যত্ন কীভাবে নেবে?

উত্তর: নিয়মিত নখ পরিষ্কার করে ও কেটে নখের যত্ন নেব।

(h) একটি খুরওয়ালা প্রাণীর নাম উল্লেখ করো। (জেনকিনস স্কুল কোচবিহার)

উত্তর: একটি খুরওয়ালা প্রাণী হল গোরু।

(i) কোমর থেকে একটি হাঁটু অবধি কটা হাড় থাকে?

উত্তর: একটা।

(j)বাড়িতে ORS কীভাবে তৈরি করবে?

উত্তর: বাড়িতে জলে নুন চিনি মিশিয়ে ORS তৈরি করব।

(k) যক্ষ্মা রোগের প্রথমে কী হয়?

উত্তর: যক্ষ্মা রোগে প্রথমে বিকেলে জ্বর হয়।

(l) হাতের চেটোতে শিরা দেখা যায় না কেন?

উত্তর: হাতের চেটোর চামড়া মোেটা বলে এখানে শিরা দেখা যায় না।

3. Short Question Answer

 (a) ত্বক কী?

উত্তর: যে আচ্ছাদন আমাদের দেহের কোমল অংশকে ঢেকে রাখে এবং চাপ, তাপ, স্পর্শ ইত্যাদি অনুভব করতে সাহায্য করে তাকে ত্বক বা চর্ম বলে।

(b) শিরা কী? (আলিপুর দুয়ার গার্লস হাইস্কুল, উ:মা)

উত্তর: যে রক্তবাহের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃদপিন্ডে ফিরে আসে তাকে শিরা বলে।

(c) ধমনি কী? (বৈদ্যবাটি বিদ্যানিকেতন হাইস্কুল)
উত্তর: যে রক্তবাহের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে যায় তাকে ধমনি বলে।

(d) মাংসপেশি কাকে বলে?

উত্তর: মায়োফাইব্রিলযুক্ত পেশি কোশ দ্বারা গঠিত সংকোচন ও প্রসারণশীল কলাকে পেশি কলা বলে। কতকগুলি পেশি তত্ত্বকে মাংসপেশি বলে।

(e) নার্ভ কাকে বলে? এর কাজ কী?

উত্তর: এক প্রকার যোেগ কলার আবরণ দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ুতন্তুগুচ্ছকে নার্ভ বা স্নায়ু বলে। স্নায়বিক উদ্দীপনা পরিবহণ করা, গ্রহণ ও মস্তিষ্কে পাঠানো নার্ভের কাজ।

(f) টীকা লেখো: চামড়া বা ত্বক।

‘উত্তর: আমাদের শরীরের মাংসপেশি, হাড়, শিরা, ধমনি ইত্যাদির আবরণকে চামড়া বা ত্বক বলে। এর দুটি অংশ বাইরের স্তর ও ভিতরের স্তর। ত্বক আমাদের শরীরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।

(g)আগেকার দিনে চামড়া দিয়ে মানুষ কী কী করত?

‘উত্তর: আগেকার দিনে মানুষ চামড়ার তৈরি জুতো, পোশাক ব্যবহার করত। পশুর চামড়া শুকিয়ে তার উপর লিখত। চামড়ার তৈরি ব্যাগে করে জল নিয়ে যেত।

(h) ত্বক বা চামড়াকে কেন বর্ম বলা হয়? [বড়োেজাগুলি গোপাল অ্যাকাডেমি

অথবা, ত্বককে কেন শরীরের বর্ম বলা হয়?

উত্তর: বর্ম যুদ্ধের সময় যোদ্ধাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। একইভাবে মাংসপেশি, শিরা, ধমনি ইত্যাদিকে চামড়া বাইরের চোট, আঘাত, সূর্যের অতিবেগুনি রশ্মি ও রোগজীবাণুর আক্রমণ থেকে বাঁচায়। তাই চামড়াকে বৰ্ম বলে।

(i) ঠোঁটের চামড়ায় শিরা দেখা যায় কেন?

উত্তর: শরীরের যেখানে ঘষাঘষি কম হয় সেখানে শিরা দেখা যায়। ঠোঁটের উপর ঘষাঘষি কম হয়। তাই এখানের চামড়ায় শিরা দেখা যায়।

(j) গোড়ালির চামড়া পুরু হয় কেন?

উত্তর: হাঁটাচলার সময়ে গােড়ালিতে ঘষাঘষি হয়। আর এর উপর পুরো শরীরের ভার পড়ে। তাই গোড়লির চামড়া বেশি পুরু হয়।

(k) আমাদের শরীরের চামড়া কী রকম হয়?

উত্তর: আমাদের শরীরের চামড়া কোথাও পুরু, কোথাও পাতলা, আবার কোথাও টানটান বা কোঁচকানো হয়। যেমন- ঠোঁটের চামড়া পাতলা হয়, আবার গোড়ালির চামড়া পুরু হয়।

4. fill in The blanks

(a)চামড়া দিয়ে তৈরি —————————– হয়

Ans ব্যাগ।

(b) চামড়া কারখানার নোংরা পড়ে ———————————- নষ্ট হয়।

Ans জল।

(c) আগে—————————-এর চামড়া দিয়ে পোশাক বানানো হত।

Ans গন্ডার।

(d) চামড়া ভিতর নলের মতো ——————————— থাকে।

Ans শিরা।

(e) চামড়া যেখানে—————————- হয়, সেখানেই শিরা দেখা যায়।

Ans পাতলা

(f) হাতের চেটোয়————————— দেখা যায় না।

Ans শিরা।

(g)—————————– -এর চামড়া পাতলা হয়।

Ans গাল।

(h) ————————–বেশি হলে চামড়া মোটা হয়।

Ans ঘষাঘষি

(i) হাতের—————————— তে বেশি ঘষাঘষি হয়।
Ans  চেটো।

5. Ture And false

(a) চামড়ার কারখানার নোংরা জলদূষণ ঘটায়।

Ans.   (x)

(b) চামড়ার তলায় ধমনির চেয়ে শিরা একটু বেশি ভিতর দিকে থাকে।

Ans. (√)

(c) শিরার আকার চতুর্ভুজের মতো হয়।   

Ans. (x)

(d)এক সময়ে চামড়ার ব্যাগে করে জল আনা হত। 

Ans.  (x)

(e)যুদ্ধে জলহস্তীর চামড়া দিয়ে পোশাক বানানো হত।

ans. (√)

(f) সাহেবদের চামড়ায় মেলানিন বেশি থাকে। 

Ans.    (x)

(g) হাত ছেড়ে গেলে জলীয় তরল বেরিয়ে আসে।

Ans. (x)

(h) অপুষ্টিতে মেলানিন তৈরি বাধা পায়।

Ans. (√)

(i)একসময় বলা হতো কালো চামড়ার মানুষেরাই সভ্য।

Ans. (x)

(j) শরীর থেকে বর্জ্য বেরিয়ে গেলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে।

Ans. (√)

(k) মানুষ মোটা হলে চামড়া বাড়ে।

Ans. (√)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *