WBBSE Class 5 Amader Paribesh Chapter 11 Solution | bengali Medium

Class 5 Chapter 11 Solution

মানবাধিকার ও মূল্যবোধ

1. MCQs Question Answer

1. সুনীতা মাহাতোকে-

(A) বাল্যবিবাহ

(B) নারীপাচার রোধ

(C) কুসংস্কার

(D) সেতু তৈরি

-এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাষ্ট্রপতি শুভেচ্ছা জানান।

2. যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিককে আমরা চিনি জয়েন্ট-

(A) এডিও

(B) বিডিও

(C) সিডিও

(D) ভিডিও নামে

3. মেয়েদের যে বয়সের নীচে বিয়ে হওয়া উচিত নয় তা হল- 

(A) 15 বছর

(B) 18 বছর

(C) 21 বছর

(D) 24 বছর

4. বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল-

(A) রেখা

(B) সুনীতা

(C) আফসানা

(D) এরা সবাই

5. প্রতিভা দেবী সিং পাতিল ছিলেন-

(A) বাংলার অর্থমন্ত্রী 

(B) ভারতের প্রধানমন্ত্রী

(C) ভারতের বিদেশমন্ত্রী 

(D) ভারতের রাষ্ট্রপতি

উত্তর: (1)-(A) বাল্যবিবাহ, (2)- (B) বিডিও, (3)-(B) 18 বছর, (4)-(D) এরা সবাই, (5)-(D) ভারতের রাষ্ট্রপতি।

2. Very Short Question answer

1. কী থেকে বিদ্যুৎ তৈরি করা দরকার?

উত্তর: সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করা দরকার।

2. শিশুর প্রাপ্ত শিক্ষা কীরকম হবে?

উত্তর: শিশুর প্রাপ্ত শিক্ষা হবে অবৈতনিক ও বাধ্যতামূলক।

3. খুব সম্প্রতি শিশুদের কোন্ মৌলিক অধিকার দেয়া হয়েছে? [পর্ষদ নমুনা।

‘উত্তর: খুব সম্প্রতি 14 বছর বয়স পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার শিশুদের দেওয়া হয়েছে।

4. ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’- কবিতাটি কার লেখা?

উত্তর: এই কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা।

5. বিশ্ব বয়স্ক দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়? 

উত্তর: বিশ্ব বয়স্ক দিবস হিসেবে। অক্টোবর পালিত হয়।

 6. বয়স্কদের একটি সমস্যার কথা উল্লেখ করো। ‘

উত্তর: বয়স্কদের হাত কাঁপার সমস্যা দেখা যায়।

 7. ‘বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস’ কবে পালিত হয়?

উত্তর: 15 জুন ‘বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস’ পালিত হয়।

8. ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?

উত্তর: ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু।

9. বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এমন দুজনের নাম লেখো।

উত্তর: রেখা কালিন্দী ও আফসানা খাতুন বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

10. প্রথমবার রেখা, আফসানা ও সুনীতা কবে রাষ্ট্রপতি ভবনে শুভেচ্ছা পেয়েছিল?

উত্তর: ‘2009 সালের 14 মে প্রথমবার রেখা, আফসানা ও সুনীতা রাষ্ট্রপতি ভবনে শুভেচ্ছা পেয়েছিল।

 11. 2009 ও 2011 সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: 2009 ও 2011 সালে ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা। দেবীসিংহ পাতিল।

 12. সুনীতা মাহাতোদের গ্রাম কীসের বিরুদ্ধে প্রচার করে?

 উত্তর: সুনীতা মাহাতোদের গ্রাম বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করে।

14. দোকানদারের জালিয়াতি সম্পর্কে কোথায় নালিশ করা যায়?

উত্তর: জেলা উপভোক্তা ফোরামে দোকানদারের জালিয়াতি সম্পর্কে নালিশ করা যায়।

15. প্রেসার কুকারের প্যাকেটে কোন ছাপ দেখে কিনবে?

উত্তর: প্রেসার কুকারের প্যাকেটে ISI ছাপ দেখে প্রেসার কুকার কিনব।

16. F.P.O পুরো কথাটি কী?

উত্তর: FPO পুরো কথাটি হল ফুড প্রোডাক্টস অর্ডার।

17. আগ মার্কায় ‘আগ’ এর পুরো কথাটা কী?

 উত্তর: আগমার্কায় ‘আগ’ এর পুরো কথাটা হল ‘এগ্রিকালচার’।

18. কোনো কিছু কেনাকাটা করলে কী নেওয়া অবশ্যই উচিত? অবশ্যই উচিত।

উত্তর: কোনো কিছু কেনাকাটা করলে রসিদ নেওয়া

19. F.P.O স্থাপ কে ইস্যু করে?

উত্তর: FPO ছাপ ভারত সরকার ইস্যু করে।

20. জেলা উপভোক্তা ফোরামে আবেদন করতে গেলে প্রমাণ হিসেবে তুমি কী তুলে ধরবে?

উত্তর: জেলা উপভোক্তা ফোরামে আবেদন করতে গেলে প্রমাণ হিসেবে কেনাকাটার রসিদ তুলে ধরব।

22. আগমার্কা থাকে এমন তিনটি জিনিসের নাম লেখো। [মহারাণী ইন্দিরা দেবী গার্লস হাইস্কুলা

উত্তর: মাখন, বেবিফুড ও সর্ষের তেলের প্যাকেটে আগমার্কা থাকে।

23. কেন বেশিরভাগ সময় উপভোক্তার যথার্থ প্রতিকার পান না?

উত্তর: জিনিস বা পরিসেবা কেনার প্রমাণ অনেক সময়ই উপভোক্তারা জেলা উপভোক্তা ফোরামে তুলে ধরতে পারেন না। তাই প্রমাণের অভাবে তারা যথার্থ বিচার পায় না।

3. Short Question Answer

1. শিশুদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত কেন? [ ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনা

উত্তর: শিশুদের দেশের ভবিষ্যৎরূপে তৈরি করার জন্য ও তাদের চিন্তাভাবনার প্রসারের জন্য তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত।

2. 2011 সালের 7 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে রেখা, আফসানা ও সুনীতা ছাড়া আর কারা ডাক পেয়েছিল?

উত্তর: 2011 সালের 7 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে রেখা, আফসানা ও সুনীতা ছাড়া বীণা কালিন্দী, সঙ্গীতা বাউরি ও মুক্তি মাঝি ডাক পায়।

3. সুনীতা, সঙ্গীতাদের বাল্যবিবাহ রোধের জন্য কে শুভেচ্ছা জানিয়েছিলেন?

উত্তর: বাল্যবিবাহ রোধের জন্য সুনীতা, সঙ্গীতাদের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিংহ পাতিল।

4. আফসানা খাতুন, রেখা কালিন্দী ও সুনীতা মাহাতোকে কী কারণে এবং কবে রাষ্ট্রপতি শুভেচ্ছা জানান?

উত্তর: আফসানা খাতুন, রেখা কালিন্দী ও সুনীতা মাহাতোকে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করার জন্য 2009 সালের 14 মে রাষ্ট্রপতি সম্মান জানিয়েছিলেন।

5. এমন কয়েকটি জেলার নাম করো, যেখানে বাল্যবিবাহ রোধ করার ঘটনা ঘটেছে?

উত্তর: বাঁকুড়া, বীরভূম, মুরশিদাবাদ, মালদহ, কোচবিহার ইত্যাদি জেলায় বাল্যবিবাহ রোধ করার ঘটনা ঘটেছে।

6. বাল্যবিবাহের দুটি কুফল উল্লেখ করো।

উত্তর: বাল্যবিবাহের কুফল হল-

(i) এর ফলে বালিকারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়।

(ii) তাদের মধ্যে থাকা বিভিন্ন সৃজনশীল কাজের শক্তিও জীবনে উন্নতির সম্ভাবনা নষ্ট

7. তুমি জলের যত্ন কীভাবে করবে?

উত্তর: জলের যত্ন নিতে হলে প্রথমে জলাশয়ে নোংরা ফেলা বন্ধ করব। রাস্তায় জলের কল খোলা থাকলে বন্ধ করব। আর কল ভাঙা দেখলে পুরসভায় খবর দেব।

8. মাটি ও বাতাসের যত্ন নেওয়ার একটি করে উপায় উল্লেখ করো।

উত্তর: মাটির যত্ন নেওয়ার জন্য যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। আর বাতাসের যত্ন নিতে হলে প্লাস্টিক বা পোড়ানো থামাতে হবে।

9. ভালো সমাজের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।-

উত্তর: ভালো সমাজে-

(i) শহর, গ্রাম, জঙ্গল- সব জায়গায় সবাইকে সমান সুযোগ সুবিধা পাবে।

(ii) ছেলে, মেয়ে, সাদা চামড়া-কালো চামড়ার বিভাজন থাকবে না।

4. Long Question Answer

1. ছেলে ও মেয়েরা নানা কাজ সমানভাবে করে ও করতে পারে-উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

উত্তর: ছেলে ও মেয়ে দুজনেই পড়াশুনো করে ভালো রেজাল্ট, ঘর গোছানোর কাজও একটু বুঝে নিয়ে দুজনেই করতে পারে। আর বয়স্ক মানুষদের জল-ওষুধ দেওয়া সেবা করা একটা মেয়ের মতো একটা ছেলেও করতে পারে। এমনকি বিপদে আপদে লোকের পাশে ছেলে ও মেয়ে উভয়েই দাঁড়াতে পারে।

2. জিনিস বা পরিসেবা নিয়ে ঠকে গেলে কীভাবে প্রতিকার পাওয়া যেতে পারে?

উত্তর: জিনিস বা পরিসেবা নিয়ে ঠকে গেলে জেলা উপভোক্তা ফোরামে উপভোক্তা সুরক্ষা আইনে সঠিক প্রমাণ সমেত আবেদন করতে হবে। এ বিষয়ে উপভোক্তা বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের সাহায্য নেওয়া যায়। ঠিকমতো আবেদন হলে বিচারের পর বিক্রেতা জিনিস বদলে দিতে পারে বা ক্ষতিপূরণও দিতে পারে।

5. Fill in the blanks

1. শিশুর একটি অধিকার হল খাদ্য ও ———————পাওয়া।

2. শিশু অবশ্যই নিজেদের নাম ও ———————–জানবে।

3. ———————-শিশুর একটি মৌলিক অধিকার। 

4. ———————-বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা তোমার অধিকার।

5. ছোটোরাই———————- ভরসা।

উত্তর: 1.- পানীয় জল। 2. পরিচয়। 3. অবৈতনিক ও বাধ্যতামুলক শিক্ষালাভ। 4. 145. ভবিষ্যতের।

6. True and False

1. 15 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস। (✔)

2. 5 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। (✔)

3. বয়স্কদের অনেক সময় শোনার ক্ষেত্রে সমস্যা থাকে। (✔)

4. বয়স্করা সবসময় ইচ্ছে করে কাজে ভুল করেন। (x)