Class 5 Chapter 18 Solution
বোকা কুমিরের কথা
1. Very Short Question Answer
1. তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো।
উত্তর: আমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম হল-ব্যাং, স্যালামান্ডার।
2. তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো।
উত্তর : আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হল – সাপ, গিরগিটি, উজ্ঞা টিকটিকি।
3. ছোটোদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি?
উত্তর: ছোটোদের জন্য লেখা পশুপাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি।
4. মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো।
উত্তর: মাটির নীচে হয় এমন কয়েকটি ফসলের নাম- আলু, মুলো, পেঁয়াজ।
5. ধানগাছ থেকে আমরা কী কী পাই?
উত্তর: ধানগাছ থেকে আমরা চাল, খড়, তুষ, খই, চিঁড়ে পাই।
6. তিনি ছোটোদের জন্য কোন পত্রিকা বের করতেন?
উত্তর: তিনি ছোটোদের জন্য ‘সন্দেশ’ পত্রিকা বের করতেন।
7. গল্পে কারা চাষ করতে গেল?
উত্তর: গল্পে কুমির আর শিয়াল চাষ করতে গেল।
8. কীসের কীসের চাষ তারা করেছিল?
উত্তর: তারা আলু, ধান, আখের চাষ করেছিল।
9. চাষে কার লাভ এবং কার ক্ষতি হয়েছিল?
উত্তর: চাষে শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল।
10. কুমির ও শিয়াল মিলে কী কী চাষ করেছিল?
উত্তর: কুমির ও শিয়াল মিলে আলু, ধান, আখ চাষ করেছিল।
11. মাটির তলায় ফসল হয় এমন তিনটি গাছের নাম লেখো।
উত্তর: মাটির তলায় ফসল হয় এমন তিনটি গাছ হল- আলু, কচু, আদা।
12. আগায় ফসল হয় এমন তিনটি গাছের নাম লেখো।
উত্তর: আগায় ফসল হয় এমন তিনটি গাছ হল- গম, ভুট্টা, ধান।
13. “বোকা কুমির সে কথা জানত না”-বোকা কুমির কী জানত না?
উত্তর: বোকা কুমির জানত না আলু মাটির নীচে হয়।
14. “সব আগা আমি নিয়ে আসব”। ভেবেছিল? কে, কখন একথা
উত্তর: শিয়ালের সঙ্গে আখ চাষ করবার সময় কুমির একথা ভেবেছিল।
15. কুমির শিয়ালের কাছে কতবার ঠকেছিল?
উত্তরঃ কুমির শিয়ালের কাছে তিনবার ঠকেছিল।
16. গল্পে চাষে কার লাভ, কার লোকসান হয়েছিল?
উত্তর: গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল।
17. বুঝি গাছের ফল সে ভাবলে আলু।
উত্তরঃ সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল।
18. আগার আমার দিক কিন্তু।
উত্তর : আগার দিক কিন্তু আমার।
19. এবারে তো খুশি আছে হয়ে ভারি কুমির।
উত্তরঃ কুমির তো এবারে ভারি খুশি হয়ে আছে।
2. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো।
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘সেকালের কথা’।
3 . তিনি ছোটোদের জন্য কোন পত্রিকা বের করতেন?
উত্তর: তিনি ছোটোদের জন্য ‘সন্দেশ’ পত্রিকা বের করতেন।
4. তাঁর সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অত্যন্ত পরিচিত?
উত্তর: তাঁর সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় অত্যন্ত পরিচিত।
5. শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল?
উত্তর: শিয়ালকে ঠকাতে আখচাষের সময় কুমির আগা নেবে বলেছিল। শিয়ালকে ঠকাতে এই ছিল কুমিরের ফন্দি।
6. কুমির তো এবারে ভারি খুশি হয়ে গেছে”- কুমিরের খুশির কারণ কী?
উত্তর: কুমির জানত ধান মাটির তলায় হয়। শিয়াল ধানের আগা কেটে নিয়ে গেছে। তাই মাটি খুঁড়ে সেসব ধান বের করে নেবে।
7. “লাভের মধ্যে খড়গুলো গেল।”- খড়গুলো যাবার কারণ কী?
উত্তর: বোকা কুমির ভেবেছিল মাটির তলায় ধান থাকে। তাই সে মাটি খুঁড়লে খড়গুলো মাটি চাপা পড়ে নষ্ট হয়ে যায়।
10. তিনবার ঠকার পরে কুমির শিয়ালকে কী বলেছিল?
উত্তর: তিনবার ঠকার পর কুমির শিয়ালকে বলেছিল যে সে আর তার সঙ্গে চাষ করতে যাবে না। কারণ সে বড্ড ঠকায়।
2. Short Question Answer
1. কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প পাঁচটি বাক্যে লেখো।
উত্তর:একদিন এক বোকা কুমির তার ছয়টি ছানাকে শেয়ালের কাছে পড়াশোনা শিখতে পাঠায়। শেয়াল ছিল ভীষণ চালাক। সে রোজ কুমিরের একটি করে বাচ্চা খেয়ে ফেলত। আর কুমির | যখন তার ছানাদের দেখতে আসত সে একটি ছানাকেই ছ’বার। দেখাত। বোকা কুমির কিছুই বুঝতে পারত না। একদিন। শেয়াল কুমিরের শেষ ছানাটিও খেয়ে পাঠশাল ভেঙে দিয়ে পালাল। কুমির এসে তার ছানাদের হাড়গুলি পড়ে থাকতে দেখল।
8. কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কী বলল?
উত্তরঃ কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না। কেন না শিয়াল তাকে বড়ো ঠকায়।
9. ‘বোকা কুমিরের কথা’ গল্পে কুমির বারবার ঠকেছিল কেন?
উত্তর: এই গল্পে কুমির ছিল বোকা। আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না। তাই বারবার সে ঠকে গিয়েছিল।
3. Long Question Answer
1. বোকা কুমিরের কথা’ গল্পে কুমিরটা শিয়ালকে ‘তুমি বড্ড ঠকাও’ বলে দোষ দিলেও, আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বার বার ঠকে গেছে। গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয়, তবে কেন এমন মনে হল, তা বোঝাতে গল্প থেকে তিনটি বাক্য খুঁজে নিয়ে লেখো।
উত্তর: (১) কুমির ভাবলে আলু বুঝি তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্যে বলল, “গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার।”
(২) যখন আলু হল, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এল।
(৩) তারপর যখন ধান হল, শিয়াল সে ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল।/ কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল, খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই।
2. ‘বোকা কুমিরের কথা’ গল্পে তুমি এবার এমন একটা পরিস্থিতির কথা লেখো যেখানে কুমির শিয়ালের সঙ্গে বুদ্ধি করে জিতবে। (পর্যদ নমুনা প্রশ্ন)
উত্তর: একাধিকবার ঠকে যাবার পর কুমির ঠিক করল শিয়ালকে সে ঠকিয়েই ছাড়বে। তার জন্য সে চেষ্টাও চালাতে লাগল। খোঁজ নিয়ে সে জানল বাদাম মাটির তলায় ফলে। শিয়ালের কাছে সে প্রস্তাব রাখল বাদাম চাষের। এবং অন্যান্য বারের মতোই সে আগের থেকে জানাল সে বাদামের গোড়া নেবে। শিয়ালের জানা ছিল না বাদাম গাছ কোথায় ফলে। সে কুমিরের প্রস্তাবে রাজি হয়ে গেল। নির্দিষ্ট সময় পরে কুমির আগের চুক্তি মতো নিজের অংশ অর্থাৎ মাটি খুঁড়ে গোড়া সমেত। বাদাম নিয়ে গেল। আর শিয়ালের জন্য পড়ে রইল পাতা সমেত গাছ।
3. ‘বোকা কুমিরের কথা’ গল্পে কাদের কথা আছে? তারা কীসের কীসের চাষ করেছিল? কুমিরকে বোকা বলা হয়েছে কেন?
উত্তর: ‘বোকা কুমিরের কথা’ গল্পে শিয়াল ও কুমিরের কথা আছে। কুমির ও শিয়াল যৌথভাবে আলু, ধান ও আখের চাষ করেছিল। গল্পের নামকরণেই কুমিরটিকে ‘বোকা’ বলা হয়েছে।
কাহিনিতে দেখি কুমির বারবার শিয়ালকে ঠকানোর চেষ্টা। করেছে। গাছের আগা নেবে এই শর্তে আলু চাষ করতে। গিয়ে শুধু গাছ পেয়েছে। আলু নয়। পরেরবার গোড়ার দিক নিয়ে লাভ করার আশায় ধান চাষ করে শুধু গোড়াই পেয়েছে। শেষবার আগার দিক নিয়ে শিয়ালকে ঠকাবে ভেবে আখ চাষ করে নোনতা আগা পেয়েছে। এভাবে শিয়ালকে বারবার ঠকাতে গিয়ে নিজেই ঠকে বোকা প্রতিপন্ন হয়েছে।
4. Fill In The Blanks
1. —————– আর ——————– মিলে চাষ করতে গেল।
উত্তর: কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল।
2. সে ভাবল বুঝি আলু তার গাছের——————–।
উত্তর: সে ভাবল বুঝি আলু তার গাছের ফল।
3. শিয়াল যে ধানসুদ্ধ গাছের ——————- কেটে নিয়ে গেল।
উত্তর: শিয়াল যে ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল।
4. সেবার হল, ———————- চাষ।
উত্তর: সেবার হল আখের চাষ।
5. . শিয়াল মাটি ———————- সব আলু তুলে নিয়ে গেছে।
উত্তর: শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে।
5. True And False
1. গল্পের কুমিরটি অত্যন্ত চালাক-চতুর ছিল। ( X )
2. কুমিরটি চেয়েছিল শিয়ালকে সে ঠকাবে। ( ✓ )
3. আলুচাষে গোড়ার দিক পাওয়ায় শিয়াল ঠকে গেল।( X )
4. ধানচাষের বেলায় কুমির পেল আগার দিক। ( ✓ )
5. কুমির আখের গাছগুলো পেয়ে ঘরে বয়ে নিয়ে গিয়ে মজা করে খেতে লাগল। X