WBBSE Class 6 History Chapter 7 Solution| Bengali Medium

Class 6 Chapter 7 Solution

অর্থনীতি ও জীবনযাত্রা

MCQ

1. জনপদ বলতে বোঝায়-

A. শহর  B. কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা

C. বাণিজ্যভিত্তিক নগর

উত্তর: B. কৃষিভিত্তিক গ্রামীণ এলাকা

2. ‘কার্যাপণ’ ছিল এক ধরনের-

A. মুদ্রা B. বন্দর

C. কৃষিপণ্যের নাম

উত্তর: A. মুদ্রা

3. প্রথম নগর দেখা গিয়েছিল-

A. পাটলিপুত্রে B. হরপ্পায়

C. মগধে

উত্তর: B. হরপ্পায়

4. দাক্ষিণাত্যের কালো মাটিতে বেশি চাষ হত-

A. তুলোর   B. ধানের

C. যবের

উত্তর: A. তুলোর

5. প্রাচীন ভারতে যে মশলাকে ‘ব্ল্যাক গোল্ড’ বলা হত, তা হল-

A. রসুন   B. গোলমরিচ

C. আদা

উত্তর: B. গোলমরিচ

6. প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড় যে নামে পরিচিত ছিল-

A. মখমল  B. মসলিন

C. জারদৌসি

উত্তর: C. জারদৌসি

7. গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হত-

A. সামন্ত ব্যবস্থা   B. কার্যাপন

C. অগ্রহার ব্যবস্থা

উত্তর: C. অগ্রহার ব্যবস্থা

৪. গুপ্ত যুগে দূরপাল্লার বৈদেশিক বাণিজ্যে ঘাটতির কারণ-

A. হুন   B. গ্রিক

C. পাঠান

উত্তর: A. হুন 

9. গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে বলা হত-

A. সুবর্ণ   B. দিরহাম

C. কার্যাপন

উত্তর: A. সুবর্ণ

10. প্রথম রুপোর মুদ্রা চালু করেন যে গুপ্ত রাজা-

A. শ্রীগুপ্ত   B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

C. প্রথম চন্দ্রগুপ্ত

উত্তর: B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

11. ফাসিয়ান চিন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন-

A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে   B. অশোকের আমলে

C. সমুদ্রগুপ্তের আমলে

উত্তর: A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে

12. সুয়ান জাং-এর লেখায় ভারতবর্ষ পরিচিত ছিল-

A. ইন-তু   B. বিন-তু

C. সিয়ান-সু

উত্তর: A. ইন-তু

B. সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো

1. প্রাচীন ভারতে প্রধান ফসল ছিল                  |

A. ধান   B. যব

C. গম

উত্তর: A. ধান

2. ষোড়শ মহাজনপদের আমলে ধানের মধ্যে সেরা ছিল                    |

A. আমন ধান   B. শালি ধান

C. বোরো ধান

উত্তর:  B. শালি ধান

3. মহাজনপদগুলি যুদ্ধের কাজে              অস্ত্রের ব্যবহার করত।

A. তামার   B. লোহার

C. ব্রোঞ্জের

উত্তর: B. লোহার

4.      ছিল প্রাচীন ভারতে বহু প্রচলিত এক ধরনের মুদ্রা।

A. কার্যাপণ    B. নিষ্ক

C. মনা

উত্তর: A. কার্যাপণ

5. ভারতে প্রথম নগরায়ণ দেখা গিয়েছিল          সভ্যতায়।

A. মেহেরগড়  B. বৈদিক

C. হরপ্পা

উত্তর: C. হরপ্পা

6. খ্রিস্টপূর্ব ৬০০ অব্দ নাগাদ ভারতবর্ষের নগরায়ণকে বলা হয়                     |

A. প্রথম নগরায়ণ  B. দ্বিতীয় নগরায়ণ

C. তৃতীয় নগরায়ণ

উত্তর: B. দ্বিতীয় নগরায়ণ

7. মৌর্য আমলেও অর্থনীতি মূলত             -র ওপরেই নির্ভর করত। 

A. শিল্প  B. কৃষি

C. ব্যাবসা

উত্তর: B. কৃষি

৪. মৌর্য আমলে নুনকে          দ্রব্যের মধ্যে ধরা হত।

A. খনিজ  B. কৃষিজ

C. শিল্পজাত

উত্তর: A. খনিজ 

9. মেগাস্থিনিস ভারতীয় জনসমাজকে          টি জাতিতে বিভক্ত করেছেন।

A. ৬  B. ৭

C. ৮

উত্তর: B. ৭

10. কেরালায় (কেরল)            ফলন ছিল বিখ্যাত।

A. গোলমরিচের B. ধানের

C. এলাচের

উত্তর: A. গোলমরিচের

11.           কাথিয়াওয়াড়ে সুদর্শন হ্রদ নির্মাণ করেন।

A. চন্দ্রগুপ্ত মৌর্য    B. অশোক

C. সমুদ্রগুপ্ত

উত্তর: A. চন্দ্রগুপ্ত মৌর্য

12. প্রাচীন ভারতের বারাণসী            শিল্পের জন্য বিখ্যাত ছিল।

A. বস্ত্র   B. চর্ম

C. হস্ত

উত্তর: A. বস্ত্র 

13.           ভাষায় গাথা সপ্তশতী লেখা হয়।

A. সংস্কৃত  B. পালি

C. প্রাকৃত

উত্তর: C. প্রাকৃত

14.               স্তম্ভ দিল্লির কুতুব মিনারের পাশে অবস্থিত।

A. এলাহাবাদ   B. মেহরৌলি

C. অশোক

উত্তর:  B. মেহরৌলি

15.                  ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে প্রচলিত রূপোর মুদ্রার নাম।

A. নিষ্ক   B. মনা

C. রূপক

উত্তর: C. রূপক

16. মেয়েদের বিয়ের সময় পাওয়া সম্পদে তাদেরই অধিকার ছিল, এই সম্পদকে           বলে।

A. স্ত্রীধন   B. গুপ্তধন

C. সঞ্চিত ধন
উত্তর: A. স্ত্রীধন

17. বিবৃতি : মৌর্য পরবর্তীযুগে অনেকগুলি গিল্ড গড়ে উঠেছিল।

ব্যাখ্যা: A. রাজারা ব্যাবসাবাণিজ্য বাড়ানোর জন্য গিল্ড গড়ে তুলেছিলেন।

B. কারিগর ও ব্যবসায়ীরা গিল্ড গড়ে তুলেছিলেন।

C. সাধারণ মানুষ টাকা লেনদেন ও গচ্ছিত রাখার জন্য গিল্ড গড়ে তুলেছিলেন।

উত্তর: B. কারিগর ও ব্যবসায়ীরা গিল্ড গড়ে তুলেছিলেন।

18. বিবৃতি: দাক্ষিণাত্যে ভালো তুলোর চাষ হত।

ব্যাখ্যা: A. দাক্ষিণাত্যের কালো মাটি তুলো চাষের পক্ষে ভালো ছিল।

B. দাক্ষিণাত্যের সমস্ত কৃষক শুধু তুলোর চাষ করতেন।

C. দাক্ষিণাত্যের মাটিতে অন্য কোনো ফসল হত না।
উত্তর: A. দাক্ষিণাত্যের কালো মাটি তুলো চাষের পক্ষে ভালো ছিল।

Long Question Answer

3.1. প্রথম নগরায়ণ (হরপ্পা) এবং দ্বিতীয় নগরায়ণ (মহাজনপদ)-এর মধ্যে কোন্ ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে?

উত্তর: প্রথম নগরায়ণ (হরপ্পা) এবং দ্বিতীয় নগরায়ণ (মহাজনপদ)- এর মধ্যে পার্থক্যগুলি হল-

a. কেন্দ্রস্থল: প্রাচীন ভারতের প্রথম নগরায়ণ শুরু হয়েছিল হরপ্পা সভ্যতাকে কেন্দ্র করে। কিন্তু ভারতে দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ষোড়শ মহাজনপদগুলিকে কেন্দ্র করে।

b. সময়কাল: প্রাচীন ভারতের প্রথম নগরায়ণের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৩০০০ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দের মধ্যে। কিন্তু ভারতে দ্বিতীয় নগরায়ণের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৩০০ অব্দের মধ্যে।

c. উপকরণ: ভারতের প্রথম নগরায়ণের উপকরণ ছিল পোড়ামাটির ইট। কিন্তু দ্বিতীয় নগরায়ণের ক্ষেত্রে ব্যবহৃত হয় পোড়ামাটির ইট, পাথর ও মাটি।
d. স্থান: ভারতে প্রথম নগরায়ণ দেখা দিয়েছিল মূলত সিধু উপত্যকাকে কেন্দ্র করে। কিন্তু ভারতে দ্বিতীয় নগরায়ণের ক্ষেত্র ছিল মূলত গঙ্গা-যমুনা বিধৌত উপত্যকা।

3.2. প্রাচীন ভারতে জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল কেন? সে-যুগের জলসেচ ব্যবস্থার সঙ্গে আজকের দিনের জলসেচ ব্যবস্থার কোনো পার্থক্য তোমার চোখে পড়ে কি?

উত্তর:  প্রাচীন ভারতে মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছিল মূলত কৃষিকে কেন্দ্র করেই। তাই সেক্ষেত্রে কৃষির উন্নতি ছিল অত্যাবশ্যক। আর কৃষির উন্নতির জন্য উন্নতমানের জলসেচ ব্যবস্থা প্রয়োজনীয় ছিল। তাই প্রাচীনকালে ভারতীয় শাসকরা ও ধনী ব্যক্তিরা কৃষির উন্নতির জন্য সর্বাগ্রে জলসেচ ব্যবস্থার দিকে নজর দেয়। জানা যায় যে, মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য জমিতে জলসেচের জন্য গুজরাটে সুদর্শন হ্রদ খনন করেন।

◆ প্রাচীনকালের জলসেচ ব্যবস্থার সঙ্গে বর্তমানের জলসেচ ব্যবস্থার পার্থক্য

a. যন্ত্রের তারতম্য: প্রাচীন ভারতে পশুচালিত যন্ত্র দ্বারা জলসেচ করা হত। কিন্তু বর্তমানে বিদ্যুৎচালিত পাম্পিং মেশিন দ্বারা জমিতে জলসেচ করা হয়।

b. বিভিন্ন প্রকল্প: প্রাচীন ভারতের শাসকরা জমিতে জলসেচ করার জন্য জলাধার বা জলপ্রকল্প (সেতু) গড়ে তুলতেন। কিন্তু বর্তমানে সরকার জমিতে জলসেচের জন্য নদীর ওপর বাঁধ দিয়ে বিভিন্ন জলসেচ প্রকল্প গড়ে তুলেছে। যেমন-ডিভিসি।
c. উপকৃত কৃষক: প্রাচীন ভারতের জলপ্রকল্প দ্বারা একটি নির্দিষ্ট এলাকার অল্পসংখ্যক কৃষক উপকৃত হতেন। কিন্তু বর্তমানে বড়ো বড়ো জলপ্রকল্পগুলি দ্বারা বিস্তৃত এলাকা জুড়ে বহু সংখ্যক কৃষক উপকৃত হচ্ছে।

Fil in the Blanks

2.1. জনপদ হল                      (কৃষিভিত্তিক/শিল্পভিত্তিক/শ্রমিকভিত্তিক) গ্রামীণ এলাকা।

উত্তর: কৃষিভিত্তিক

2. 2. মৌর্য আমলে অর্থনীতি মূলত             (শিল্পের/কৃষির/ব্যাবসাবাণিজ্যের) ওপরে নির্ভর করত। 

উত্তর: কৃষির

2.3. গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয়            (সামন্ত/বেগার/ অগ্রহার) ব্যবস্থা।
উত্তর: অগ্রহার

True and False

1. কার্যাপণ ছিল এক ধরনের মুদ্রা।

উত্তর: ঠিক

2. প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা দিয়েছিল হরপ্পা সভ্যতায়।

উত্তর: ঠিক

3. মৌর্য আমলে মেয়েরাও মহামাত্রের দায়িত্ব পেতেন।

উত্তর: ঠিক

4. মৌর্য আমলে ধনী মানুষদের অবসর কাটানোর উপায় ছিল জাদুর খেলা।

উত্তর: ঠিক

5. কুষাণ আমলে বারাণসী ও মথুরাতে দামি কাপড় তৈরি হত।

উত্তর: ঠিক

6. গুপ্ত ও গুপ্ত-পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়।

উত্তর: ঠিক

7. বণিকদের নিজস্ব বাসস্থানকে বণিকগ্রাম বলা হত।

উত্তর: ভুল

৪. গুপ্তসমাজে বর্ণাশ্রম প্রথা চালু ছিল।

উত্তর: ঠিক

9. গুপ্ত যুগে শূদ্ররা কৃষি, পশুপালন ও বাণিজ্য করতে পারত না।
উত্তর: ভুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *