WBBSE Class 6 Science Chapter 10 Solution | Bengali Medium

Class 6 Chapter 10 Solution

জীববৈচিত্র্য ও তার শ্রেণিবিভাগ

1. MCQs Question Answer

1. বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবের থেকে পৃথক করার পদ্ধতিকে বলা হয়-

A.শনাক্তকরণ

B.শ্রেণিবিন্যাস

(C) নামকরণ

(D) পুনর্বিন্যাস

2. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম জীবের ‘দ্বিপদ নামকরণ’ প্রচলন করেন?

(A) বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস

(B) বিজ্ঞানী ডব্লিউ জি রোসেন

(C) বিজ্ঞানী সি স্মিথ

(D) বিজ্ঞানী ডোলার

3. আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতিতে জীবজগৎকে ক-টি রাজ্যে ভাগ করা হয়েছে?

(A) পাঁচটি রাজ্যে

(B) ছ-টি রাজ্যে

(C) সাতটি রাজ্যে

(D) চারটি রাজ্যে

4. ম্যালেরিয়ার জীবাণু কোন্ জীবরাজ্যের অন্তর্ভুক্ত?

(A) মোনেব়া

(B) প্ৰোটিস্টা

(C) ছত্রাক

(D) মোলাস্কা

5. প্রাণীরাজ্য বলতে বোঝায়-

(A) প্ল্যান্টি

(B) অ্যানিমালিয়া

(C) ফাঙ্গি

(D) অ্যানিলিডা

6. ভাইরাস হল-

(A) সজীব উপাদান

(B) নির্জীব বস্তু

(C) জীব ও জড়ের মধ্যবর্তী অকোশীয় বস্তু

(D) জীব ও জড়ের মধ্যবর্তী কোশীয় বস্তু

7. দেহত্বক কণ্টকযুক্ত এবং মুখছিদ্র দেহের নীচের দিকে থাকে-

(A) আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের

(B) মোলাস্কা পর্বের প্রাণীদের

(C) একাইনোডারমাটা পর্বের প্রাণীদের

(D) নিডারিয়া পর্বের প্রাণীদের

৪. যে-প্রাণীটির দেহ চুননির্মিত শক্ত খোলকে ঢাকা, সেটি প্রাণীরাজ্যের কোন পর্বভুক্ত?

(A) আর্থ্রোপোডা

(B) মোলাস্কা

(C) একাইনোডারমাটা

(D) পরিফেরা

2. Very Short Question Answer

1.একই বৈশিষ্ট্যযুক্ত জীবসমূহকে এককথায় কী বলা হয়?

উত্তরঃ প্রজাতি।

2.কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেন?

উত্তরঃ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস।

3. ‘জীববৈচিত্র্য’ কথাটি কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম প্রণয়ন করেন?

উত্তরঃ বিজ্ঞানী ডব্লিউ জি রোসেন।

4 আমের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তরঃম্যাঙ্গিফেরা ইন্ডিকা।

5 .ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবীটি কোন্ রাজ্যভুক্ত?

উত্তরঃ প্রোটিস্টা।

6.কোন পর্বভুক্ত প্রাণীদের মুখছিদ্র ও পায়ুছিদ্র একটি?

উত্তরঃ নিডারিয়া (হাইড্রা, জেলিফিশ)।

7. একটি বীরুৎজাতীয় উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তরঃ ধান গাছ।

8.শ্যাওলা কোন্ উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তরঃ থ্যালোফাইটা।

9. ব্যক্তবীজী উদ্ভিদদেহে কত প্রকার পাতা পরিলক্ষিত হয় ও কী কী?

উত্তরঃদু-প্রকার, যথা- বাদামি রঙের শল্কপত্র এবং সবুজ রঙের পর্ণপত্র।

10. অ্যানিলিডার গমনাঙ্গ কী?

উত্তরঃসিটা।

11.মাছি কোন্ পর্বভুক্ত প্রাণী?

উত্তরঃসন্ধিপদী বা আর্থ্রোপোডা।

12. একটি একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো।

উত্তরঃতারামাছ (অ্যাস্টেরিয়াস রুবেন্স)।

13. একটি সমাঙ্গদেহী ব্রায়োফাইটার উদাহরণ দাও।

উত্তরঃরিকসিয়া।

14. গমনে অক্ষম প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃস্পঞ্জ।

15. ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম করো।

উত্তরঃ হংসচঞ্চু বা প্লাটিপাস।

16. একটি বহুকোশী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তরঃ পেনিসিলিয়াম নোটেটাম।

17. সর্ববৃহৎ জলজ স্তন্যপায়ী প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃ তিমি।

18. কোন্ পর্বভুক্ত প্রাণীদের সারাদেহ লোমে ঢাকা থাকে?

উত্তরঃ স্তন্যপায়ী বা ম্যামেলিয়া।

19. কানকোবিহীন একটি মাছের নাম লেখো।

উত্তরঃ হাঙর।

20.অক্টোপাস কোন্ পর্বভুক্ত প্রাণী?

উত্তরঃ মোলাস্কা পর্বভুক্ত।

21.শ্যাওলা কোন্ উদ্ভিদগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তরঃ থ্যালোফাইটা।

22. ‘জলের রেশম’ কাকে বলে?

উত্তরঃ স্পাইরোগাইরা নামক শৈবালকে ‘জলের রেশম’ বলা হয়।

23.সুসনির বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তরঃ মার্সিলিয়া মিনুটা।

3. Short Question Answer

1. প্রজাতি বা স্পিসিস কাকে বলে?

উত্তরঃউত্তরঃ প্রজাতি বা স্পিসিস হল এমন একটি জীবগোষ্ঠী যা অন্য জীবগোষ্ঠীর থেকে পৃথক এবং সেই জীব থেকে একই বৈশিষ্ট্যযুক্ত জীবের সৃষ্টি হয়।

2. বীরুৎজাতীয় উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃউত্তরঃ যেসব উদ্ভিদের কান্ড নরম, কাঠহীন এবং সরস, তাদের বীরুৎজাতীয় উদ্ভিদ বলে।

উদাহরণ: ধান (ওরাইজা স্যাটিভা)।

3.গুল্মজাতীয় উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃউত্তরঃ কাষ্ঠল, ক্ষুদ্র গুঁড়িবিশিষ্ট এবং শাখাপ্রশাখাযুক্ত ঝোপের মতো উদ্ভিদকে গুল্ম বলে।

উদাহরণ: জবা, টগর, গন্ধরাজ প্রভৃতি উদ্ভিদ।

4.বৃক্ষ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তরঃউত্তরঃ দীর্ঘ, কাষ্ঠল এবং স্তম্ভের মতো গুঁড়িযুক্ত উদ্ভিদকে বৃক্ষ বলে।

5. ফিতাকৃমি ও গোলকৃমির পর্ব ও বিজ্ঞানসম্মত নাম কী? 

উত্তরঃউত্তরঃ  ফিতাকৃমি ও গোলকৃমির পর্ব ও বিজ্ঞানসম্মত নাম হল-

i. ফিতাকৃমি পর্ব → প্ল্যাটিহেলমিনথিস টিনিয়া সোলিয়াম।

ii. গোলকৃমি →  পর্ব- অ্যাস্কহেলমিনথিস অ্যাসকারিস লুম্বিকয়ডিস।

6. মোলাস্কা ও একাইনোডারমাটা পর্বের একটি করে প্রাণীর উদাহরণ দাও।

উত্তরঃউত্তরঃ মোলাস্কা ও একাইনোডারমাটা পর্বের উদাহরণ:

i. মোলাস্কা পর্ব-আপেল শামুক (পাইলা গ্লোবোসা)

ii. একাইনোডারমাটা পর্ব-তারামাছ (অ্যাসটেরিয়াস রুবেন্স)

7. একটি খাদ্যযোগ্য শৈবাল ও একটি খাদ্যযোগ্য ছত্রাকের নাম লেখো।

উত্তরঃউত্তরঃ একটি খাদ্যযোগ্য শৈবাল-ল্যামিনারিয়া, আলভা ইত্যাদি। একটি খাদ্যযোগ্য ছত্রাক (মাশরুম)- অ্যাগারিকাস, মরচেলা ইত্যাদি।

8.গুপ্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তরঃউত্তরঃ গুপ্তবীজী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য

i.ফলের মধ্যে বীজ লুকোনো অবস্থায় থাকে।

ii. বীজে বীজপত্রের সংখ্যা একটি বা দুটি হয়।

উদাহরণ: মটর (পাইসাম স্যাটিভাম)।

9. মোনেরার দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য আলোচনা করো।

উত্তরঃউত্তরঃ মোনেরার দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য হল-

i. এককোশী, আণুবীক্ষণিক, প্রোক্যারিয়োটিক।

ii. কোশে পর্দাবৃত কোশীয় অঙ্গাণু থাকে না।

 উদাহরণ: ভিব্রিয়ো কলেরি।

10. গুপ্তবীজী উদ্ভিদ কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।

উত্তরঃউত্তরঃ গুপ্তবীজী উদ্ভিদ দু-প্রকার, যথা- একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ।

• একবীজপত্রী উদ্ভিদ-ধান (Oryza sativa)

• দ্বিবীজপত্রী উদ্ভিদ-আম (Mangifera indica)

11. রোহিনী তাকে বলে?

উত্তরঃউত্তরঃ যে-সমস্ত কাণ্ড উদ্ভিদের নৱম কান্ড মাটির ওপর সোজাভাবে দাঁড়াতে পারে না, কোনো অবলম্বনের মাধ্যমে ওপরে ওঠে ও বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাকে রোহিণী বলে। উদাহরণ: ঝুমকোলতা (Passiflora sp.) 1

12. ব্রততী কী?

উত্তরঃউত্তরঃ যে-সমস্ত উদ্ভিদের দুর্বলকান্ড মাটির ওপর গড়িয়ে  বা, মাটির ওপর বেয়ে চলে, তাদের ব্রততী বলে।

4. Long Question Answer

1.জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ বলতে কী বোঝো? এই শ্রেণিবিভাগের গুরুত্ব লেখো।

উত্তরঃউত্তরঃ জীববৈচিত্র্য (Biodiversity): জীবমণ্ডলের বিভিন্ন বাসযোগ্য পরিবেশ (জল, স্থল, অন্তরীক্ষ)-এ বিভিন্ন প্রাণী, উদ্ভিদ ও অণুজীবদের মধ্যে নানান বৈশিষ্ট্যের নিরিখে যে-বৈচিত্র্য দেখা যায়, তাকে জীববৈচিত্র্য বলে।

• জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ: বিজ্ঞানসম্মতভাবে জীবজগতের অন্তর্গত যাবতীয় প্রজাতিকে পারস্পরিক মিল ও অমিলের ভিত্তিতে সুনির্দিষ্টভাবে শ্রেণিবদ্ধ করা বা বিন্যস্ত করাকেই  জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগ বলে। 

জীববৈচিত্র্যের শ্রেণিবিভাগের গুরুত্ব:(I) বিভিন্ন প্রজাতি সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান লাভ

করা।(II) প্রতিটি প্রজাতির একটি বৈজ্ঞানিক নাম, সাধারণ পরিচিতি ও বর্ণনার মাধ্যমে তার সম্পর্কে জ্ঞান আহরণ করা।(III) শিক্ষার্থী, বিজ্ঞানী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তথ্য সংগ্রহ ও সুরক্ষিত করা।(IV) বহু প্রজাতির মধ্যে কাঙ্ক্ষিত প্রজাতি বা জীবটিকে খুঁজে বার করা।

2.  টিনোফোরা পর্বের বৈশিষ্ট্যাবলি

I. দেহ দ্বিস্তরীয় ও দ্বি-অরীয়ভাবে প্রতিসম, সকলেই সামুদ্রিক প্রাণী।

॥. দেহে সমদূরত্বে ৪টি চিরুনির মতো কোম্বপ্লেট বিদ্যমান, যা গমনে সাহায্য করে।

III. দেহে স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় থাকে।

উদাহরণ: বেরো (Beroe forskalii)

3. প্ল্যাটিহেলমিনথিস পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি আলোচনা করো।

উত্তরঃউত্তরঃ প্ল্যাটিহেলমিনথিস পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি

।. দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এবং ওপর-নীচে চ্যাপটা, ফিতের মতো দেহ।

॥. দেহে এক্টোডার্ম, এন্ডোডার্ম ও মেসোডার্ম নামক তিনটি স্তর বর্তমান।

III. দেহে রেচনাঙ্গ ফ্রেমকোশ বর্তমান।

উদাহরণ: ফিতাকৃমি (Fasciola hepatica)।

4. নিমাটহেলমিনথিস পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি আলোচনা করো।

উত্তরঃউত্তরঃ নিমাটহেলমিনথিস পর্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যাবলি ।

I. দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম ও ত্রিস্তরীয়।

॥. দেহে ছন্ম দেহগহ্বর ও সিউডোসিলোম বর্তমান।

III. দেহ কিউটিকল দ্বারা আবৃত ও খণ্ডকবিহীন।

উদাহরণ: গোলকৃমি (Ascaris lumbricoides)

5.একটি একবীজপত্রী, আর-একটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো। এদের বীজকে আলাদা করবে কীভাবে? 

একটি একবীজপত্রী গাছের নাম ধান (ওরাইজা স্যাটিভা)

একটি দ্বিবীজপত্রী গাছের নাম আম (ম্যাঙ্গিফেরা ইন্ডিকা)। 

একবীজপত্রী গাছের ফলের বীজে একটিমাত্র বীজপত্র থাকে এবং দ্বিবীজপত্রী গাছের ফলের বীজে দুটি বীজপত্র থাকে।

বীজে হালকা চাপ দিলে যদি সেটি দুটি সমান অংশে বিভক্ত হয় তাহলে সেটি দ্বিবীজপত্রী, আর যদি সেটি দুটি সমান অংশে বিভক্ত না-হয় তাহলে সেটি একবীজপত্রী। এভাবেই এদের বীজকে আলাদা করা হয়।

মোলাস্কা

5. Fill in The Blanks

I. ছোলা হল একটি______________(সপুষ্পক/অপুষ্পক) উদ্ভিদ।

■সপুষ্পক

ii. ধানের খোসাটি ছাড়ালে___________ (1টি/2টি) বীজপত্র দেখা যায়।

  • 1টি

iii.মটরের খোসাটি ছাড়ালে_____________ (1টি/২টি) বীজপত্র দেখা যায়।

  • 2টি

iv. পাতায় জালের মতো শিরা হলে সেটি ________________(একবীজপত্রী/দ্বিবীজপত্রী)

  • দ্বিবীজপত্রী

v.পাতায় মাঝশিরার দুদিকে সমান্তরালভাবে শিরা থাকলে সেটি ______________(একবীজপত্রী/দ্বিবীজপত্রী) । 

  •  একবীজপত্রী

vi.কলাগাছ একটি___________ (একবীজপত্রী/দ্বিবীজপত্রী) উদ্ভিদ।

  • একবীজপত্রী

vii. অশ্বত্থ গাছ একটি ___________(একবীজপত্রী/দ্বিবীজপত্রী) উদ্ভিদ।

  • দ্বিবীজপত্রী

viii. বীজ ফলের মধ্যে থাকলে সেটি _______________(ব্যক্তবীজী /গুপ্তবীজী )উদ্ভিদ।

  • গুপ্তবীজী

ix. বীজ যদি ফলের মধ্যে না-থাকে তখন সেটি_________________ (ব্যক্তবীজী/গুপ্তবীজী) উদ্ভিদ।

  • ব্যক্তবীজী

X. আম একটি____________ (ব্যক্তবীজী/গুপ্তবীজী) উদ্ভিদ।

  • গুপ্তবীজী

xi.পাইন একটি____________ (ব্যক্তবীজী/গুপ্তবীজী) উদ্ভিদ।

  •  ব্যক্তবীজী

xii.____________(মস/ফার্ন)-দের পাতা কচি অবস্থায় কুকুরের সোজা ল্যাজের মতো হয়।

  • ফার্ন

Xiii. ___________দের (শ্যাওলা/মস/ফার্ন) দেহে মূল, কাণ্ড, পাতা থাকে না।

  • শ্যাওলা

xiv. স্পাইরোগাইরা বা জলরেশম________________ (শ্যাওলা/একটি মস/ফার্ন)।

  • শ্যাওলা

XY. ঢেঁকিশাক একটি _________________(শ্যাওলা/মস/ফার্ন)।

  • ফার্ন

6. True And False

1. বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবসম্প্রদায়ের বৈচিত্র্যই হল জীববৈচিত্র্য।

2. সুন্দরী একটি বিলুপ্ত উদ্ভিদ।

3.কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের দেহে জীবনের কোনো-না-কোনো দশায় নোটোকর্ড পরিলক্ষিত হয়।

4. ফিতাকৃমি প্ল্যাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণী ।

5. ছত্রাকের দেহে মাইসেলিয়াম পরিলক্ষিত হয়।

6. আর্থ্রোপোডা প্রাণীর রেচনাঙ্গ নেফ্রিডিয়া।

7. অ্যাম্ফিবিয়া শ্রেণির প্রাণীরা শীতলশোণিত প্রাণী।

উত্তব়: 1.✓., 2,x., 3.✓., 4.✓., 5.✓., 6.x., 7.✓..