Class 6 Chapter 11 Solution
কতকগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ
1. MCQs Question Answer
1. চার্লস ডারউইনের লেখা বিখ্যাত বইটির নাম-
A. ফিলোজফিক জুয়োলজিক
B.অরিজিন অব্ স্পিসিস
C. সিস্টেমা ন্যাচুরি
D. দি বুক অব ইন্ডিয়ান বার্ডস
2. পাখিদের বিষয়ে বই লিখে বিখ্যাত হয়েছেন-
A.সালিম আলি
B.র্যাচেল কারসন
C.জঁ আঁরি ফ্যাবা
D. নিকো টিনবারজেন
3. লাল পিঁপড়ের তুলনায় কালো পিঁপড়েরা-
A.বুদ্ধিমান
B.বোকা
C.কুঁড়ে
D.ভীতু
4. শিম্পাঞ্জিদের আচরণ অধ্যয়ন করেন-
A. জেন গুডাল
B. নিকো টিনবারজেন
C. কার্ল ভন ফ্রিশ
D. সালিম আলি
5. কোথাকার শিম্পাঞ্জিদের বর্তমানে আর অন্য কোনো স্থানের প্রাকৃতিক পরিবেশে খুঁজে পাওয়া যায় না?
A.আফ্রিকা
B.জার্মানি
C.ফ্রান্স
D.রাশিয়া
6. সরাসরি বাচ্চা প্রসব করে__
A.চন্দ্রবোড়া সাপ
B.কেউটে সাপ
C.শঙ্খচূড় সাপ
D.গোখরো সাপ
7. পৃথিবীতে কাক আছে প্রায়-
A.৪০ জাতের
B.40 জাতের
C.50 জাতের
D.60 জাতের
৪. বাঘ ও বাঘিনী পরস্পরকে খুঁজে নেয়-
A. গন্ধ শুঁকে
B.ডাক শুনে
C.বাসা চিনে
D.মুখ দেখে
9. এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেন?
A.কুকুর
B.বাঘ
C.বাদুড়
D.বিড়াল
10. উইপোকাদের প্রধান খাদ্য হল-
A.প্রোটিন
B.ফ্যাট
C. সেলুলোজ
D.ভিটামিন
11. পূর্ণবয়স্ক তিমি লম্বায়-
A. 7 মিটার
B. 15 মিটার
C.30 মিটার
D.20 মিটার
12. শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে গবেষণা করেন-
A. টিনবারজেন
B. ফ্যাবা
C. জেন গুডাল
D.ভন ফ্রিশ
13. রানি মৌমাছি-
A. ডিম পাড়ে
B. বাচ্চার যত্ন নেয়
C.মধু তৈরি করে
D. মৌচাক তৈরি করে
14. নিম্নলিখিত কোন্ মশা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে?
A. অ্যানোফিলিস মশা
B. কিউলেক্স মশা
C.এডিস মশা
D. কোনোটিই নয়
15. নিম্নলিখিত কোন্ মশা ডেঙ্গি জ্বর সৃষ্টি করে?
A.অ্যানোফিলিস মশা
B. কিউলেক্স মশা
C.এডিস মশা
D. কোনোটিই নয়
16. মাছের কোন্ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে?
A. বুকের পাখনা
B. পিঠের পাখনা
C.ল্যাজের পাখনা
D. কোনোটিই নয়
17. পৃথিবীর বৃহত্তম প্রাণীটির নাম কী?
A. আফ্রিকান হাতি
B. হাম্পব্যাক তিমি
C.নীল তিমি
D. রয়াল বেঙ্গল টাইগার
18. তিমি নিশ্বাস ছাড়ে-
A. ব্ল্যাকহোল দিয়ে
B. ব্রোহোল দিয়ে
C.ম্যানহোল দিয়ে
D. ফ্লিপার দিয়ে
19. পিঁপড়ের দলের মনিব হল-
A.লাল পিঁপড়ে
B.কালো পিঁপড়ে
C.বাদামি পিপঁড়ে
D.হলুদ পিঁপড়ে
20. তিমির শ্বসন অঙ্গ হল-
A.ফুলকা
B.ফুসফুস
C.ব্লাবার
D.গিল
21. সাপের যে-অঙ্গটি থাকে না, সেটি হল-
A.কান
B.মেরুদণ্ড
C.নাক
D.চোখ
22. ‘নালসো’ নামে পরিচিত কোন্ পিঁপড়ে?
A. লাল পিঁপড়ে
B.কালো পিঁপড়ে
C.চাষি পিঁপড়ে
D. শ্রমিক পিঁপড়ে
উত্তরমালা: 1. (B)অরিজিন অব্ স্পিসিস., 2. (A) সালিম আলি.,3. (A)বুদ্ধিমান., 4. (A) জেন গুডাল., 5. (A)আফ্রিকা.,6. (A)চন্দ্রবোড়া সাপ., 7. (B)40 জাতের., ৪. (A) গন্ধ শুঁকে., 9. (C) বাদুড়. ,10. (C)সেলুলোজ., 11.(C) 30 মিটার., 12. (B)ফ্যাবা.13. (A)ডিম পাড়ে., 14. (A) অ্যানোফিলিস মশা., 15. (C)এডিস মশা.,16. (C)ল্যাজের পাখনা., 17. (C)নীল তিমি., 18. (B)ব্রোহোল দিয়ে.,19. Ⓐ লাল পিঁপড়ে.,20. (B)ফুসফুস., 21. (A)কান., 22. Ⓐ লাল পিঁপড়ে.,
2. Very Short Question Answer
a. খাবার রাখার কতক্ষণ পরে প্রথম পিঁপড়ে খাবারের আশেপাশে দেখা যায়?
■ প্রায় 20-30 মিনিট পরে দু-একটা, 30-40 মিনিট পরে পিঁপড়ের দল এসে হাজির হয়।
b. খাবার দেখে সে কি প্রথমেই খেতে শুরু করে না অন্যকিছু করে?
■ খাবারের আশেপাশে ঘুরে স্বাদ অনুভব করে।
C. কখন এবং কীভাবে অন্য পিঁপড়েরা খাদ্যের দিকে আনাগোনা শুরু করে?
■ খাবার বেশ কিছুক্ষণ পড়ে থাকলে অন্য পিঁপড়েরা খাদ্যের দিকে আনাগোনা শুরু করে।
d.কোন্ ধরনের পিঁপড়েরা খাবার নিয়ে যেতে আসে?
■ কালো প্রজাতির পিঁপড়েরা খাবার নিয়ে যেতে আসে।
e. একা না দল বেঁধে তারা বাসায় খাবার নিয়ে যায়?
■ দল বেঁধে তারা বাসায় খাবার নিয়ে যায়।
f. বিভিন্ন খাদ্য খেতে কি ভিন্ন ভিন্ন ধরনের পিঁপড়েরা আসে?
■ হ্যাঁ, বিভিন্ন প্রজাতির পিঁপড়েরা খাদ্য খেতে আসে।
g.খাদ্য নিয়ে তারা কি নিজেদের মধ্যে লড়াই করে না ভাগাভাগি করে খায়/নিয়ে যায়?
■ ভাগাভাগি করে খায়।
h. ঢিবি ভাঙার পর তুমি কী দেখলে?
■ সাদাসাদা অনেক উইপোকা।
i. ঢিবির ক্ষত মেরামত করার জন্য উইপোকারা কোথা থেকে মাটি আনে?
■ মাটির নীচ থেকে নরম মাটি।
j. চিনির দ্রবণ খাওয়ার সময় তারা কী কী করল?
■ দ্রবণের চারপাশে কিছু সময় ঘুরল।
3. Short Question Answer
a. হাতির মতো তোমার কোনো বন্ধুর বিপদে তুমি কীভাবে সাহায্য করতে পারো?
■ সবসময় পাশে থেকে দুশ্চিন্তা দূর করতে চাই, অ্যাম্বুলেন্স ডাকা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে সাহায্য করি।
b.হাতি মায়েদের কাছে শিশুরা তাদের সমাজের নানা নিয়মকানুন শেখে। আমরা আমাদের মায়ের কাছ থেকে কী কী শিখি?
■ সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা, প্রতি সপ্তাহে নখ ও চুল কাটা, অপরকে সাহায্য করা, বয়স্কদের শ্রদ্ধা করা, কু-কথা না-বলা, কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না-করা।
c. প্রতিদিন কাকেদের দ্যাখো। তাদের বুদ্ধি আর সামাজিকতার পরিচয় কী কী পাচ্ছ লিখে রাখো।
■ অন্য কোনো পাখিদের থেকে আড়াল করবার জন্য বাসায় লুকিয়ে রেখে বুদ্ধির পরিচয় দেয়। বিশেষ করে কাকেদের বিপদ হলে সবাই এক জায়গায় এসে ডাকতে থাকে। একে মানুষের সভার সঙ্গে তুলনা করা যায়।
d. একের বিপদে অন্য কাকেরা কীভাবে সাহায্য করে তা দেখেছ কিনা আলোচনা করো।
■হ্যাঁ দেখেছি। একটি কাক বিপদে পড়লে সব কাকেদের ডেকে এক জায়গায় জড়ো করে। চিৎকারের মাধ্যমে বিপদের কথা সকলকে জানায়।
4. Long Question Answer
1. তিমি কীভাবে শ্বাসকার্য চালায়?
>> তিমি জলে থাকলেও এদের ফুলকা থাকে না। যখন এরা জলের ওপর ভেসে ওঠে তখন ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। একসঙ্গে প্রচুর বাতাস গ্রহণ করে ডুবে যায়, আবার ডুব দিয়ে। ভেসে উঠে, মাথার ওপরে থাকা ব্রোহোল দিয়ে খুব জোরে নিশ্বাস ছাড়ে। এতে ওই শ্বাসবায়ু প্রায় 10, 20 বা 40 ফুট সোজা ওপরে উঠে যায়। এই শ্বাসবায়ু আশপাশের বাতাসের চেয়ে গরম হওয়ায় পাশের জলকণা বাষ্পে পরিণত হয় এবং সাদা স্তম্ভের মতো দেখতে হয়।
2. মাছের গমনাঙ্গ কোল্টিন্ট? এগুলি মাছের গমনে কীভাবে সাহায্য করে?
>> মাছের গমনাঙ্গ হল পাখনা।
• মাছের দেহে বিভিন্ন ধরনের পাখনা থাকে। বিভিন্ন পাখনা বিভিন্ন কাজ করে, যেমন-
i. পৃষ্ঠপাখনা জলের বাধা কাটিয়ে এগিয়ে যেতে সাহায্য করে।
॥. দুটি বক্ষপাখনা মাছকে বইঠার মতো জল ঠেলে এগিয়ে যেতে সাহায্য করে।
Iii. পুচ্ছপাখনা বা ল্যাজের পাখনা নৌকার হালের মতো মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে। *
Iv. শ্রোণিপাখন্য মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে।
3. পিঁপড়েদের সমাজে রানি ও পুরুষ পিঁপড়ের কাজ কী?
>> রানি পিঁপড়ের কাজ ডিম পাড়া । পুরুষ পিঁপড়ের কাজ হল রানি পিঁপড়ের সঙ্গো প্রজননে লিপ্ত হওয়া ও রানি পিঁপড়ের স্পার্মাথিকা নামক জননাঙ্গে শুক্রাণু নিক্ষেপ করা। পরবর্তী সময়ে রানি পিঁপড়ে যখন ডিম নিঃসরণ করে তখন সঞ্চিত শুক্রাণু দ্বারা ডিমগুলি নিষিক্ত হয়।
4. কোন্ বিজ্ঞানী শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে পরীক্ষা করেছিলেন? পরীক্ষাটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
>> জ আঁরি ফ্যাবা শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে পরীক্ষা করেছিলেন।
একধরনের শুঁয়োপোকাদের একজনের ঠিক পিছনে আর- একজন একইভাবে চলে। একদম সামনে যে থাকে সে যেদিকে যাবে অন্য শুঁয়োপোকাদের লাইন সেইদিকেই যাবে। বিজ্ঞানী ফ্যাবা এই শুঁয়োপোকাদের লাইনটিকে কাঠি দিয়ে তুলে একটি গোল টবের কানায় বসিয়ে ছিলেন। ওরা ঘণ্টার পর ঘণ্টা টবের কানা ধরে চক্রাকারে ঘুরতে লাগল। ফ্যাবা দেখেছিলেন, ক্লান্তিতে যতক্ষণ পর্যন্ত না তারা খসে পড়ে যাচ্ছে ততক্ষণ শুঁয়োপোকারা ঘুরতেই থাকে। এইভাবে ফ্যাবা শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার
একগুঁয়ে স্বভাব নিয়ে পরীক্ষা করেছিলেন।
5. শ্রমিক মৌমাছির নানাবিধ কাজগুলি। সংক্ষেপে উল্লেখ করো
>> শ্রমিক মৌমাছির কাজ।
i. রানি মৌমাছির পরিচর্যা করা এবং রানির জন্য রয়াল জেলি বানানো।
ii. নেকটার সংগ্রহ ও মধু উৎপাদন করা।
iii. সন্তানদের লালনপালন।
iv. মৌচাক তৈরি ও তার রক্ষণাবেক্ষণ প্রভৃতি।
V. মৌচাকের ফাটল মেরামত করা ও শত্রুদের আক্রমণের মোকাবিলা করা ইত্যাদি।
6. একটি মৌচাকে কত প্রকার মৌমাছি কত সংখ্যায় দেখা যায়? নাম-সহ লেখো।
>> একটি মৌচাকে তিন প্রকারের মৌমাছি পাওয়া যায়-
i. রানি মৌমাছি: একটি মৌচাকে একটিমাত্র রানি মৌনাছি থাকে।
ii.পুরুষ মৌমাছি: একটি মৌচাকে প্রায় 200টি পুরুষ মৌমাছি থাকে।
iii. শ্রমিক বা কর্মী মৌমাছি: একটি মৌচাকে প্রায় 30,000 শ্রমিক বা কর্মী মৌমাছি থাকে।
7. মশা দমনের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো।
>> মশা দমনের উপায়:
i. বাড়ির আশপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।
ii. যেখানে মশার প্রকোপ বেশি সেখানে মাঝে মাঝে বেগন,হিট ইত্যাদি মশকনিধন স্প্রে করা উচিত।
iii. মাঝেমধ্যে বাড়িতে ও রাস্তাঘাটে সালফার ডাইঅক্সাইডের ধোঁয়া দেওয়া প্রয়োজন।
Iv. মশার প্রজনন স্থানে (পুকুর/ডোবা প্রভৃতিতে) পেট্রোলিয়াম তেল (কেরোসিন) বা কীটনাশক ওষুধ দিয়েমশার ডিম, লার্ভা, পিউপা প্রভৃতি ধ্বংস করা।
V. পুকুর-ভোবাতে, চৌবাচ্চা বা নর্দমাতে তেচোখা, খলসে, তেলাপিয়া, গাল্পি ইত্যাদি মাছ ছাড়া উচিত। এরা মশার লার্ভা খেয়ে নেয়।
Vi. রাত্রে মশারি টাঙিয়ে শোয়া উচিত।
5. Fill in The Blanks
1. গরম দেশে_________ পিঁপড়ে দেখা যায়।
2. সাদা পিঁপড়ে বলা হয়____________ -কে।
3. শ্রমিক মৌমাছি আসলে_____________ মৌমাছি।
4. ভারতীয় হাতির ওজন হল_____________।
5. খঞ্জনা একধরনের ______________পাখি।
6. বাঘের __________ও শ্রবণশক্তি খুব প্রখর।
7. বাঘের চোখের রেটিনায়_______________ থাকে, তাই এরা অল্প আলোতেও ভালো দেখতে পায়।
৪. পশ্চিমবঙ্গোর একটি ব্যাঘ্রপ্রকল্প হল_________________।
9. জন্মের সময় নীল তিমির বাচ্চার দৈর্ঘ্য থাকে প্রায়_____________________।
উত্তরমালা: 1. যাযাবর., 2. উইপোকা., 3. বন্ধ্যা স্ত্রী. 4. 2000 কিলোগ্রাম., 5. পরিযায়ী., 6. দর্শনশক্তি.,7. ট্যাপেটাম লুসিডাম.,৪. সুন্দরবন., 9.7 মিটার..
6. True And False
1. একটি উইঢিবির মধ্যে বিভিন্ন আকৃতির উইপোকা থাকে।
2. স্ত্রী মশা স্রোতযুক্ত জলে ডিম পাড়ে।
3. শিকার ধরার জন্য বাঘ ধারালো ক্যানাইন দাঁতকে কাজে লাগায়।
4. তিমি কখনোই পুরোপুরি ঘুমোয় না।
5. জলজ জীবনে মানিয়ে নেওয়ার জন্য তিমির হাত দুটি ফ্লিপারে পরিণত হয়েছে।
উত্তব়মালা: 1.✓., 2.X., 3.✓., 4.✓., 5.✓