Class 6 Chapter 8 Solution
মানুষের শরীর
MCQs
1. মানুষের হৃৎপিন্ডের মোট প্রকোষ্ঠ সংখ্যা-
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) চটি
উত্তর: C) চারটি
2. হৃৎপিন্ডের সংকোচনকে
(A) সিস্টোল
(B) ডায়াস্টোল
(C) স্টারনাম
(D)হৃৎস্পন্দন
উত্তর:(A) সিস্টো
3. হৃৎপিন্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে যে-কপাটিকাটি থাকে, তা হল-
(A) দ্বিপত্র কপাটিকা (B) ত্রিপত্র কপাটিকা
(C) অর্ধচন্দ্রাকার কপাটিকা (D) হিঞ্জ কপাটিকা
উত্তর: (A) দ্বিপত্র কপাটিকা
4. ‘ডায়াস্টোল’ কথাটির অর্থ–
(A)হৃৎপিন্ডের সংকোচন (B) হৃৎপিন্ডের প্রসারণ
© হৃৎপিন্ডের কম্পন (D) নোটিই নয়
উত্তর:(B) হৃৎপিন্ডের প্রসারণ
5. মানুষের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে-
(A) লোহিত রক্তকণিকা
(B) শ্বেত রক্তকণিকা
(C) অণুচক্রিকা
(D) প্লাজমা
উত্তর:(B) শ্বেত রক্তকণিকা
6. ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
(A) লোহিত রক্তকণিকা
(C) অণুচক্রিকা
(D) শ্বেত রক্তকণিকা
(D) প্লাজমা
উত্তর:(C) অণুচক্রিকা
7. রক্তরসের মধ্যে জলের পরিমাণ শতকরা –
(A) 60 ভাগ
(B) 50 ভাগ
(C) 90 ভাগ
(D) 70 ভাগ
উত্তর:(C) 90 ভাগ
৪. কোন প্রকার রক্তকণিকার জীবাণুনাশক ধর্ম বর্তমান?
(A) শ্বেতকণিকা
(B) অণুচক্রিকা
(C) লোহিতকণিকা
(D) প্লাজমা
উত্তর:(A) শ্বেতকণিকা
9. ফুসফুস যে-পর্দা দ্বারা আবৃত, সেটি হল-
(A) পেরিকার্ডিয়াম
(B)প্লুব়া
(C) পেরিটোনিয়াম
(D) মধ্যচ্ছদা
উত্তর:(B)প্লুব়া
10. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা-
(A) 350টি
(B) 300টি
(C) 206টি
(D) 602টি
উত্তর(C) 206টি
11. মানুষের করোটিতে হাড়ের সংখ্যা-
(A) 29টি
(B) 30টি
(C) 26টি
(D) 40টি
উত্তর:(A) 29টি
12. মানুষের হাতের কবজিতে হাড়ের সংখ্যা-
(A) 5টি
(B) 7টি
(C) ৪টি
(D) 6টি
উত্তর: (C) ৪টি
13. শ্রোণিচক্র ও ফিমারের সন্ধি হল-
(A) পিভট সন্ধি
(C) বল ও সকেট সন্ধি
(B) কবজা সন্ধি
(D) সচল সন্ধি
উত্তর:(C) বল ও সকেট সন্ধি
14. পেলভিক গার্ডলে মোট অস্থিসংখ্যা
(A) 2টি
(B) 4টি
(C) 3টি
(D) 5টি
উত্তর:(A) 2টি
15. ক্যালশিয়ামের অভাবে মানুষের দেহে যে-উপসর্গ দেখা যায়, তা হল-
(A) নখের নীচে সাদা দাগ
(B) ভঙ্গুর হাড়
(C) মাড়ি ফোলা ও রক্ত পড়া
(D) গাউট
উত্তর :(B) ভঙ্গুর হাড়
16. অস্টিয়োপোরোসিসের প্রধান কারণ খাদ্যে
(A) ক্যালশিয়ামের অভাব
(B) B-কমপ্লেক্সের অভাব
(C) লোহার অভাব
(D) সোডিয়াম-এর অভাব.
উত্তর: (A) ক্যালশিয়ামের অভাব
17. দেহভর সূচক 42 হলে, এই অবস্থাকে বলা হয়-
(A) স্বাভাবিক ওজন
(C) কম ওজন
(B) স্থূলত্ব
(D) দুর্বল
উত্তর স্থূলত্ব
Very Short Answer Question
1.বুকে কান পাতলে হৃৎপিন্ডের শব্দ শোনা যায় কেন?
- হৃৎস্পন্দনের জন্য (প্রকৃতপক্ষে, হৃদ-কপাটিকার বন্ধ হওয়ার জন্য এই শব্দ সৃষ্টি হয়)।
2.একজন সুস্থ-সবল প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎস্পন্দনের হার কত?
- প্রতি মিনিটে 72-80 বার।
3.মানুষের হৃৎপিন্ডের কোন্ প্রকোষ্ঠটি সবচেয়ে বড়ো এবং শক্তিশালী?
- বাম নিলয়।
4.মানুষের হৃৎপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে অবস্থিত কপাটিকার নাম কী?
- ত্রিপত্র কপাটিকা।
5.মানুষের হৃৎপিন্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে অবস্থিত কপাটিকাটির নাম কী?
- দ্বিপত্র কপাটিকা।
টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম লেখো।
- ডিপথেরিয়া, টিটেনাস।
6.ডান নিলয় সংকুচিত হলে কম অক্সিজেনযুক্ত রক্ত কীসের মাধ্যমে ফুসফুসে যায়?
- ফুসফুসীয় ধমনির মাধ্যমে।
৭.হৃৎস্পন্দন অনিয়মিত হলে তা স্বাভাবিক করার জন্য বুকে যে-যন্ত্র বসানো হয়, তার নাম কী?
- পেসমেকার যন্ত্র।
8. প্রাপ্তবয়স্ক একজন পুরুষের দেহে মোট কতটা পরিমাণ রক্ত থাকে?
- প্রায় 5 লিটার।
9.রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশকে কী বলে?
- রক্তরস বা প্লাজমা।
10.কোন্ রক্তকণিকা জীবাণু নিঃসৃত অ্যান্টিজেনকে প্রতিহত করার জন্য অ্যান্টিবডি উৎপন্ন করে?
- শ্বেত রক্তকণিকা।
11. কোন্ রক্তকণিকা শ্বাসবায়ুর পরিবহণে অংশগ্রহণ করে?
- লোহিত রক্তকণিকা।
12. অণুচক্রিকার কাজ কী?
- অণুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
13. কৃত্রিমভাবে অ্যান্টিজেন বা নিষ্ক্রিয় জীবাণুকে দেহে প্রবেশ করিয়ে কোনো নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পদ্ধতিকে কী বলে?
- টিকাকরণ।
14.টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় এমন দুটি রোগের নাম লেখো।
- ডিপথেরিয়া, টিটেনাস।
15. রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
- স্ফিগমোম্যানোমিটার।
16. কি যেসব প্রাণীদের দেহে হাড় থাকে না, তাদের কী বলে?
- অমেরুদন্ডী প্রাণী।
17. পাশাপাশি অবস্থিত দুটি অস্থি যে-দড়ি বা রজ্জু দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাকে কী বলে?
- লিগামেন্ট।
18. দুটি অস্থির সংযোগস্থলে যে-তরল উপস্থিত থাকে, তাকে কী বলে?
- সাইনোভিয়াল তরল।
19. মানুষের দ্বিতীয় কশেরুকাটির নাম কী?
- অ্যাক্সিস।
20. একটি ঐচ্ছিক পেশির উদাহরণ দাও।
- হাতের বাইসেপ্স পেশি।
21. একটি অনৈচ্ছিক পেশির উদাহরণ দাও।
- পাকস্থলীর গাত্রের পেশি।
22. ভিটামিন-C-এর অভাবজনিত রোগটির নাম কী?
- স্কার্ভি (দাঁতের মাড়ি ফোলে এবং রক্ত পড়ে)।
Short Answer Question
1.হৃৎপিন্ডের কাজ কী?
- হৃৎপিণ্ড নিরবচ্ছিন্ন স্পন্দন অর্থাৎ, সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে ছন্দবদ্ধ গতিতে সমগ্র দেহে রক্ত পরিবাহিত করে।
2.শিরা ও ধমনি কী?
- শিরা: যে-রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিন্ডে ফিরে আসে, তাকে শিরা বলে।
ধমনি: যে-রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, তাকে ধমনি বলে।
3. ও রক্ত কী?
- রক্তরস (প্লাজমা) এবং রক্তকণিকা দ্বারা গঠিত, লালবর্ণের ঈষৎ লবণাক্ত যে-তরল পদার্থ হৃৎপিন্ড ও রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে রক্ত বলে।
4. বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ উল্লেখ করো।
- বিভিন্ন প্রকার রক্তকণিকার কাজ:
i. রক্তের লোহিত রক্তকণিকা পুষ্টিপদার্থ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থের পরিবহণে সাহায্য করে।
ii. শ্বেত রক্তকণিকা দেহে প্রবিষ্ট রোগজীবাণুকে ধ্বংস করে এবং জীবাণু নিঃসৃত অ্যান্টিজেনকে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে প্রতিহত করে।
ii.অণুচক্রিকা ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
5.রক্তকণিকা কত প্রকার ও কী কী? কোন প্রকার রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহণে সক্ষম?
- রক্তকণিকা তিন প্রকার- (a)লোহিত রক্তকণিকা, (b) শ্বেত রক্তকণিকা,(c) অণুচক্রিকা।
লোহিত রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহণে সক্ষম।
6. টিকা কী?
- কোনো রোগের জীবাণুর বিরুদ্ধে দেহে স্থায়ী রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ওই জীবাণুর দুর্বল অংশ বা দেহাবশেষ, পরিবর্তিতরূপে (অ্যান্টিজেন) দেহে ইনজেকশন বা মৌখিকভাবে 14 ভিটামিন তরলাকারে প্রবেশ করিয়ে অনাক্রম্যতা বৃদ্ধি করাকে বলে টিকা প্রদান আর ওই তরল হল টিকা প্ৰদান (Vaccine)। যেমন- BCGটিকা, DPT টিকা, OPV ইত্যাদি।
7. শ্বাসতন্ত্র কাকে বলে?
- যে-তন্ত্রের মাধ্যমে পরিবেশ ও জীবদেহের মধ্যে O2-CO2- এর বিনিময় হয়, তাকে শ্বাসতন্ত্র বলে।
৪. ফুসফুস কী?
- বক্ষগহ্বরে মধ্যচ্ছদার ঠিক ওপরে অবস্থিত দুটি পিরামিডাকৃতির স্পঞ্জের মতো যে-অঙ্গ শ্বাসক্রিয়ায় মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাকে ফুসফুস বলে।
9. ফুসফুসের কাজ কী? দুটি শ্বাসপেশির নাম লেখো।
- ফুসফুস তার অ্যালভিয়োলাই-এর মাধ্যমে রক্তে অক্সিজেন আব প্রদান করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অবিশুদ্ধ রক্তকে অক্সিজেনসমৃদ্ধ বা বিশুদ্ধ রক্তে পরিণত করে।
• দুটি শ্বাসপেশি হল– i.ইন্টারকস্টাল পেশি ii.মধ্যচ্ছদা পেশি।
10. লিগামেন্ট কী?
- দুটি প্রতিবেশী অস্থি যে-দড়ি বা রজ্জুর ন্যায় অংশ দ্বারা পরস্পর যুক্ত থাকে, তাকে লিগামেন্ট বলে।
11. সচল সন্ধি কত প্রকার ও কী কী?
- সচল সন্ধি চার প্রকার, যথা- বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি, পিভট সন্ধি, স্যাডল সন্ধি।
12. পেশি কী? পেশির দুটি বৈশিষ্ট্য বা ধর্ম উল্লেখ করো। পেশির দুটি সমস্যা উল্লেখ করো।
- মেসোডোর্ম থেকে উদ্ভূত সংকোচী প্রোটিন দ্বারা গঠিত দীর্ঘ মায়োফাইব্রিল তত্ত্বযুক্ত কলাকে পেশি বলে।
• বৈশিষ্ট্য: i.পেশি উত্তেজনায় সাড়া দিয়ে প্রথমে সংকুচিত হয় পরে তার শ্লথন ঘটে। ii.পেশি সংকুচিত হলে বা কাজের সময় তার দৈর্ঘ্য হ্রাস পায়।
• পেশির দুটি সমস্যা উল্লেখ করো:(i) পিঠে ও ঘাড়ে ব্যথা- স্পন্ডিলাইটিস (ii) মাসকুলার ডিসট্রফি-হাত, পা ও বিভিন্ন অঙ্গে ব্যথা।
Long Answer Question
1.মানব হৃৎপিন্ডের গঠন বর্ণনা করো।
- মানবদেহে পেশিবহুল শঙ্কু আকৃতির অঙ্গকে হৃৎপিণ্ড বলে।
• গঠন: হৃৎপিণ্ডের গঠনে নিম্নলিখিত অংশগুলি দেখা যায়-
(i) ন আবরণ: হৃৎপিণ্ডটি একটি দু-স্তরযুক্ত আবরণে আবৃত। এটি হল পেরিকার্ডিয়াম-এর ভিতরের ভিসেরাল স্তর ও বাইরের প্যারাইটাল স্তরের মধ্যে পেরিকার্ডিয়াল তরল থাকে।
(ii) হৃৎপিন্ডের প্রাচীর: প্রাচীরটি তিনস্তরযুক্ত, যেমন বাইরের এপিকার্ডিয়াম, মাঝের মায়োকার্ডিয়াম এবং ভিতরের এন্ডোকার্ডিয়াম। বাম নিলয়ের প্রাচীর সবথেকে মোটা।
(iii) প্রকোষ্ঠ: হৃৎপিন্ডের চারটি প্রকোষ্ঠ। ওপরের দুটি রক্তগ্রহণকারী প্রকোষ্ঠ ডান অলিন্দ ও বাম অলিন্দ এবং নীচের দুটি রক্তপ্রেরণকারী প্রকোষ্ঠ ডান নিলয় ও বাম নিলয়।
(iv) ব্যবধায়ক প্রাচীর: দুটি অলিন্দের মাঝখানে আন্তঃঅলিন্দ পর্দা এবং দুটি নিলয়ের মাঝে আন্তঃনিলয় পর্দা ব্যবধায়ক প্রাচীর হিসেবে থাকে।
(v) রক্তবাহ: হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত রক্তবাহ দু-রকমের।
(a) শিরা: অলিন্দের সঙ্গে যুক্ত থাকে। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা ও একটি নিম্ন মহাশিরা এবং বাম অলিন্দের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে।
(b) ধমনি: নিলয়ের সঙ্গে যুক্ত থাকে। ডান নিলয়ের সঙ্গে ফুসফুসীয় ধমনি এবং বাম নিলয়ের সঙ্গে মহাধমনি যুক্ত থাকে।
(vi) কপাটিকা-
a. ত্রিপত্র কপাটিকা: ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে।
b.দ্বিপত্র কপাটিকা/মিট্রাল ভালভ: বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে।
c.অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা: দুটি নিলয় ও ধমনির সংযোগস্থলে তিনটি অর্ধচন্দ্রাকার পত্রযুক্ত কপাটিকা অবস্থিত। এ ছাড়া নিম্ন মহাশিরার ছিদ্রপথে ইউস্টেচিয়ান কপাটিকা এবং করোনারি সাইনাসের ছিদ্রপথে থিবেসিয়ান কপাটিকা অবস্থিত।
(vii) পেশিকলা: হৃৎপিন্ডের প্রাচীরে পেশি যুক্ত থাকে। নিলয়ে প্যাপিলারি পেশি থাকে। এর মুক্ত প্রান্ত কণ্ডরা তন্তুর সঙ্গে যুক্ত থাকে, যাকে কর্ডিটেন্ডনি বলে। এ ছাড়া হৃৎপিন্ডের সঙ্গে কিছু বিশেষ সংযোগী কলা যুক্ত থাকে।
2.মানব হৃৎপিণ্ড কীভাবে রক্তসংবহনে অংশগ্রহণ করে তা আলোচনা করো।
- মানুষের হৃৎপিন্ডের মধ্য দিয়ে রক্তসংবহন: হৃৎপিণ্ডের নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে সারাদেহে রক্তসংবহন ঘটে। হৃৎপিন্ডের সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল বলে। আর এদের একত্রে বলে হৃৎস্পন্দন (Heart beat), এটি যেভাবে ঘটে তা নিম্নরূপ:
a.অলিন্দের প্রসারণ বা ডায়াস্টোল: দুটি অলিন্দ প্রায় একই সময়ে প্রসারিত হলে রক্ত বিভিন্ন শিরাপথে অলিন্দে প্রবেশ করে।(i) চারটি ফুসফুসীয় শিরাপথে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে,(ii) ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা দিয়ে সারাদেহের কার্বন ডাইঅক্সাইডযুক্ত দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে।
b. অলিন্দের সংকোচন বা সিস্টোল: অলিন্দদুটি রক্তপূর্ণ হলে এদের স্বতঃস্ফূর্ততায় সংকোচন হয়। ডান অলিন্দ সামান্য আগে সংকুচিত হয়। এ সময় অলিন্দ-নিলয় ছিদ্রপথে উপস্থিত কপাটিকাগুলি (দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা) খুলে যায়। ডান অলিন্দের দূষিত বা বেশি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা ভেদ করে ডান নিলয়ে আর বাম অলিন্দের বিশুদ্ধ বা বেশি অক্সিজেনযুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা ভেদ করে বাম নিলয়ে প্রবেশ করে। ফলে নিলয়দুটি প্রসারিত হয়।
c. নিলয়ের প্রসারণ বা ডায়াস্টোল: নিলয়দুটি সম্পূর্ণ রক্তপূর্ণ হলে তাদের প্রসারণ ঘটে। একই সময়ে অলিন্দের সংকোচনও ঘটে।
d.নিলয়ের সংকোচন বা সিস্টোল: নিলয়দুটি রক্তপূর্ণ হলে সংকুচিত হয়, এ সময় অলিন্দ-নিলয় কপাটিকা দুটি বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়। ডান নিলয় থেকে অশুদ্ধ বা বেশি CO₂ যুক্ত রক্ত ফুসফুসীয়
True And False
1. আমাদের হাতের বুড়ো আঙুলে স্যাডল অস্থিসন্ধি আছে।☑
2. প্রশ্বাস নেওয়ার সময় বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভিতর থেকে বেরিয়ে যায়। x
3. ফুসফুসীয় ধমনি বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায়। x
Fil in the blanks
1. শরীরের কোথাও কেটে গেলে —————— রক্ত জমাট বাঁধতেসাহায্য করে।
- অণুচক্রিকা।
2. অস্থিসন্ধিতে দুটি হাড় একে অন্যের সঙ্গে বাঁধা থাকে। দিয়ে
- লিগামেন্ট।
3. বল এবং সকেট সন্ধি দেখা যায়
- কাঁধে।
4. মেরুদন্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রুণ অবস্থায় থাকে নামের একটি দণ্ড।
- নোটোকর্ড।
5. সচল অস্থিসন্ধির ভিতর এক ধরনের তরল থাকে।
- পিচ্ছিল।
1. মানুষের হৃৎপিন্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে কপাটিকা_____________ অবস্থিত।
উত্তর: ত্রিপত্র
2. হৃৎপিণ্ডের সংকোচনকে__________ বলে।
উত্তর: সিস্টােল
3. হূৎপিন্ডের একবার সংকোচন ও প্রসারণকে একত্রে________________বলে।
উত্তর: হৃৎস্পদন
4. একজন সুস্থ, সবল প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে হৃৎস্পন্দন হয়_____________ বার।
উত্তর: 72
5. শ্বেত রক্তকণিকা আমাদের____________ সুরক্ষায় অংশগ্রহণ করে।
উত্তর: দেহ
6. মানুষের প্রধান শ্বাসঅঙ্গটি হল_____________।
উত্তর: ফুসফুস
7. প্রতিটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা_______________।
উত্তর: 15 কোটি
৪. দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে ______________বলে।
উত্তর: অস্থিসধ্নি
9. আমাদের দেহের সর্বাপেক্ষা বড়ো অস্থিটি __________________হল।0
উত্তর: ফিমার
10. অস্থিসংলগ্ন_____________পেশিকে পেশি বলে।
উত্তর: ঐচ্ছিক
11. পাকস্থলীর গাত্রের পেশি হল_____________পেশি।
উত্তর: অনৈচ্ছিক
12. ঠোঁটের কোণে এবং জিভে ঘা ____________-এর অভাবে ঘটে।
উত্তর: ভিটামিন B
13. মাড়ি ফোলা এবং ফেটে রক্ত পড়া _____________-এর অভাবে ঘাট।
উত্তর: ভিটামিন C