WBBSE Class 6 Science Chapter 9 Solution | Bengali Medium

Class 6 Chapter 9 Solution

সাধারণ যন্ত্রসমূহ

Very Short Answer Question

1. যন্ত্র কাকে বলে?

উত্তর: যন্ত্র হল এমন একটি ব্যবস্থা, যার এক অংশে বল প্রয়োগ করে অন্য অংশে কোনো বাধাকে সহজ অতিক্রম করা যায়।

2. একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত?

উত্তর: একটি আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা 100%।

3. লিভার কী?

উত্তর: লিভার হল এমন একটি সোজা বা বাঁকানো দণ্ড, যা একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে ঘুরতে পারে।

4.দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি সরল যন্ত্রের নাম লেখো।

উত্তর: দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি সরল যন্ত্রের নাম হল-লিভার, কপিকল, নততল এবং চক্র ও অক্ষদণ্ড।

5. আদর্শ যন্ত্র বলতে কী বোঝো?

উত্তর: যে-যন্ত্র থেকে প্রযুক্ত শক্তির সমপরিমাণ কার্য পাওয়া যায়, তাকে আদর্শ যন্ত্র বলে।

6. নততল কী?

উত্তর:কোনো একটি মসৃণ তলকে ভূমির সঙ্গে সূক্ষ্মকোণে রাখা হলে, তাকে নততল বলে।

7. দুটি প্রথম শ্রেণির লিভারের নাম লেখো।

উত্তর: টিউবওয়েলের হাতল এবং কাঁচি।

8. প্রথম শ্রেণির লিভারে আলম্ব বিন্দুর অবস্থান কোথায় থাকে?

উত্তর: প্রথম শ্রেণির লিভারে বাধা ও বলের মাঝে আলম্ব থাকে।

9. নৌকার দাঁড় কোন্ শ্রেণির লিভার?

উত্তর: নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণির লিভার।

10. ঢেঁকির যান্ত্রিক সুবিধা কত?

উত্তর: ঢেঁকির যান্ত্রিক সুবিধা 1-কম হয়।

11. কোন্ যন্ত্রে দুটি দ্বিতীয় শ্রেণির লিভার একসঙ্গে কাজ করে?

উত্তর: জাঁতিতে দুটি দ্বিতীয় শ্রেণির লিভার একসঙ্গে কাজ করে।

12. কোন্ শ্রেণির লিভারে প্রযুক্ত বল ও বাধা একই দিকে ক্রিয়া করে?

উত্তর: প্রথম শ্রেণির লিভারে প্রযুক্ত বল ও বাধা একইদিকে ক্রিয়া করে।

13.মানুষের হাতের তালুতে ভার চাপানো অবস্থায় আলম্ব বিন্দুর অবস্থান কোথায় হয়?

উত্তর: কনুইতে।

14. পাউরুটি কাটার ছুরি কোন্ শ্রেণির লিভার?

উত্তর:তৃতীয় শ্রেণির লিভার।

15. জাহাজের ক্যাপস্টান কোন্ শ্রেণির যন্ত্র?

উত্তর: চক্র এবং অক্ষদণ্ড শ্রেণির যন্ত্র।

16. লিভারের বলবাহু কাকে বলে?

উত্তর: লিভারের আলম্ব বিন্দু থেকে প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর দূরত্বকে বলবাহু বলে।

17. স্কু-এর গায়ে ধাতব প্যাঁচ কীরকম আচরণ করে?

উত্তর: নততলের মতো আচরণ করে।

18. অক্ষদণ্ড কী?

উত্তর: কম ব্যাসার্ধের বেলনাকার দণ্ডকে অক্ষদন্ড বলে।

19. গাঁইতি কী ধরনের যন্ত্র?

উত্তর:গাঁইতি একপ্রকার সরল যন্ত্র।

20. মরচের হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায় কীভাবে?

উত্তর: তেল রং (সিন্থেটিক এনামেল) করে।

21.তোমার বাড়িতে ব্যবহার করা হয় এমন দুটি জিনিসের নাম লেখো যাকে নততল বলা যায়।

উত্তর: দেয়ালের সঙ্গে হেলিয়ে রাখা মই। সিঁড়ি বেয়ে যখন ছাদে ওঠা হয়।

    22. টিউবওয়েলের হাতল কোন্ শ্রেণির লিভার এবং কেন?

    উত্তর:টিউবওয়েলের হাতল প্রথম শ্রেণির লিভার, কারণ এখানে আলম্ব, ভার ও প্রযুক্ত বলের মধ্যবর্তী স্থানে থাকে।

    23. প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা কত?

    উত্তর:সাধারণত প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়। তবে বিশেষ ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর সমান বা 1-এর কম হতে পারে।

    24.যন্ত্রের সাহায্যে শক্তি বৃদ্ধি করা যায়’ কি?

      উত্তর: যন্ত্রের সাহায্যে শক্তির পরিমাণ বৃদ্ধি করা যায় না। কেবলমাত্র কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করার ব্যবস্থা থাকে।

    Long Answer Question

    1.যন্ত্রের পরিচর্যা কীভাবে করা যায়?

    • যন্ত্রকে দীর্ঘদিন কার্যক্ষম রাখতে হলে যন্ত্রের নিয়মিত যত্ন করা প্রয়োজন। এর জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অনুসরণ করা হয়। 

    (i) যন্ত্রের যে-অংশ চলমান বা ঘূর্ণায়মান, সেই অংশে ঘর্ষণ বেশি হয়। ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে। তাই ঘর্ষণ কমাতে ওই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত।

    (ii) লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশকে জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার, না-হলে মরচে ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং করেও মরচের হাত থেকে লোহার যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায়। 

    (iii) কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা উচিত।
    (iv) পাহাড়ে ওঠার পথ খাড়া না-করে ঘুরিয়ে তৈরি করা হয়। ঘোরানো পথ নততলের মতো কাজ করে। ফলে ওই পথে উঠতে কম কষ্ট হয়। পথ খাড়া হলে ওঠার সময় বেশি বল প্রয়োগ করতে হত, ফলে বেশি পরিশ্রম হত। তাই পাহাড়ে ওঠার পথ খাড়া না-হয়ে ঘোরানো হয়।

    2. কপিকল দিয়ে জল তোলা সুবিধাজনক কেন?

    •  কপিকলে ব্যবহৃত চক্র ও অক্ষদণ্ডের সাহায্যে অল্প বল প্রয়োগে বেশি ভার তোলা যায়। একটি কপিকল ব্যবহার করলে কোনো যান্ত্রিক সুবিধা পাওয়া যায় না। কিন্তু এতে দড়ির ঘর্ষণজনিও বাধা অনেক হ্রাস পায়। ফলে শক্তির অপচয় কম হয় ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করার প্রয়োজন পড়ে না। এই কারণে কুয়ো থেকে জল তুলতে কপিকল ব্যবহার করা সুবিধাজনক হয়।

    3. তৃতীয় শ্রেণির লিভার কাকে বলে? উদাহরণ দাও।

    • যে-লিভারে দন্ডের একপ্রান্তে আলম্ব থাকে, অপরপ্রান্তে ভার ক্রিয়া করে এবং দুটি প্রান্তের মাঝে যে-কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে। উদাহরণ: মানুষের বাহু, পাউরুটি কাটার ছুরি, মাছ ধরার ছিপ, মুখের চোয়াল প্রভৃতি তৃতীয় শ্রেণির লিভারের উদাহরণ।

    4. দ্বিতীয় শ্রেণির লিভার কাকে বলে? কয়েকটি দ্বিতীয় শ্রেণির লিভারের নাম লেখো।

    • যে-লিভারের মাঝে ভার ক্রিয়া করে এবং লিভারের একদিকে আলম্ব ও অপরদিকে বল প্রয়োগ করা হয়, তাকে দ্বিতীয় শ্রেণির লিভার বলে। এখানে প্রযুক্ত বল ও ভার পরস্পর বিপরীতমুখী হয়।

    কয়েকটি দ্বিতীয় শ্রেণির লিভারের নাম হল একচাকার হাতগাড়ি, নৌকার দাঁড়, জাঁতি, বটল ওপেনার, পাঞ্চ করার যন্ত্র প্রভৃতি।

    Short Answer Question

    1. যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধাগুলি কী কী? যন্ত্র কত প্রকার ও কী কী?

    • যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধাসমূহ :যন্ত্র দ্বারা সাধারণত তিন ধরনের বাধা অতিক্রম করে যায়। (i)অভিকর্ষ বলের বাধা (ii) ঘর্ষণ বলের বাধা এবং (iii) পদার্থের জাভ্যের বাধা। যন্ত্র দু– প্রকার, যথা-সরল যন্ত্র এবং জটিল যন্ত্র।

    2.সরল যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও।

    • যে-যন্ত্রের গঠন ও ব্যবহারে কোনো জটিলতা নেই এবং যাতে কেবলমাত্র যান্ত্রিক শক্তি প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা হয়, তাকে সরল যন্ত্র বলে।

    যেমন- ছুঁচ, কলম, কাঁচি, ব্লেড ইত্যাদি।

    3.লিভার কাকে বলে? লিভার কত প্রকার ও কী কী?

    • একটি শক্ত সোজা বা বাঁকানো দণ্ড একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার চারদিকে অবাধে ঘুরতে পারলে ওই দণ্ডটিকে বলে লিভার।

    প্রযুক্ত বল, অতিক্রান্ত বাধা এবং আলম্বের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

    (i) প্রথম শ্রেণির লিভার,(ii) দ্বিতীয় শ্রেণির লিভার এবং(iii)  তৃতীয় শ্রেণির লিভার।

    4. প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা কীরকম হয়?

    •  প্রথম শ্রেণির লিভারে সাধারণত যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়। যেমন-নলকূপের হাতল, সাঁড়াশি ইত্যাদি। এক্ষেত্রে বলবাহু, রোধবাহু অপেক্ষা বড়ো হয়।

    তবে বিশেষ ক্ষেত্রে যদি বলবাহুর দৈর্ঘ্য রোধবাহুর দৈর্ঘ্যের সমান হয়, তবে প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর সমান হয়, যেমন-তুলাযন্ত্র। আবার বলবাহুর দৈর্ঘ্য রোধবাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোটো হলে যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়। 

    যেমন- ঢেঁকি।

    5. দ্বিতীয় শ্রেণির লিভারের যান্ত্রিক সুবিধা ব্যাখ্যা করো।

    •  দ্বিতীয় শ্রেণির লিভারে যেহেতু বলবাহু সবসময়ই রোধবাহু অপেক্ষা বড়ো হয়, তাই দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর বেশি হয়। অর্থাৎ, সবসময় কম বল প্রয়োগ করে বেশি ভার তোলা যায়।

    6. নততল কাকে বলে?

    •  কোনো মসৃণ পাটাতন বা ওই জাতীয় কোনো সমতলকে অনুভূমিক না রেখে যদি ভূমিতলের সঙ্গে যে-কোনো সূক্ষ্মকোণে রাখা হয়, তবে ওই তলকে নততল বলে।

    7. চক্র ও অক্ষদণ্ড কাকে বলে?

    • যদি কোনো যন্ত্রে একই অক্ষবিশিষ্ট একটি লম্বা ও কম ব্যাসার্ধের

    বেলনাকার দণ্ডের সঙ্গে অপেক্ষাকৃত বড়ো ব্যাসার্ধের একটি বেলন দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তবে বড়ো ব্যাসার্ধের বেলনকে চক্র ও কম ব্যাসার্ধের দণ্ডকে অক্ষদণ্ড বলে।

    8. কপিকল বা পুলি কী? এর ব্যবহার উল্লেখ করো।

    •  কপিকল বা পুলি হল একটি শক্ত চাকা। পরিধি বরাবর এর মাঝখানটা কাটা। আর দু-পাশটা উঁচু থাকে। গর্তের মধ্যে চক্রকে ঘিরে থাকে একটি দড়ি, যার একপ্রান্ত ধরে টানা হয় আর অন্য প্রান্তে থাকে বাধা। এটি একটি সরল যন্ত্র। কপিকলের কেন্দ্রে থাকে একটা দণ্ড বা অ্যাক্সেল, যাকে কেন্দ্র করে কপিকলটি অবাধে ঘুরতে পারে।
    •  ব্যবহার: পাতকুয়ো থেকে জল তুলতে। পতাকা তোলার সময় কপিকল ব্যবহার করা হয়।

    9. নততলকে কি সরলযন্ত্র বলা যাবে? ব্যাখ্যা করো।

    •  হ্যাঁ। কারণ আমরা জানি, যে-ব্যবস্থার সাহায্যে কম বল প্রয়োগ করে বেশি বাধা অতিক্রম করা যায়, তাকে যন্ত্র বলে। নততলের সাহায্যে কম বল প্রয়োগ করে অপেক্ষাকৃত ভারী জিনিসকে ওপরে তোলা যায়। তাই নততলকে সরলযন্ত্র বলা যায়।

    10. কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলতে কী বোঝো?

    • অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের অনুপাতকে যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলে।

    যান্ত্রিক সুবিধা = অতিক্রান্ত বাধা প্ৰযুক্ত বল

    11. ঘূর্ণন অক্ষ কাকে বলে?

    •  চক্র এবং অক্ষদণ্ড একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, একে ঘূর্ণন অক্ষ বলে।

    12. নীচের ছবিটা দ্যাখো। এবার বলো একটা ভারী ড্রামকে খাড়াভাবে চাগিয়ে কি লরিতে তোলা সহজ?

    • না. ভারী ড্রামকে খাড়াভাবে চাগিয়ে লরিতে তোলা সহজ না

    13. ওই ড্রামটিকে, লরির সঙ্গে হেলানো কাঠের তস্তার ওপর ঠেলে দিয়ে গড়িয়ে তোলা কি বেশি সহজ?

    •  হেলানো কাঠের তঞ্জার ওপর ঠেলে দিয়ে গড়িয়ে তোলা বেদি সহজ।

    14.ভাবোতো সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই সিঁড়ি দিয়ে ওপারে উঠতে কষ্ট বেশি হয় কেন?

    • খাড়াই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বেশি কষ্ট হয়। কারণ, খাড়াই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পৃথিবীর টানের বিপরীতে আমাদের সরাসরি বল প্রয়োগ করতে হয়। কিন্তু হেলানো সিঁড়ির ক্ষেত্রে বল প্রয়োগের প্রয়োজন হয় না। তাই কষ্ট হয় না।

    15. খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে আঁকাবাঁকা পথে ওঠা অনেকটা আরামের কেন?

    •  আমরা সকলেই দেখেছি, পাহাড়ে ওঠার পথ খাড়া না-করে ঘুরিয়ে তৈরি করা হয়। আঁকাবাঁকা ঘোরানো পথ নততলের মতো কাজ করে। নততলের যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর বেশি হয়। আবার পথ যত আনত হয়, যান্ত্রিক সুবিধা তত বেশি হয়। ফলে ওই পথে উঠতে কষ্ট কম হয়। পথ খাড়া হলে ওঠার সময় বেশি বল প্রয়োগ করতে হত, যার ফলে পরিশ্রম বেশি হত। তাই আঁকাবাঁকা পথে পাহাড়ে ওঠা, খাড়াই রাস্তা ধরে ওঠার তুলনায় অনেক আরামের হয়।

    16. ভেবে দ্যাখোতো:

    (a) তুমি প্রতিদিন স্নান করো কেন? দাঁত মাজ কেন?

    ■ সারাদিনের ধুলোবালি এবং ময়লা পরিষ্কার করে সুস্থ জীবনযাপনের জন্য আমি প্রতিদিন স্নান করি।

    দাঁতের মধ্যে জমে থাকা খাবারের টুকরো পরিষ্কার করে দাঁতকে সবল রাখার জন্য দাঁত মাজি।

    (b) বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন?

    ■ রোগমুক্ত জীবনযাপনের জন্য বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়।

    (c) লোহার জিনিসপত্র নিয়মিত রং করা হয় কেন?

    ■ মরচে ধরে লোহার জিনিসপত্র যাতে নষ্ট হয়ে না যায়, তাই নিয়মিত রং করা হয়।

    (d) এ খাতা-বই মলাট দিয়ে রাখ কেন?

    ■ ছিঁড়ে না যাওয়ার জন্য ও ময়লা না হওয়ার জন্য খাতা-বই মলাট দিয়ে রাখি।

    • ঠিক উত্তর নির্বাচন করো:

    1. লিভারটির কর্মদক্ষতা বাড়াতে হলে-

    1. B বিন্দু, A বিন্দুর কাছাকাছি হতে হবে
    1. A বিন্দু, B বিন্দুর কাছাকাছি হতে হবে

          (C)  B বিন্দু, C বিন্দুর কাছাকাছি হতে হবে

          (D) B বিন্দু, C ও A বিন্দুর মাঝখানে থাকতে হবে

    •  B বিন্দু, C বিন্দুর কাছাকাছি হতে হবে।

    Fil in the blanks

    1. লিভারের স্থির বিন্দুকে____________ বলে।

    উত্তর: আলম্ব

    2.____________ শ্রেণির লিভারে আলম্বের ____________দিকে বল ও বাধা থাকে।

    উত্তর: দ্বিতীয়, একই

    3. হেলিয়ে রাখা মই একটি _____________উদাহরণ।

    উত্তর: নততলের

    4. অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের অনুপাতকে যন্ত্রের ______________বলে।

    উত্তর: যান্ত্রিক সুবিধা

    5.___________________ শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর কম।

    উত্তর: তৃতীয়

    6. সাধারণ তুলাযন্ত্র ____________শ্রেণির লিভার।

    উত্তর: প্রথম

    7. মানুষের বাহু______________শ্রেণির লিভার।

    উত্তর: দ্বিতীয়

    ৪. যন্ত্রের চলমান অংশে ____________বেশি হয়।

    উত্তর: ঘর্ষণ

    9. লিভারের আলম্ব থেকে বলের প্রয়োগবিন্দুর দূরত্বকে _____________বলে।

    উত্তর: বলবাহু

    10. লিভারের আলম্ব থেকে ভার বা বাধা বিন্দুর দূরত্বকে_______________ বলে।

    উত্তর:রোধবাহু

    11. দুই বা ততোধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে যন্ত্র _____________বলে।

    উত্তর: জটিল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *