Class 8 Chapter 1 Solution
বল ও চাপ
MCQs Question Answer
(i) কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে এর-
(a) আকৃতির পরিবর্তন হতে পারে
(b) স্থির থেকে গতিশীল হতে পারে
(c) গতির অভিমুখ পরিবর্তিত হতে পারে
(d) সবগুলিই হতে পারে
উত্তর: (d) সবগুলিই হতে পারে।
(2) তুমি একটি দেয়ালকে 10N বল প্রয়োগ করে ঠেলছ। দেয়ালটি তোমার ওপর যে বল প্রয়োগ করছে তার মান-
(a) 0
(b) 10N
(c) 5N
(d) 20N
উত্তর: (b) 10N।
(iii) 0.5 kg
(a) 0.5 N
(b) 1 N
(c) 4.9 N
(d) 9.8 N
উত্তর: (c) 4.9 NI
(i) ঘর্ষণ বল একটি-
(a) স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল
(b) স্পর্শযুক্ত ক্রিয়াশীল বল
(c) লম্ব বল
(d) কোনোটিই নয়
উত্তর: (b) স্পর্শযুক্ত ক্রিয়াশীল বল।
(4) বস্তু কোনো তলের উপর দিয়ে গতিশীল হওয়ার উপক্রম করলে বস্তুটির উপর ঘর্ষণ বলের মান-
(a) সর্বোচ্চ হয়
(b) সর্বনিম্ন হয়
(c) শূন্য হয়
(d) কোনোটিই নয়
উত্তর: (a) সর্বোচ্চ হয়।
(5) 1 kg ভরের একটি বাক্সকে টেবিলের উপর রাখা আছে। যদি বাক্সটিকে কোনোদিকে বল প্রয়োগ করে টানা না হয় তবে এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান হবে-
(a) 0
(b) 9.8 N
(c) 1 N
(d) 4.9 NI
উত্তর: (a) 0
(iv) (iii) নং প্রশ্নে বাক্সটিকে টেবিলের সমান্তরালে 9.8 N বল প্রয়োগ করে টানা হচ্ছে। কিন্তু বাক্সটি টেবিলের উপর স্থির আছে। এই অবস্থায় বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান-
(a) 0
(b) 1 N
(c) 9.8 N
(d) 19.6 NI
উত্তর: (c) 9.8 N।
(i) কোন্টি চাপের একক নয়?
(a) ডাইন/সেমি²
(b) নিউটন
(c) পাস্কাল
(d) নিউটন/মিটার²
উত্তর: (b) নিউটন।
(ii) গভীরতা একই থেকে ঘনত্ব বাড়লে, চাপ-
(a) বাড়ে (b) কমে (c) একই থাকে (d) বাড়ে বা কমে
উত্তর: (a) বাড়ে।
(iii) কেরোসিন তেলের ঘনত্ব d, ও জলের ঘনত্ব d₂ হলে-
(a) d₁= d₂
(b) d₁ > d₂
(c) d₁ <d₂
(d) 2d₁ = d₂
উত্তর: (c) d₁ <d₂1
(iv) একটি তরলের উপরতল থেকে । গভীরতায় ঊর্ধ্বচাপ P₁, নিম্নচাপ P₂ ও পার্শ্বচাপ P₁ হলে-
(a) P₁= p2 = p3
(b) P₁> p2> p3
(c) p1 > p3 > p2
(d) p2 > p1 > p3
উত্তর: (a) P₁= p2 = p3
(v) একটি তরলের h গভীরতায় চাপ P হলে 2h গভীরতায় চাপ হবে-
(a) P
(b) 2P
(c) P/2
(d) 4P
উত্তর: (b) 2P।
Very Short Question Answer
(i) বল পরিমাপের SI একক কী?
উত্তর: নিউটন।
(ii) কোন্ যন্ত্রের সাহায্যে অভিকর্ষ বলের পরিমাপ করা হয়?
উত্তর: স্প্রিং তুলা।
(i) চল ঘর্ষণ (গতিশীল অবস্থার ঘর্ষণ) ও সীমাস্থ ঘর্ষণের মধ্যে কোল্টির মান কম?
উত্তর: চল ঘর্ষণ।
(ii) আমরা হাঁটার সময় ঘর্ষণ বল কোন্দিকে ক্রিয়া করে?
উত্তর: সামনের দিকে।
(v) লম্ব-প্রতিক্রিয়া বল একই থেকে সংস্পর্শ তলের ক্ষেত্রফল দ্বিগুণ হলে সীমাস্থ ঘর্ষণ বলের মান (ঘর্ষণ বলের সর্বোচ্চ মান) কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: কোনো পরিবর্তন হয় না, একই থাকে।
(vi) স্থিত ঘর্ষণ বলের মান সর্বদা কোন্ বলের সমান হয়?
উত্তর: প্রযুক্ত বলের সমান হয়।
Fil In The Blanks
(iii) ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরের সমান ও _____________________ |
উত্তর: বিপরীতমুখী।
(iv) বল = ভর _____________________ |
উত্তর: ত্বরণ। ।
(i) ঘনত্বের S.I একক কী?
উত্তর: কেজি/মিটার।
(ii) ভর = আয়তন _____________________ । (শূন্যস্থান পূরণ করো)
উত্তর: ঘনত্ব
(iii) নদীর জল ও সমুদ্র জলের মধ্যে কোল্টির ঘনত্ব বেশি?
উত্তর: সমুদ্র জলের।
(iv) _____________________ = বল/ক্ষেত্রফল। (শূন্যস্থান পূরণ করো)
উত্তর: চাপ
(iii) ঘর্ষণ বল সর্বদা বরাবর ক্রিয়া করে।
উত্তর: সংস্পর্শ তল
(iv) সংস্পর্শ তল দুটির মধ্যে ক্রিয়াশীল লম্ব-প্রতিক্রিয়া বলের মান বাড়লে ঘর্ষণ বলের মান ।
উত্তর: বাড়ে
Short Question Answer
(i) ভিন্ন ভরের বস্তুতে সমান বল প্রয়োগ করা হলে কোন্টির ত্বরণ বেশি হবে?
উত্তর: আমরা জানি, বল = ভর ত্বরণ
বা, ত্বরণ = বলভর
বলের মান একই থাকলে, ভর যত কম হয় ত্বরণ তত বাড়ে। সুতরাং, হালকা বস্তুটির ত্বরণ বেশি হবে।
(ii) 1 N বল কাকে বলা হয়?
উত্তর: 1 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়া করে । মিটার/সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে পারে যে বল তাকে 1 নিউটন (বা1N) বল বলা হয়।
(iii) স্প্রিং-এর কোন্ ধর্মকে বল পরিমাপের কাজে ব্যবহার করা হয়?
উত্তর: বল প্রয়োগে স্প্রিং এর প্রসারণ হয় এবং প্রযুক্ত বলের মান যত বেশি হয় স্প্রিং-এর প্রসারণের মানও তত বেশি হয়। স্প্রিং-এর এই ধর্মকেই বল পরিমাপের কাজে ব্যবহার করা হয়।
(i) স্থিত ঘর্ষণ বল (স্থির অবস্থার ঘর্ষণ বল) কাকে বলে? কখন এই বলের মান সর্বোচ্চ হয়?
উত্তর: কোনো বস্তুকে কোনো তলের উপর দিয়ে গতিশীল করার জন্য বল প্রয়োগ করা সত্ত্বেও যতক্ষণ বস্তুটি তলের উপর স্থির থাকে ততক্ষণ পর্যন্ত বস্তুটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলকে স্থিত ঘর্ষণ বল বা স্থির অবস্থার ঘর্ষণ বল বলা হয়। বস্তুটি তল বরাবর গতিশীল হতে শুরু করার ঠিক আগের মুহূর্তে এর উপর ক্রিয়াশীল স্থিত ঘর্ষণ বলের মান সর্বোচ্চ হয়।
(ii) ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর: ঘর্ষণ বলের সর্বোচ্চ মান (বা সীমাস্থ ঘর্ষণ বল) নির্ভর করে-
(1) সংস্পর্শ তলের প্রকৃতির ওপর।
(2) সংস্পর্শ তলের লম্বভাবে ক্রিয়াশীল ক্রিয়া-প্রতিক্রিয়াজনিত বলের ওপর।
(ii) বাঁধ তৈরি করার সময় এর তলদেশ মোটা করা হয় কেন?
উত্তর: আমরা জানি, গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের চাপ বাড়ে। এই কারণে বাঁধের তলদেশে জলের চাপ উপরিতলে জলের চাপ অপেক্ষা বেশি হয়। বাঁধের তলদেশে বেশি চাপের প্রভাবে বাঁধ যাতে ভেঙে না যায়, তাই এর তলদেশ মোটা করা হয়।
(iii) বাড়ির একতলার কলের জলের চাপ দোতলার কলের জলের চাপ অপেক্ষা বেশি হয় কেন?
উত্তর: বাড়ির ছাদে রাখা ট্যাংকের জল পাইপের সাহায্যে একতলা বা দোতলায় নেমে আসে। ট্যাংকে জলের উপরের তল থেকে একতলার কলের গভীরতা দোতলার কলের গভীরতা অপেক্ষা বেশি। আবার গভীরতা বাড়ালে চাপ বাড়ে। তাই একতলার কলের মুখে জলের চাপ, দোতলার কলের মুখে জলের চাপ অপেক্ষা বেশি হয়।
(iv) একই ধরনের দুটি বিকারের একটি জল দ্বারা এবং অন্যটি গ্লিসারিন দ্বারা পূর্ণ। কোন্ বিকারটির তলদেশে চাপ বেশি ও কেন?
উত্তর: যে বিকারটিতে গ্লিসারিন আছে তার তলদেশে চাপ বেশি হবে। কারণ, উভয় বিকারে তরলের উপরতল থেকে তলদেশের গভীরতা সমান হলেও গ্লিসারিনের ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা বেশি এবং ঘনত্ব বেশি হলে চাপ বেশি হয়।
(v) তরলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে?
উত্তর: বিভিন্ন আকৃতি ও আয়তনের কতকগুলি পাত্রের তলদেশ নল দিয়ে পরস্পর যুক্ত করে কোনো একটি পাত্রে তরল ঢাললে প্রতিটি পাত্রে তরল একই উচ্চতা পর্যন্ত ওঠে। অর্থাৎ প্রতিটি পাত্রে তরলের উপরিতল একই লেভেলে থাকে। তরলের এই ধর্মকেই সমোচ্চশীলতা ধর্ম বলা হয়।
Long Question Answer
2 kg ভরের একটি বাক্স A কে মেঝেতে রেখে মেঝের সমান্তরালে F বল প্রয়োগ করে টানা হচ্ছে। F-এর মান শূন্য থেকে ধীরে ধীরে বাড়িয়ে 12 N করা হলে বাক্সটি মেঝের উপর দিয়ে চলতে শুরু করে।
(i) F এর মান 5N হলে বাক্স ও মেঝের মধ্যে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত?
(ii) বাক্সটি চলতে শুরু করার পর এর উপর ঘর্ষণ বলের মান কী 12N হবে?
(iii) A বাক্সটির উপর 1kg ভরের অপর একটি বাক্স B রেখে F- এর মান 12N করা হলে বাক্স দুটি একসঙ্গে মেঝের উপর দিয়ে গতিশীল হতে শুরু করবে কি?
উত্তর: (i) F এর মান 5N হলে বাক্সটি মেঝের উপর স্থির থাকে। এই অবস্থায় বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান প্রযুক্ত বলের সমান হয়। ঘর্ষণ বল = 5N
(ii) F এর মান 12N হলে বাক্সটি চলতে শুরু করে।
… স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান = 12N
বাক্সটি চলতে শুরু করার পর এর উপর চল ঘর্ষণ বল ক্রিয়া করে যার মান স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান অপেক্ষা কম। সুতরাং, চলতে শুরু করার পর বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান 12N অপেক্ষা কম হবে।
(iii) B বাক্সটিকে A বাক্সের উপর রাখা হলে বাক্সদুটির মিলিত ওজন মেঝের ওপর ক্রিয়া করবে। ফলে লম্ব-প্রতিক্রিয়া বলের মান বাড়বে। এই অবস্থায় স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মানও বৃদ্ধি পাবে। অর্থাৎ, F-এর মান 12N হলে বাক্সদুটি মেঝের উপর দিয়ে একসঙ্গে গতিশীল হবে না।