WBBSE Class 8 Amader Paribesh Chapter 3 কয়েকটি গ্য়াসের পরিচিতি Solution | Bengali Medium

Class 8 Chapter 3 Bengali Medium

কয়েকটি গ্য়াসের পরিচিতি

MCQs Question Answer

(i) পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটারের পাল্লা হল-

(a) O°C-50°C

(b) O°C-100°C

(c) (-10°C)-110°C

(d) 100°C-50°C

উত্তর: (c) (-10°C)-110°C

(ii) কাচের তৈরি সরু একমুখ খোলা নল হল-

(a) গোলতল ফ্লাস্ক

(b) কনিক্যাল ফ্লাস্ক

(c) নির্গম নল

(d) টেস্টটিউব

উত্তর: (d) টেস্টটিউব।

(iii) তরল পদার্থের আয়তন মাপার জন্য ব্যবহার করা হয়-

(a) গোলতল ফ্লাস্ক

(b) কনিক্যাল ফ্লাস্ক

(c) মাপনী চোঙ

(d) টেস্টটিউব

উত্তর: (c) মাপনী চোঙ।

(iv) দু-মুখ খোলা কাচনল যার দু-প্রান্ত সরু এবং মাঝখানটা স্ফীত সেটি হল-

(a) পিপেট

(b) বুরেট

(c) ফানেল

(d) কোনোটিই নয়

উত্তর: (a) পিপেট।

(v) প্রশমন বিক্রিয়ায় নির্দিষ্ট আয়তনের ক্ষার দ্রবণকে প্রশমিত করার জন্য কত আয়তনের অ্যাসিড প্রয়োজন তা সঠিকভাবে নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়-

(a) পিপেট

(b) বুরেট

(c) মাপনী চোঙ

(d) কনিক্যাল ফ্লাস্ক

উত্তর: (b) বুরেট।

(vi) তারজালির মাঝখানে বৃত্তের আকারে প্রলেপ দেওয়া থাকে যে পদার্থের সেটি হল-

(a) সিমেন্ট

(b) অ্যাসবেসটস

(c) আলকাতরা

(d) টিন

উত্তর: (b) অ্যাসবেসটস।

(i) জীবকোশে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করার জন্য প্রয়োজন-

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) কার্বন ডাইঅক্সাইড

(d) নাইট্রোজেন

উত্তর: (b) অক্সিজেন।

(ii) অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় উৎপন্ন যে পদার্থটি DNA অণুর ক্ষতি করে সেটি হল-

(a) কার্বন ডাইঅক্সাইড 

(b) জল

(c) H202

(d) কোনোটিই নয়

উত্তর: (c) H202

(iv) পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য ব্যবহৃত অনুঘটকটি হল-

(a) প্লাটিনাম

(b) Fe চূর্ণ

(c) MnO2

(d) V2O2

উত্তর : (c) MnO2

(v) সোডিয়াম পারঅক্সাইডের উপর ফোঁটা ফোঁটা জল ফেজ হলে উৎপন্ন হয়-

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) সোডিয়াম

(d) কোনোটিই নয়

উত্তর: (a) অক্সিজেন।

(vi) অধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়-

(a) আম্লিক অক্সাইড

(b) ক্ষারকীয় অক্সাইড

(c) উভধর্মী অক্সাইড

(d) পারক্সাইড

উত্তর: (a) আম্লিক অক্সাইড।

(vii) AI2O3 হল একটি-

(a) আম্লিক অক্সাইড

(b) ক্ষারকীয় অক্সাইড

(c) উভধর্মী অক্সাইড

(d) মিশ্র অক্সাইড

উত্তর: (c) উভধর্মী অক্সাইড।

(viii) কোল্টিন্ট আম্লিক অক্সাইড নয়?

(a) P2O5

(b) SO2

(c) CO2

(d) Cano

উত্তর: (d) Cano

(ix) যে ধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠিত হয় সেটি হল-

(a) সীসা

(c) সোডিয়াম

(b) ম্যাগনেশিয়াম

(d) লিথিয়াম

উত্তর: (a) সীসা।

(x) নিম্নলিখিতগুলির মধ্যে ক্ষারকীয় অক্সাইড নয়-

(a) Cano

(b) Na2O

(c) Mg

(d) P2O5

উত্তর: (d) P2O5

(xi) কোল্টি পারক্সাইড যৌগ?

(a) Na2O (b) Fego (c) Na2O2 (d) Fe2O3

উত্তর: (c)Na2O2

(xii) ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা শোষিত হয়-

(a) অক্সিজেন

(b) হাইড্রোজেন

(c) নাইট্রোজেন

(d) কার্বন ডাইঅক্সাইড

উত্তর: (a) অক্সিজেন

(1) সবচেয়ে হালকা গ্যাসটি হল-

(a) হাইড্রোজেন

(b) হিলিয়াম

(c) নাইট্রোজেন

(d) অক্সিজেন

উত্তর: (a) হাইড্রোজেন।

(ii) হাইড্রোজেন একটি-

(a) বাদামি বর্ণের গ্যাস

(b) সবুজ বর্ণের গ্যাস

(c) সবুজাভ হলুদ বর্ণের গ্যাস 

(d) বর্ণহীন গ্যাস

উত্তর: (d) বর্ণহীন গ্যাস।

(iii) উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয়-

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) নাইট্রোজেন

(d) কোনোটিই নয়

উত্তর: (a) হাইড্রোজেন।

(iv) কোল্টিন্ট হাইড্রোজেনের আইসোটোপ?

(a) প্রোটিয়াম

(b) ডয়টেরিয়াম

(c) টিট্রিয়াম

(d) সবগুলিই

উত্তর: (d) সবগুলিই।

(v) লঘু অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে-

(a) Zn

(b) Mg

(c) Fe

(d) সবগুলিই

উত্তর: (d) সবগুলিই।

(vi) লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না-

(a) Zn

(b) Al

(c) Mg

(d) Cu

উত্তর: (d) Cul

(vii) উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি-

(a) প্ল্যাটিনাম-এর

(b) প্যালাডিয়াম-এর

(c) নিকেল-এর

(d) আয়রন-এর

উত্তর: (b) প্যালাডিয়াম-এর।

(vii) কোন্ ধাতুটি গাঢ় NaOH দ্রবণসহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়?

(a) Fe

(b) Cu

(c) Al

(d) Mg

উত্তর: (c) Al।

(viii) হাইড্রোজেন প্রস্তুতিকরণে কোন্ ধাতুর ছিবড়া লাগে?

(a) দস্তা

(b) সোনা

(c) হিরে

(d) রুপো

উত্তর: (a) দস্তা।

Very Short Question Answer

(v) হাইড্রোজেন ও অক্সিজেনের মিশ্রণে আগুন ধরালে কী উৎপন্ন হয়?

উত্তর: স্টিম।

(vi) উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী উৎপন্ন হয়?

উত্তর: সোডিয়াম হাইড্রাইড (Naho)।

(v) টেস্টটিউবকে সরাসরি হাতে না ধরে পরীক্ষা করার জন্য সাঁড়াশির মতো যে সরঞ্জাম ব্যবহার করা হয় তার নাম কী?

উত্তর: টেস্ট টিউব হোল্ডার।

(vi) বুনসেন বার্নারে জ্বালানি হিসাবে কী ব্যবহার করা হয়?

উত্তর: এল.পি.জি.।

(vii) হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে যে দু-মুখ বিশিষ্ট বোতল ব্যবহার করা হয় তাকে কী বলা হয়?

উত্তর: উলফ্ বোতল।

(viii) ‘সাধারণ বাল্বের তুলনায় LED এর আয়ু বেশি’-সত্য না মিথ্যা?

উত্তর: সত্য।

(ix) যে ব্যবস্থার সাহায্যে কোনো পাত্রকে সোজাভাবে আটকে রাখা হয় তাকে কী বলে?

উত্তর: ক্ল্যাম্প ও স্ট্যান্ড ব্যবস্থা।

(x) তিনপায়া বিশিষ্ট লোহার তৈরি স্ট্যান্ডকে কী বলা হয়?

উত্তর: ত্রিপদ স্ট্যান্ড।

(i) যে সকল ব্যাকটেরিয়া সূর্যালোক ও বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জল ভেঙে অক্সিজেন উৎপন্ন করে তাদের নাম কী।

উত্তর: সায়ানো ব্যাকটেরিয়া।

(iv) লোহার অশুদ্ধি দূর করে ইস্পাত তৈরি করতে কোন গ্যাসের প্রয়োজন?

উত্তর: অক্সিজেন।

(v) ‘অক্সিজেন বায়ুর চেয়ে ভারী’-সত্য না মিথ্যা?

উত্তর: সত্য।

(vi) তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক কত?

উত্তর: – 183°C

(vii) তরল অক্সিজেন কী বর্ণের হয়?

উত্তর: হালকা নীল বর্ণের।

(xiii) MgO কোন্ প্রকার অক্সাইড?

উত্তর: ক্ষারকীয় অক্সাইড।

(xiv) ‘Zone একটি ক্ষারকীয় অক্সাইড’-সত্য না মিথ্যা?
উত্তর: মিথ্যা।

(xvi) পারক্সাইড যৌগে কোন্ প্রকার বন্ধন থাকে?

উত্তর: পারক্সো (-০-০-) বন্ধন।

(xvii) অক্সিজেনের একটি শোষকের নাম লেখো।

উত্তর: ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট।

(xviii) Na2O2 ও জলের বিক্রিয়ায় কোন্ উন্নতায় অক্সিজেন উৎপন্ন হয়?

উত্তর: সাধারণ (ঘরের) উয়তায়।

(xix) পরীক্ষাগারে উৎপন্ন অক্সিজেন গ্যাসকে কীভাবে সংগ্রহ করা হয়?

উত্তর: জলের নিম্ন অপসারণ দ্বারা।

(xx) পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কোন্ পদার্থ ব্যবহৃত হয়?

উত্তর: ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড (MnO2)

(xi) সামান্য অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়?

উত্তর: হাইড্রোজেন।

(xii) ফুটন্ত জলের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় কোন্ গ্যাস উৎপন্ন হয়?

উত্তর: হাইড্রোজেন।

(xiii) পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য কোন্ অ্যাসিড ব্যবহার করা হয়?

উত্তর: লঘু সালফিউরিক অ্যাসিড।

(xiv) কোন্ উয়তায় হাইড্রোজেন অণু ভেঙে পারমাণবিক হাইড্রোজেন উৎপন্ন হয়?

উত্তর: 2000°C 

Short Question Answer

(i) অক্সাইড কাদের বলে? CaO কোন্ প্রকারের অক্সাইড? 

উত্তর: কোনো মৌলের সহিত অক্সিজেনের বিক্রিয়ায় যে যৌগিক পদার্থ উৎপন্ন হয় তাকে অক্সাইড বলে। CaO একটি ক্ষারকীয় অক্সাইড।

(ii) কীভাবে প্রমাণ করবে যে অক্সিজেন গ্যাস দাহ্য নয় কিন্তু দহনের সহায়ক?

উত্তর: একটি শিখাহীন জ্বলন্ত পাটকাঠিকে অক্সিজেন পূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে কাঠিটি উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে কিন্তু গ্যাসটি নিজে জ্বলে না। এর দ্বারাই প্রমাণিত হয় অক্সিজেন নিজে দাহ্য নয়, কিন্তু দহনের সহায়ক।

(iii) উত্তপ্ত হয়ে লাল হয়ে যাওয়া কাঠকয়লাকে অক্সিজেন পূর্ণ গ্যাসজারের মধ্যে ঢুকিয়ে দিলে কী ঘটবে সমীকরণসহ লেখো।

উত্তর: লাল হয়ে যাওয়া কাঠকয়লাকে অক্সিজেন পূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে কাঠকয়লাটি উজ্জ্বল শিখায় জ্বলতে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে।

C+O2CO2+ তাপ

(iv) আম্লিক অক্সাইড কাকে বলে? দুটি উদাহরণ দাও।

উত্তর: যে সকল অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে।

উদাহরণ: SO2, P2O5

(v) সোডা ওয়াটার আম্লিক প্রকৃতির না ক্ষারীয় প্রকৃতির ও কেন?

উত্তর: সোডা ওয়াটারে উচ্চচাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকে। কার্বন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। তাই সোডা ওয়াটার আম্লিক প্রকৃতির।

(vi) জিঙ্ক অক্সাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড সহ ফোটানো হলে কী ঘটবে সমীকরণ সহ লেখো।

উত্তর: জিঙ্ক অক্সাইডকে সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) সহ ফোটানো হলে সোডিয়াম জিঙ্কেট লবণ ও জল উৎপন্ন হয়। 

ZnO+2NaOHNa2ZnO2+H2O

(vii) নিম্নলিখিত অক্সাইডগুলির কোন্টি কোন্ প্রকারের লেখো। 

SO3, Na2O, AI2O3, Na2O2

উত্তর: SO3 → আম্লিক অক্সাইড

Na2O → ক্ষারকীয় অক্সাইড

AI2O3 → উভধর্মী অক্সাইড

Na2O2 → পারঅক্সাইড

(viii) কপারের সহিত মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসকে অক্সিজেন পূর্ গ্যাসজারের মধ্যে প্রবেশ করালে কী ঘটবে? (সমীকরণসহ লেখো।)

উত্তর: কপারের সঙ্গে মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ার উৎপন্ন হয় বর্ণহীন নাইট্রিক অক্সাইড (NO) গ্যাস। এই নাইট্রিক অক্সাইড গ্যাসকে অক্সিজেন পূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে অক্সিজেনের সঙ্গে এর বিক্রিয়ায় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂) গ্যাস উৎপন্ন হয়।

Cu+8HNO33Cu(NO3)2+2NO+4H2O

    2NO+O22NO2

(ix) পারঅক্সাইড কাদের বলে? উদাহরণ দাও।

উত্তর: যে সকল অক্সাইডের অণুতে পারক্সো (-০-০-) বন্ধন থাকে এবং যারা জলের সহিত বিক্রিয়ায় হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন করে তাদের পারঅক্সাইড বলে।

উদাহরণ: BaO2, Na2O2

(x) পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির জন্য নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো:

(1) প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহ

(2) বিক্রিয়ার সমিত সমীকরণ

উত্তর: (1) প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলি হল-

(i) পটাশিয়াম ক্লোরেট (KCIO3)

(ii) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড (MnO2)

(2) বিক্রিয়ার সমিত সমীকরণ:

2KCIO3+[MnO2] 230°C 2KCI+3O2+[MnO2]

(xi) পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির সময় পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে উত্তপ্ত করা হয় কেন?

উত্তর: শুধুমাত্র পটাশিয়াম ক্লোরেট (KCIO3) কে উত্তপ্ত করে অক্সিজেন গ্যাস পাওয়ার জন্য উচ্চ উন্নতার (650° C) প্রয়োজন হয়। পরীক্ষাগারে এই উচ্চ উন্নতা সৃষ্টি করা অসুবিধাজনক। তাই, তুলনামূলকভাবে কম উয়তায় (230°C) বিক্রিয়াটি ঘটানোর জন্য পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে অনুঘটক হিসাবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মেশানো হয়।

(xi) হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না কেন?

উত্তর: বিশুদ্ধ জিঙ্কের সহিত লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন জিঙ্কের উপর একটি আস্তরণ সৃষ্টি করে। এর ফলে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে আসতে না পারার দরুন সামান্য সময় পরেই বিক্রিয়া বন্ধ হয়ে যায়। অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে উপস্থিত অশুদ্ধিগুলি অ্যানোড, জিঙ্ক ক্যাথোড এবং লঘু সালফিউরিক অ্যাসিড মিলে ভোল্টীয় কোশ সৃষ্টি করে। এর ফলে দ্রুত হারে হাইড্রোজেন উৎপন্ন হয়। এই কারণে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না।

Fil In The Blanks

(i) টেস্টটিউবে থাকা তরলকে উত্তপ্ত করার জন্য ব্যবহার করা হয়       ____________    (শূন্যস্থান পূরণ করো)।

উত্তর: স্পিরিট ল্যাম্প।

(ii) কোনো রাসায়নিক নমুনার ভর সঠিকভাবে পরিমাপের জন্য ব্যবহার করা হয় কোন্ যন্ত্র?

উত্তর: রাসায়নিক তুলাযন্ত্র।

(iii) দীর্ঘনল ফানেলের উপরের মুখ     ____________   মতো। (শূন্যস্থান পূরণ করো)

উত্তর: ঘটির।

(iv) তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে পৃথক করার জন্য যে গোলাকার মোটা কাগজ ব্যবহার করা হয় তাকে বলা হয়     ____________       কাগজ। (শূন্যস্থান পূরণ করো)

উত্তর: ফিলটার।

(ii) অবায়ুজীবী ব্যাকটেরিয়া       ____________           আনলে মরে যায়। (শূন্যস্থান পূরণ করো)।

উত্তর: অক্সিজেনে।

(iii)    ____________          এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন উৎপন্ন করে। (শূন্যস্থান পূরণ করো)।

উত্তর: ক্যাটালেজ।

(viii) জলে অক্সিজেন সামান্য    ____________      হয়।

উত্তর: দ্রবীভূত।

(x) অক্সিজেন      ____________       সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। (শূন্যস্থান পূরণ করো) 

উত্তর: জ্বলতে।

(xi)   ____________     অক্সিজেন শক্তিশালী জারক। (শূন্যস্থান পূরণ করো)

উত্তর: পারমাণবিক।

(xii) SO2 একটি আম্লিক অক্সাইড কারণ এটি জলে দ্রবীভূত হয়ে  ____________     অ্যাসিড উৎপন্ন করে। (শূন্যস্থান পূরণ করো)

উত্তর: সালফিউরাস।

(xv)     ____________       অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সহিত বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। (শূন্যস্থান পূরণ করো)

উত্তর: উভধর্মী।

(i) বায়ু হাইড্রোজেনের চেয়ে প্রায়        ____________   গুণ ভারী। (শূন্যস্থান পূরণ করো)। 

উত্তর: 14.5।

(ii) ‘হাইড্রোজেন একটি ঝাঁঝালো গন্ধবিশিষ্ট গ্যাস’-সত্য না মিথ্যা?

উত্তর: মিথ্যা।

(iii) হাইড্রোজেন জলে প্রায়     ____________            হয় না। (শূন্যস্থান পূরণ করো)।

উত্তর: দ্রবীভূত।

(iv) ধাতবপৃষ্ঠ শোষিত হাইড্রোজেনকে     ____________    হাইড্রোজেন বলে (শূন্যস্থান পূরণ করো)।

উত্তর: অন্তর্ভূত।

(viii) পরীক্ষাগারে H₂ গ্যাস প্রস্তুতিতে   ____________    জিঙ্কের ছিবড়া ব্যবহার করা হয়। (শূন্যস্থান পূরণ)

উত্তর: অবিশুদ্ধ।

(ix) হাইড্রোজেন গ্যাস জলের     ____________   দ্বারা সংগ্রহ করা হয়। (শূন্যস্থান পূরণ)

উত্তর: নিম্ন অপসারণ।

(x) বিক্রিয়াটি সম্পূর্ণ করে:

CaH2+2H2OCa(OH)2 ____________

উত্তর: 2H₂।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *