WBBSE Class 8 Amader Paribesh Chapter 4 কার্বন ও কার্বনঘটিত যৌগ Solution |

Class 8 Chapter 4 Bengali Medium

কার্বন ও কার্বনঘটিত যৌগ

MCQs Question Answer

1. সঠিক উত্তর নির্বাচন কর:

(i) কার্বন ঘটিত যৌগটি হল-

(a) প্রোটিন

(b) সেলুলোজ

(c) কার্বোহাইড্রেট

(d) সবগুলিই

উত্তর: (d) সবগুলিই।

(ii) কার্বন ঘটিত যৌগ নয়-

(a) কার্বনিক অ্যাসিড

(b) নাইট্রিক অ্যাসিড

(c) অ্যাসিটিক অ্যাসিড

(d) ফরমিক অ্যাসিড

উত্তর: (b) নাইট্রিক অ্যাসিড।

(iii) জ্বালানি দহনে উৎপন্ন প্রধান গ্যাসটি হল-

(a) CO2

(b) CO

(c) NO2

(d) SO2

উত্তর: (a) CO₂

(iv) যে মৌলটির বহুরূপতা ধর্ম দেখা যায় সেটি হল-

(a) সালফার

(b) ফসফরাস

(c) কার্বন

(d) সবগুলিই

উত্তর: (d) সবগুলিই।

(v) কোন্টি কার্বনের অনিয়তাকার রূপভেদ?

(a) হীরক

(b) কোক

(c) গ্রাফাইট

(d) ফুলারিন

উত্তর: (b) কোক।

(vi) কার্বনের যে রূপভেদটির তাপ পরিবাহিতা সর্বাধিক সেটি হল-

(a) হীরে

(b) গ্রাফাইট

(c) কোক

(d) গ্যাস কার্বন

উত্তর: (a) হীরে।

(vii) কার্বনের যে রূপভেদটি তাপ ও তড়িৎ উভয়েরই সুপরিবাহী সেটি হল-

(a) ফুলারিন

(b) গ্রাফাইট

(c) কোক

(d) চারকোল

উত্তর: (b) গ্রাফাইট।

(viii) বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস-মুখোশে ব্যবহৃত হয়-

(a) গ্যাস কার্বন

(b) কোক

(c) ফুলারিন

(d) সক্রিয় চারকোল

উত্তর: (d) সক্রিয় চারকোল।

(ix) ন্যানো প্রযুক্তিতে ব্যবহৃত হয়-

(a) হীরে

(b) গ্রাফাইট

(c) গ্রাফিন

(d) কোক

উত্তর: (c) গ্রাফিন।

(x) জল পরিশোধনে ব্যবহৃত হয়-

(a) চারকোল

(b) গ্রাফাইট

(c) কোক

(d) গ্যাস কার্বন

উত্তর: (a) চারকোল।

(i) তাপন মূল্যের এককটি হল- 

(a) জুল/কেজি

(b) ক্যালরি/গ্রাম

(c) কিলো ক্যালরি/কেজি 

(d) সবগুলিই

উত্তর: (d) সবগুলিই

(ii) কোন্ জ্বালানিটির তাপন মূল্য সর্বাধিক?

(a) ‘কয়লা

(b) LPG

(c) কেরোসিন

(d) হাইড্রোজেন

উত্তর: (d) হাইড্রোজেন

(iii) রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়-

(a) হাইড্রোজেন

(b) LPG

(c) CNG

(d) পেট্রোল

উত্তর: (a) হাইড্রোজেন

(iv) কোল্টিন্ট জীবাশ্ম জ্বালানি নয়?

(a) LPG

(b) বায়োগ্যাস

(c) CNG

(d) পেট্রোল

উত্তর: (b) বায়োগ্যাস

(v) উদ্ভিজ্জ তেল থেকে উৎপন্ন বিকল্প জ্বালানিটি হল-

(a) বায়োগ্যাস

(b) বায়োইথানল

(c) বায়োডিজেল

(d) কোনোটিই নয়

উত্তর: (c) বায়োডিজেল

(vi) কোল্টির দ্বারা বায়ুদূষণ সবচেয়ে কম হয়?

(a) ডিজেল

(b) পেট্রোল

(c) LPG

(d) CNG

উত্তর: (d) CNG

(vii) জ্বালানির তাপনমূল্যের S.I একক হল-

(a) ক্যালরি/গ্রাম

(b) জুল/কেজি

(c) কিলোজুল/কেজি

(d) কিলো ক্যালরি/কেজি

উত্তর: (b) জুল/কেজি

(viii) কোল্টি অপ্রচলিত (বিকল্প) শক্তি নয়?

(a) পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত শক্তি

(b) সৌরশক্তি

(c) বায়ুশক্তি

(d) ভূ-তাপ শক্তি

উত্তর: (a) পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত শক্তি

(i) কোন্ গ্যাসটি অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা হয়?

(a) CO2

(b) O2

(c) N2

(d) CO

উত্তর: (a) CO2

(ii) কার্বন ডাইঅক্সাইড বায়ুর তুলনায়-

(a) 2.5 গুণ ভারি

(b) 3 গুণ ভারি

(c) 1.5 গুণ ভারি

(d) 1.2 গুণ ভারি

উত্তর: (c) 1.5 গুণ ভারি।

(iii) ধাতব কার্বনেট বা বাইকার্বনেটকে উত্তপ্ত করলে উৎপন্ন হয়-

(a) অক্সিজেন

(b) কার্বন ডাই অক্সাইড

(c) কার্বন মনোক্সাইড

(d) কোনোটিই নয়

উত্তর: (b) কার্বন ডাই অক্সাইড।

(iv) পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহৃত হয়-

(a) লঘু HCI

(b) গাঢ় HCI

(c) লঘু H2SO4

(d) গাঢ় H2SO4

উত্তর: (a) লঘু HCI

(v) কার্বন ডাই অক্সাইড-

(a) দাহ্য

(b) ওজনের সহায়ক

(c) দাহ্য ও দহনের সহায়ক 

(d) দাহ্য নয় ও দহনের সহায়ক নয়

উত্তর: (d) দাহ্য নয় ও দহনের সহায়ক নয়।

(vi) কোন্ আগুন CO2 দ্বারা নেভানো যায় না?

(a) কাঠের আগুন

(b) কয়লার আগুন

(c) Mg ফিতার আগুন

(d) খড়ের আগুন

উত্তর: (c) Mg ফিতার আগুন।

(vii) গ্রিন হাউস গ্যাস নয়-

(a) CO2

(b) N2

(c) N2O

(d) H2O

উত্তর: (b) N2

(viii) গ্রিন হাউস গ্যাসটি হল-

(a) O2

(b) N2

(c) CH4

(d) কোনটিই নয়

উত্তর: (c) CH4

(ix) গবাদি পশু যে গ্রিন হাউস গ্যাসটি বাতাসে ছাড়ে সেটি হল-

(a) CO2

(b) CFC

(c) N2O

(d) CH4

উত্তর: (d)  CH4

(x) গ্রিন হাউস প্রভাবের দরুন পৃথিবীর গড় উন্নতা-

(a) বাড়ে

(b) কমে

(c) একই থাকে

(d) কখনও বাড়ে, কখনও কমে

উত্তর: (a) বাড়ে।

(xi) কার্বন ডাই অক্সাইড গ্যাসকে গ্যাসজারে সংগ্রহ করা হয়-

(a) বায়ুর অপসারণ দ্বারা

(b) বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা

(c) জলের নিম্ন অপসারণ দ্বারা

(d) জলের ঊর্ধ্ব অপসারণ দ্বারা

উত্তর: (b) বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা।

(i) কোন্টি কৃত্রিম পলিমার নয়?

(a) পলিথিন

(b) নাইলন

(c) PVC

(d) সেলুলোজ

উত্তর: (d) সেলুলোজ।

(ii) ইলেকট্রিক তারের আবরণ তৈরি হয় যেটির দ্বারা সেটি হল-

(a) পলিথিন

(b) PVC

(c) নাইলন

(d) টেফলন

উত্তর: (b) PVC

(iii) কোন্টি বায়োডিগ্রেডেবল পলিমার?

(a) PVC

(b) নাইলন

(c) প্লাস্টিক

(d) প্রোটিন

উত্তর: (d) প্রোটিন।

(iv) কোন্টি পলিমার নয়?

(a) টেফলন

(b) সেলুলোজ

(c) টেরিলিন

(d) ইথিলিন

উত্তর: (d) ইথিলিন।

(v) বহুসংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়ে যে পলিমার সৃষ্টি হয় সেটি হল-

(a) পলিথিন

(b) PVC

(c) নাইলন

(d) টেফলন

উত্তর: (a) পলিথিন।

Very Short Question Answer

(vi) কোল্ড ড্রিংক-এর বোতলে কোন্ গ্যাস উচ্চচাপে ভরা থাকে? 

উত্তর: কার্বন ডাইঅক্সাইড।

(vii) খোলা বায়ুতে চুনজল বেশ কিছু সময় রাখলে এর উপর কোন্ পদার্থের আস্তরণ পড়ে?

উত্তর: ক্যালশিয়াম কার্বনেট।

(viii) উত্তপ্ত কার্বনের উপর দিয়ে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?

উত্তর: কার্বন মনোক্সাইড।

(ix) সূর্য থেকে আসা কোন্ রশ্মির জন্য গ্রিন হাউস প্রভাব ঘটে? 

উত্তর: ইনফ্রারেড।

(x) বায়োগ্যাস প্ল্যান্টে মিথেন গ্যাস উৎপন্নকারী ব্যাক্টেরিয়াগুলিকে কী বলে?

উত্তর: মিথেনোজেনিক ব্যাকটেরিয়া।

(iii) শামুক ও ঝিনুকের খোলকে পুড়িয়ে কী তৈরি করা হয়?

উত্তর: চুন (Cano)।

(iv) গবাদি পশুর পাকস্থলিতে কার্বন ঘটিত কোন্ গ্যাস উৎপন্ন হয়?

উত্তর: মিথেন (CH₃)।

(v) আবদ্ধ জলাভূমিতে জৈব আবর্জনার পচনে কার্বন ঘটিত যে গ্যাস উৎপন্ন হয় তার নাম কী?

উত্তর: মিথেন (CH₂)

(vii) কার্বনের কোন্ নিয়তাকার রূপভেদ তাপ ও তড়িতের সুপরিবাহী?

উত্তর: গ্রাফাইট।

(ix) সাধারণ উয়তায় কার্বনের কোন্ নিয়তাকার রূপভেদের তাপ পরিবাহিতা যে কোনো ধাতু অপেক্ষা বেশি?

উত্তর: হীরে।

(x) কার্বনের কোন্ নিয়তাকার রূপভেদ তড়িৎদ্বার তৈরিতে ব্যবহৃত হয়?

উন্দ্র: গ্রাফাইট।

(xii) কার্বনের কোন্ অনিয়তাকার রূপভেদ ব্যাটারির তড়িৎদ্বার তৈরিতে ব্যবহৃত হয়?

উত্তর: গ্যাস কার্বন।

(xiv) ‘কার্বনের রূপভেদগুলির পারস্পরিক রূপান্তর সহজসাধ্য নয়’-সত্য না মিথ্যা?

উত্তর: সত্য।

(iv) বহুরূপতা দেখা যায় এমন চারটি মৌলের নাম লেখো।

উত্তর: বহুরূপতা ধর্ম বিশিষ্ট চারটি মৌল হল-কার্বন, সালফার, ফসফরাস, অক্সিজেন।

(i) তাপনমূল্যের ব্যবহারিক একক কী?

উত্তর: কিলো জুল/কেজি।

(ii) ‘যে জ্বালানির তাপনমূল্য যত বেশি সেটি তত উৎকৃষ্ট জ্বালানি’- সত্য না মিথ্যা?

উত্তর: সত্য।

(iii) কাঠ ও কয়লার মধ্যে কোন্টি ভালো জ্বালানি?

উত্তর: কয়লা।

(iv) কয়লা ও LPG-এর মধ্যে কোল্টির তাপনমূল্য বেশি?

উত্তর: LPG -এর।

(xi) জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন্ বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়?

উত্তর: কার্বন মনোক্সাইড।

(xii) LPG ও CNG-এর মধ্যে কোল্টিন্ট বেশি পরিবেশ বান্ধব?

উত্তর: CNG।

(vi) নন্ স্টিক বাসনপত্র তৈরিতে কোন্ পলিমার ব্যবহার করা হয়?

উত্তর: টেফলন।

(vii) সূতির কাপড় ও টেরিলিনের কাপড়ের মধ্যে কোন্টি জীবাণু দ্বারা বিয়োজিত হতে পারে? 

উত্তর: সুতির কাপড়।

(viii) একটি কৃত্রিম বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো। 

উত্তর: পলিহাইড্রক্সি বিউটারেট (PHB)।

(ix) গামবুট তৈরি করতে কোন্ পলিমার ব্যবহার করা হয়? 

উত্তর: পিভিসি (PVC)

Short Question Answer

(iv) নিম্নলিখিত পলিমারগুলির মধ্যে কোন্টি প্রাকৃতিক ও কোন্টি কৃত্রিম লেখো। টেফলন, সেলুলোজ, প্রোটিন, পিভিসি

উত্তর: প্রাকৃতিক পলিমার – সেলুলোজ, প্রোটিন 

কৃত্রিম পলিমার – টেফলন, পিভিসি

(v) বায়োডিগ্রেডেবল পলিমার কাদের বলে? একটি উদাহরণ দাও।

উত্তর: যে সকল পলিমার মাটিতে উপস্থিত বিভিন্ন জীবাণু (যেমন-ব্যাক্টেরিয়া) দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে মিশে যেতে পারে তাদের বায়োডিগ্রেডেবল বা জীব বিয়োজী পলিমার বলে। যেমন-সেলুলোজ।

(vi) নন-বায়োডিগ্রেডেবল পলিমার কাদের বলে? একটি উদাহরণ দাও।

উত্তর: যে সব পলিমার মাটিতে উপস্থিত জীবাণুর দ্বারা বিয়োজিত হয়ে মাটির সঙ্গে মিশে যেতে পারে না তাদের নন-বায়োডিগ্রেডেবল পলিমার বলে। উদাহরণ: পলিথিন।

(i) পলিমার কাকে বলে?

উত্তর: একই রকম (বা ভিন্নরকম) বহুসংখ্যক অণু রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে বৃহদাকার শৃঙ্খলাকৃতি যৌগ অণু গঠন করে তাকে পলিমার বলে।

(ii) পলিমার ব্যবহারের প্রধান দুটি সুবিধা লেখো।

উত্তর: পলিমার ব্যবহারের প্রধান দুটি সুবিধা হল-

(1) কৃত্রিম পলিমারের আয়ু অনেক বেশি।

(2) পলিমার দিয়ে কোনো জিনিস তৈরির সময় সেটিকে যে কোনো আকৃতি দেওয়া যায়।

বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকে কীভাবে জৈব যৌগ সংশ্লেষিত হয়?

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বাতাসের কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজে পরিণত করে। পরে গ্লুকোজের জৈব সংশ্লেষের ফলে গ্লুকোজ থেকে স্টার্চ ও অন্যান্য জৈব যৌগ উৎপন্ন হয়।

(ii) সিমেন্ট কারখানায় কীভাবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়?

উত্তর: সিমেন্ট তৈরির জন্য প্রচুর চুনের (Cabo) প্রয়োজন হয়। চুনাপাথরকে উত্তপ্ত করে চুন (Cabo) তৈরির সময় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।

বিক্রিয়া: CaCO3 → Cano + CO2

(iii) বহুরূপতা কাকে বলে?

উত্তর: যে ধর্মের দরুন, কোনো মৌল পৃথক ভৌত ধর্ম ও কিছু রাসায়নিক ধর্মের পার্থক্য সহ প্রকৃতিতে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করতে পারে তাকে বহুরূপতা বলে।

(v) হীরে ও গ্রাফাইটের দুটি ভৌত ধর্মের তুলনা করো। 

উত্তর : 1. হীরে অত্যন্ত কঠিন।            1. গ্রাফাইট নরম ও পিচ্ছিল। 

2. হীরে তাপের সুপরিবাহী  

কিন্তু তড়িতের কুপরিবাহী।                2. গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী 

(vi) সক্রিয় চারকোল কীভাবে তৈরি করা যায়?

উত্তর: নারকেলের খোলকে জিঙ্ক ক্লোরাইড ভিজিয়ে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করলে (অন্তধূম পাতন) সক্রিয় চারকোল উৎপন্ন হয়।

(vii) সক্রিয় চারকোলের দুটি বিশেষ ধর্ম উল্লেখ করো।

উত্তর: সক্রিয় চারকোলের দুটি বিশেষ ধর্ম হল-

(a) গ্যাস অধিঃশোষণ ক্ষমতা ও

(b) স্বাদহরণ ক্ষমতা

(viii) বাকিবল কাকে বলে? এর এরূপ নামের কারণ কী?

উত্তর: 60টি কার্বন পরমাণুবিশিষ্ট ফুলারিনকে (C60) ‘বাকিবল’ বলে। এর গঠন ফুটবলের মতো বলে এর নাম বাকিবল।

(ix) কার্বনের অনিয়তাকার রূপভেদগুলির নাম লেখো।

উত্তর: কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি হল-

(1) চারকোল বা অঙ্গার,

(2) কোক,

(3) ভূসোকালি,

(4) গ্যাস কার্বন,

(x) কোক ও ভুসোকালির একটি করে ব্যবহার লেখো।

উত্তর: কোক-জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

ভূসোকালি-কাজল ও ছাপার কালি তৈরি করতে ব্যবহৃত হয়।

(xi) প্রাণীজ অঙ্গার কয় প্রকার ও কী কী?

উত্তর: প্রাণীজ অঙ্গার দু প্রকার। (1) রক্ত অঙ্গার ও (2) অস্থি অঙ্গার

(xii) শর্করা কয়লা কীভাবে প্রস্তুত করা হয়? এর ব্যবহার উল্লেখ করো।

উত্তর: চিনিকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরুদিত করে শর্করা কয়লা উৎপন্ন করা হয়। পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণে শর্করা কয়লা ব্যবহার করা হয়।

(xiii) রক্ত অঙ্গার ও অস্থি অঙ্গারের একটি করে ব্যবহার লেখো। 

উত্তর: রক্ত অঙ্গার পাকস্থলি থেকে গ্যাস ও অন্যান্য বিষাক্ত পদার্থ অপসারণ করার ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয়। অস্থি অঙ্গার: অস্থি অঙ্গার থেকে প্রাপ্ত ‘আইভরি ব্ল্যাক’ কালো রং প্রস্তুত করতে ব্যবহার করা হয়।

(xiv) প্রকৃতিতে কোন্ কোন্ আকরিকের মধ্যে কার্বন পাওয়া যায়? 

উত্তর: চুনাপাথর, মার্বেল, ডলোমাইট, ক্যালামাইন প্রভৃতি আকরিকের মধ্যে কার্বন পাওয়া যায়।

(xv) ‘কার্বনের বিভিন্ন রূপভেদগুলি একই মৌলের বিভিন্ন রূপ’- কীভাবে প্রমাণ করবে?

উত্তর: কার্বনের বিভিন্ন রূপভেদগুলির বিশুদ্ধ অবস্থায় সমপরিমাণ নিয়ে অক্সিজেন সম্পূর্ণভাবে পোড়ালে প্রতিক্ষেত্রে সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। 

C + O2 → CO2

এর থেকে প্রমাণিত হয় হিরে, গ্রাফাইট, কয়লা প্রভৃতি একই মৌল কার্বনের বিভিন্ন রূপ।

(xvi) মানব শরীরে কোথায় কার্বন পরমাণু উপস্থিত থাকে? 

উত্তর: মানব শরীরে হরমোন, উৎসেচক, হিমোগ্লোবিনে কার্বন পরমাণু উপস্থিত থাকে।

(xvii) কোন্ কোন্ প্রাণীর দেহের খোলক ক্যালশিয়াম কার্বনেট দ্বারা তৈরি?

উত্তর: শামুক, ঝিনুকের দেহের খোলক ক্যালশিয়াম কার্বনেট দ্বারা তৈরি হয়।

(i) তাপন মূল্য কাকে বলে? পেট্রোল ও ডিজেলের মধ্যে কোল্টির তাপন মূল্য বেশি?

উত্তর: একক ভরের কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়।

পেট্রোল ও ডিজেলের মধ্যে পেট্রোলের তাপনমূল্য বেশি।

(ii) LPG-এর সম্পূর্ণ নাম লেখো। এর একটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর: LPG-র সম্পূর্ণ নাম হল ‘লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস’। এটি রান্নার কাজে ব্যবহার করা হয়।

(iii) মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এমন দুটি তরল ও দুটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো।

উত্তর: তরল জ্বালানি-পেট্রোল, ডিজেল গ্যাসীয় জ্বালানি-CNG, LPG

(iv) জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের জন্য দুটি প্রয়োজনীয় পদক্ষেপ উল্লেখ করো।

উত্তর: জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের উপায়: (i) জল পথে পেট্রোলিয়ামজাত জ্বালানি তেল পরিবহণের সময় অসতর্কতার দরুন তেল যাতে সমুদ্রে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দিতে হবে।

(ii) জ্বালানিবিহীন যানবাহন (যেমন-দাঁড়টানা নৌকা, সাইকেল) ব্যবহার বাড়াতে হবে।

(v) বিকল্প শক্তি উৎস কী? দুটি বিকল্প শক্তি উৎসের নাম লেখো। 

উত্তর: জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে যে সমস্ত শক্তি উৎসের কথা বিবেচনা করা হয় তাদের বিকল্প শক্তি উৎস বলে।

দুটি বিকল্প শক্তি উৎস হল- (i) সৌরশক্তি, (ii) বায়ুশক্তি। 

(vi) বায়োগ্যাস কী? এর প্রধান উপাদানের নাম লেখো।

উত্তর: জৈব আবর্জনার (সব্জি ও ফলের খোসা, গবাদি পশুর মল ইত্যাদি) ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের ফলে উৎপন্ন গ্যাসকে বায়োগ্যাস বলে। বায়োগ্যাসের প্রধান উপাদান হল-মিথেন।

(vii ) জোয়ার ভাটার শক্তি থেকে কীভাবে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয়?

উত্তর: জোয়ার ভাটার ফলে যে জলস্রোতের সৃষ্টি হয় সেই জলস্রোতের গতিশক্তির সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয়।

(viii) জ্বালানি দহনের ফলে পরিবেশের উপর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।

উত্তর: পরিবেশে জ্বালানি দহনের ক্ষতিকর প্রভাব: (i) অধিকাংশ জ্বালানি দহনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এভাবে বাতাসে CO2 এর বেড়ে যাওয়া বিশ্ব উন্নায়নের অন্যতম কারণ।

(ii) জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাস অত্যন্ত বিষাক্ত। কার্বন মনোক্সাইড প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করলে মানুষ মারাও যেতে পারে। 

(v) শুষ্ক বরফ কী? এটি কীভাবে প্রস্তুত করা হয়?

উত্তর: শুষ্ক বরফ হল কঠিন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস 60 বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিণত হয়। তরল CO2 উপর থেকে চাপ হঠাৎ কমালে এটি কঠিন কার্বন ডাইঅক্সাইডে বা শুষ্ক বরফে পরিণত হয়।

(vii) অ্যামোনিয়া (NH3) ও কার্বন ডাই অক্সাডের বিক্রিয়ায় ইউরিয়া কীভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো।

উত্তর: 150 বায়ুমণ্ডলীয় চাপে 190° C 200° C উন্নতায় তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়।

2NH3+CO2 190° C 200° C150 atm CO(NH2)2+H2O

(viii) কার্বন ডাই অক্সাইডের দুটি ব্যবহার উল্লেখ করো।

উত্তর: (1) কঠিন কার্বন ডাই অক্সাইড (শুষ্ক বরফ) খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়।

(2) ঠান্ডা পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়।

(ix) একটি বেলুন কার্বন ডাইঅক্সাইড ভর্তি করে ছেড়ে দিলে সেটি উপরে উঠবে না মাটিতে পড়ে থাকবে? যুক্তিসহ লেখো।

উত্তর: কার্বন ডাইঅক্সাইড বায়ু অপেক্ষা ভারী। তাই কার্বন ডাই অক্সাইড পূর্ণ বেলুনের ওজন, বেলুন দ্বারা অপসারিত বায়ুর ওজন (প্লবতা) অপেক্ষা বেশি হয়। তাই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বেলুন বায়ুতে ভাসতে পারে না। ফলে এটি মাটিতে পড়ে থাকবে।

(x) জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাসজারে প্রবেশ করালে কী ঘটবে সমীকরণ সহ লেখো।

উত্তর: জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতাকে CO2 গ্যাসজারে প্রবেশ করালে ফিতাটি উজ্জ্বল শিখায় জ্বলতে থাকবে। কারণ, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে জ্বলন্ত ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সাইড ও কার্বন উৎপন্ন হয়।

2Mg + CO2 2MgO + C

(xi) কীভাবে প্রমাণ করবে যে কার্বন ডাই অক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করার সময় গ্যাসজারে জল নিয়ে তার মধ্যে নির্গম নলের মুখ ডুবিয়ে রাখলে উৎপন্ন CO2 গ্যাস জলে দ্রবীভূত হয়। এখন এই জলে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল বর্ণ ধারণ করে। এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির।

(xiv) লোহিত তপ্ত আয়রন চূর্ণের উপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো।

উত্তর : লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে আয়রন (লোহা) জারিত হয়ে ফেরিক অক্সাইড (Fe2O3) উৎপন্ন হয় এবং কার্বন ডাই বিজারিত হয়ে কার্ক মনোক্সাইড (CO) উৎপন্ন হয়।

2Fe+3CO2 Fe2O3+3CO

(xvi) দুটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস ও দুটি গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে না এমন গ্যাসের নাম লেখো।

উত্তর: গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস (1) কার্বন ডাইঅক্সাইড (CO₂) ও (2) মিথেন (CH4)

গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে না: (1) নাইট্রোজেন (N2) ও (2) অক্সিজেন (O2) 

(xvii) গ্রিনহাউস গ্যাসের দুটি মনুষ্যসৃষ্ট উৎস উল্লেখ করো।

উত্তর: গ্রিনহাউস গ্যাসের উৎস: (1) জীবাশ্ম জ্বালানি (কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি) পোড়ানোর ফলে CO₂ গ্যাস উৎপন্ন হয়ে বায়ুতে মেশে (2) রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (AC) থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন (CFC) উৎপন্ন হয়ে বাতাসে মেশে।

(xviii) গ্রিনহাউস গ্যাসের দুটি প্রাকৃতিক উৎস উল্লেখ করো।

উত্তর: (1) মাটিতে উপস্থিত ডি-নাইট্রিফাইং ব্যাক্টেরিয়া নাইট্রেট লবণকে বিজারিত করে নাইট্রাস অক্সাইড (N2O) উৎপন্ন করে। (2) আবদ্ধ জলাভূমিতে মিথেনোজেনিক ব্যাক্টেরিয়া মিথেন (CH4) উৎপন্ন করে।

(xix) গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? এর একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।

উত্তর: গ্রিন হাউস এফেক্টের দরুন পৃথিবীপৃষ্ঠ সংলগ্ন গড় উদ্বৃতা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। গ্লোবাল ওয়ার্মিং এর দরুন মেরুপ্রদেশের বরফ গলবে এবং এর ফলে সমুদ্র সংলগ্ন স্থলভূমি প্লাবিত হবে।

Long Question Answer

(1) পরীক্ষাগারে CO2 গ্যাস প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না কেন?

উত্তর: লঘু H2SO4 এর সঙ্গে মার্বেলের (CaCO)3 বিক্রিয়ায় জলে অদ্রাব্য ক্যালশিয়াম সালফেট (CaSO4) উৎপন্ন হয়, যা মার্বেলের উপর একটি আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণ ভেদ করে লঘু H2SO4 মার্বেলের সংস্পর্শে আসতে পারে না। ফলে বিক্রিয়ার শুরুতে সামান্য  CO2 উৎপন্ন হলেও সামান্য সময় পরেই বিক্রিয়া বন্ধ হয়ে যায়। এই কারণে  CO2 প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না।

(ii) পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির জন্য (1) প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহের নাম (2) বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো।

উত্তর: পরীক্ষাগারে কার্বন ডাই অক্সাইড CO2 প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলি হল-

(1) মার্বেল বা ক্যালশিয়াম কার্বনেট(CaCO)3

(2) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCI)

বিক্রিয়ার সমিত সমীকরণ:

CaCO3+2HCI CaCI2+CO2+H2O

(iii) ক্যালশিয়াম বাইকার্বনেটকে কড়া তাপে উত্তপ্ত করলে কী ঘটবে সমীকরণ সহ লেখো।

উত্তর: ক্যালশিয়াম বাইকার্বনেটকে কড়া তাপে উত্তপ্ত করলে ক্যালশিয়াম কার্বনেট CaCO3 কার্বন ডাই অক্সাইড CO2 ও জলীয় বাষ্প উৎপন্ন হয়।

বিক্রিয়ার সমীকরণ:

Ca(HCO3)2 CaCO3+CO2+H2O

(iv) ধাতব কার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কোন্ গ্যাস উৎপন্ন হয়? একটি উদাহরণ দাও।

উত্তর: ধাতব কার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড CO2 উৎপন্ন হয়। যেমন-সোডিয়াম কার্বনেটের (Na2CO3) সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়।

Na2CO3 + H2SO4 Na2SO4 + CO2 + H2O 

(xii) স্বচ্ছ চুনজলের মধ্য দিয়ে CO2গ্যাস পাঠালে চুনজল ঘোলা হয়ে যায় কেন?

উত্তর: চুনজলের [Ca (OH)2 ] গ্যাস পাঠালে চুন জল ঘোলা হয়ে যায়, কারণ চুনজলের সঙ্গে CO2 গ্যাসের বিক্রিয়ায় জলে অদ্রাব্য ক্যালশিয়াম কার্বনেট উৎপন্ন হয়।

Ca(OH)2+CO2 CaCO3+H2O

[Note: ওই ঘোলা চুনজলের মধ্য দিয়ে অতিরিক্ত CO2 গ্যাস পাঠালে জলে দ্রাব্য ক্যালশিয়াম বাইকার্বনেট Ca(HCO3)2 উৎপন্ন হয়। ফলে চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়।

[CaCO3+H2O+CO2 Ca(HCO3)2] 

(xv) গ্রিন হাউস এফেক্ট কাকে বলে?

উত্তর : সূর্য থেকে আসা উচ্চশক্তির ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূ-পৃষ্ঠে আপতিত হয়। কিন্তু, উত্তপ্ত ভূ-পৃষ্ঠ থেকে বিকিরিত নিম্নশক্তির ইনফ্রায়েড রশ্মির কিছুটা বায়ুমণ্ডলে থাকা কতকগুলি গ্যাসের (যেমন- CO2, CH4, H2O (বাষ্প), CFC, N2O ইত্যাদি) অণু দ্বারা শোষিত হয়। ফলে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত ইনফ্রারেড তরঙ্গের সবটুকু মহাকাশে ফিরে যেতে পারে না। এই ঘটনাকে গ্রিন হাউস এফেক্ট বলে।

Fil In The Blanks

(ii) বাতাসের কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে তৈরি করে   ___________ অ্যাসিড।

উত্তর: কার্বনিক

(vi) অক্সিজেনের রূপভেদটি হল  ___________ অ্যাসিড। 

উত্তর: ওজোন (O3)

(viii) হীরে তড়িতের   ___________  ।

উত্তর: কুপরিবাহী

(xi) নারকেলের খোলের অন্তর্ধম পাতন করলে পাওয়া যায়   __________     ।

উত্তর: সক্রিয় চারকোল

(xiii) কার্বনের অনিয়তাকার রূপভেদগুলি প্রকৃতপক্ষে __________অতি ক্ষুদ্র কেলাসের সমষ্টি।

উত্তর: গ্রাফাইট।

xv) পিচ্ছিলকারক পদার্থ তৈরিতে তেলের সঙ্গে  ___________ মেশানো হয়।

উত্তর: গ্রাফাইট গুঁড়ো।

(v)  ___________    জ্বালানির পরিমাণ সীমিত। (শূন্যস্থান পূরণ করো)

উত্তর: জীবাশ্ম

(vi) শক্তি সংকটের প্রেক্ষিতে জীবাশ্ম জ্বালানি,     ___________ প্রয়োজন।

উত্তর: সংরক্ষণ

(vii) ‘সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎশক্তি উৎপাদন করা যায় না’- সত্য না মিথ্যা?

উত্তর: মিথ্যা।

(viii) বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে  ___________  চাকা ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়।

উত্তর: টারবাইনের।

(ix) আখের ছিবড়া, ধানের তুষ প্রভৃতিকে বলা হয় ___________  |

উত্তর: বায়োমাস।

(x) আখ বা ভুট্টা থেকে সন্ধান প্রক্রিয়ায় তৈরি হয়            ___________            

উত্তর: বায়োইথানল।

(1) Mg(OH)2+CO2    ___________   + ___________  |

উত্তর: (1) Mg(OH)2+CO2 MgCO3 + H2O

Ture And False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *