WBBSE Class 8 Geography Chapter 10 Solution| Bengali Medium

Class 8 Chapter 10 Solution

দক্ষিণ আমেরিকা

MCQs

1. পৃথিবীর ফুসফুস হলো-

(a) জলদাপাড়ার অরণ্য  (b) ম্যানগ্রোভ অরণ্য

(c) সেলভা অরণ্য  (d) তৈগা অরণ্য।

উত্তর: (c) সেলভা অরণ্য।

2. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হল-

(a) আমাজন অববাহিকা  (b) নীলনদ অববাহিকা

(c) ইয়াংসিকিয়াং অববাহিকা  (d) রাইন অববাহিকা

উত্তর: (a) আমাজন অববাহিকা।

3. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণির নাম হল-

(a) হিমালয়  (b) রকি

(c) আল্পস   (d) আন্দিজ

উত্তর: (d) আন্দিজ।

4. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হল-

(a) ভিক্টোরিয়া জলপ্রপাত     (b) অ্যাঞ্জেল জলপ্রপাত

(c) নায়াগ্রা জলপ্রপাত   (d) যোগ জলপ্রপাত

উত্তর: (b) অ্যাঞ্জেল জলপ্রপাত।

5. দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট রাষ্ট্র সংখ্যা হল-

(a) 10    (b) 13

(c) 41    (d) 5

উত্তর: (b) 13।

6. পম্পাস অঞ্চলের আকৃতি-

(a) গোলাকার    (b) অর্ধচন্দ্রাকার

(c) ত্রিভুজাকার   (d) চৌকোকার

উত্তর: (c) অর্ধচন্দ্রাকার।

7. পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান মৃত্তিকা হল-

(a) চার্নোজেম মৃত্তিকা (b) পডজল মৃত্তিকা

(c) ল্যাটেরাইট মৃত্তিকা (d) লবণাক্ত মৃত্তিকা 

উত্তর: (a) চার্নোজেম মৃত্তিকা।

৪. পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হল-

(a) আর্জেন্টিনা (b) ব্রাজিল

(c) মেক্সিকো (d) কলম্বিয়া 

উত্তর: (a) আর্জেন্টিনা।

9. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে সংকীর্ণ ভূখণ্ডটি হল-

(a) সুয়েজ খাল    (b) পানামা যোজক

(c) পক্ প্রণালী   (d) বেরিং সাগর

উত্তর: (b) পানামা যোজক।

10. দক্ষিণ আমেরিকায় অবস্থিত পৃথিবীর-

(a) গভীরতম হ্রদ    (b) দীর্ঘতম পর্বতশ্রেণি

(c) উচ্চতম স্থান   (d) সবকটিই 


উত্তর: (b) দীর্ঘতম পর্বতশ্রেণি।

Very Short Question Answer

1. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীটির নাম লেখো।

উত্তর: আমাজন নদী।

2. দক্ষিণ আমেরিকার বৃহত্তম মরুভূমির নাম লেখো।

উত্তর: প্যাটাগোনিয়া।

3. ব্রাজিলের উচ্চভূমির সবচেয়ে বড়ো শহরটির নাম কী?

উত্তর: রিও ডি জেনিরো।

4. দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: অ্যাকোনকাগুয়া।

5. আন্দিজ কোন্ শ্রেণির পর্বতমালা?

উত্তর: নবীন ভঙ্গিল পর্বতমালা।

6. দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোন্টি?

উত্তর: ব্রাজিল।

7. দক্ষিণ আমেরিকার সবচেয়ে শুষ্ক ও খরাপ্রবণ অঞ্চলটির নাম লেখো।

উত্তর: আটাকামা মরুভূমি।

৪. দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্ববৃহৎ মহানগর কোন্টি?

উত্তর: বুয়েনস এয়ার্স।

9. পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন্ নদীর গতিপথে অবস্থিত?

উত্তর: ওরিনোকো।

10. দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্যভাণ্ডার কাকে বলা হয়?

উত্তর: পম্পাস অঞ্চল।

11. পিরানহা কোন্ নদীতে পাওয়া যায়
উত্তর: আমাজন।

Short Question Answer

প্রশ্ন 1: ব্রাজিলের উচ্চভূমি সম্পর্কে কী জানো?

উত্তর: আমাজন নদীর অববাহিকার দক্ষিণ-পূর্বে ব্রাজিলের পূর্ব অংশে এই উচ্চভূমি অবস্থান করছে। এটি আগ্নেয়শিলা গঠিত প্রাচীন গন্ডোয়ানাল্যান্ডের অংশ। এই উচ্চভূমিটি পূর্ব থেকে উত্তর-পশ্চিমে ক্রমশ ঢালু হয়ে গেছে। এর গড় উচ্চতা প্রায় 1000 মিটার। ব্রাজিল উচ্চভূমির দক্ষিণ-পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত পিকো-ডো-বানডাইরা (2,890 মিটার) হল এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে ম্যাটোগ্রাসো মালভূমি অবস্থান করছে। এই মালভূমি আমাজন ও লা- প্লাটা নদীর জলবিভাজিকা হিসেবে অবস্থান করে।

প্রশ্ন 2: গিয়ানা উচ্চভূমি সম্পর্কে কী জানো।

উত্তর: গিয়ানা বা গায়ানা উচ্চভূমিটি আমাজন নদীর উত্তরে ও ওরিনোকো নদী উপত্যকার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এই উচ্চভূমিটি উত্তর ও পূর্ব উপকূলের ক্রমশ ঢালু হয়ে গেছে। এই উচ্চভূমির গড় উচ্চতা ৪০০ মিটার। ভেনেজুয়েলা, ফ্রেঞ্চ গিয়ানা, সুরিনাম গিয়ানা প্রভৃতি দেশে এই উচ্চভূমি বিস্তৃত আছে। ভেনেজুয়েলা ও গিয়ানা সীমান্তে এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ রোরোইমা (2769 মি.) অবস্থান করছে। উল্লেখ্য, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলার ওরিনোকো নদীর জলপ্রপাত এই উচ্চভূমিতে অবস্থিত।

প্রশ্ন 3: আন্দিজ পর্বতমালার উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গগুলির নাম লেখো।

উত্তর: পৃথিবীর দ্বিতীয় উচ্চতম আন্দিজ পর্বতমালার গড় উচ্চতা 3000 মিটারের বেশি। তবে বিভিন্ন স্থানে 5000 মিটারের বেশি উঁচু অনেক পর্বতশৃঙ্গ আছে। এদের মধ্যে আন্দিজ পর্বতমালা তথা দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আর্জেন্টিনায় অবস্থিত অ্যাকোনকাগুয়া (উচ্চতা 6960 মি); ইকুয়েডর-এর চিম্বোরাজো (উচ্চতা 6272 মি) ও কটোপ্যাক্সি (উচ্চতা 5897 মি), স্থলভাগে অবস্থিত পৃথিবীর প্রথম ও দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি।

প্রশ্ন 4: আন্দিজ পার্বত্য অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য মালভূমির নাম লেখো।

উত্তর: দক্ষিণে নরম শিলা ভাঁজ যুক্ত হয়ে নবীন ভঙ্গিল পর্বত আন্দিজ পর্বতমালা গঠিত হয়েছে। এই পার্বত্য অঞ্চলে মধ্যবর্তী স্থানে বেশকিছু পর্বত বেষ্টিত মালভূমি আছে। যেমন-(i) বলিভিয়াতে বলিভিয়া মালভূমি (পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত বেষ্টিত মালভূমি)। (ii) পেরুতে পেরু মালভূমি, (iii) ইকুয়েডরের ইকুয়েডর মালভূমি, (iv) আর্জেন্টিনার প্যাটাগোনিয়া মালভূমি, (v) পেরুর অল্টিপ্লানো মালভূমি বিশেষ। (vi) বলিভিয়া ও পেরু সীমান্তে টিটিকাকা মালভূমির মধ্যে টিটিকাকা হ্রদ (3810 মিটার) পৃথিবীর উচ্চতম হ্রদ।

প্রশ্ন 5: ওরিনোকো নদীর গতিপথ বর্ণনা করো।

উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরপ্রান্তে প্রবাহিত এই নদীটির উৎস থেকে মোহনা পর্যন্ত মোট দৈর্ঘ্য প্রায় 2150 কিমি। এই নদীটি গিয়ানা উচ্চভূমির পারিমা পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রথমে উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পরে কলম্বিয়া ও ভেনেজুয়েলার সীমানা বরাবর উত্তরদিকে প্রবাহিত হয়েছে। তারপর ভেনেজুয়েলার মধ্য দিয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। এর প্রধান উপনদীগুলি হল-মেতা, কারোনি, জাপুরে প্রভৃতি। ওরিনাকো নদীর ওপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত (900 মিটার) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত।

প্রশ্ন 6 : কুইটোকে ‘চিরবসন্তের দেশ’ বলা হয় কেন?

উত্তর: দক্ষিণ মহাদেশের উত্তর-পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ইকুয়েডর-এর রাজধানী হল কুইটো। কুইটো শহরের উপর দিয়ে নিরক্ষরেখা (0°) প্রসারিত হয়েছে। সেজন্য এখানে সূর্যরশ্মি সারাবছর লম্বভাবে কিরণ দেয়। স্বাভাবিকভাবে এখানে উদ্বু-আর্দ্র ক্রান্তীয় জলবায়ু থাকার কথা। কিন্তু কুইটো শহরটি সমুদ্র সমতল থেকে প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থান করায় উচ্চতা বৃদ্ধির কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় ও এখানে প্রত্যাশিত উষ্ণতা সারাবছরই অক্ষোকৃত কম আবহাওয়া সর্বদাই বসন্তকালের মতো মনোরম আত্ম রামদায়ক নাতিশীতোয় জলবায়ু বিরাজ করার কুইটো শহরকে ‘চিরবসন্তের দেশ’ বলা হয়।

প্রশ্ন 7: ‘সেলভা অরণ্য’কে ‘চির গোধূলি অঞ্চল’ বলা হয় কেন?

উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিলের উত্তরপ্রান্ত দিয়ে আমাজন নদী ও তার অসংখ্য উপনদী প্রবাহিত হয়েছে। নিরক্ষরেখার উভয়পাশে আমাজন অববাহিকায় অত্যধিক উষ্ণতা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের জন্য সৃষ্ট অতি ঘন গভীর চিরহরিৎ বা চিরসবুজ বনভূমিকে সেলভা বলে। বৃক্ষের চওড়া ও শক্ত পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবেষ্টিতভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে অরণ্যের উপর অংশটা চাঁদোয়া (Canopy) সৃষ্টি করে। এছাড়াও বনভূমির বৃক্ষের শাখা-প্রশাখায় প্রচুর পরিমাণে পরজীবী লতানো আগাছায় পরিপূর্ণ থাকায় দিনেরবেলাতেও সূর্যের আলো অরণ্যের অভ্যন্তরে ভালোভাবে প্রবেশ করতে পারে না। অরণ্যে দিনের বেলায় গোধূলির মতো আলো আধারিত অবস্থান বিরাজমান থাকায় বনভূমিকে ‘চির গোধূলি অঞ্চল’ (Land of Eternal Twilight) বলা হয়।

প্রশ্ন ৪ : দক্ষিণ আমেরিকার ‘সাভানা তৃণভূমি’ সম্পর্কে কী জানো? 

উত্তর : আমাজন অববাহিকা বা সেলভা বনভূমির উত্তর ও দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লম্বা লম্বা কর্কশ (4মিটার) ও কাঁটাযুক্ত শক্ত ঘাসের তৃণ ভূমি সৃষ্টি হয়েছে, তাকে ‘সাভানা তৃণভূমি’ বলা হয়। এই তৃণভূমিটি ব্রাজিলের উচ্চভূমি, গিয়ানা উচ্চভূমি, ওরিনোকো অববাহিকা এবং প্যারাগুয়ে ও আর্জেন্টিনার উত্তর অশে দেখা যায়। এখানকার জলবায়ুর প্রকৃতি হল গ্রীষ্মকাল উষু-আর্দ্র এবং শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির। বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হয়। এই সাভানা তৃণভূমি ব্রাজিলের উচ্চভূমিতে ক্যাম্পোস, ওরিনাকো ও গিয়ানার উচ্চভূমিতে ল্যানোস এবং আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে গ্রানচাকো নামে পরিচিত।

প্রশ্ন 9: ‘টিটিকাকা হ্রদ’ সম্পর্কে সংক্ষেপে লেখো। 

উত্তর: টিটিকাকা দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ হ্রদ। (i) অবস্থান: পেরু ও বলিভিয়া সীমান্তে বলিভিয়া মালভূমিতে সম্পূর্ণভাবে আন্দিজ পর্বতামলা বেষ্টিত টিটিকাকা হ্রদ অবস্থিত। (ii) ক্ষেত্রমান: প্রায় 8,372 বর্গকিমি। (iii) উচ্চতা: টিটিকাকা হ্রদটি সমুদ্র সমতল থেকে প্রায় 3810 মিটার উঁচু। (iv) গভীরতা: টিটিকাকার গড় গভীরতা প্রায় 107 মিটার। (v) নদনদী: এই হ্রদে 5 টি বড়ো নদী এসে মিলিত হয়েছে। (vi) বিশেষ বৈশিষ্ট্য: টিটিকাকা দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ এবং পৃথিবীর সর্বোচ্চ নৌবহনযোগ্য সুপেয় বা মিষ্টিজলের হ্রদ।

প্রশ্ন 10: এস্টেনশিয়া কী?

উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের নাতিশীতোয় তৃণভূমিকে পম্পাস বলা হয়। এখানকার অধিবাসীরা মূলত মাংস, দুধ, চর্ম ও পশমের জন্য পশুপালন করে থাকে। এইসব পশুপালক অধিবাসীদের ‘গৌচ’ বলা হয়। অন্যদিকে পম্পাস তৃণভূমির ছোটো ছোটো পশুখামারগুলিকে ‘চাকরাস’ বলা হয় এবং বৃহদায়তন পশুচারণভূমিকে ‘এস্টেনশিয়া’ বলে। পম্পাস তৃণভূমির পূর্বদিকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল উৎকৃষ্টমানের তৃণ জন্মানোয়। এইরূপ উৎকৃষ্ট তৃণভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে দুগ্ধপ্রদায়ী গবাদি পশু পালন করা হয়। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম দিকে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ভেড়া পালন করা হয়। 

প্রশ্ন 11: ম্যাটোগ্রাসো মালভূমি সম্পর্কে কী জানো?

উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় মধ্যভাগে যে বিস্তীর্ণ সুউচ্চ প্র উচ্চভূমি আছে, তাকে ম্যাটোগ্রাসো মালভূমি বলে। (i) পশ্চিমে আন্দিজ পর্বতমালা এবং পূর্বে ব্রাজিলের উচ্চভূমির মাঝে এই মালভূমি অবস্থান করছে। (ii) এই মালভূমিটি আমাজন ও লা-প্লাটা নদীর অববাহিকার মাঝে জলবিভাজিকার কাজ করছে। এর চারপাশ খাড়া ঢালযুক্ত আদর্শ মালভূমি হলেও উপরিভাগের ভূপ্রকৃতি ততটা বন্ধুর বা তরঙ্গায়িত নয়। (iii) ম্যাটোগ্রাসো মালভূমিতে ‘ইগুয়াসু’ নামক একটি সুবিখ্যাত জলপ্রপাত আছে।

প্রশ্ন 12: প্যাটাগোনিয়া মরুভূমি সম্পর্কে আলোচনা করো।

উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ দিকে আর্জেন্টিনার দক্ষিণ-পূর্ব দিকে যে প্রাচীন শিল্ড ও ঊষর মরুপ্রায় অঞ্চল অবস্থান করছে, তাকে প্যাটাগোনিয়া মরুভূমি বলা হয়। বৈশিষ্ট্য: (i) এটি একটি আদর্শ টেবিলের মতো আকৃতি বিশিষ্ট মালভূমি (Table Land Plateau) ছিল। (ii) বর্তমানে এটি একটি আদর্শ মরুভূমিতে পরিণত হয়েছে। (iii) আন্দিজ পর্বতমালার পূর্বঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত না হওয়ার জন্য সমগ্র অঞ্চলটি চরমভাবাপন্ন জলবায়ুযুক্ত মরুভূমিতে পরিণত হয়েছে। (iv) গ্রীষ্মকাল উয় ও শীতকাল শীতল হয়। (v) সমগ্র প্রশ্ন প্যাটাগোনিয়া মরুভূমিটি আন্দিজ পর্বতমালার অনুবাত ঢাল বা বৃষ্টিচ্ছায়া অঞ্চলে অবস্থিত।

প্রশ্ন 13: আমাজন নদীর উপনদীগুলির নাম লেখো।

উত্তর: আমাজন নদী (6400 কিমি) আন্দিজ পর্বতমালার মিশমি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। (i) আমাজনের ডানতীরের উপনদীগুলি হল-মদিরা, জাপুরা, পুরুস, গুরুয়া, পুটুমাইয়ো প্রভৃতি। (ii) আমাজনের বামতীরের উপনদীগুলি হল- নিগ্রো, জাপুরা, ব্রাঙ্কো প্রভৃতি। এর উপনদীর সংখ্যা প্রায় 1000 টি, তবে দুর্গম পরিবেশের কারণে সব উপনদীর চরিত্র এখনও অজানা।

প্রশ্ন 14: লা-প্লাটা নদী সম্পর্কে সংক্ষেপে লেখো।

উত্তর: লা-প্লাটা নদীর মোট দৈর্ঘ্য প্রায় 3,500 কিমি। এই নদীটি দক্ষিণ আমেরিকার দক্ষিণে আন্দিজ পর্বত ও ব্রাজিলের উচ্চভূমির মাঝে প্রবাহিত হয়েছে। পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে-এই তিনটি নদীর মিলিত প্রবাহ লা-প্লাটা নামে পরিচিত। ব্রাজিলের উচ্চভূমি থেকে উৎপন্ন পাবানা নদী এবং ম্যাটোগ্রাসো উচ্চভূমি থেকে উৎপন্ন প্যারাগুয়ে নদী প্যারাগুয়ে ও ব্রাজিলের উপর দিয়ে প্রায় 2400 কিমি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আর্জেন্টিনার এর কিছু আগে প্যারাগুয়ে সীমান্তে উভয়ে মিলিত হয়ে পারানা নামে আর্জেন্টিনার দক্ষিণে প্রবাহিত হয়েছে। এই পারানা নদী আর্জেন্টিনার সমভূমির উপর দিয়ে 1100 কিমি পথ অতিক্রম করার পর উত্তর-পূর্ব দিকে ব্রাজিল উচ্চভূমি থেকে উৎপন্ন উরুগুয়ে নদীর সঙ্গে মিলিত প্রবাহ লা-প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে মিশেছে। মোহানা অঞ্চলে রিও-ডি-লা-প্লাটা নামে পরিচিত। এই নদীর মোহানা অঞ্চলে বন্দর ও জলপথ পরিবহণে বেশ উন্নত।

প্রশ্ন 15 : পম্পাস তৃণভূমি অঞ্চল বলতে কী বোঝো?

উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের আর্জেন্টিনার উত্তর-পূর্বাংশে লা-প্লাটা নদী অববাহিকার বিস্তীর্ণ অংশ নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলকেই পম্পাস বলে। স্প্যানিশ শব্দ ‘পম্পাস’-এর শব্দের অর্থ ‘বিস্তীর্ণ সমতলক্ষত্র’। আর্জেন্টিনা উরুগুয়ের প্রায় সমগ্র অংশ নিয়ে এই তৃণভূমি অঞ্চলটি গঠিত হয়েছে। পম্পাস তৃণভূমিটি 30°-38° দক্ষিণ অক্ষাংশ এবং 54°-65° পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। পম্পাস তৃণভূমি অঞ্চলটি নদীবাহিত পলি মৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দিয়ে গঠিত হয়েছে। আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী হওয়ায় অঞ্চলটির জলবায়ু সমভাবাপন্ন ও আরামদায়ক। এখানে গ্রীষ্মকালীন (জানুয়ারি মাস) গড় উন্নতা থাকে 20°-24° সে. এবং শীতকালীন (জুলাই মাস) গড় উদ্বৃতা থাকে ৪°-12° সে.। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50-100 সেমি.। এই তৃণভূমির উন্নতমানের আলফা-আলফা ঘাসের উপর নির্ভর করে প্রচুর পরিমাণে গবাদি পশু, ভেড়া ও উন্নত প্রজাতির মেষ প্রতিপালন করা হয়। মাংস, দুধ, চর্ম ও ডেয়ারি বা দোহ শিল্পের (মাখন, ঘি, চিজ, ক্রিম, গুঁড়ো দুধ) জন্য পম্পাস তৃণভূমি পৃথিবী বিখ্যাত।

প্রশ্ন 16: দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশে যে জলবায়ু পাওয়া যায়। তার সংক্ষিপ্ত বিবরন দাও।

উত্তর: দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে দক্ষিণ চিলিতে শীতল সামুদ্রিক জলবায়ু পরিলক্ষিত হয়। মোটামুটিভাবে সারাবছর সমভাবাপন্ন আবহাওয়া পরিলক্ষিত হয় ও উন্নতার বিশেষ পার্থক্য হয় না। তবে শীতল সমুদ্রস্রোতের প্রভাবে উষ্ণতা বেশি হয় না। বৃষ্টিপাতও কম হয়। এখানে ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত গ্রীষ্মকাল ও বছরের বাকি সময় শীতকাল থাকে।

Long Question Answer

প্রশ্ন 1: দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণিবিভাগ করো। যে-কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 

উত্তর: ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হল-(i) পশ্চিমের পার্বত্য অঞ্চল। (ii) উত্তর-পূর্বের উচ্চভূমি এবং দক্ষিণাংশের মালভূমি অঞ্চল। (iii) মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল ও (iv) সংকীর্ণ উপকূলীয় অঞ্চল।

পশ্চিমের পার্বত্য অঞ্চল: দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমপ্রান্ত বরাবর পৃথিবীর দীর্ঘতম নবীন ভঙ্গিল পর্বতমালা আন্দিজ পর্বতমালা। উত্তরে ক্যারিবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত বিস্তৃত আছে। এই পর্বতটির দৈর্ঘ্য প্রায় 7200 কিমি এবং গড় উচ্চতা প্রায় 3600 মিটার। এই পর্বতমালার উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গগুলি হল- (iii) কটোপ্যাক্সি (5896 মি. যা একটি সক্রিয় আগ্নেয়গিরি), এখানকার উল্লেখযোগ্য পর্বতবেষ্টিত মালভূমিগুলি হল-(i) বলিভিয়া মালভূমি, (ii) পেরু মালভূমি, (iii) ইকুয়েডর মালভূমি, (iv) অল্টিপ্লানো মালভূমি, (v) টিটিকাকা মালভূমি প্রভৃতি। পৃথিবীবিখ্যাত হ্রদগুলি হল-টিটিকাকা হ্রদ (3810 মি. পৃথিবীর উচ্চতম), পোপো, (i) অ্যাকোনকাগুয়া (চিলি, 6960 মি. একটি মৃত আগ্নেয়গিরি), (ii) চিম্বোরাজো (6772 মি. যা একটি সক্রিয় আগ্নেয়গিরি), টোডো, বুয়েনস এয়ার্স হ্রদ প্রভৃতি। এই পার্বত্য অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের অন্তর্গত।

প্রশ্ন 2: আমাজন অববাহিকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য ও বনজ সম্পদের পরিচয় দাও।

উত্তর: স্বাভাবিক উদ্ভিদ : ব্রাজিলের আমাজন অববাহিকা সম্পূর্ণভাবে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করায় এখানে সারাবছরই সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। ফলে সারাবছরই অত্যধিক উষ্ণতা (27° সে.), বৃষ্টিপাত (250 সেমি), আর্দ্রতা (90%) থাকায় এখানে ‘সেলভা’ নামক এক চিরহরিৎ বৃক্ষের ঘন বনভূমি সৃষ্টি হয়েছে। এই নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষগুলি হল-মেহগনি, আবলুস, সিডার, রবার, ব্রাজিল নাট, রোজউড, আয়রন উড, বাঁশ, বেত, তৃণ এবং পামজাতীয় বৃক্ষ প্রভৃতি। 

* স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: (i) অরণ্যের বৃক্ষগুলি অত্যন্ত শক্ত এবং ভারী। (ii) বিভিন্ন প্রজাতির বৃক্ষ পাশাপাশি জন্মায়। (iii) বনভূমিতে কম, মাঝারি ও বেশি উচ্চতার গাছ অর্থাৎ ত্রিস্তরীয় বৃক্ষের সমাবেশ লক্ষ করা যায়। (iv) বৃক্ষের চওড়া ও শক্ত পাতাগুলি পরস্পরের মিলিত হয়ে চাঁদোয়ার (Canopy) সৃষ্টি করেছে। (v) দিনেরবেলাতেও বনভূমির তলদেশে সূর্যালোক প্রবেশ করতে পারে না, তাই একে ‘চিরগোধূলি অঞ্চল’ বলে। (vi) অরণ্যভূমির তলদেশ নানান ধরনের গুল্ম, ঝোপঝাড় পরজীবী লতাপাতা ও আগাছায় পরিপূর্ণ। (vii) অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য মৃত্তিকা সবসময় ভিজে ও স্যাঁতসেতে থাকে। (viii) সেলভা বনভূমির অন্ধকারাচ্ছন্ন পরিবেশে লক্ষ লক্ষ প্রজাতির বিষাক্ত কীটপতঙ্গ, সরীসৃপ, হিংস্র জীবজন্তু বসবাস করে। (ix) এই গহন অরণ্যভূমিতে বিভিন্ন আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষ অনুন্নত জীবনযাপনে অভ্যস্ত হয়ে বসবাস করে। (x) পৃথিবীর 20% অক্সিজেনের জোগান দেয় বলে পৃথিবীর ফুসফুস বলে। (xi) বনভূমি দুর্গম ও অপ্রবেশ্য।

বনজ সম্পদ: নিরক্ষীয় চিরসবুজ বৃষ্টি অরণ্যের বনজ সম্পদগুলি হল-পামতেল, সাবান, গ্লিসারিন, টাকিলা পাম (পানামা হ্যাট তৈরি), রবার (কালো সোনা), চিকল (জাপোটি গাছের আঠা যা থেকে চুইংগাম তৈরি হয়।), কপূর, সিঙ্কোনা, ব্রাজিল, নাট, চন্দন (ধূপ-ধুনো), কাঠ (রেলওয়ে স্লিপার, জাহাজের পাটাতন, আসবাবপত্র), বৃক্ষের মূল, ওল, মিষ্টি আলু, কাসাভা, ট্যাপিওকা, ম্যানিওক, বিভিন্ন মাছ, কচ্ছপ, জীবজন্তু ও নানান ধরনের ফলমূল উল্লেখযোগ্য।

প্রশ্ন 3: পম্পাস তৃণভূমির কৃষিজ সম্পদ ও প্রধান প্রধান শিল্পের বর্ণনা দাও।

অনুরূপ প্রশ্ন: পম্পাস অঞ্চলের পশুপালনের পরিচয় দাও।

উত্তর: পম্পাস তৃণভূমির কৃষিজ সম্পদ: পম্পাস তৃণভূমির নদীবাহিত উর্বর পলি মৃত্তিকা সঞ্চিত এবং লোয়েস মৃত্তিকার কারণে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত ও জলসেচের সুবিধা থাকায় এখানে প্রচুর পরিমাণে কৃষিজ ফসল উৎপন্ন হয়। এখানকার প্রধান প্রধান কৃষিজ ফসলগুলি হল-গম (আর্জেন্টিনা পৃথিবীর, অন্যতম শ্রেষ্ঠ গম উৎপাদক ও রপ্তানিকারক দেশ), ভুট্টা, যব, বার্লি, ইক্ষু, কার্পাস, নানারকম ফল, শাকসবজি, হে, ক্লোভার, আলফা-আলফা তৃণ প্রভৃতি। এই অঞ্চল থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করা হয় বলে, একে ‘দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার’ বলা হয়।

প্রধান প্রধান শিল্প: পম্পাস সমভূমি অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। সেজন্য এখানে কোনো বৃহদায়তন শিল্প গড়ে ওঠেনি। প্রধানত পশুজাত ও কৃষিজ কাঁচামালের ওপর ভিত্তি করে এখানে ছোটো ছোটো ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। যেমন-

(1) পশুজাত কাঁচামাল ভিত্তিক শিল্প: গুঁড়োদুধ, পনির, মাখন, ঘি, চিজ প্রভৃতি দুগ্ধজাত ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে।

(ii) কৃষিজাত কাঁচামাল ভিত্তিক শিল্প : কৃষিজাত কাঁচমালকে কেন্দ্র করে ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস্ এয়ার্স শহরটি ময়দা শিল্পের জন্য সুবিখ্যাত।

(iii) অন্যান্য শিল্প: পম্পাস অঞ্চলের অন্যান্য শিল্পগুলি হল-বস্ত্রবয়ন শিল্প, রাসায়নিক শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প, সার শিল্প, কাগজ শিল্প তৈরির কলকারখানা প্রভৃতি। পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান প্রধান শিল্পকেন্দ্রগুলি হল-বুয়েনস্ এয়ার্স, মন্টিভিডিয়ো, লা-প্লাটা, করডোবা, রোজারিও, বাহিয়াব্লাঙ্কা, প্রভৃতি।

4. দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন্ জলবায়ু অঞ্চলের অন্তর্গত?

উত্তর : নিরক্ষীয় বৃষ্টিবহুল জলবায়ু বা ক্রান্তীয় বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 

প্রশ্ন 2: দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন্ অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত? কোন্ অংশের জলবায়ু সমভাবাপন্ন?

উত্তর: ত্রিভুজাকৃতির দক্ষিণ আমেরিকা মহাদেশের চারদিকে সুবিশাল মহাসাগর অবস্থান করলেও মহাদেশটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশের স্থানগুলি সমুদ্রের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। তার কারণগুলি হল-(i) মহাদেশটির উত্তরাংশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করায় সূর্যরশ্মির সারাবছরই নিরক্ষরেখা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে লম্বভাবে কিরণ দেয়। ফলে অত্যধিক উয়তা, আর্দ্রতা ও বৃষ্টিপাতের জন্য উয়-আর্দ্র জলবায়ু বিরাজ করে। (ii) দক্ষিণ আমেরিকার উত্তরাংশ অধিক প্রশস্তায় সামুদ্রিক প্রভাব মহাদেশের অভ্যন্তরভাগে বিশেষ অনুভূত হয় না। (iii) অন্যদিকে মহাদেশটির দক্ষিণাংশ ক্রমশ সংকীর্ণ হওয়ায় উপকূলসহ সমগ্র স্থলভাগে সামুদ্রিক প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। সেজন্য উপকূলবর্তী রিও ডি জেনিরো, সাও পাওলো, মন্টিভিডিও, সান্টিয়াগো প্রভৃতি শহরে আরামদায়ক ও মনোরম সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে।

প্রশ্ন 5: দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুতে ভূমির উচ্চতার প্রভাব কী আছে?

উত্তর: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 1 কিমি বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উদ্ধৃতা 6.4° সে. হারে হ্রাস পায়। সেজন্য আন্দিজ পর্বতমালার পাদদেশীয় অঞ্চল অপেক্ষা উপরিভাগে শীতল ও মনোরম জলবায়ু বিরাজ করে। যেমন-পম্পাস তৃণভূমি অঞ্চলের বার্ষিক গড় উয়তা 15° সে. থাকে। আবার দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত সুউচ্চ আন্দিজ পর্বত প্রশান্ত মহাসাগর থেকে আগত আর্দ্র পশ্চিমাবায়ুকে পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত করে প্রচুর বৃষ্টিপাত না ঘটালেও এই বায়ু আন্দিজ পর্বতের পূর্ব ঢালে পৌঁছলেও জলীয় বাষ্পের অভাবে কম বৃষ্টিপাতের জন্য বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে। সেজন্য আর্জেন্টিনার প্যাটাগোনিয়া মরুভূমি সৃষ্টি হয়েছে। এছাড়াও বলিভিয় মালভূমি, ব্রাজিল উচ্চভূমি, গিয়ানা উচ্চভূমি, ইকুয়েডর উচ্চভূমি উয়ুমণ্ডলে অবস্থান করলেও সারাবছরই গড় তাপমাত্রা যথেষ্ট কম থাকে। সেজন্য ইকুয়েডরের রাজধানী তথা পৃথিবীর উচ্চতম রাজধানী কুইটো শহরটিকে (2,850 মিটার) ‘পৃথিবীর চিরবসন্তের শহর’ বলা হয়।

প্রশ্ন 6 : সমুদ্রস্রোত কীভাবে দক্ষিণ আমেরিকার জলবায়ুকে প্রভাবিত করে?

উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে শীতল হামবোল্ট বা পেরু স্রোত প্রবাহিত হয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের উত্তরাংশ ব্রাজিলের পাশ দিয়ে উয় ব্রাজিল স্রোত এবং দক্ষিণাংশে আর্জেন্টিনার পাশ দিয়ে শীতল ফকল্যান্ড স্রোত প্রবাহিত হয়েছে। আবার দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণে হর্ন অন্তরীপের পাশ দিয়ে শীতল কুমেরু স্রোত প্রবাহিত হয়েছে। এইসব স্রোতের প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের শুষ্ক ও শীতল আবহাওয়া ও পূর্ব উপকূলের উত্তরাংশে উয় ব্রাজিল স্রোতের প্রভাবে আবহাওয়া উয়-আর্দ্র প্রকৃতির হয়ে থাকে। অপরদিকে

পূর্ব উপকূলের দক্ষিণাংশে ফকল্যান্ড স্রোতের প্রভাবে শীতল ও শুষ্ক প্রকৃতির আবহাওয়া বিরাজ করে।

প্রশ্ন 7: দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন?
উত্তর: দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর প্রায় 18°-25° দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী প্রায় 1100 কিমি দীর্ঘ আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে। আটাকামা অঞ্চলটি দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে অন্তর্গত হলেও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতমালার পূর্বঢালে (প্রতিবাত ঢালে) বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটিয়ে আন্দিজ পর্বত অতিক্রম করে পশ্চিমঢালে অর্থাৎ (অনুবাত ঢালে) পৌঁছায় তখন জলীয় বাষ্পের অভাবে পর্যাপ্ত বৃষ্টিপাত তেমন হয় না বলে জলবায়ু ক্রমশ উদ্বু থেকে উদ্বুতর হয়ে আটাকামা মরুভূমি সৃষ্টি করেছে।:

1. বুয়েনস্ এয়ার্স, মন্টিভিডিও, রোজারিও, বেলেম।

উত্তর: বেলেম।

2. পাইন, ব্রাজিল নাট, মেহগিনি, আবলুস।

উত্তর: পাইন।

3. ওক, বিচ, লাইকেন, বার্চ।
উত্তর: লাইকেন।

ভুল সংশোধন করে লেখো:

1. ফার একটি পর্ণমোচী উদ্ভিদ।

উত্তর: ফার একটি সরলবর্গীয় উদ্ভিদ।

2. ‘পম্পাস’ শব্দের অর্থ পর্বতশৃঙ্খল।

উত্তর: ‘পম্পাস’ শব্দের অর্থ বিস্তীর্ণ সমতলক্ষেত্র।

3. সাওপাওলো হল ‘চিরবসন্তের দেশ।

উত্তর: কুইটো হল ‘চিরবসন্তের দেশ।

4. কটোপ্যাক্সি পৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি।

উত্তর: মাউন্ট চিম্বোরাজোপৃথিবীর উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি।

5. তৈগা বনভূমিকে ‘পৃথিবীর জীবন্ত জাদুঘর’ বলা হয়।

উত্তর: সেলভা বনভূমিকে পৃথিবীর ‘জীবন্ত জাদুঘর’ বলা হয়।

1. আমাকে পৃথিবীর ‘কফি বন্দর’ বলা হয়। আমি কে?

উত্তর: সাওপাওলো।

2. আমি ব্রাজিলের উচ্চভূমি। এখানে সাভায়া তৃণভূমি রয়েছে। আমার অপর নাম কী?

উত্তর: ক্যাম্পোস।

3. আমি একপ্রকার উন্ন সমুদ্রস্রোত। আমি ডিসেম্বর মাসে প্রশান্ত মহাসাগরে পেরু উপকূলে আবির্ভূত হই। আমি কে?

উত্তর: এল নিনো।

True and False

1. আমাজন পৃথিবীর বৃহত্তম জলবহনকারী নদী।

উত্তর: শুদ্ধ।

2. ব্রাজিলে আন্দিজ পর্বতের বিস্তার সবচেয়ে বেশি।

উত্তর: অশুদ্ধ।

3. দক্ষিণ আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হল গম এবং কফি।

উত্তর: শুদ্ধ।

4. সমগ্র আন্দিজ পর্বতমালাটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার মধ্যে অবস্থিত।

উত্তর: শুদ্ধ।

5. পেরুর উপকূল বরাবর উয় সমুদ্রস্রোত প্রবাহিত হয়।

উত্তর: অশুদ্ধ।

6. ওরিনোকো নদী অববাহিকার তৃণভূমি ল্যানোস নামে পরিচিত।

উত্তর: শুদ্ধ।

7. দক্ষিণ আমেরিকার প্রধান গবাদি পশুখাদ্য হল আলফা-আলফা তৃণ।

উত্তর: শুদ্ধ।

৪. ব্রাজিল উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হল রোরোইমা।

উত্তর: অশুদ্ধ।

9. দক্ষিণ আমেরিকা মহাদেশের অধিকাংশ স্থান নাতিশীতোয় মণ্ডলের অন্তর্গত।

উত্তর: অশুদ্ধ।

10. দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা 23 টি।
উত্তর: অশুদ্ধ।

Fil in the blanks

1.                  হল পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদক দেশ।

উত্তর: ব্রাজিল।

2.                 হল পৃথিবীর বৃহত্তম নদীগঠিত দ্বীপ।

উত্তর: ইলহা-দা-মারাজো।

3. সেলভা বনভূমিতে প্রায়                সংখ্যক প্রজাতির উদ্ভিদ দেখা যায়।

উত্তর: চার লক্ষ।

4. পৃথিবীর সর্বোচ্চ হ্রদটির নাম                

উত্তর: টিটিকাকা।

5.                 শহরকে ‘চিরবসন্তের শহর’ বলা হয়।

উত্তর: কুইটো।

6. দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণতম স্থানটি হল                  |

উত্তর: হর্ন অন্তরীপ।

7.                  তামা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে।

উত্তর: চিলি।

৪. দক্ষিণ আমেরিকার একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম               

উত্তর: মাউন্ট চিম্বোরাজো।

9. বুয়েনস্ এয়ার্স শহর                নদীর তীরে অবস্থিত।

উত্তর: লা-প্লাটা।

10.                 নদীর উত্তরদিকে গিয়ানা উচ্চভূমি অবস্থিত।

উত্তর: আমাজন।

11. আমাজন নদীর উৎপত্তিস্থল আন্দিজ পর্বতের                   |
উত্তর: মিশমি শৃঙ্গ।