WBBSE Class 8 Geography Chapter 9 Solution| Bengali Medium

Class 8 Chapter 9 Solution

উত্তর আমেরিকা




MCQ

1. উত্তর আমেরিকা পৃথিবীর-

(a) দ্বিতীয়

(b) তৃতীয়

(c) চতুর্থ

(d) পঞ্চম বৃহত্তম মহাদেশ।

উত্তর: (b) তৃতীয়।

2. উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কৃত হয়-

(a) 1301 সালে

(b) 1401 সালে

(c) 1501 সালে

(d) 1601 সালে

উত্তর: (c) 1501 সালে।

3. সেন্ট লরেন্স নদীটির উৎপত্তিস্থল হল-

(a) সুপিরিয়র হ্রদ

(b) মিচিগান হ্রদ

(c) অন্টারিও হ্রদ

(d) হুরন হ্রদ।

উত্তর: (c) অন্টারিও হ্রদ।

4. উত্তর আমেরিকা মহাদেশের নাতিশীতোয় তৃণভূমির নাম-

(a) প্রেইরি

(b) পম্পাস

(c) সাভানা

(d) স্তেপ

উত্তর: (a) প্রেইরি।

5. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ-

(a) সুপিরিয়র

(b) মিচিগান

(c) অন্টারিও

(d) হুরন হ্রদ

উত্তর: (a) সুপিরিয়র।

6. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু হল-

(a) সমভাবাপন্ন

(b) চরমভাবাপন্ন

(c) উয় ও আর্দ্র প্রকৃতির

(d) শীতল ও নাতিশীতোয় প্রকৃতির

উত্তর: (d) শীতল ও নাতিশীতোয় প্রকৃতির।

7. বিশ্বের ‘রবার রাজধানী’ বলা হয়-

(a) ডেট্রয়েটকে

(b) বাফেলোকে

(c) অ্যাক্রনকে

(d) শিকাগোকে।

উত্তর: (c) অ্যাক্রনকে।

৪. কানাডিয়ান শিল্ড অঞ্চলটির আকৃতির ইংরেজি যে অক্ষরের মতো সেটি হল-

(a) 1

(b) V

(c) U

(d) S

উত্তর: (b) V

9. কানাডার রাজধানীর নাম-

(a) সাডবেরি

(b) টরেন্টো

(c) পোর্ট আর্থার

(d) অটোয়া

উত্তর: (d) অটোয়া।

10. পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটি হল-

(a) হলিঞ্জার

(b) সাডবেরি

(c) শেরিডন

(d) নোরান্ডা

উত্তর: (b) সাডবেরি

11. পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র-

(a) বাফেলো

(b) অ্যাক্রন

(c) ডেট্রায়েট

(d) ওয়াওমিং
উত্তর: (b) বাফেলো।



Very Short Question Answer

1. কার নামানুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছে?

উত্তর: আমেরিগো ভেসপুচি।

2. উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 

উত্তর: 23 টি।

3. অ্যাপালেশিয়ান পর্বতমালা কোন্ শ্রেণির পর্বত?

উত্তর: প্রাচীন ভঙ্গিল পর্বত।

4. মিসিসিপি নদীর প্রধান উপনদীটির নাম কী?

উত্তর: মিসৌরি।

5. হ্রদ অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কত?

উত্তর: 16° সে.।

6. হ্রদ অঞ্চলে কোন্ জাতীয় বনভূমি জন্মায়?

উত্তর: সরলবর্গীয় ও পর্ণমোচীর মিশ্র বনভূমি।

7. কাকে পৃথিবীর ‘Windy City’ বলে?

অথবা, ‘পৃথিবীর কসাইখানা’ বলা হয় কাকে?

উত্তর: শিকাগো।

৪. কানাডিয়ান শিল্ডের অপর নাম কী?

উত্তর: লরেন্সীয় মালভূমি।

9. কানাডিয়ান শিল্ডের বৃহত্তম শহরটির নাম কী?

উত্তর: মন্ট্রিল।

10. কানাডিয়ান শিল্পের অধিকাংশ নদী কোথায় গিয়ে মিশেছে?

উত্তর: হাডসন উপসাগর।

11. কোন্ দুটি হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে?

উত্তর: ইরি ও অন্টারিও হ্রদ।

12. এশিয়া ও উত্তর আমেরিকা কীসের দ্বারা বিচ্ছিন্ন? (পর্ষদ নমুনা)

উত্তর: বেরিং প্রণালী।

13. অ্যাপালেশিয়ান পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি?
উত্তর: মাউন্ট মিশেল।

Short Question Answer

প্রশ্ন 16: উত্তর আমেরিকার কোন্ অঞ্চলকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয় এবং কেন?

উত্তর: উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলের একটা বড়ো অংশকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়। কারণ নাতিশীতোয় জলবায়ু, আধুনিক কৃষি পদ্ধতি উন্নত জলসেচ, আধুনিক ভূমিকর্ষণ পদ্ধতি, সার-কীটনাশকের যথাযথ ব্যবহার ইত্যাদির সহায়তায় এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয়। আর এই গম রুটি তৈরির কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

প্রশ্ন 17: ‘কানাডায় কাষ্ঠ শিল্পের একটি বিশেষ সুবিধা হল কাঠ পরিবহণ ব্যয় কম’- কেন?

উত্তর: কানাডার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাইন, ফার ইত্যাদি নরম কাঠের সরগবর্গীয় বৃক্ষ কেটে কাঠগুলোকে বরফে ঢাকা নদীর ওপর রাখা হয়। গরমকালে বরফ গলে গেলে নদীর স্রোতে কাঠ ভাসতে থাকে। আর সেগুলো নদীতীরবর্তী কাঠ চেরাই কলে পৌঁছে যাওয়ায় পরিবহণ খরচ কম হয়। তাই এদেশে কাঠশিল্প অর্থনৈতিকভাবে লাভদায়ক।

প্রশ্ন 18: Fall বলতে কী বোঝো? (বারাসাত পি.সি.এস. গভঃ হাইস্কুল) 
উত্তর: উত্তর আমেরিকার লরেন্সীয় জলবায়ু অঞ্চলের নাতিশীতোয় মিশ্র অরণ্য অঞ্চলে শরৎকালে গাছগুলির পাতা লাল, কমলা বা হলদে হয়ে এগুলি ঝড়ে পড়ে। শরৎকালকে Fall বলা যায়।

প্রশ্ন 12: আটলান্টিক মহাসাগরে পতিত উত্তরে আমেরিকা মহাদেশের নদনদীগুলির পরিচয় দাও।

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের যেসব নদীগুলি আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে, তাদের মধ্যে সেন্ট লরেন্স, হাডসন, ডেলাওয়ার, সাসকুহেনা, মোহক, পটোম্যাক, জেমস প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। সেন্ট লরেন্স নদী অন্টারিও হ্রদ থেকে উৎপন্ন হয়ে কানাডার মধ্যে দিয়ে সামান্য অংশ আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর সীমা দিয়ে প্রবাহিত আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। অ্যাপালেশিয়ান মালভূমির পাদদেশ থেকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নদী প্রপাতরেখার মাধ্যমে আটলান্টিকের উপকূলীয় সমভূমিতে মিলিত হয়েছে।

প্রশ্ন 13: উত্তর আমেরিকা মহাদেশের হ্রদসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশে ইতস্তত বিক্ষিপ্তভাবে অসংখ্য হ্রদ অবস্থান করছে। শীতল জলবায়ুর কারণে বহু পূর্বে হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট নীচু স্থানে পরে গ্রেটবিয়ার, গ্রেট স্লেভ, ম্যানিটোবা, আথাবাা, রেনডিয়ার, উইনিপেগ প্রভৃতি হ্রদের সৃষ্টি হয়েছে। পশ্চিমের ভঙ্গিল পর্বতশ্রেণিতে গ্রেট সল্ট হ্রদ এবং উত্তর আমেরিকার মধ্যভাগে আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বরাবর পৃথিবী বিখ্যাত বৃহৎ ‘পঞ্চহ্রদ’ অবস্থান করছে। পঞ্চহ্রদগুলি হল-সুপিরিয়র হিউরন বা হুরন মিচিগান এবং অন্টারিও সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের বা স্বাদু জলের হ্রদ। সেন্ট লরেন্স নদী দ্বারা হ্রদগুলি পরস্পর যুক্ত আছে।

প্রশ্ন 1: ‘কর্ডিলেরা’ বলতে কী বোঝো?

উত্তর: স্পেনীয় ভাষায় ‘কর্ডিলেরা’ শব্দের অর্থ উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমাংশে উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে পানামা যোজক পর্যন্ত তিনটি সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা নিয়ে ‘কর্ডিলেরা’ গঠিত হয়েছে।

প্রশ্ন 2: প্রপাতরেখা সম্পর্কে কী জানো?

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশের সেজন্য অ্যাপালেশিয়ান উচ্চভূমি থেকে বিভিন্ন নদী (যেমন-পটোম্যাক, জেমস, সাসকুইহানা প্রভৃতি) পূর্বের খাড়া ঢালের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাদদেশীয় মালভূমিতে সারিবদ্ধ একাধিক সারিবদ্ধ জলপ্রপাতকে বলে প্রপাতরেখা। উল্লেখ্য, এই প্রপাতরেখা থেকে প্রচুর জলবিদ্যুৎ উৎপন্ন হয়।

প্রশ্ন 3: যোজক (Canal) ও প্রণালী (Strait) কাকে বলে?

উত্তর: যোজক (Canal): যে সংকীর্ণ ভূভাগ দুটি বৃহৎ স্থলভাগকে যুক্ত করে তাকে যোজক বলে। যেমন-পানামা যোজক যেটি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত।

প্রণালী (Strait): যে সংকীর্ণ জলভাগ দুটি বৃহৎ জলভাগকে যুক্ত করে, তাকে প্রণালী বলে। যেমন- পক্প্রণালী, জিব্রাল্টার প্রণালী, প্রণালী ইত্যাদি।

প্রশ্ন 4: গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canion) কী?

উত্তর: কলোরাডো নদী রকি পর্বত থেকে উৎপন্ন হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়েছে। এই নদীটি তার সুদীর্ঘ গতিপথে মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টিপাতের অভাবে নদীগুলিতে জলের পরিমাণ কম হওয়ায় নিম্নক্ষয় বেশি হয়। নদীর নিম্নক্ষয় বেশি হয় নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি ‘।’ অক্ষরের মতো দেখতে হয়। এইরূপ ‘I’ আকৃতিবিশিষ্ট সুগভীর নদীখাতকে পৃথিবীর গভীরতম গিরিখাতকে (দৈর্ঘ্য প্রায় 446 কিমি এবং কোনো কোনো অংশে গভীরতা 1600 মিটারেরও বেশি) গ্র্যান্ড ক্যানিয়ন বলে।

প্রশ্ন 5: হিমপ্রাচীর কী?

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব উপকূল সংলগ্ন নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের পাশ দিয়ে গাঢ় নীল বর্ণের উয় উপসাগরীয় স্রোত এবং গাঢ় সবুজ বর্ণের শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহে দুই ভিন্ন বর্ণের সমুদ্রস্রোতের মিলনস্থলে সুস্পষ্ট রেখাকে হিমপ্রাচীর বলে। এই কারণে কম ঘনত্বের উন্ন স্রোত জোরে ও বেশি ঘনত্বের শীতল স্রোত ধীরগতিতে প্রবাহিত হওয়ায় একে অপরের সঙ্গে মিশতে পারে না বলে সীমারেখা বা হিমপ্রাচীর গড়ে ওঠে।

প্রশ্ন 6: মৃত্যু উপত্যকা (Death Valley) সম্পর্কে কী জানো? অথবা, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পূর্ব অংশের উপত্যকা ‘মৃত্যু উপত্যকা’ নামে পরিচিত কেন?

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের দক্ষিণ-পূর্ব দিকে এই মহাদেশ তথা পশ্চিম গোলার্ধের সর্বনিম্ন স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নীচুতে অবস্থান করেছে। আবার এই উপত্যকাটি উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে উদ্বৃতম স্থান, যার গড় উষ্ণতা 56° সে.। এছাড়াও এই অঞ্চলে জলের লবণতার পরিমাণ সবচেয়ে বেশি হওয়ায় কোনো প্রাণ বা জীবের অস্তিত্ব লক্ষ করা যায় না, তাই একে মৃত্যু উপত্যকা বলে।

প্রশ্ন 7: গিসার (Geyser) কী?

উত্তর: গিসার একপ্রকার উয় প্রস্রবণ (Hot Spring)। পৃথিবীপৃষ্ঠের কোনো ফাটল বা চ্যুতিপথ দিয়ে যখন কিছু সময় পরপর উয় জল ফোয়ারার মতো স্তম্ভের ন্যায় উপরের দিকে উৎক্ষিপ্ত হয়, তাকে গিসার বলে। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলের ‘ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক’ (Yellowstone National Park) -এর পৃথিবী বিখ্যাত সুদৃশ্য ‘ওল্ড ফেথফুল গিসার’ (Old Faithful Geyser) আছে। এই গিসার থেকে প্রায় 60 মিনিট পর পর 60 মিটার উপরে গরম জল সহ জলীয় বাষ্প ওপরের দিকে উক্ষপ্ত হয়।

প্রশ্ন ৪ : কানাডিয়ান শিল্ড কী? 

উত্তর: কানাডার শিল্ড অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের একটি অংশ। এর অপর নাম ‘লরেন্সীয় মালভূমি’। শিল্ড কথার অর্থ হল ‘ঢাল’ বা বর্ম বা শক্ত পাথুরে তরঙ্গায়িত ভূমিভাগ। সমগ্র অঞ্চলটি গ্রানাইট ও নিস কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়েছে। সমগ্র পৃথিবীতে মোট 11 টি শিল্ড অঞ্চল আছে, যার মধ্যে কানাডিয়ান শিল্ড হল পৃথিবীর বৃহত্তম শিল্ড অঞ্চল।

প্রশ্ন 9: তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশে 65°-75° উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে (কানাডার উত্তরভাগ, আলাস্কা, গ্রিনল্যান্ড প্রভৃতি স্থানে) বছরের প্রায় 8-9 মাস ভূমি বরফাবৃত থাকে। অধিকাংশ সময় বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয় এবং ‘পারগা’ নামক তুষারঝড় প্রবাহিত হয়। শীতকালীন গড় উষ্ণতা -40° থেকে-50° সে. এবং গ্রীষ্মকালীন গড় উয়তা 10° সে. থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 30-40 সেমি হয়। শীতকালে সূর্যরশ্মির অনুপস্থিতিতে মেরুজ্যোতি প্রভাবে চারপাশ আলোকিত হয়। একে ‘মেরুজ্যোতি’ বলে। উল্লেখ্য, এই হিমশীতল অঞ্চলে শৈবাল ও শেওলা জাতীয় উদ্ভিদ কেবলমাত্র বেশি জন্মায়। সেজন্য অঞ্চলটিকে ‘তুন্দ্রা জলবায়ু অঞ্চল’ বলা হয়।

প্রশ্ন 10: ‘সরলবর্গীয় বনভূমি’ বলতে কী বোঝো?
উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের 50°-70° উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অংশে পূর্বে আটলান্টিক মহাসাগর থেকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে শঙ্কু আকৃতির গাঢ় ও সবুজ বর্ণের নরম ও দীর্ঘ কান্ড এবং সূচালো পত্র কম শাখাপ্রশাখাযুক্ত বনভূমিকে সরলবর্গীয় বনভূমি বলে। বনভূমিতে পাইন, ফার, স্পুস, লার্চ, উইলো, পপলার, অলডার প্রভৃতি বৃক্ষ জন্মায়।

প্রশ্ন 1: কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন?
উত্তর: গ্রানাইট ও নিস শিলা গঠিত কানাডার শিল্ড অঞ্চল পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের একটি অংশ। এর অপর নাম লরেন্সিয়ান শিল্ড অঞ্চল। ‘শিল্ড’ কথার অর্থ শক্ত পাথুরে তরঙ্গায়িত ভূখণ্ড। এই মালভূমিটি ক্রমশ উত্তরদিকে হাডসন উপসাগরের দিকে ঢালু হয়ে গেছে। তবে তুষার যুগের মহাদেশীয় হিমবাহের ক্ষয়কাজের ফলে অঞ্চলটির ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত। হিমযুগ বা তুষারযুগে শিল্ড মহাদেশীয় হিমবাহের ক্ষয়কাজের ফলে ভূমিভাগ অবনমিত সৃষ্ট গর্তে হিমবাহের গলা জলে পূর্ণ হয়ে অসংখ্য ছোটো বড়ো হ্রদের সৃষ্টি হয়েছে। যেমন- গ্রেটবিয়ার, গ্রেটস্লেভ, ম্যানিটোবা, আথাবাস্কা, রেনডিয়ার, উইনিপেগ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।

প্রশ্ন 1: ভারতে কোথায় এরকম পশুপালন ও তা থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সহাবস্থান ঘটেছে, তা জানার চেষ্টা করো।

উত্তর: ভারতের প্রান্তিক কৃষক ও দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী শ্রমিক শ্রেণির জীবিকার অন্যতম উৎস হল পশুপালন। গৃহপালিত পশু গোরু, মহিষ, ছাগল, মেষ বা ভেড়া প্রতিপালন করে ভারত প্রতি বছর প্রচুর অর্থ উপার্জন করে। উল্লেখ্য, ভারত গবাদি পশুপালনে পৃথিবীতে দ্বিতীয় স্থান (ব্রাজিল প্রথম)

এবং ডেয়ারি শিল্পজাত দ্রব্যাদি (তরল ও গুঁড়ো দুধ, ঘি, মাখন, পনির প্রভৃতি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। ভারতের প্রায় প্রতিটি রাজ্যে কম-বেশি গবাদি পশুপালন করা হয়। প্রধান গবাদি পশুপালক রাজ্যগুলি হল-গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কেরল ও পশ্চিমবঙ্গ। অন্যদিকে, পৃথিবীর মধ্যে সর্বাধিক গবাদি পশুপালন করলেও ভারত মাংস উৎপাদন ও রপ্তানিতে বিশেষ উন্নতি লাভ করতে পারেনি। ভারতের বিভিন্ন স্থানে মাংস প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রগুলি গড়ে উঠেছে।

প্রশ্ন 2: উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর ওপর অক্ষাংশের প্রভাব নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করো।

উত্তর: পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকার আকৃতি অনেকটা উলটানো ত্রিভুজের ন্যায়, যার বিস্তার 7°-84° উত্তর অক্ষাংশ। এই মহাদেশটির প্রশস্ত উত্তরাংশে 60°-84° হিমশীতল মেরু প্রকৃতির তুন্দ্রা চরমভাবাপন্ন জলবায়ু, মধ্যভাগে (30°-60°উ.) শীত ও গ্রীষ্মের প্রভাবযুক্ত নাতিশীতোয় জলবায়ু এবং দক্ষিণদিকে (7°-30°উ.) অতি উয় ও আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতযুক্ত ক্রান্তীয় জলবায়ু দেখা যায়।

প্রশ্ন 3: সমুদ্রস্রোত কোথাও শীতল আবার কোথাও উষু হয় কেন? 

উত্তর: মহাসমুদ্রের উপরিভাগে জলরাশির অনুভূমিকভাবে চলাচলকে সমুদ্রস্রোত বলে। সমুদ্রস্রোতের তাপমাত্রা পার্থক্যের কারণগুলি হল-(i) অক্ষাংশগত তারতম্য, (ii) সমুদ্রজলের ঘনত্বের তারতম্য প্রভৃতি। যেমন- নিরক্ষীয় অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণের ফলে জল উয় হয়। জলের ঘনত্ব ও লবণতা উভয়ই বৃদ্ধি পায় এবং অন্যদিকে উভয় মেরুর দিকে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হওয়ায়, সেইসব অঞ্চলের জল স্বাভাবিকভাবেই শীতল হয়। এই কারণে নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি উদ্বু স্রোত নিরক্ষীয় প্রতিস্রোত, কুরোশিয়ো বা জাপান স্রোত। এবং চিরতুষারাবৃত মেরু অঞ্চলে সৃষ্টি স্রোত শীতল ল্যাব্রাডর স্রোত, বেরিং স্রোত প্রকৃতির হয়।

প্রশ্ন 4: রকি পর্বতের পূর্বচালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয় কেন?

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশে বসন্ত ঋতুর শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর ‘চিনুক’ (বা তুষারভক্ষক) নামক একপ্রকার উদ্বু স্থানীয় বায়ুর ক্রমশ নিম্নগমনে উষ্ণতা বৃদ্ধি পায় এবং বরফের গলন শুরু হয়। আবার এই বায়ুর উষুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলীয় বাষ্প ধারণক্ষমতা বৃদ্ধি বৃষ্টিপাতের পরিমাণকে অত্যধিক হ্রাস করে। ফলে বসন্তের শুরুতে রকি পর্বতমালার পূর্বঢালে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়।

প্রশ্ন 5: ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি-মিসৌরি নদীর জল বরফে পরিণত হয়ে যায় কেন?
উত্তর: মিসিসিপি-মিসৌরি নদীটি আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। উত্তর আমেরিকা মহাদেশের উত্তরপ্রান্তে পূর্ব-পশ্চিমে প্রস্থ বরাবর আড়াআড়ি কোনো সুউচ্চ পর্বতমালা না থাকায় শীতকালে উত্তর দিক থেকে হিমশীতল মেরু বায়ু বিনা বাধায় দক্ষিণ দিকে 23½° উত্তর অক্ষরেখা (কর্কটক্রান্তিরেখা) পর্যন্ত চলে আসে। এই অতি শীতল মেরুবায়ুর প্রভাবে মিসিসিপি- মিসৌরি নদীর মোহনা অঞ্চল ক্রান্তীয় অঞ্চলে অবস্থান না করলেও তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়, ফলে শীতকালে নদীর জল বরফে পরিণত হয়।

উত্তর: যে সংকীর্ণ স্থলভাগ দুটি বৃহৎ স্থলভাগকে যুক্ত করে তা যোজক নামে পরিচিত। পাঠ্যপুস্তকে প্রদত্ত মানচিত্র পর্যবেক্ষণ করলে দেখা যায় উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল পানামা যোজক।

প্রশ্ন 2: উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কী?

উত্তর : পৃথিবী সৃষ্টির প্রথম থেকেই উত্তর আমেরিকা নামক সুবিশাল ভূখণ্ডটির অস্তিত্ব ছিল। 1501 খ্রিস্টাব্দে পোর্তুগিজ নাবিক আমেরিগো ভেসপুচি দুটি আমেরিকা মহাদেশের সন্ধান দেন। তার পর্যন্ত এই মহাদেশটি পৃথিবীর মানুষের কাছে অজানা ছিল। ইউরোপ, এশিয়া মহাদেশ যখন আধুনিক জ্ঞানবিজ্ঞান তথা সভ্যতার আলোকে বিকশিত হয়েছে, তখনও আমেরিকা অন্ধকারাচ্ছন্ন ছিল। এককথায় আবিষ্কারের সময়কাল আজ থেকে 500 বছর হওয়ার পরিপ্রেক্ষিতে পৃথিবীর অন্যান্য মহাদেশ অপেক্ষা অনেক নবীন। এই মহাদেশটিকে ‘নবীন বিশ্ব’ বলা হয়।

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং-84

প্রশ্ন 1 : শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলি নৌপরিবহণযোগ্য নয় কেন?
উত্তর : শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলি যথা-ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স ইত্যাদি নদীতে নৌপরিবহণযোগ্য থাকে না, তার কারণগুলি হলো-(i) উত্তর আমেরিকার উত্তরাংশ-তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত, ফলে বছরের প্রায় 7-8 মাস এখানে উষ্ণতা হিমাঙ্কের নীচে থাকে। (ii) শীতকালে উত্তর গোলার্ধে তির্যকভাবে কিরণে গড় তাপমাত্রা কম থাকে এবং সুমেরুবৃত্ত থেকে সুমেরুবিন্দু পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল একেবারেই অন্ধকারাচ্ছন্ন থাকে। (iii) শীতকালে উত্তর আমেরিকায় বরফ ও তুষারপাতের সীমারেখা (Freezing Line) আরও দক্ষিণ দিকে এগিয়ে আসার কারণে শীতকালে নদীর জল বরফে পরিণত হওয়ায় নৌপরিবহণযোগ্য হয় না।

Long Question Answer

প্রশ্ন 11: উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরার সংক্ষিপ্ত পরিচয় দাও।

উত্তর: উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমাংশে উত্তরে আলাস্কা থেকে দক্ষিণে পানামা যোজক পর্যন্ত এই সুদীর্ঘ ও সুউচ্চ নবীন ভঙ্গিলপর্বতমালার প্রধান তিনটি সমান্তরাল পর্বত শ্রেণি নিয়ে গঠিত কর্ডিলেরায় বিস্তৃত আছে। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এই পার্বত্যভূমি উত্তর-দক্ষিণে দৈর্ঘ্যে প্রায় 6900 কিমি এবং পূর্ব পশ্চিমে প্রস্থে প্রায় 1600 কিমি। এর গড় উচ্চতা প্রায় 600 মিটার। এখানকার তিনটি সমান্তরাল পর্বতশ্রেণি হল-

(1) পূর্বের পর্বতশ্রেণি: পূর্বদিকে রকি পর্বতশ্রেণি উত্তরে আলাঙ্কাতে ব্রুকস, মধ্যভাগে রকি এবং দক্ষিণে মেক্সিকোতে সিয়েরা মাদ্রে পর্বত নামে পরিচিত।

(2) মধ্যভাগের পর্বতশ্রেণি: এই পর্বতশ্রেণিটি উত্তরে আলাস্কা

পর্বত, মধ্যভাগে কাসকেড ও সেল্ফার্ক এবং সর্ব দক্ষিণে সিয়েরা নেভেদা নামে পরিচিত। উল্লেখ্য, আলাস্কা পর্বতশ্রেণির ‘ম্যাকিন্সে’ (6,190 মিটার) সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।
(3) পশ্চিমের পর্বতশ্রেণি: প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর এই পর্বতশ্রেণির উত্তরাংশে আলাস্কাতে সেন্ট ইলিয়াস পর্বতশ্রেণি এবং দক্ষিণাংশকে কোস্টরেঞ্জ বলা হয়।

প্রশ্ন 14: কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি অথবা নদনদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর: ভূপ্রকৃতিঃ কানাডিয়ান শিল্ড অঞ্চলটি হল পৃথিবীর প্রাচীনতম মালভূমি। সমগ্র অঞ্চলটি গ্রানাইট, নিস, আগ্নেয়শিলা ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়েছে। হাডিসন উপসাগরকে বেষ্টন করে প্রায় ‘V’ আকৃতিবিশিষ্ট অঞ্চলটি ক্রমশ উত্তরদিকে ঢালু হয়ে গেছে। তুষারযুগের মহাদেশীয় হিমবাহের ক্ষয়কাজের ফলে অঞ্চলটির ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। এর গড় উচ্চতা প্রায় 350 মিটার। এখানে হিমবাহবাহিত পলি জমে সৃষ্ট গ্রাবরেখা বা মোরেন, বোল্ডার ক্লে এবং গম্বুজাকৃতির উচ্চভূমি হিমবাহসৃষ্ট গ্রেটবিয়ার, গ্রেটস্লেভ, ম্যানিটোবা, আত্ম থাবাষ্ণা, রেনডিয়ার, উইনিপেগ প্রভৃতি হ্রদ সৃষ্টি হয়েছে।

নদনদী: আন্টলাটিক ভূমির ঢাল অনুসারে নদীগুলি ও দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে হাডসন উপসাগরে পড়েছে। এখানকার নদীগুলি হল ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন নদীগুলি পাশাপাশি সৃষ্টি হওয়াতে বহু হ্রদকে যুক্ত করেছে। নদীগুলি দৈর্ঘ্যে ছোটো ছোটো ও শীতকালে প্রবল ঠান্ডায় জল জমে বরফে পরিণত হয়।

প্রশ্ন 15: হ্রদ অঞ্চলের কৃষিকাজ অথবা পশুপালন সম্পর্কে কী জানো? 

উত্তর: কৃষিকাজঃ হ্রদ অঞ্চলে বেশিরভাগ ভূমি প্রায়-সমতল ও হিমবাহসৃষ্ট উর্বর মৃত্তিকা যুক্ত হলেও পর্যাপ্ত বৃষ্টির অভাব ও শীতল নাতিশীতোয় জলবায়ু কৃষিকাজের প্রধান সমস্যার সৃষ্টি করেছে। তবে চাহিদার কারণে এখানে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ হয়। কৃষিজ ফসলের মধ্যে গম, ভুট্টা, যব, ওট (জই), বিট, রাই; হ্রদ অঞ্চলের তীরবর্তী অঞ্চলে বিভিন্ন ফল যেমন-আঙুর, আপেল, পীচ, ইত্যাদি এবং ভুট্টা বলয়ের উত্তরে পশুখাদ্যের মধ্যে হে, ক্লোভার, ঘাস প্রভৃতি প্রচুর পরিমাণে পশুখাদ্য চাষ করা হয়। ‘মিনেসোটা’ বসন্তকালীন গম এবং ‘ইলিনয়’, ‘ইন্ডিয়ানা’, ‘পেনসিলভেনিয়া’ শীতকালীন গম চাষের জন্য বিখ্যাত। হ্রদ অঞ্চল মধ্যগাভের উচ্চভূমিতে ভুট্টা উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে।পশুপালন: হ্রদ অঞ্চলের জলবায়ুতে কম বৃষ্টিপাতের প্রভাবে অনেক তৃণভূমির সৃষ্টি হয়েছে ও পর্যাপ্ত পশুখাদ্য ভুট্টা, ওট, হে, ক্লোভার, আলফা আল্ল্ফা উৎপাদিত হয়। আবার উৎকৃষ্ট বিরাট চারণভূমিতে অধিক দুগ্ধ প্রদানকারী জার্সি গোরু, মেষ, শূকর, হাঁস-মুরগি পালিত হয়। গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য উইসকনসিন রাজ্যকে ডেয়ারি রাজ্য বা ‘পশুপালন রাজ্য’ বলে। মাংস উৎপাদন ও সংরক্ষণের জন্য মিচিগান হ্রদের তীরে শিকাগো শহরকে ‘পৃথিবীর কসাইখানা’ (Slaughter House of the World) বলা হয়। পশুখাদ্যের চাষ, পর্যাপ্ত জল, বিস্তীর্ণ পশুচারণভূমি ও শীতল জলবায়ুর কারণে দুধ, দুগ্ধজাত দ্রব্য এবং মাংস প্রভৃতি পচনশীল উপাদানের সহজ সংরক্ষণ। এখানে পশুপালনের উন্নতি ঘটিয়েছে।

প্রশ্ন 2: হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কীভাবে?

উত্তর: হ্রদ অঞ্চল শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের নয়, সমগ্র বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হলো-

(1) ভৌগোলিক অবস্থান: উত্তর আমেরিকার উত্তর-পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের সন্নিকটে অবস্থিত বিখ্যাত পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী অববাহিকায় জলপথ পরিবহণ, জল পর্যাপ্ত ও উর্বর সমভূমির নিয়ে এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে।

(2) খনিজ সম্পদের প্রাচুর্যঃ হ্রদ অঞ্চলের প্রাপ্ত মূল্যবান খনিজ পদার্থ লৌহ, কয়লা, খনিজ তেল, তামা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর প্রভৃতির মতো মূল্যবান খনিজ পদার্থ এবং অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চলের পর্যাপ্ত কয়লা শিল্পাঞ্চল গড়ে তোলার অন্যতম অনুকূল পরিবেশ।

(3) পর্যাপ্ত রাসায়নিক দ্রব্যাদি: বিভিন্ন শিল্পে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহ হ্রদ অঞ্চল থেকেই সংগ্রহ করা হয়। 

(4) পশুজাত দ্রব্য: হ্রদ অঞ্চলের পার্শ্ববর্তী বিস্তীর্ণ প্রেইরি তৃণভূমি থেকে প্রচুর পরিমাণ প্রাণীজ কাঁচামাল (মাংস, চর্ম, দুধ, পশম, হাড়, ফার প্রভৃতি) ভিত্তিতে গড়ে উঠেছে ডেয়ারি শিল্প, চর্মশিল্প, পশম শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প অঞ্চলকে শিল্পোন্নত করার অন্যতম কারণ। 

(5) বনজ সম্পদ: হ্রদ অঞ্চলের নিকটবর্তী সরলবর্গীয় বৃক্ষের নরম হালকা অথচ টেকসই উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহ করা হয়, যা আসবাবপত্র নির্মাণে ও কাগজশিল্পে, পরিবহণে ও যানবাহন নির্মাণে ব্যবহৃত হয়।

(6) জলবায়ু : হ্রদ অঞ্চলের আরামদায়ক শীতল নাতিশীতোয় জলবায়ুর শিল্পে নিযুক্ত শ্রমিকদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করে।

(7) শক্তির সহজলভ্যতাঃ হ্রদ অঞ্চলের খরস্রোতা নদনদী; জলপ্রপাত (নায়াগ্রা) থেকে উৎপন্ন সুলভ জলবিদ্যুৎ শক্তি এবং স্থানীয় পেট্রোলিয়াম ও কয়লা থেকে উৎপন্ন তাপবিদ্যুৎ এখানকার শিল্পের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।

(৪) উন্নত পরিবহণ ব্যবস্থা: সমগ্র হ্রদ অঞ্চলে জালের মতো বিন্যস্ত জলপথ (সেন্ট লরেন্স-উত্তর আটলান্টিক জলপথ), সড়কপথ, রেলপথ, সুড়ঙ্গপথ, বিমানপথ অন্তর্দেশীয় ও বহির্বাণিজ্যে এবং শিল্পোন্নতিতে বিশেষ সহায়তা করেছে।

(9) জল: স্থানীয় পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী, মিসিসিপি, ইলিনয়, ওহিও নদীর বিপুল পরিমাণে স্বচ্ছ জল শিল্পাঞ্চলের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায়।

(10) শ্রমিক: শিল্পের প্রয়োজনীয় দক্ষ ও নিপুণ সুলভ শ্রমিকের অভাব হয় না।

(11) মূলধন: হ্রদ অঞ্চলে শিল্পপতি ব্যবসায়ী সম্প্রদায়, ব্যাংক বিমা কোম্পানিগুলি শিল্পোন্নতিতে প্রচুর মূলধন বিনিয়োগ করে।

(12) প্রযুক্তিবিদ্যা: আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নত কারিগরিবিদ্যা এবং দেশি ও বিদেশি বিজ্ঞানীদের অত্যাধুনিক উদ্ভাবনী ক্রিয়াকলাপের ফলে শিল্পের ব্যাপক উন্নতি ও প্রসার ঘটেছে।

এ ছাড়াও জনবহুল অঞ্চলে বাজারের ব্যাপক চাহিদা এবং সহজ সরকারি নীতি শিল্প স্থাপনে যথেষ্ট সুবিধা এই অঞ্চলটিকে বিশ্বের এক অন্যতম শিল্পাঞ্চলে পরিণত করেছে।

প্রশ্ন 3: হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে পরিবহণ ব্যবস্থার ভূমিকা লেখো।

উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের উন্নত সড়কপথ, রেলপথ, জলপথ ও বিমানপথ, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যাবসা-বাণিজ্যের পথকে সুগম করেছে। সেগুলি নিম্নরূপ- 

(1) জলপথ: হ্রদ অঞ্চলের জলপথকে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলি হল-(i) নদীপথ (ii) খালপথ ও (iii) সমুদ্রপথ। এখানকার জলপথের মাধ্যম হল সেন্ট লরেন্স নদী। এই নদীটি ‘পঞ্চহ্রদকে’ (সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও) একে অপরের সঙ্গে যুক্ত করেছে। এই নদীটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন-সুপিরিয়র ও হিউরন হ্রদের মাঝখানে সেন্ট মেরী নদী, হিউরন ও ইরি হ্রদের মাঝে সেন্ট ক্লেয়ার নদী, ইরি ও অন্টারিও হ্রদের মাঝখানে নায়াগ্রা নদী নামে পরিচিত।

জলপথকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য হ্রদগুলির মধ্যবর্তী অঞ্চলে কয়েকটি খাল খনন করা হয়েছে। যেমন-ওয়েল্যান্ড খাল, ইরি-বার্জ খাল, সুখাল ও রিড খাল, ইরি ও ওহিও খাল প্রভৃতি। এছাড়াও উত্তর আটলান্টিক সামুদ্রিক জলপথের অন্তর্গত (নিউইয়র্ক, বোস্টন, পোর্টল্যান্ড, নিউজার্সি, ওয়াশিংটন ডি সি, ডেলাওয়ার প্রভৃতি বন্দরগুলি পরোক্ষভাবে হ্রদ অঞ্চলের সুলভ জলপথ পরিবহণ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে।

(2) সড়কপথ: এখানে বিভিন্ন দৈর্ঘ্য ও প্রস্থের সড়কপথ জালের মতো বিন্যস্ত হয়ে শিকাগো, ভুলুথ, সেন্টপল, গ্যারি, টলেডো, ক্লিভল্যান্ড, বাফেলো, রচেস্টার, সেন্ট উইলিয়াম, উইনিপিগন, হুরন বে, সল্টসেন্ট মেরি, সাডবেরি প্রভৃতি গুরুত্বপূর্ণ শহর ও শিল্পকেন্দ্রকে যুক্ত করেছে।

(3) রেলপথ: নিউইয়র্ক হল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রেল জংশন এবং পৃথিবীর বৃহত্তম প্রান্তিক রেলওয়ে স্টেশন (Grand Central Terminal)। (i) নর্দান প্যাসিফিক রেলপথ, (ii) ইউনিয়ন প্যাসিফিক রেলপথ, (iii) সাদার্ন প্যাসিফিক রেলপথ ইত্যাদি দেশের নিউইয়র্ক, ওয়াশিংটন, আটলান্টা, নিউ অর্লিয়েন্স, বাফেলো, শিকাগো ইত্যাদি বিখ্যাত শহরসমূহকে যুক্ত করেছে।
(4) আকাশপথ বা বিমানপথ: মিচিগান হ্রদের তীরবর্তী শিকাগোর বিমানবন্দরটি হল আমেরিকা তথা সমগ্র পৃথিবীর অন্যতম ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। এ ছাড়াও আমেরিকার চারটি সময় অঞ্চলের মধ্যে সুনিপুণভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে অভ্যন্তরীণ বিমানপথের সাহায্যে আমেরিকার পূর্ব প্রান্ত ও পশ্চিম প্রান্তের শহরগুলি যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা চালু আছে।

ভুল সংশোধন করে লেখো:

1. আমেরিকা যুক্তরাষ্ট্রে 6 টি সময় অঞ্চল (Time Zone) আছে।

উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্রে 4 টি সময় অঞ্চল (Time Zone) আছে।

2. অন্টারিও হ্রদের তীরে শিকাগো শহরটি অবস্থিত।

উত্তর: মিচিগান হ্রদের তীরে শিকাগো শহরটি অবস্থিত।

3. কির্কল্যান্ড থেকে প্রচুর পরিমাণে নিকেল উত্তোলিত হয়। 

উত্তর: স্বর্ণ কির্কল্যান্ড থেকে প্রচুর পরিমাণে উত্তোলিত হয়।

4. ডুলুথ পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র।

উত্তর: বাফেলো পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র।

5. বগ আয়রন বা টাইটানিয়াম হল একটি উচ্চমানের লৌহ আকরিক।

উত্তর: বগ আয়রন বা টাইটানিয়াম হল একটি নিম্নমানের লৌহ আকরিক।

1. আমি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছি। আমি কে?

উত্তর: পানামা যোজক।

2. আমি পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহ। আমি কে?

উত্তর: হুবার্ড।

3. আমি পৃথিবীর বৃহত্তম বরফাবৃত দ্বীপ আমি কে?

উত্তর: গ্রিনল্যান্ড।

4. আমি উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব উপকূলের বৃহত্তম মগ্নচড়া ও মৎস্যচারণ ক্ষেত্র। আমি কে?

উত্তর: গ্র্যান্ড ব্যাংক।

5. আমি পৃথিবীর গভীরতম গিরিখাত। আমি কে?
উত্তর: গ্র্যান্ড ক্যানিয়ন।

বেমানান শব্দটি চিহ্নিত করো:

1. উইনিপেগ, গ্রেট বিয়ার, রেনডিয়ার, ইরি।

উত্তর: ইরি।

2. কাসকেড, সেলকার্ক, অ্যাপালেশিয়ান, সেন্ট ইলিয়াস।

উত্তর: অ্যাপালেশিয়ান।

3. মিসিসিপি-মিসৌরি, রিওগ্রান্ডি, আলবামা, সেন্টলরেন্স।

উত্তর: সেন্ট লরেন্স।

4. মিচিগান, গ্রেট বিয়ার, হুরন, ইরি।
উত্তর: গ্রেটবিয়ার।

Fil in the blanks

1. ‘কর্ডিলেরা’ শব্দের আক্ষরিক অর্থ হল                   ।

উত্তর: পর্বতশৃঙ্খল।

2. সেন্ট লরেন্স নদীর একটি উপনদী হল                 

উত্তর: অটোয়া।

3.                    অঞ্চলকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ বলা হয়।

উত্তর: প্রেইরি।

4. মৃত্যু উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়                 মিটার নীচু।

উত্তর: 90।

5. ‘নায়াগ্রা’ শব্দের অর্থ হল                 

উত্তর: জলরাশির বজ্রনাদ।

6. ইরি ও অন্টারিও হ্রদের মাঝে                  খাল আছে।

উত্তর: ওয়েল্যান্ড।

7.                    -এ পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।

উত্তর: ডেট্রয়েট।

৪. কানাডিয়ান শিল্ডের প্রধান শিল্প হল                   শিল্প।

উত্তর: কাগজ।

9. কানাডিয়ান শিল্ডের একটি প্রধান উপজাতি হল                   

উত্তর: এস্কিমো।

10. কানাডিয়ান শিল্ড অঞ্চলটি মূলত                  ও নিস শিলা দ্বারা গঠিত।

উত্তর: গ্রানাইট।

11. কানাডার বিস্তীর্ণ জায়গা জুড়ে আছে                    বনভূমি।
উত্তর: তৈগা।

True and False

1. উত্তর আমেরিকা মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে।

উত্তর: অশুদ্ধ।

2. ক্যালিফোর্নিয়ার উপকূলে নাতিশীতোয় জলবায়ু পরিলক্ষিত হয়।

উত্তর: অশুদ্ধ।

3. রকি হল একটি নবীন ভঙ্গিল পর্বতমালা।

উত্তর: শুদ্ধ।

4. প্রেইরি কথাটির আক্ষরিক অর্থ হল ‘বিস্তীর্ণ তৃণভূমি’।

উত্তর: শুদ্ধ।

5. মিচিগান ও ইরি হ্রদের মাঝখানে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত।

উত্তর: অশুদ্ধ।

6. পঞ্চহ্রদ অঞ্চলের গড় উচ্চতা প্রায় 350 মিটার।

উত্তর: অশুদ্ধ।

7. পেনসিলভেনিয়া লৌহ আকরিক উত্তোলনের জন্য সুবিখ্যাত।

উত্তর: অশুদ্ধ।

৪. চার্চিল নদীটি হাডসন উপসাগরে পতিত হয়েছে।

উত্তর: শুদ্ধ।

9. লার্চ একটি সরলবর্গীয় বৃক্ষ।

উত্তর: শুদ্ধ।

10. কানাডার ভ্যাঙ্কুভার কাগজ শিল্পের জন্য পৃথিবীবিখ্যাত।

উত্তর: শুদ্ধ।

11. টেনেসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। (আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাইস্কুল, উ.মা.)
উত্তর: শুদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *